হুমায়ুন আহমেদের সাক্ষাৎকার

লেখক হুমায়ুন আহমেদ

ছবির উৎস, bbc

ছবির ক্যাপশান, লেখক হুমায়ুন আহমেদ

বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ৻ গত কয়েক দশক ধরে লেখালেখি করে তিনি জনিপ্রয়তার শীর্ষে পৌঁছেছেন৻

তার প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি৻

উপন্যাস লেখার পাশাপাশি টেলিভিশনের জন্যে নিয়মিত নাটকও তৈরি করছেন তিনি৻ বানিয়েছেন বেশ কয়েকটি চলচ্চিত্রও৻

উপন্যাস ও নাটকের জন্যে কয়েকটি চরিত্র তৈরি করে তিনি ব্যাপক আলোচিত হয়েছেন৻ চরিত্রগুলোর মধ্যে রয়েছে বাকের ভাই, হিমু ইত্যাদি৻

হুমায়ুন আহমেদ বলছেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগ পর্যন্ত তার লিখে যাওয়ার ইচ্ছা৻ তিনি জানান, তার লেখার শেষ লাইনটি কী হবে সেটাও তিনি ঠিক করে রেখেছেন৻

হুমায়ুন আহমেদের সাথে এসব নিয়েই কথা বলেছেন অর্চি অতন্দ্রিলা৻