এখন পর্যন্ত যা জানা গেছে
শুভ সন্ধ্যা!
বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা পেরিয়ে গেছে।
ইরানে ইসরায়েলের হামলা সম্পর্কে এখন পর্যন্ত বিবিসি বাংলা যা যা জানতে পেরেছে, সেগুলো একনজরে নিচে তুলে ধরা হলো।
- একটি ইসরায়েলি মিসাইল ইরানে আঘাত হেনেছে, বিবিসি'র মার্কিন সহযোগী সিবিএস নিউজকে এমন তথ্য জানান যুক্তরাষ্ট্র সরকারের দু'জন দায়িত্বশীল কর্মকর্তা।
- তেহরান থেকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো, কেন্দ্রীয় ইস্ফাহান প্রদেশে বিস্ফোরণের খবর জানিয়েছে। ইরানের বড় বিমান ঘাঁটিগুলোর একটি এখানে। তবে, হামলার দাবিকে একরকম খারিজই করছে তারা।
- বিবিসি পারসিয়ানের হাতে আসা ভিডিও ফুটেজে, ইস্ফাহানের রাতের আকাশে কমলা রঙের আলোর ঝলকানি দেখা যায়। যা দেখতে বিমান বিধ্বংসী কোনো গোলার বিস্ফোরণের বলে প্রতীয়মান হয়।
- ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
- ইতালির ক্যাপ্রিতে জি সেভেন নেতাদের এক বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, এই হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র আগে থেকে অবহিত ছিল কিনা সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং বলেন, যুক্তরাষ্ট্র হামলায় "সম্পৃক্ত ছিল না"।
- যুক্তরাজ্য, চীন ও মিসরসহ বিশ্বের বিভিন্ন দেশ বিবদমান পক্ষগুলোকে শান্ত থাকার তাগিদ দিয়েছে।
- দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে সপ্তাহজুড়ে উত্তেজনা বাড়ছিল। সিরিয়ায় ইরানের কূটনৈতিক স্থাপনায় হামলা, যা ইসরায়েল করেছে বলেই অনেকের ধারণা এবং ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলায় সেই টানাপোড়েন আরো গতি পায়।
বিবিসি বাংলার লাইভ রিপোর্টিং এখানেই শেষ হচ্ছে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে।
ইরান-ইসরায়েল উত্তেজনায় সারাদিনের ঘটনাপ্রবাহ ক্রমানুসারে দেখতে পাবেন এই লাইভ পেজে।










