ছবিতে: সিলেটে 'জঙ্গি আস্তানা'য় অভিযান

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে বাড়িকে ঘিরে সেনাবাহিনীর অভিযানের কিছু ছবি প্রকাশ করেছে আইএসপিআর। সিলেটে বৃহস্পতিবার মধ্য রাত থেকে জঙ্গি আস্তানা ঘিরে অভিযান শুরু করে পুলিশ। পরে সেনাবাহিনী যোগ দেয়। দেখুন সেই অভিযানের কিছু ছবি।

সিলেটে বৃহস্পতিবার মধ্য রাত থেকে জঙ্গি আস্তানা ঘিরে অভিযান শুরু করে পুলিশ। পরে সেনাবাহিনী যোগ দেয়।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, সিলেটে বৃহস্পতিবার মধ্য রাত থেকে জঙ্গি আস্তানা ঘিরে অভিযান শুরু করে পুলিশ। পরে সেনাবাহিনী যোগ দেয়।
'আতিয়া মহল' ঘিরে সেনাবাহিনীর অবস্থান।

ছবির উৎস, ISPR

ছবির ক্যাপশান, 'আতিয়া মহল' ঘিরে সেনাবাহিনীর অবস্থান। বাড়িটির সীমানা প্রাচীর ভেঙে ঢুকেছে সাঁজোয়া যান।
অভিযানে সেনা সদস্যরা বিভিন্ন কৌশলে বাড়িটিতে প্রবেশের চেষ্টা করে

ছবির উৎস, ISPR

ছবির ক্যাপশান, অভিযানে সেনা সদস্যরা বিভিন্ন কৌশলে বাড়িটিতে প্রবেশের চেষ্টা করে।
শনিবার বাড়িটির বাসিন্দাদের সরিয়ে নেয়া হয় এভাবে।

ছবির উৎস, ISPR

ছবির ক্যাপশান, শনিবার বাড়িটির বাসিন্দাদের সরিয়ে নেয়া হয় এভাবে।
বাড়িটির ভেতর আটকা পড়া ৭৮ জন বাসিন্দাকে শনিবার উদ্ধার করা হয়।

ছবির উৎস, ISPR

ছবির ক্যাপশান, বাড়িটির ভেতর আটকা পড়া ৭৮ জন বাসিন্দাকে শনিবার উদ্ধার করা হয়।
'জঙ্গি আস্তানা'য় আটকে পড়া এক শিশুকে বের করে আনছেন এক সেনা সদস্য।

ছবির উৎস, ISPR

ছবির ক্যাপশান, 'জঙ্গি আস্তানা'য় আটকে পড়া এক শিশুকে বের করে আনছেন এক সেনা সদস্য।
বাড়িটি থেকে উদ্ধার করে এক নারীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ছবির উৎস, ISPR

ছবির ক্যাপশান, বাড়িটি থেকে উদ্ধার করে এক নারীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
সেনাবাহিনী বলছে, পাঁচতলা বাড়িটির ভেতরে প্রচুর বিস্ফোরক বা আইইডি পেতে রাখা হয়েছে।

ছবির উৎস, ISPR

ছবির ক্যাপশান, সেনাবাহিনী বলছে, পাঁচতলা বাড়িটির ভেতরে প্রচুর বিস্ফোরক বা আইইডি পেতে রাখা হয়েছে। জঙ্গিরাও বেশ প্রশিক্ষিত, তাই তাদের অভিযান শেষ করতে সময় লাগছে।
বাড়িটির পেছনের অংশে সেনা সদস্যদের সতর্ক উপস্থিতি।

ছবির উৎস, ISPR

ছবির ক্যাপশান, বাড়িটির পেছনের অংশে সেনা সদস্যদের সতর্ক উপস্থিতি।
বাড়িটির ভেতরে একাধিক বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ছবিতে বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

ছবির উৎস, ISPR

ছবির ক্যাপশান, বাড়িটির ভেতরে একাধিক বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সেনাবাহিনী বলছে, তারা গ্রেনেড ছুঁড়লে জঙ্গিরাও পাল্টা গ্রেনেড ছুঁড়ছে। ছবিতে বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।