এ সপ্তাহের সাক্ষাৎকার

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ক'জন শিল্পী দীর্ঘদিন ধরে লোকসঙ্গীত চর্চা করছেন এবং লোকসঙ্গীতের ওপর গবেষণা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম বিদিত লাল দাশ।

বাংলাদেশের সিলেট জেলায় জন্ম নেওয়া এই শিল্পী ষাটের দশক থেকে লোকসঙ্গীত চর্চা করছেন এবং বিভিন্ন জনের লেখা গানে সুর করছেন।

মি. দাশের জন্ম ১৯৩৮ সালে। গানের চর্চ্চার শুরু পারিবারিক আবহে।

তবে ষাটের দশক থেকে তিনি লোকসঙ্গীত চর্চা শুরু করেন এবং এর জন্য একটি দল গঠন করেন।

হাসন রাজার গানের প্রতি তাঁর রয়েছে আগ্রহ। হাসন রাজার ওপর বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের মরমী কবিদের গানগুলো নিয়ে একটি সংগ্রহশালা করার ইচ্ছা প্রকাশ করেন।

গানের অনুষ্ঠান করতে তিনি বিভিন্ন দেশ সফর করেছেন, পেয়েছেন অনেক সম্মাননা।

এ সপ্তাহের সাক্ষাৎকারে বিবিসির অতিথি বিদিত লাল দাশের সঙ্গে কথা বলেছেন ফারহানা পারভীন।

ফারহানা পারভীনকে গান শোনাচ্ছেন বিদিত লাল দাশ
ছবির ক্যাপশান, ফারহানা পারভীনকে গান শোনাচ্ছেন বিদিত লাল দাশ