বিবিসির সাথে গানগল্প

একুশে পদকপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশে গানের জগতে পরিচিত নাম। গান লেখার নেশায় ডাক্তারি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি।

কুমিল্লায় স্কুলে পড়াকালীন দেয়াল পত্রিকায় গল্প, কবিতা লেখার চর্চা থেকে গীতিকার হওয়ার সূচনা হয়েছিল তাঁর।

এখন পর্যন্ত তিনি প্রায় বিশ হাজারেরও বেশি গান লিখেছেন। পুরস্কার পেয়েছেন শতাধিক।

গান লেখা ছাড়াও চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনাও করেছেন তিনি।

সংগীত জীবনের নানান দিক নিয়ে গাজী মাজহারুল আনোয়ার কথা বলেছেন বিবিসির সাথে গানগল্পে।

গানগল্প পরিবেশন করছেন অর্চি অতন্দ্রিলা