ফেসবুকের দশ বছর: জীবনে প্রভাব

আজ চৌঠা ফেব্রুয়ারি - ফেসবুকের দশ বছর।
দু হাজার চার সালে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র মার্ক জাকার্গবার্গ ইন্টারনেটে সতীর্থদের সাথে যোগাযোগের জন্য যে সাইট চালু করেছিলেন তা আজ বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।
বিশ্বজুড়ে প্রায় ১২০ কোটি মানুষ এখন ফেসবুক ব্যবহার করছেন।
শুধু ব্যক্তিগত বা সামাজিক যোগাযোগ নয়, ফেসবুক এখন ব্যবসা প্রসারের এবং নানা প্রচার-প্রচারণার অন্যতম বাহন হয়ে দাঁড়িয়েছে।
গত এক দশকে ফেসবুক বহু মানুষের জীবনকে কীভাবে বদলে দিয়েছে -- এ নিয়ে বিবিসি বাংলার শাকিল আনোয়ার কথা বলেছেন বাংলাদেশের সাহিত্যিক - সাংবাদিক আনিসুল হকের সাথে।