বুদ্ধের ভিক্ষাপাত্র ফেরৎ চায় বিহার

গৌতম বুদ্ধের একটি ভিক্ষাপাত্র যেন আফগানিস্তান থেকে ভারতের বিহারে তার আদি জায়গায় ফিরিয়ে আনা হয় তার জন্য দাবি তুলেছেন এক ভারতীয় এমপি।

বিহারের বৈশালি থেকে নির্বাচিত সংসদ সদস্য রঘুবংশ প্রতাপ সিং বলেছেন, কাবুল যাদুঘরের উচিত ঐ ভিক্ষাপাত্র ভারতকে ফিরিয়ে দেয়া, কারণ গৌতম বুদ্ধ নিজেই নাকি সেটি বৈশালিবাসীকে দান করে গিয়েছিলেন।

ঐ ভিক্ষাপাত্র আফগানিস্তানে নিরাপদ নয়, এমন আশংকাও ব্যক্ত করেছেন তিনি।

দিল্লি থেকে জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ।