৯/১১ ও বিলেতের বাংলাদেশী
যুক্তরাষ্ট্রে ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর বাকি বিশ্বের মতো ব্রিটেনের মুসলিম জনগোষ্ঠীও নানা সন্দেহ অবিশ্বাস এবং বৈষম্যের শিকার হয়েছিল৻ আবার এর প্রতিক্রিয়া হিসেবে মুসলিম তরুণদের একটি অংশ ৠাডিক্যাল বা কট্টরপন্থী ইসলামের দিকে ঝুঁকে পড়ে৻
ঐ ঘটনার কি প্রভাব পড়েছে ব্রিটেনের বাংলাদেশী মুসলিম সম্প্রদায়ের ওপর? জানার চেষ্টার করেছেন মোয়াজ্জেম হোসেন।