মালির শরাণার্থী শিশুদের জন্য শিক্ষা

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সরকারি বাহিনী আর ইসলামপন্থী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ থেকে পালাতে হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী দেশ বুরকিনা ফাসোতে গিয়ে আশ্রয় নিয়েছেন।

এই শরণার্থীদের মধ্যে কয়েক হাজার শিশুও রয়েছে। এদের কেউ কেউ স্থানীয় স্কুলগুলোয় ভর্তির সুযোগ পেলেও, বেশিরভাগ শিশুর ভাগ্যেই কোন পড়া-শোনা জুটবে না বলে আশংকা করা হচ্ছে।

তবে শিশুদের জন্যে শিক্ষা কার্যক্রম চালায় 'তেরে দে ওমস্‌' নামের একটি দাতব্য সংস্থা সেই পরিস্থিতি বদলে দেয়ার আশা করেছে।

লেইলা আদজোভির প্রতিবেদন পরিবেশন করছেন সাবির মুস্তাফা।