বার্লিন প্রাচীর পার হওয়ার কাহিনী

ছবির উৎস, AFP
জার্মানির পূর্ব ও পশ্চিমাংশকে বিচ্ছিন্ন করে রাখা বার্লিন প্রাচীর ভেঙে ফেলার পঁচিশ বছর পূর্তি হচ্ছে আজ ৯ই নভেম্বর, রোববার।
এই দেয়ালটি তখন একই শহরে বসবাসকারী পরিবার, বন্ধুবান্ধব, পরিজনদের বছরের পর বছর আলাদা করে রেখেছিল।
ওই সময়ে বহু মানুষ নানাভাবে বার্লিন ওয়াল অতিক্রম করবার চেষ্টা করেছে।
কেউ সুড়ঙ্গ কেটে, কেউ দেয়াল বেয়ে, কেউবা লাফিয়ে। কিন্তু একজন তরুণ সম্পূর্ণ ভিন্ন এক পন্থা নিয়েছিলো এবং সফল হয়েছিলো।
বিবিসির বার্লিন সংবাদদাতা জেনি হিল-এর প্রতিবেদন, পরিবেশন করছেন আহরার হোসেন: