ইতিহাসের সাক্ষী

১৯৬৭ সালের জুন মাসে মিশর, জর্ডন ও সিরিয়ার সেনাবাহিনীর সাথে এক যুদ্ধ হয়েছিল ইসরাইলী বাহিনীর।

পরবর্তীকালে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এর নাম হয়েছিল ছয় দিনের যুদ্ধ

সেই যুদ্ধের আগে জর্ডন নদীর পশ্চিম তীর আর জেরুসালেম শাসন করতো জর্ডন।

যুদ্ধে ভেঙে পড়া এ্যালেনবি ব্রিজ দিয়ে জর্ডন নদী পার হচ্ছেন ফিলিস্তিনি উদ্বাস্তুরা

ছবির উৎস, unk

ছবির ক্যাপশান, যুদ্ধে ভেঙে পড়া এ্যালেনবি ব্রিজ দিয়ে জর্ডন নদী পার হচ্ছেন ফিলিস্তিনি উদ্বাস্তুরা

কিন্তু ছয় দিনের যুদ্ধে ইসরাইল সমগ্র পশ্চিম তীর, জেরুসালেম শহর আর সিনাই দখল করে নেয়।

বদলে যায় মধ্যপ্রাচ্যের মানচিত্র - যার দুদূরপ্রসারী প্রভাব পড়ে ওই অঞ্চলের ঘটনাবলীর ওপর যা আজও নিষ্পত্তি হয় নি।

সেই যুদ্ধের স্মৃতি দুজন ফিলিস্তিনির মুখে শুনেছেন বিবিসির লুইস হিদালগো, আর এ নিয়েই ইতিহাসের সাক্ষীর এই পর্ব - পরিবেশন করেছেন পুলক গুপ্ত।