সমাবেশ ঘিরে দিনভর সংঘর্ষের পর রোববার বিএনপির হরতাল

ঢাকায় বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামীর কর্মসূচি নিয়ে সংঘর্ষ এবং সহিংসতায় একজন পুলিশ সদস্যসহ মোট দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে মহাসমাবেশে হামলার অভিযোগ তুলে রবিবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি। পাল্টা শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার সারাদিনের ঘটনা প্রবাহ নিয়ে ছিল বিবিসি বাংলার সরাসরি আয়োজন।

সরাসরি কভারেজ

  1. ঢাকায় দিনভর যা যা ঘটেছে

    * ঢাকায় ২৮শে অক্টোবর বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াতের সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষ এবং সহিংসতা হয়েছে।

    * সহিংসতায় একজন পুলিশ সদস্যসহ মোট দুইজন নিহত হয়েছেন। বিএনপি দাবি করেছে, নিহত ব্যক্তি তাদের কর্মী।

    * পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে রবিবার সারা দেশে হরতাল আহবান করেছে বিএনপি।

    * বিএনপির সাথে হরতালের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী এবং আরো কয়েকটি দল।

    * রবিবার সারা দেশে শান্তি সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

    * রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

    * ঢাকা ও দেশজুড়ে পরিবহণ চালু রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

    * ঢাকায় পুলিশ এবং র‍্যাবের পাশাপাশি ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

  2. আরও একজনের মৃত্যুর খবর

    দিনভর সহিংসতার মাঝে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    বিএনপি দাবি করছে, নিহত ব্যক্তি যুবদলের একজন নেতা শামীম মোল্লা এবং তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

    রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মোঃ রেজাউল হায়দার বিবিসিকে জানাচ্ছেন, তাদের হাসপাতালে বিকেলে শামীম মিয়া নামের একজনকে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়।

    তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না।

    “হয়তো দৌড়াদৌড়ির ঘটনায় হার্ট ফেইলিওর বা প্যানিক অ্যাটাক হতে পারে” বলে জানান তিনি।

    মুগদা এলাকার শামীম মিয়া একজন বেসরকারি চিকিৎসকের গাড়িচালক বলে প্রাথমিকভাবে জেনেছেন মিঃ হায়দার।

    ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত করা হবে।

  3. ভিসা নিষেধাজ্ঞার জন্য সহিংস ঘটনার পর্যালোচনা করব: যুক্তরাষ্ট্র

    ঢাকায় ২৮শে অক্টোবর রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

    সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে এসব সহিংসসতার ঘটনা পর্যালোচনা করা হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

    'রাজনৈতিক সহিংসতায় পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীর হত্যা ও হাসপাতাল পোড়ানোর ঘটনাকে অগ্রহণযোগ্য' বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

    এতে সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার কথাও উল্লেখ করা হয়।

    আমেরিকার দূতাবাসের বিবৃতি

    ছবির উৎস, US Embassy Dhaka

  4. ঢাকায় রাতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

    বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে রাত থেকে ঢাকায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে।

    এর মধ্যে রমনায় এক প্লাটুন, মতিঝিল এবং পল্টনে দুই প্লাটুন করে বিজিবি টহলে থাকবে।

    এছাড়া সচিবালয়ে দুই প্লাটুন এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

  5. বিএনপির সাথে হরতালের ঘোষণা জামায়াতে ইসলামী এবং আরো কয়েকটি দলের

    রবিবার সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

    হরতাল কর্মসূচি ঘোষণা করে দেয়া বিবৃতিতে দলটি বলেছে, “২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে” এই কর্মসূচি দেয়া হয়েছে।

    এদিকে, বিকেলে প্রেস ক্লাবে সমাবেশ করেছে বিএনপির সমমনা দলের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ, সেখান থেকে তারাও হরতালের ঘোষণা দেয়।

    গণতন্ত্র মঞ্চের একজন নেতা রফিকুল ইসলাম বাবলু 'আওয়ামী লীগকে আর সহায়তা না করে', আগামীকাল সারাদিন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

    এই প্ল্যাটফর্ম আগামীকাল পরবর্তী কর্মসূচীর ঘোষণা দেবেন বলে জানিয়েছে।

  6. ঢাকা ও দেশজুড়ে পরিবহণ চালু রাখার ঘোষণা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির

    রবিবার বিএনপি হরতালের ঘোষণা দিলেও দেশজুড়ে পরিবহন চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

    সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি বলেছে, “ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলা রুটে বাস মিনিবাস চলাচল অব্যাহত” রাখা হবে।

    হরতাল প্রত্যাখ্যান করে সকল রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার রাখার জন্য সমিতি ও কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

    ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বিজ্ঞপ্তি

    ছবির উৎস, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি

  7. শনিবারের সংঘর্ষের আরো কিছু চিত্র

    শান্তিনগর-বেইলি রোড মোড়ে পুলিশের অবস্থান
    ছবির ক্যাপশান, শান্তিনগর-বেইলি রোড মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। সন্ধ্যা ছয়টার একটু আগে তোলা ছবি
    টহল দিচ্ছে সাঁজোয়া যান
    ছবির ক্যাপশান, শান্তিনগর মোড়ে টহল দিচ্ছে পুলিশের সাঁজোয়া যান
    কাকরাইলে পুলিশ বক্সে দুপুরে অগ্নিসংযোগ করা হয়। এরপর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়
    ছবির ক্যাপশান, কাকরাইলে পুলিশ বক্সে দুপুরে অগ্নিসংযোগ করা হয়। এরপর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে
    মৌচাক ফ্লাইওভারে বাসে অগ্নিসংযোগের পর
    ছবির ক্যাপশান, মৌচাক ফ্লাইওভারের উপরে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বিকেল পাঁচটার দিকে আগুন নেভানোর ছবি তুলেছেন বিবিসির সংবাদদাতা নাগিব বাহার
  8. রবিবার শান্তি সমাবেশ ও মিছিলের ঘোষণা আওয়ামী লীগের

    রবিবার সারা দেশে শান্তি সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়ে শেষ হয়েছে আওয়ামী লীগের সমাবেশ।

    রাজপথে 'সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত' করার ঘোষণা দিয়ে কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

    দলটির সাধারণ সম্পাদক ও সমাবেশের প্রধান অতিথি ওবায়দুল কাদের এই ঘোষণা দিয়েছেন।

    তিনি বলেন, ''মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে। সেমিফাইনালে আমরা গেছি। এরপর ফাইনাল নির্বাচনে।''

    'জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের ছাড় দেওয়া হবে না,'' বলেছেন মি. কাদের।

    শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকার আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ থেকে এসব ঘোষণা দেয়া হয়।

  9. ছবিতে শনিবারের সংঘর্ষের কিছু মুহূ্র্ত

    আগুন
    ছবির ক্যাপশান, সংঘর্ষের এক পর্যায়ে সড়কে নানা জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা
    রাস্তায় পড়ে থাকা টিয়ারশেলের ক্যানিস্টার
    ছবির ক্যাপশান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুড়েছে পুলিশ। কাঁদানে গ্যাসের কারণে এক পর্যায়ে বিএনপির সভা পণ্ড হয়ে যায়।
    পুড়ে যাওয়া সাইকেল
    ছবির ক্যাপশান, একপর্যায়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। ছবি পুড়ে যাওয়া একটি মোটরসাইকেল।
    পুলিশের আর্মাড কার
    ছবির ক্যাপশান, পুলিশের একটি সাঁজোয়া যান
  10. প্রধান বিচারপতির বাসভবনে হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে

    দুপুরে যখন কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল তখন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।

    বাসভবনের ফটকের সাথে নিরাপত্তাচৌকির কাঁচ ভাঙচুর হয়। ভেঙ্গে ফেলা হয় ‘প্রধান বিচারপতি’ নামফলকও।

    সেখানে র‍্যাব-১ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোশতাক বিবিসিকে বলেছেন, এটা টার্গেট করে করা হয়েছে।

    তিনি এর পেছনে বিএনপির কর্মী সমর্থকদের 'হাত থাকার' দিকে ইংগিত করছেন।

    প্রধান বিচারপতির বাসভবনসহ পুরো এলাকাতেই কয়েকশো পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

    প্রধান বিচারপতির বাসভবনের নিরাপত্তাচৌকি
    ছবির ক্যাপশান, প্রধান বিচারপতির বাসভবনের নিরাপত্তাচৌকির চিত্র
  11. রাজারবাগে বিএনপি কর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান

    রাজারবাগ পুলিশ লাইনসের কাছাকাছি এলাকা থেকে সংঘর্ষের খবর দিচ্ছেন বিবিসির সংবাদদাতা নাগিব বাহার।

    একটু আগেই সেখানে থেমে থেমে টিয়ার গ্যাস নিক্ষেপের শব্দ শোনা যাচ্ছিল।

    কয়েকটি জায়গায় এখনো আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

    বিএনপির কর্মীরা রাজারবাগ মোড়ের দিকে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষে নানা শ্লোগান দিতে শোনা যাচ্ছে।

    সেখানে অভিযান চালানোর জন্য পুলিশকে এই প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। সেখানে আর্মাড কার রয়েছে।

    থমথমে এক পরিস্থিতি বিরাজ করছে সেখানে।

    রাজারবাগের চিত্র
  12. বিশ্লেষণ: পৌনে চার বছর পর আবার হরতাল, রাকিব হাসনাত, বিবিসি নিউজ বাংলা

    পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে রবিবার ঢাকায় হরতাল আহবানের মাধ্যমে প্রায় তিন বছর আট মাস পর আবারো হরতাল কর্মসূচিতে ফিরে গেলো বিরোধী দল বিএনপি।

    দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেল সোয়া তিনটার দিকে নয়াপল্টনে মহাসমাবেশের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন। এর পরপরই কার্যত সমাবেশের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এমনকি সমাবেশে মি. আলমগীর সভাপতির ভাষণ দেয়ার কথা থাকলেও তাও দিতে পারেননি।

    তবে এই হরতালের মাধ্যমেই বিএনপি আবার হরতালের কর্মসূচিতে ফিরে গেল। এর আগে দলটি সবশেষ হরতাল করেছিলো ২০২০ সালের দোসরা ফেব্রুয়ারি।

    তখন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ঢাকায় ওই হরতাল ডেকেছিলো বিএনপি। সেই হরতাল নিয়েও অনেক আলোচনা হয়েছিলো রাজনৈতিক অঙ্গনে। কারণ দলটি সেবারও দীর্ঘ সময় পর হরতাল কর্মসূচির ডাক দিয়েছিলো।

    সেবার ৩ বছর ১০ মাস ১১ দিন পর ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছিলো দলটি। তার আগে ২০১৭ সালের ১৩ই ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সর্বশেষ হরতাল দিয়েছিল বিএনপি।

    ২০১৪ সালের ৫ই জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর ২০১৫ সালে ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে টানা তিন মাস হরতাল-অবরোধ পালন করে দলটি৷

    ওই হরতাল-অবরোধ ও আন্দোলন এক পর্যায়ে সহিংস রূপ নেয়। একের পর বাসে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনায় বহু মানুষ হতাহত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

    সরকার এসব ঘটনার জন্য বিএনপি জামায়াত জোটকে দায়ী করলেও তারা অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো সরকারকেই এসব ঘটনার জন্য দায়ী করে আসছে।

    ওদিকে সেবার হরতাল অবরোধ চলতে চলতে পরিস্থিতি নিজ থেকেই এক পর্যায়ে স্বাভাবিক হয়ে আসলে, বিএনপি শেষ পর্যন্ত নিজেরাই সেই কর্মসূচি স্থগিত করে এবং ২০১৫ সালের এপ্রিলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হরতাল-অবরোধ কর্মসূচির অবসান ঘটান।

    সেদিনের পর থেকে বিএনপিকে বিভিন্ন দল ও সংগঠনের হরতাল কর্মসূচিতে সরাসরি সমর্থন দিলেও তারা নিজেরা প্রায় চার বছর কোন হরতালের ডাক দেয়নি।

    এমনকি দলটির শীর্ষ নেতা খালেদা জিয়া কারাগারে যাওয়াকে কেন্দ্র করে কিংবা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর সরকারের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ করলেও দলের পক্ষ থেকে কোন হরতাল ডাকা হয়নি।

    এর আগে ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর ২০০৯ সালের সাতই জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সেই বছরের ২৭শে জুন বিভিন্ন দাবিতে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিলেন তখনকার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া।

    এরপর ২০১০ সালের নভেম্বরে মিসেস জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে বের করে দেয়ার প্রতিবাদে বিএনপি দ্বিতীয় হরতাল পালন করে।

    বিএনপির মিছিল
  13. 'বিএনপি-জামায়াতের সাথে সংঘর্ষে পুলিশের একজন সদস্য নিহত', 'পুলিশ কনস্টেবলের মাথায় কোপানো হয়েছে'

    শনিবার বিএনপি ও জামায়াতের সাথে সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছে বলে জানা গেছে।

    ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসেন বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেছেন, ওই পুলিশ সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    "ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড়ে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি- জামায়াতের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে" - বলছেন মি. হোসেন।

    তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

    নিহত সদস্যের মাথায় আঘাতের চিহ্ন এবং পোশাক ছেড়া রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

    সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

  14. ঢাকায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

    বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঢাকায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

    এছাড়া আরো ১২ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

    এর আগে কাকরাইলে প্রধান বিচারপতির ভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

    সেখান থেকে কিছু ইটপাটকেল বাসভবনের ভেতরে গিয়ে পড়ে।

    সেখানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

  15. অস্থায়ী মঞ্চে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী

    অনুমতি না পেলেও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

    শাপলা চত্তরের উদ্দেশ্যে মিছিল শুরু করলেও পরবর্তীতে আরামবাগে অবস্থান নেয় তারা।

    সেখানেই অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ করে।

    জামায়াত এ-এ-ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভও করেছে তারা।

    আধা ঘণ্টার লাইভের পর ভাষণ শেষ করা হয়।

    জামায়েতে ইসলামের সমাবেশে লোক সমাগমের চিত্র প্রকাশ করা হয়েছে তাদের ফেসবুক পেজ থেকে

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami

  16. পল্টনে আওয়ামী লীগ বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ার চিত্র (ভিডিও)

    পল্টনের বায়তুল মোকাররমে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশ চলছে। কাকরাইলের সংঘর্ষের আঁচ লেগেছে সেখানেও, ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া চলেছে। পল্টন থেকে জানাচ্ছেন বিবিসির আবুল কালাম আজাদ...

    ভিডিওর ক্যাপশান, পল্টনে আওয়ামী লীগ বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ার যে চিত্র দেখলেন বিবিসি সংবাদদাতা
  17. পল্টন মোড়ে লাঠি হাতে আওয়ামী লীগের কর্মীদের অবস্থান

    পল্টন মোড়ে লাঠিসোটা হাতে আওয়ামী লীগের কর্মীদের অবস্থান।

    ওইদিকে কাকরাইল মোড়ে সংঘর্ষ চলছে।

    বিবিসি সংবাদদাতা আবুল কালাম আজাদের তোলা ছবি।

    পল্টন মোড়ে লাঠিসোটা হাতে আওয়ামী লীগের কর্মীদের অবস্থান। ওইদিকে কাকরাইল মোড়ে সংঘর্ষ চলছে।
    ছবির ক্যাপশান, পল্টন মোড়ে লাঠিসোটা হাতে আওয়ামী লীগের কর্মীদের অবস্থান। ওইদিকে কাকরাইল মোড়ে সংঘর্ষ চলছে।
    আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাস্তায় পড়ে রয়েছে ইট-পাটকেলের টুকরো।
    ছবির ক্যাপশান, আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাস্তায় পড়ে রয়েছে ইট-পাটকেলের টুকরো।
    পল্টন মোড়ে লাঠি হাতে আওয়ামী লীগের কর্মীরা। দূরে আগুনের ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।
    ছবির ক্যাপশান, পল্টন মোড়ে লাঠি হাতে আওয়ামী লীগের কর্মীরা। দূরে আগুনের ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।
  18. পল্টনে ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝেই হরতালের ঘোষণা দেয় বিএনপি, সমাবেশের কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে

    আবুল কালাম আজাদ জানাচ্ছেন তিনটার দিকে পুরানা পল্টন বিএনপি সমাবেশ এলাকার দিক থেকে পুলিশের দিকে ইটপাটকেল ছোঁড়ার শুরু হয়।

    এরপর আ.লীগের কর্মীরা লাঠি ইটপাটকেল নিয়ে পাল্টা ধাওয়া দেয়।

    পল্টনে একদিকে পুলিশ-আওয়ামী লীগ অন্যদিকে বিএনপি-জামায়াত অবস্থান নিয়েছে

    ছবির উৎস, বিবিসি/আবুল কালাম আজাদ

    ছবির ক্যাপশান, পল্টনে একদিকে পুলিশ-আওয়ামী লীগ অন্যদিকে বিএনপি-জামায়াত অবস্থান নিয়েছে
  19. বিএনপির সমাবেশের মাইকে শব্দ নেই

    ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা আকবর হোসেন জানিয়েছেন, বিএনপির সমাবেশের কার্যক্রম আপাত স্থগিত বলে তার কাছে মনে হয়েছে। কারণ সমাবেশের মাইকের কোন শব্দ শোনা যাচ্ছে না। তবে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে এখনো নেতাকর্মীরা অবস্থান করছেন।

    এর আগে কাকরাইল মোড় থেকে যে সংঘর্ষের সূচনা হয়েছে সেটিই কিছুটা বিস্তৃত হয়ে বিএনপির সমাবেশের কাছে চলে আসে এবং এক পর্যায়ে সমাবেশের কাছেই সংঘর্ষ হতে দেখা যায়।

    এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে।

    কিন্তু তখনো বিএনপির সমাবেশের কার্যক্রম চলছিলো।

    সোয়ার তিনটার দিকে বিএনপির সমাবেশের মাইকগুলো বন্ধ হয়ে যায়।

    দলের ভেরিফায়েড ফেসবুক পাতায় তিনটা সাত মিনিটে সমাবেশ স্থলের ছবি দিয়ে লেখা হয় ‘ পুলিশের নারকীয় তাণ্ডবে লন্ডভন্ড নয়াপল্টন”। একই সাথে লেখা হয় বিএনপি’র শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ অতর্কিত গুলিবর্ষণ করছে। গুলিবৃদ্ধ হয়েছে হাজার, হাজার নেতা-কর্মী”।

  20. পল্টন মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে

    এই মূহুর্তে বিএনপি - আওয়ামী লীগের সংঘর্ষ পল্টন এলাকায় ছড়িয়ে পড়েছে।

    সেখান থেকে বিবিসি বাংলার আবুল কালাম আজাদ জানান একদিকে পুলিশ ও আওয়ামী লীগ এবং অন্যদিকে বিএনপি-জামায়াতের কর্মীরা অবস্থান নিয়েছে।

    দু'দিক থেকে চলছে ধাওয়া - পাল্টা ধাওয়া। মুহুমুর্হু ককটেলের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    পুলিশের দিক থেকে ব্যাপক সংখ্যায় টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে।

    পল্টনে ধাওয়া-পাল্টা ধাওয়ার চিত্র

    ছবির উৎস, বিবিসি/আবুল কালাম আজাদ

    ছবির ক্যাপশান, পল্টনে ধাওয়া-পাল্টা ধাওয়ার চিত্র