কোন্ আদর্শ সামনে রেখে লড়ছে আল শাবাবের জঙ্গীরা?
এ সপ্তাহের শুরুর দিকে, সোমালিয়ায় মিসাইল হামলা চালিয়ে আল কায়েদার সাথে জড়িত ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আল শাবাবের একজন সিনিয়র নেতাকে হত্যা করে যুক্তরাষ্ট্র।
গত সেপ্টেম্বরে কেনিয়ার নাইরোবিতে ওয়েস্টগেট শপিং মলে আল শাবাবের হামলায় ৭০ জন নিহত হওয়ার পর জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে অভিযানে আফ্রিকান বাহিনীকে সহায়তাও করছে যুক্তরাষ্ট্র।
আল শাবাব দাবি করেছে, সোমালিয়ায় তাদের বিরুদ্ধে যুদ্ধে কেনিয়ার বাহিনীর উপস্থিতির জবাব দিতেই তারা ওই হামলা করেছে।
কোন্ আদর্শকে সামনে রেখে জঙ্গী লড়াইয়ে নেমেছে আল শাবাব?
নিজেকে আল শাবাবের একজন বলে দাবি করা একজন কেনিয়ান দলের আদর্শের কথা শুনিয়েছেন বিবিসির কেনিয়া সংবাদদাতা মার্ক লোয়েনকে।
তার প্রতিবেদন- পরিবেশন করেছেন সায়েদুল ইসলাম।