শেকড়ের সন্ধানে পশ্চিমবঙ্গে গিয়ে কি পেলেন ঢাকার আবু সাদ?
বাংলাদেশের আবু সাদ, যার পরিবার ১৯৪৭ সালের দেশ বিভাগের সময় ভারত ছেড়ে বাংলাদেশে চলে এসেছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় পশ্চিমবঙ্গে গিয়েছিলেন শেকড়ের সন্ধানে।
সেখানে তাদের পুরনো বাড়িটি দেখতে পান তিনি।
এমনকি দেখতে পান তার বাবা এবং ফুপু যে বিছানায় ঘুমাতেন, সেই বিছানাগুলো রাখা আছে, ওপরে লেখা আছে তাদের নাম।
ভারত ভাগের সত্তর বছর পূর্তি উপলক্ষে আবু সাদের সঙ্গে কথা বলেছেন বিবিসি বাংলার ফারহানা পারভীন।