ফিলিপাইনে নার্সিং পেশা
ফিলিপাইনে জনপ্রিয় পেশাগুলোর একটি নার্সিং - অনেকের কাছে দারিদ্র থেকে বেরুনোর পাসপোর্ট।
ঝাঁ-চকচকে আমেরিকান হাসপাতাল থেকে শুরু করে লিবিয়ার ভাঙ্গাচোরা ক্লিনিক, পৃথিবীর আনাচে-কানাচে দেখা মেলে ফিলিপিনো নার্সদের।
কিন্তু বিশ্বমন্দার কারণে যেখানে কাজের সুযোগ কমছে, দুই লক্ষ নার্স বেকার, সেখানে এ বছরেই চাকরি খুঁজবে আরো ৮০ হাজার নতুন নার্স।
ম্যানিলা থেকে বিবিসির কেট ম্যাকগেওনের রিপোর্ট, পরিবেশন করছেন ওয়ালিউর রহমান মিরাজ।