সংবিধানের চতুর্থ সংশোধনী

জাতীয় সংসদ ভবন
ছবির ক্যাপশান, জাতীয় সংসদ ভবন

বাংলাদেশের স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই সবচেয়ে বড় ঘটনা হিসেবে সামনে আসে সংবিধানের চতুর্থ সংশোধনী।

১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এক দলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়। যার নাম দেয়া হয় বাকশাল।

স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই এ ধরনের ব্যবস্থা চালু করা অনেকেই বিস্মিত করেছিল।

এদের একজন মইনুল হোসেন৻ যেদিন সংসদে এ বিল পাশ হয় সেদিনের বর্ণনা দিয়ে মি: হোসেন বলছিলেন, আওয়ামী লীগের সংসদ সদস্যরা সেদিন খুবই বিষণ্ন ছিলেন।

সেই সময়ে আওয়ামী লীগের সংসদ সদস্য এস এ মালেক বলছেন, চতুর্থ সংশোধনীকে তৎকালীন সময়ের বাস্তবতা এর্ব শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় বিপ্লবের প্রেক্ষাপটে বিচার করা উচিত৻

চল্লিশে বাংলাদেশের এই পর্বটি পরিবেশন করেছেন আকবর হোসেন। এস এ মালেকের সাক্ষাৎকার নিয়েছেন সাবির মুস্তাফা৻