'ট্রাভেল ফটোগ্রাফি'র সেরা কিছু ছবি

বিশ্বের বিভিন্ন দেশের 'ট্রাভেল ফটোগ্রাফার'দের সেরা কিছু ছবি দেখুন।

বাংলাদেশি ফটোগ্রাফারের ছবি

ছবির উৎস, GMB AKASH / TPOTY

ছবির ক্যাপশান, বাংলাদেশের এক নারীর ছবি, দ্রুতগ্রামী একটি ট্রেনে বসে আছে সে। ট্রেনটির দুটো বগির সংযোগস্থলের ওপরে বসে এই নারী যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, কারণ-কোনো টিকিট না কেটেই ভ্রমণ করছে সে। ছবিটি তুলেছেন জিএমবি আকাশ। ২০০৯ সালে ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ারের পুরস্কার জিতেন তিনি।
ভিয়েতনামের ছবি

ছবির উৎস, MICHAEL MATLACH / TPOTY

ছবির ক্যাপশান, বিচারকদের মন্তব্য: হয় অ্যন-এর সকালের বাজারে রঙে খেলা এবং মানুষের বিচরণ। ম্যাইকেল ম্যাটলাশের ক্যামেরায় দারুণভাবে উঠে এসেছে"।
মালি

ছবির উৎস, REMI BENALI / TPOTY

ছবির ক্যাপশান, অত্যাধিক গরমের মধ্যে শীতল বাতাস আসার পর তা নিয়ে উচ্ছ্বাস এক কিশোরের। ২০০৪ সালে মালির কোলেঞ্জে-তে ছবিটি তুলেছেন ফ্রান্সের ফটোগ্রাফার রেমি বেনালি।
২০০৫ সালে কিউবার হাভানায় তোলা হয় এ ছবিটি।

ছবির উৎস, LORNE RESNICK / TPOTY

ছবির ক্যাপশান, ২০০৫ সালে কিউবার হাভানায় তোলা হয় এ ছবিটি। কানাডার ফটোগ্রাফার লরনে রেসনিক বলছেন "অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স্র ঢুকতেই এ দৃশ্য চোখে পড়ে। জানালা দিয়ে এক নারী আরেক নারীকে একটি ডিম দিচ্ছেন। আমার দেখা ব্যতিক্রমী বাণিজ্য"।
টুপি বিক্রেতা মেক্সিকো শহরে

ছবির উৎস, TODD WINTERS / TPOTY

ছবির ক্যাপশান, মেক্সিকোর এক শহরের এক বিক্রেতার ছবি। তুলেছেন অ্যামেরিকান ফটোগ্রাফার টড উইন্টার্স। ২০০৫ সালে এ ছবিটি তুলে তিনি প্রশ্ন করেছিলেন "বিক্রেতা কি ঘুমাচ্ছে? তিনি কি একটা টুপি বিক্রি করেছেন নাকি নিজে পড়ে আছেন?
ভারতের উত্তর প্রদেশে মথুরায় হোলি উৎসবের এ ছবিটি তোলা হয় ২০০৯ সালে। ছবিটি তোলেন পরাশ চৌধুরী।

ছবির উৎস, PORAS CHAUDHARY / TPOTY

ছবির ক্যাপশান, ভারতের উত্তর প্রদেশে মথুরায় হোলি উৎসবের এ ছবিটি তোলা হয় ২০০৯ সালে। ছবিটি তোলেন পরাশ চৌধুরী।
২০১১ কানাডিয়ান আর্কটিক

ছবির উৎস, THOMAS KOKTA / TPOTY

ছবির ক্যাপশান, ২০১১, কানাডিয়ান আর্কটিক। জার্মানির ফটোগ্রাফার থমাস ককটা "সৌর ঝড়ের চরম মুহুর্ত। আমি জানতাম এটা একটা দারুণ বছর হতে যাচ্ছে। কানাডিয়ান আর্কটিকে আমি প্রায় তিন সপ্তাহ ছিলাম সেসব মুহুর্ত ক্যামেরায় ধরার জন্য। বেশিরভাগ সময় রাতের তাপমাত্রা ছিল -৪০ডিগ্রি সেলসিয়াস থেকে -৪৫ ডিগ্রি সেলসিয়াস"।
রাশিয়া হোয়াইট সী

ছবির উৎস, FRANCO BANFI / TPOTY

ছবির ক্যাপশান, ২০১১ সালে এ ছবি তোলেন সুইটজারল্যান্ডের ফটোগ্রাফার ফ্র্যাঙ্কো বানফি। রাশিয়ার উত্তরাঞ্চলীয় কারেলিয়া প্রদেশে 'হোয়াইট সী'তে এই ছবি তুলেছেন তিনি। "বেলুগা তিমিটি সাঁতার কেটে আমার কাছে আসলো এবং আমাকে স্পর্শ না করেই ঘুরে চলে গেল। বেশ কয়েকবার এমনটি করলো সে। সে বোধহয় আমাকে ছবি তোলার সুযোগ করে দিচ্ছিল। তিমিটা একদমই এগ্রেসিভ ছিল না, সে শুধু খেলতে চাইছিল"।
২০১২, ওমো রিভার ভ্যালি, ইথিওপিয়া। জার্মানির জ্যান স্ক্লেগেল ছবিটি তুলেছেন।

ছবির উৎস, Image copyright

ছবির ক্যাপশান, ২০১২, ওমো রিভার ভ্যালি, ইথিওপিয়া। জার্মানির জ্যান স্ক্লেগেল ছবিটি তুলেছেন। "কারো উপজাতিদের কাছে সম্মানের ব্যক্তি ও যোদ্ধা হলে 'বিওয়া'রা। অনেক গর্ব নিয়ে তিনি আমাকে বলেছেন যে তিনি চারটি হাতি, তিনটি সিংহ, পাঁচটি চিতা, ১৫টি ষাঁড়, বহু কুমির মেরেছেন। একই সঙ্গে প্রতিবেশী উপজাতিদের সঙ্গে লড়াইয়ের সময় তিনি অনেক মানুষকে হত্যাও করেছেন। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন- সেই সময় চলে গেছে এবং শিকার এখন আর বৈধ নয়। সে কারণে তিনি পুরনো ঐতিহ্য ও তাঁর পূর্বপুরুষদের মিস করেন"।
২০১৩, ফুকেট, থাইল্যান্ড। ছবিটি তুলেছেন যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার জাস্টিন মট।

ছবির উৎস, JUSTIN MOTT / TPOTY

ছবির ক্যাপশান, ২০১৩, ফুকেট, থাইল্যান্ড। ছবিটি তুলেছেন যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার জাস্টিন মট। তিনি বলছেন "ছবিটা দেখে অনেকের মনে প্রশ্ন জাগে-হাতিটা যদি মেয়েটার মতো সুইমিং পুলেই থাকে তাহলে কেন হাতির পা পানিতে দেখা যাচ্ছে না? উত্তরটা সাধারণ। হাতিটা পানিতে নেই। মেয়েটি অনেক বড় ইনফিনিটি পুলে সাঁতার কাটছে। আর পিছনে স্থলভাগে মাটির ওপরে দাঁড়িয়ে আছে হাতিটি। ছবিটি তোলার জন্য আমি পুলের পাশে যাই, ওয়াটার প্রুফ ব্যাগ দিয়ে ক্যামেরা মুড়িয়ে-অর্ধেক পানির ভিতর ও অর্ধেক পানির বাইরে এমন অবস্থায় ছবিটা আমি তুলি"।
২০১৪, মারা নদী, নর্থ সেরেংগেটি। বেলজিয়ামের ফটোগ্রাফার নিকোল ক্যামব্রে ছবিটি তুলেছেন।

ছবির উৎস, NICOLE CAMBRE / TPOTY

ছবির ক্যাপশান, ২০১৪, মারা নদী, নর্থ সেরেংগেটি। বেলজিয়ামের ফটোগ্রাফার নিকোল ক্যামব্রে ছবিটি তুলেছেন। "বণ্যপ্রাণীর একটা দল বৃষ্টিতে পথ খুঁজে পায় না। বিভিন্নভাবে তারা নদী পার হয়।একটা ছোট দল পিছন দিক দিয়ে নদী পার হতে চায়, আরেক দল সামনে দিয়ে। কিন্তু একসময় তারা এমন জায়গায় পৌঁছে যে জায়গা অনেক খাড়া। এই প্রাণীগুলো অপেক্ষা করেনি, লাফিয়ে আরেকজনের গায়ে পড়ে যাচ্ছে"।
রাশিয়ার সাইবেরিয়ায় ২০১২ সালে এই ছবিটি তোলেন সুইটজারল্যান্ডের অ্যালেজান্দ্রা মেনিকোনজি।

ছবির উৎস, ALESSANDRA MENICONZI / TPOTY

ছবির ক্যাপশান, রাশিয়ার সাইবেরিয়ায় ২০১২ সালে এই ছবিটি তোলেন সুইটজারল্যান্ডের অ্যালেজান্দ্রা মেনিকোনজি।
২০১৪, কিনশাসা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। নরওয়ের জনি হ্যাগলান্ডের ছবি।

ছবির উৎস, JOHNNY HAGLUND / TPOTY

ছবির ক্যাপশান, ২০১৪, কিনশাসা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। নরওয়ের জনি হ্যাগলান্ডের ছবি। 'লেস সাপেরাস' এমন একটি গ্রুপ যারা কিনশাসার রাস্তায় দামী ডিজাইনার কাপড় পড়ে ঘুরে বেড়ায়, যদিও তাদের আশেপাশে বেশিরভাগই গরিব মানুষের বসবাস। ছবির পুরুষেরা সাধারণ চাকরি করে এবং তাদের পরিবার, সন্তান রয়েছে।
২০১৫, লুইজিয়ানা , যুক্তরাষ্ট্র। নেদারল্যন্ডসের ফটোগ্রাফার মার্শেল ভ্যান ওস্টেন

ছবির উৎস, MARSEL VAN OOSTEN / TPOTY

ছবির ক্যাপশান, ২০১৫, লুইজিয়ানা , যুক্তরাষ্ট্র। নেদারল্যন্ডসের ফটোগ্রাফার মার্শেল ভ্যান ওস্টেন "যুক্তরাষ্ট্রের বৃহৎ' জলাভূমি অ্যাচাফালায়া উপত্যকায় কায়াকিং করা চ্যালেঞ্জের কাজ"।