ঝুঁকিপূর্ণ দেশে কর্মী নিয়োগ নিয়ে কতটা চিন্তিত ব্র্যাক?

আফগানিস্তানে ব্র্যাক কাজ শুরু করে ২০০২ সালে।

দেশের ৩৪টি প্রদেশের সবগুলিতে ক্ষুদ্র ঋণ ছাড়াও, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি খাতের বিভিন্ন প্রকল্পে এই সংস্থায় প্রায় ৩৩০০ কর্মী নিযুক্ত রয়েছে, যাদের মধ্যে প্রায় দেড়শো জন রয়েছেন বাংলাদেশী।

কিন্তু যুদ্ধ বিধ্বস্ত এবং বিদ্রোহ-কবলিত এই দেশে উন্নয়ন সঙ্গী হিসেবে যারা কাজ করতে যান, তাদের নিরাপত্তা নিয়ে নিয়োগকর্তারা কতটা উদ্বিগ্ন?

ব্র্যাকের গণসংযোগ বিভাগের পরিচালক আসিফ সালেহকে বিবিসি বাংলার মাসুদ হাসান খান জিজ্ঞেস করেছিলেন, আফগানিস্তানে তাদের কর্মীরা যাতে নিরাপদ দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তারা কী পদক্ষেপ নিয়েছেন?