শিশু দত্তক নিতে নতুন বিধি হচ্ছে

সরকারি শিশু নিবাসে এমন অনেক পরিত্যক্ত শিশু আছে যাদের নিতে চান নি:সন্তান দম্পতিরা।
ছবির ক্যাপশান, সরকারি শিশু নিবাসে এমন অনেক পরিত্যক্ত শিশু আছে যাদের নিতে চান নি:সন্তান দম্পতিরা।

বাংলাদেশে কোন শিশুকে অ্যাডপ্শন বা দত্তক নেয়ার বিষয়ে কোন আইনি কাঠামো না থাকলেও দত্তক বা সন্তান পালক নেয়ার বিষয়টি থেমে নেই এবং দীর্ঘকাল ধরেই নানা জটিলতার মধ্য দিয়ে তা অব্যাহত রয়েছে।

কোন দম্পতি যদি পরিত্যক্ত শিশুর ‘অভিভাবকত্ব’ নিতে চান, তারা পারিবারিক আদালতের মাধ্যমে আবেদন করতে পারেন।

আর বাংলাদেশের ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের জন্য আইনের ভিন্নতাও রয়েছে।

সমাজবিজ্ঞানীরা বলছেন, হালে নানা কারণে নি:সন্তান দম্পতির সংখ্যা বাড়ছে এবং তাদের অনেকেই এখন শিশু দত্তক নিতে চাইছেন।

বিষয়টি কতটা সহজ? আর এখানে জটিলতাই বা কী? ঢাকায় বিবিসির সংবাদদাতা ফরিদ আহমেদ এর বিশেষ প্রতিবেদন।