গুজরাত দাঙ্গা: পুলিশের অভিযোগ

দাঙ্গায় পুড়ে যাওয়া গোদরা ট্রেন

ছবির উৎস, BBC World Service

ছবির ক্যাপশান, দাঙ্গায় পুড়ে যাওয়া গোদরা ট্রেন

ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা এক হলফনামায় গুজরাত রাজ্যের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বলেছেন, ২০০২ সালে গুজরাতের দাঙ্গায় অভিযুক্তদের বেআইনিভাবে বাঁচানোর চেষ্টা করেছিল গুজরাতের সরকার।

গত শুক্রবার ওই অফিসার সঞ্জীব ভাট এই অভিযোগ করলেও হলফনামাটি আজ বিবিসির হাতে এসেছে।

আদালতে হলফনামা দায়ের করার পর গত সোমবারই ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার এই অফিসারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে গুজরাতের নরেন্দ্র মোদির সরকার।

২০০২ সালে গুজরাতের দাঙ্গায় বারোশরও বেশি মানুষ মারা গিয়েছিলেন যাঁদের অধিকাংশই মুসলমান৻ দিল্লি থেকে শুভজিৎ বাগচীর প্রতিবেদন: