মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি

হরতাল পালনের পর ৩১শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বিএনপি। দুইদিনের হামলা ও নির্দেশদাতাদের বিচারের দাবি করেছে আওয়ামী লীগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবারের ঘটনা প্রবাহ নিয়ে ছিল বিবিসি বাংলার লাইভ রিপোটিং।

সরাসরি কভারেজ

  1. মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি

    বিএনপির ডাকা হরতালের সময় মহাসচিবসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার, মামলা ও সংঘর্ষের অভিযোগ এনে আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার- সারাদেশে সর্বাত্মক তিনদিনের অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

    রবিবার সন্ধ্যায় একটি জুম ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই ঘোষণা দেন।

    তিনি বলেন, ''রেলপথ, রাজপথ ও নৌপথ- দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালন করা হবে।''

  2. হরতাল ও শান্তি সমাবেশ ঘিরে রবিবার যা যা ঘটেছে

    রবিবার বিএনপি-জামায়াতের ডাকা হরতাল এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশ ঘিরে সর্বশেষ যা ঘটেছে:

    বিএনপি’র সকাল সন্ধ্যা হরতাল রবিবার শেষ হয়েছে। সকাল থেকেই ঢাকার রাস্তায় যানবাহন চলাচল ছিলো একেবারেই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানচলাচল কিছুটা বেড়েছে। যদিও স্বাভাবিক সময়ের তুলনায় সেটা কম ছিলো বলেই সরেজমিনে দেখতে পেয়েছেন বিবিসি’র সংবাদদাতারা। অধিকাংশ দোকানপাট, বিপণিবিতান বন্ধ দেখা গেছে। যেসব দোকান খুলেছে, সেগুলোতে ক্রেতা সেভাবে দেখা যায়নি।

    প্রায় একই রকম চিত্র ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও দেখা যায়। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ঢাকার সঙ্গে জেলা শহরগুলোর সড়ক যোগাযোগ একরকম বিচ্ছিন্নই দেখা গেছে।

    হরতালে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা মারা গেছেন বলে দাবি করেছে আওয়ামী লীগ। ঢাকার ডেমরায় বাসে অগ্নিদগ্ধ হয়ে একজন মারা গেছেন। আর মোহাম্মদপুরে একজন মারা গেছেন। বিএনপি যাকে নিজ দলের নেতা হিসেবে দাবি করে অভিযোগ করেছে, তাকে পিটিয়ে মারা হয়েছে। যদিও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, “মোহাম্মদপুরে একটি বাসে আগুন দেয়ার পর স্থানীয়দের ধাওয়া খেয়ে ঐ ব্যক্তি একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠেছিলেন। পরে সেখান থেকে পরে মারা যান।”

    দিনের শুরুতে সকালে নিজ বাসভবন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি বিএনপি’র বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার বাসায় তল্লাশি চালায় পুলিশ। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় পুলিশ অভিযান চালালেও উল্লেখিত নেতারা বাসায় ছিলেননা।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, শনিবারের সহিংসতা এবং প্রাণহানীর দায় বিএনপি নেতারা এড়াতে পারেন না। এসব ঘটনায় অনেকগুলো মামলা হতে পারে। তিনি বলেন, ''মামলা শুরু হয়েছে। অনেক মামলা দেয়া হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই মামলা দেবে। আমরা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে মামলা দেবো।''

    অন্যদিকে সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার ও রবিবারের 'হামলা' ও 'নির্দেশদাতাদের' বিচারের দাবি জানিয়েছেন। ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি করেন, হামলা, ভাংচুর, সংঘর্ষের মাধ্যমে বিএনপি "রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।"

    সংলাপের পথ আর খোলা নেই জানিয়ে তিনি বলেছেন, "আলোচনার পথ বিএনপি রুদ্ধ করেছে। সংলাপের কোন প্রয়োজন নেই।আগ বাড়িয়ে সংলাপের চিন্তা করছি না।"

  3. আগ বাড়িয়ে সংলাপের চিন্তা করছি না: ওবায়দুল কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুূল কাদের বলেছেন, "আলোচনার পথ বিএনপি রুদ্ধ করেছে। সংলাপের কোন প্রয়োজন নেই। আগ বাড়িয়ে সংলাপের চিন্তা করছি না।"

    রবিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, কারো সঙ্গে সংঘাত চায় না তার দল। "ক্ষমতার পরিবর্তন করতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই। দেশে সময় মতোই নির্বাচন হবে। যদি কেউ মনে করে সহিংসতা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন, সেটা হতে দেবো না।"

    আগামী ৪ঠা নভেম্বর ঢাকায় মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বিভাগীয় সমাবেশ করবে আওয়ামী লীগ। যেখানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

  4. বিএনপি রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে-ওবায়দুল কাদের

    শনিবার ও রবিবারের 'হামলা' ও 'নির্দেশ দাতাদের' বিচারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

    দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

    রবিবার বিকেলে সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ তাদের ধানমন্ডির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

    সেখানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, তার ভাষায়, গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে বিএনপি 'সন্ত্রাসী ধারার রাজনীতি' বাস্তবায়নের 'গোপন প্রস্তুতি' নিচ্ছিলো এবং পুরনো চেহারায় ফিরে আসার জন্য সময় নিচ্ছিলো।

    তিনি দাবি করেন, ''হামলা, ভাংচুর, সংঘর্ষের মাধ্যমে বিএনপি "রাষ্ট্রব্যবস্থাকে চ্যালেঞ্জ করার দু:সাহস দেখিয়েছে।"

    আওয়ামী লীগের প্রেস ব্রিফিং
  5. হরতালে ঢাকার মোহাম্মদপুরে একজনের মৃত্যু

    হরতালে ঢাকার মোহাম্মদপুরে একজনের মৃত্যুর কথা জানাচ্ছে পুলিশ।

    বাংলাদেশের গণমাধ্যমগুলো পুলিশের বরাত দিয়ে জানাচ্ছে, মোহাম্মদপুরে একটি বাসে আগুন দেয়ার পর ''স্থানীয় লোকদের ধাওয়া খেয়ে ঐ ব্যক্তি নির্মাণাধীন একটি ভবনের ছাদে উঠে যায়। পরে সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।''

    তবে বিএনপি দাবি করেছে, ঐ ব্যক্তিকে "পিটিয়ে মারা হয়েছে"।

    যদিও মৃত্যুর বিষয়টি নিয়ে বিবিসি আলাদাভাবে যাচাই করত পারেনি।

    যখন ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে, তার কিছু আগে মোহাম্মদপুর টাউন হল বাজারের কাছে একটি বাসে আগুন দেয়া হয়।

    এর আগে ভোরে ডেমরায় একটি বাসে আগুন দেয়া হলে সেটার ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারীর মৃত্যু হয়। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরেকজন।

  6. সব বিভাগেই দূরপাল্লার যান চলাচল বন্ধ

    চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ঢিলেঢালাভাবেই হরতাল পালিত হচ্ছে।

    তবে যাত্রী না থাকায় কোথাও দূরপাল্লার বাস চলাচল করেনি। ফলে কার্যতঃ ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ একরকম বন্ধই ছিলো।

    ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোর রাস্তায়ও সাধারণ মানুষ এবং গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।

    অধিকাংশ জায়গায় মার্কেট ও শপিংমলও বন্ধ রয়েছে। তবে সবগুলো বিভাগেই পুলিশকে মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

  7. লালমনিরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে নিহত ১

    লালমনিরহাট শহরে সকালে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

    আওয়ামী লীগের শান্তি সমাবেশে আসা নেতা-কর্মীদের সঙ্গে হরতালের সমর্থনে আসা বিএনপি'র নেতা-কর্মীদের সংঘর্ষে তিন জন আহত হয়।

    তাদের সকলকেই পরে নেয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে একজনের মৃত্যু হয়।

    লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয় থেকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

    আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. বিপ্লব বড়ুয়া বিবিসি বাংলাকে বলেছেন, নিহত ব্যক্তি আওয়ামী লীগের লালমনিরহাটের স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা। তার নাম জাহাঙ্গীর আলম।

  8. দুপুরের পর হরতালের চিত্র

    দুপুরের পর ঢাকার কোথাও কোথাও যান চলাচল বাড়তে দেখা গেলেও অনেক এলাকাতেই আবার রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা দেখা গেছে।

    দুপুর ৩টায় ঢাকার বনানী

    ছবির উৎস, বিবিসি

    ছবির ক্যাপশান, দুপুর ৩টায় ঢাকার বনানী
    দুপুর সোয়া তিনটায় ঢাকার মহাখালি এলাকা

    ছবির উৎস, বিবিসি

    ছবির ক্যাপশান, দুপুর সোয়া তিনটায় ঢাকার মহাখালি এলাকা
    বিকেল সোয়া চারটায় ঢাকার ফার্মগেট এলাকার চিত্র

    ছবির উৎস, বিবিসি

    ছবির ক্যাপশান, বিকেল সোয়া চারটায় ঢাকার ফার্মগেট এলাকার চিত্র
    বিকেলে ঢাকার মগবাজার এলাকা

    ছবির উৎস, বিবিসি

    ছবির ক্যাপশান, বিকেলে ঢাকার মগবাজার এলাকা
  9. নয়াপল্টনের সর্বশেষ পরিস্থিতি

    নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকা সকাল থেকেই ছিলো থমথমে। দুপুরের পরও সে এলাকায় পুলিশ-র‍্যাবের উপস্থিতি দেখা যায়। ক্রাইম সিন ঘোষিত হওয়ার পর রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে আলামত সংগ্রহ করার কথা জানায় সিআইডি'র ক্রাইম সিন ইউনিট।

    এদিকে র‍্যাব জানিয়েছে, যতক্ষণ নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় এলাকা ক্রাইম সিন হিসেবে ঘোষিত থাকবে, ততক্ষণ বিএনপি অফিস বন্ধ থাকবে।

  10. সিলেটে বিএনপি'র আট নেতা-কর্মী আটক

    সিলেট শহরে বিএনপি নেতাকর্মীদের পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, বেলা ১২টার দিকে বিএনপি’র নেতাকর্মীরা বন্দরবাজার এলাকায় একটি বাসে ভাংচুর শুরু করে করলে পুলিশ তাদেরকে ধাওয়া দেয়। এসময় দু’পক্ষের বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে ঘটনাস্থল থেকে বিএনপি’র অন্তত ৮ নেতা-কর্মীকে আটক করা হয়।

    সিলেটে পুলিশের সতর্ক অবস্থান

    ছবির উৎস, আহমেদ নুর

    ছবির ক্যাপশান, সিলেটে পুলিশের সতর্ক অবস্থান
  11. পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ২

    বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দু'জনকে গ্রেপ্তার কথা জানিয়েছে পুলিশ।

    দুপুরে ঢাকা মহানগর পুালিশ জানায়, শুক্রবার পুলিশ সদস্য হত্যার ঘটনায় যে মামলা হয়েছে, তাতে ররিবার সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    এদের একজনকে ঢাকা, আরেকজনকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়।

  12. ঢাকার রাস্তায় যানচলাচল কিছুটা বেড়েছে

    সকালে ঢাকার রাস্তায় যানবাহন চলাচল কম থাকলেও দুপুরের পর সেটা কিছুটা বাড়তে দেখা গেছে। বিবিসির রিপোর্টার আকবর হোসেন জানিয়েছেন, ঢাকার অধিকাংশ বড় শপিং মল, দোকানপাট বন্ধ দেখা গেছে। তবে যেসব স্থানে আইন-শৃংখলা বাহিনীর উপস্থিতি এবং নিরাপত্তা জোরদার ছিলো, সেসব স্থানে দোকানপাট খোলা দেখা গেছে। যদিও ক্রেতাদের তেমন আনাগোনা দেখা যায়নি।

    দুপুরের পরও ঢাকার রাস্তায় তেমন একটা প্রাইভেট কার চলাচল করতে দেখা যায়নি। তবে লোকাল বাস চলাচল করেছে। সংখ্যায় কম এবং যাত্রীও কম দেখা গেছে।

    এছাড়া বিভিন্ন মোড়ে আগের মতোই পুলিশের উপস্থিতি আছে। কোথাও কোথাও টহলও দেখা গেছে। ঢাকার পাড়া-মহল্লা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের শান্তি-সমাবেশ চলছে।

    ঢাকার মহাখালির চিত্র

    ছবির উৎস, বিবিসি

    ছবির ক্যাপশান, ঢাকার মহাখালির চিত্র
  13. খুলনায় বিএনপি কার্যালয়ে আগুন

    খুলনা মহানগরীর বৈকালী মোড়ে অবস্থিত বিএনপি’র কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বেলা ১২টার দিকে একদল লোক কার্যালয়টিতে আগুন দেয় জানিয়ে এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

    এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কারা আগুন দিয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    ফায়ার সার্ভিস কর্মীরা বিএনপি অফিসের আগুন নিয়ন্ত্রণে আনে।

    ছবির উৎস, খুলনা মহানগর বিএনপি

  14. হরতাল পরিস্থিতির সর্বশেষ

    এখন দুপুর ২:৩০। আপনি যদি এইমাত্র আমাদের লাইভ পেইজে এসে থাকেন, তাহলে আপনার জন্য সংক্ষেপে সারা দিনের সকল আপডেট এখানে:

    • রবিবার সকাল ৬টা থেকে বিএনপি’র পূর্বঘোষিত হরতালে ঢাকার কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি’র নেতা-কর্মীরা। তবে বড় ধরনের কোন জমায়েত বা মিছিল দেখা যায়নি। কুমিল্লা, যশোরসহ কয়েকটি স্থান থেকে তাদের মিছিল করার তথ্য জানা গেছে।
    • ঢাকার একাধিক স্থানে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামীও।
    • নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকা রয়েছে আইন-শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে। সকালে সেখানে পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যদের আলামত সংগ্রহ করতে দেখা যায়।
    • তবে দিনের সবচেয়ে বড় খবর হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীরের গ্রেফতারের ঘটনা। সকালে মি. আলমগীরকে তার বাসভবন থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা সদস্যরা। পরে তাকে কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়। একইদিনে বিএনপি’র আরো কয়েকজন নেতার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানাচ্ছেন বিএনপি’র মিডিয়া সেলের কর্মকর্তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় পুলিশ অভিযান চালালেও উল্লেখিত নেতারা বাসায় ছিলেন না।
    • স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, শনিবারের সহিংসতার ঘটনায় অনেকগুলো মামলা হতে পারে। তিনি বলেন, ''মামলা শুরু হয়েছে। অনেক মামলা দেয়া হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই মামলা দেবে।আমরা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে মামলা দেবো।''
    • হরতালে ঢাকায় যান চলাচল স্বাভাবিকের তুলনায় বেশ কম দেখা গেছে। বিভিন্ন সড়কে বিজিবি’র টহলও দেখা গেছে। এছাড়া ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে লাঠি এবং রড নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তিসমাবেশ করতে দেখা যায়।
  15. পরিস্থিতি কি সামনে আরও সহিংস হয়ে উঠবে?

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উভয় দলের কথাবার্তা ও পরস্পরের প্রতি হুমকিসুলভ বক্তৃতা থেকে আরও সহিংসতারই আভাস পাচ্ছেন তারা এবং নির্বাচনের আগে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

    বিএনপি মহাসমাবেশ পণ্ড করার জন্য পুলিশ ও সরকারকে দোষারোপ করে জনগণকে ‘রুখে দাঁড়াতে এবং প্রতিরোধের’ আহবান জানিয়েছে।

    অন্যদিকে, আওয়ামী লীগ স্পষ্ট করে বলেছে বিএনপিকে আর কোন ছাড়ই তারা দেবে না, বরং প্রতিহত করবে।

    এ বিষয়ে বিবিসির রাকিব হাসনাতের বিশ্লেষণ পড়তে পারেন।

    ২৮শে অক্টোবর সমাবেশ-পাল্টা সমাবেশ ঘিরে সহিংসতার চিত্র

    ছবির উৎস, বিবিসি বাংলা

    ছবির ক্যাপশান, ২৮শে অক্টোবর সমাবেশ-পাল্টা সমাবেশ ঘিরে সহিংসতার চিত্র
  16. বিএনপি কার্যালয়ের সামনে থেকে আলামত সংগ্রহ ক্রাইম সিন ইউনিটের

    বিএনপি কার্যালয়ের সামনে সিআইডির সদস্যরা

    ছবির উৎস, Getty Images

    পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছেন।

    বিএনপির ঘোষণা করা হরতাল চললেও তাদের প্রধান কার্যালয় কার্যত ফাঁকা। সেখানে নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়নি। মঙ্গলবার মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই পুলিশ পুরো জায়গাটি ঘিরে রেখেছে।

    কার্যালয়ের সামনের রাস্তার দুই দিকে 'ক্রাইম সিন' টেপ লাগিয়ে আটকে দেয়া হয়েছে। বিএনপি কার্যালয়ের প্রধান ফটকেও তালা লাগানো রয়েছে।

    সকাল থেকে সেখানে আগের দিনের সংঘর্ষের আলামত সংগ্রহ করেছে সিআইডির সদস্যরা।

    ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেছেন, 'আমরা এখান থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করছি। এগুলো ল্যাবরেটরিতে পাঠানো হবে।''

    বিএনপি কার্যালয়ের সামনে সিআইডির সদস্যরা

    ছবির উৎস, Getty Images

  17. রাজধানী জুড়ে বিজিবির টহল

    রাজধানীজুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে বিজিবিও মোতায়েন করা হয়েছে। গাড়িতে করে সতর্ক অবস্থায় টহল দিতে দেখা যায় তাদের।

    গতকাল রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয় নিরাপত্তার স্বার্থে রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। এদের মধ্যে রমনায়-১, মতিঝিল-২ ও পল্টনে-২ প্লাটুন বিজিবি টহলে থাকবে।

    সচিবালয়ে-২ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    বিজিবির টহল চলছে রাজধানী জুড়ে

    ছবির উৎস, বিবিসি বাংলা/নাগিব বাহার

    ছবির ক্যাপশান, বিজিবির টহল চলছে রাজধানী জুড়ে
    বিএনপি পার্টি অফিসের সামনে বিজিবির টহল

    ছবির উৎস, বিবিসি বাংলা/নাগিব বাহার

    ছবির ক্যাপশান, বিএনপি পার্টি অফিসের সামনে বিজিবির টহল
  18. আওয়ামী লীগের হরতাল বিরোধী সমাবেশ

    ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হরতাাল বিরোধী সমাবেশে করেছে আওয়ামী লীগ।

    আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে 'অবৈধ হরতাল বিরোধী' সমাবেশে সেখানে আওয়ামী লীগের শত শত কর্মী অংশ নিয়েছে।

    বিবিসি বাংলার নাগিব বাহার ছবিগুলো তুলেছেন।

    আওয়ামী লীগের হরতাল বিরোধী সমাবেশ
    আওয়ামী লীগের হরতাল বিরোধী সমাবেশ
    আওয়ামী লীগের হরতাল বিরোধী সমাবেশআওয়ামী লীগের হরতাল বিরোধী সমাবেশ
    আওয়ামী লীগের হরতাল বিরোধী সমাবেশ
  19. মির্জা ফখরুলকে কী মামলায় গ্রেফতার করা হয়েছে?

    বেলা সাড়ে বারটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার কাছে প্রশ্ন ছিল মির্জা ফখরুলকে কোন সুনির্দিষ্ট মামলায় আটক করা হল?

    এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "তারা মিটিং করছিল, তারা যখনই মিটিংয়ে বসছেন তখনই ঘটনাগুলো ঘটছে, তাহলে এ দায় কি তারা এড়াতে পারেন?"

    তিনি বলেন, প্রধান বিচারপতির বাসায় হামলা, পুলিশের উপর হামলায় তারা উস্কানি দিয়েছে, এ দায় তাদের নিতে হবে। এখন বিচার বিভাগ বাকিটা দেখবে।

    এসময় মি. আসাদুজ্জামান অভিযোগ করেন, নিরাপত্তার জন্য স্থাপিত সমস্ত ক্যামেরাও বিএনপি ভেঙে ফেলেছে যাতে তাদের শনাক্ত করা না যায়।

  20. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যেভাবে আটক হলেন

    Skip YouTube post
    Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

    End of YouTube post