অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড তদন্তে পুলিশ নিষ্ক্রিয়: অজয় রায়
বাংলাদেশে গত মাসে লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকান্ডের প্রায় চার সপ্তাহ পর গোয়েন্দা পুলিশ ক্লু পায়নি বলায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিৎ রায়ের পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়।
তিনি বলেছেন, এ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন।
হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন অধ্যাপক রায়।
অধ্যাপক অজয় রায়ের সাথে কথা বলেছেন বিবিসি বাংলার পুলক গুপ্ত।