বিবিসির সাথে গানগল্প
বিবিসির সাথে গানগল্পে এই পর্বের অতিথি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল।

ছবির উৎস, bbc bangla
ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন একজন বড় গীতিকার ও সুরকার হবার।
সংগীত জগতের পরিচিতি ছাড়াও তিনি একজন মুক্তিযোদ্ধা।
১৯৭১ সালে মাত্র পনের বছর বয়সে যুদ্ধ করতে গিয়ে বন্দী হয়েও পরে বেঁচে যান তিনি।
যুদ্ধের আগে গিটার বাজাতেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
৭০এর দশক থেকে বাংলাদেশ টেলিভিশনে দেশাত্মবোধক গান করা শুরু করেন তিনি।
একই দশকের শেষের দিকে অনেক পরিশ্রমের পর ‘নয়নের আলো’ চলচ্চিত্র দিয়ে সংগীত পরিচালনা শুরু করেন।
এই চলচ্চিত্রের ৬টি গানই বেশ পরিচিতি পায়।
গান লেখা, সুর করা এবং পরিচালনার মধ্যে লেখাটাকেই সবচেয়ে কঠিন বলে মনে করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
গান নিয়ে একটি গবেষণাধর্মী বই লিখছেন তিনি যেটার কাজ প্রায় শেষের দিকে।
ভবিষ্যতে শিক্ষকতা করার ইচ্ছা আছে তাঁর যেটা হবে বিনামূল্যে।
এসব নানান প্রসঙ্গে বিবিসির গান-গল্পে কথা বলেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
গানগল্প পরিবেশন করছেন অর্চি অতন্দ্রিলা।