ব্রুস লী: মার্শাল আর্ট তারকার মৃত্যু
আজ আপনাদের নিয়ে যাবো ১৯৭৩ সালের জুলাই মাসে যখন এমন একজন মানুষের মৃত্যু হয়েছিলো যিনি পশ্চিমা বিশ্বে চীনা সংস্কৃতির ধারণা বদলে দিয়েছিলেন।
জনপ্রিয় করে তুলেছিলেন সনাতন মার্শাল আর্টের চর্চ্চা।
ধরতে পারছেন আমি কার কথা বলছি? হ্যাঁ, ব্রুস লী।

ছবির উৎস, Getty Images
দিনটা ছিলো ১৯৭৩ সালের ২০শে জুলাই।
সেদিন হঠাৎ করেই তরুণ অভিনেতা এবং মার্শাল আর্ট শিল্পী ব্রুস লীর মৃত্যুর খবরে সারা বিশ্বেই শোক ছড়িয়ে পড়লো।
হংকং এ কাউলুন টং-এর একটি বাড়িতে তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি বলছিলেন যে তার মাথা ধরেছে এবং এজন্যে তিনি মাথাব্যথার ওষুধও খেয়েছিলেন। তার বয়স হয়েছিলো মাত্র ৩২ বছর।
ব্রুস লীর মৃত্যুর দিনটি নিয়েই শুনুন ইতিহাসের সাক্ষী।
পরিবেশন করছেন মিজানুর রহমান খান: