ভারতের যে রাজ্যে বাল্য বিবাহ এখনও চালু

সরকারি নিধেধাজ্ঞার পরও ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজারাটে চলছে বাল্য বিবাহ।

ভারতের গুজারাট রাজ্যের কাছ্‌ এলাকায় যে রাবারি উপজাতির বসবাস, তাদের মধ্যে এখনও বাল্যবিবাহের প্রচলন রয়েছে। ভারতে বিয়ের আইনগত বয়স নারীদের ক্ষেত্রে নূন্যতম ১৮ বছর এবং পুরুষদের ক্ষেত্রে নূন্যতম ২০ বছর। যদিও বাল্যবিবাহের ঘটনা এখন কমছে, কিন্তু আদম শুমারি অনুযায়ী এখনও বিবাহিত নারীদের এক তৃতীয়াংশের বিয়ে ১৮ বছরের আগেই হয়ে যায়।

ছবির উৎস, Fawzan Husain

ছবির ক্যাপশান, ভারতের গুজারাট রাজ্যের কাছ্‌ এলাকায় যে রাবারি উপজাতির বসবাস, তাদের মধ্যে এখনও বাল্যবিবাহের প্রচলন রয়েছে। ভারতে বিয়ের আইনগত বয়স নারীদের ক্ষেত্রে নূন্যতম ১৮ বছর এবং পুরুষদের ক্ষেত্রে নূন্যতম ২০ বছর। যদিও বাল্যবিবাহের ঘটনা এখন কমছে, কিন্তু আদম শুমারি অনুযায়ী এখনও বিবাহিত নারীদের এক তৃতীয়াংশের বিয়ে ১৮ বছরের আগেই হয়ে যায়।
ফটোগ্রাফার ফওজান হোসেন কাছ্‌ এলাকায় দুটি শিশুর বিয়ের ছবি তুলেছেন। ভোর বেলায় বালক বর একটি গাড়িতে চড়ে কনের গ্রামে গিয়ে হাজির হয়।

ছবির উৎস, Fawzan Husain

ছবির ক্যাপশান, ফটোগ্রাফার ফওজান হোসেন কাছ্‌ এলাকায় দুটি শিশুর বিয়ের ছবি তুলেছেন। ভোর বেলায় বালক বর একটি গাড়িতে চড়ে কনের গ্রামে গিয়ে হাজির হয়।
বর পক্ষের মহিলারা আলাদা একটি ভ্যানে চড়ে আসেন। ভারত সরকার বলছে, বাল্যবিবাহের ফলে দারিদ্র্য দূরীকরণ, সার্বজনীন শিক্ষা, লিঙ্গ সমতা, শিশুর সুরক্ষা এবং নারী স্বাস্থ্যের মতো কর্মসূচিগুলো ব্যহত হচ্ছে।

ছবির উৎস, Fawzan Husain

ছবির ক্যাপশান, বর পক্ষের মহিলারা আলাদা একটি ভ্যানে চড়ে আসেন। ভারত সরকার বলছে, বাল্যবিবাহের ফলে দারিদ্র্য দূরীকরণ, সার্বজনীন শিক্ষা, লিঙ্গ সমতা, শিশুর সুরক্ষা এবং নারী স্বাস্থ্যের মতো কর্মসূচিগুলো ব্যহত হচ্ছে।
দীর্ঘ পথের ক্লান্তিতে বর এক সময় ঘুমিয়ে পড়ে। তারা বাবা তখন পাখা দিয়ে তাকে বাতাস করতে থকে। ভারতের প্রশাসন বলছে, বাল্য বিবাহের ফলে মেয়েরা যে নির্যাতন, শোষণ ও সহিংসতার শিকার হয় এমন প্রমাণ তাদের কাছে রয়েছে।

ছবির উৎস, Fawzan Husain

ছবির ক্যাপশান, দীর্ঘ পথের ক্লান্তিতে বর এক সময় ঘুমিয়ে পড়ে। তারা বাবা তখন পাখা দিয়ে তাকে বাতাস করতে থকে। ভারতের প্রশাসন বলছে, বাল্য বিবাহের ফলে মেয়েরা যে নির্যাতন, শোষণ ও সহিংসতার শিকার হয় এমন প্রমাণ তাদের কাছে রয়েছে।
ঘুম থেকে ওঠার পর মাথায় পাগড়ি পরার পালা। রাজস্থান এবং গুজারাটের মত রাজ্যে বাল্য বিবাহের সাথে বর্ণ ও উপজাতি সম্পর্কের একটা যোগাসূত্র রয়েছে।

ছবির উৎস, Fawzan Husain

ছবির ক্যাপশান, ঘুম থেকে ওঠার পর মাথায় পাগড়ি পরার পালা। রাজস্থান এবং গুজারাটের মত রাজ্যে বাল্য বিবাহের সাথে বর্ণ ও উপজাতি সম্পর্কের একটা যোগাসূত্র রয়েছে।
কনেকে তার বাবা নিজেই শূণ্যে তুলে বিয়ের আসরে নিয়ে আসে।

ছবির উৎস, Fawzan Husain

ছবির ক্যাপশান, কনেকে তার বাবা নিজেই শূণ্যে তুলে বিয়ের আসরে নিয়ে আসে।
বালিকা কনের অপেক্ষায় বসে আছে বালক বর।

ছবির উৎস, Fawzan Husain

ছবির ক্যাপশান, বালিকা কনের অপেক্ষায় বসে আছে বালক বর।
বিয়ের আনন্দ ফূর্তির ফাঁকে কনের সখীরা ব্যস্তু তাস নিয়ে।

ছবির উৎস, Fawzan Husain

ছবির ক্যাপশান, বিয়ের আনন্দ ফূর্তির ফাঁকে কনের সখীরা ব্যস্তু তাস নিয়ে।
বিয়ের আসরে প্রথমবারের মতো বর আর কনের শুভদৃষ্টি বিনিময়।

ছবির উৎস, Fawzan Husain

ছবির ক্যাপশান, বিয়ের আসরে প্রথমবারের মতো বর আর কনের শুভদৃষ্টি বিনিময়।
বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর চলে ভোজন পর্ব।। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যগুলোর একটি হচ্ছে ২০৩০ সালের মধ্যে বাল্য বিবাহ সম্পূর্নভাবে বিলোপ করা।

ছবির উৎস, Fawzan Husain

ছবির ক্যাপশান, বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর চলে ভোজন পর্ব।। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যগুলোর একটি হচ্ছে ২০৩০ সালের মধ্যে বাল্য বিবাহ সম্পূর্নভাবে বিলোপ করা।