সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবি বিএনপির

সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন, বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন গ্রহণযোগ্য কমিশন গঠনের দাবিসহ ১০ দফা ঘোষণা দিয়েছে বিএনপি।

সরাসরি কভারেজ

সায়েদুল ইসলাম

  1. সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিসহ ১০ দফা ঘোষণা বিএনপির

    সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিসহ ১০ দফা ঘোষণা দিয়েছে বিএনপি।

    ঢাকার গোলাপবাগ মাঠে দলটির বিভাগীয় সমাবেশে এই ঘোষণা দেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

    এসব দাবির মধ্যে রয়েছে:

    • বর্তমান সংসদ বিলুপ্ত ঘোষণা করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ
    • ১৯৯৬ সালের সংবিধান সংশোধনের আলোকে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন
    • বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে গ্রহণযোগ্য স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন এবং লেবেল প্লেয়িং ফিল্ড গঠনে আরপিও সংশোধন করা। সেই সঙ্গে ইভিএম পদ্ধতি বাতিল, পেপার ভোট নিশ্চিত করা ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল
    • খালেদা জিয়াসহ সব বিরোধী দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও আলেমদের সাজা বাতিল।সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কারাবন্দিদের অবিলম্বে মুক্তি এবং দেশে সভা সমাবেশ ও মত প্রকাশে কোন বাধা সৃষ্টি না করা। সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচী পালনে প্রশাসন ও সরকারি দলের বাধা সৃষ্টি না করা। স্বৈরাচারি কায়দায় বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে নতুন কোন মামলা না করা ও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার না করা।
    • ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ সব কালাকানুন বাতিল করা
    • বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও পানিসহ জনসেবা খাতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা
    • নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা ও বাজার সিন্ডিকেটমুক্ত করা
    • গত ১৫ বছর ধরে বিদেশে পডাচার করা অর্থ, ব্যাংক, আর্থিক খাত ও শেয়ারবাজার সহ সব ক্ষেত্রে সংঘটিত দুর্নীতি চিহ্নিত করতে কমিশন গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।
    • গত ১৫ বছরে গুমের শিকার সব নাগরিককে উদ্ধার ও বিচারবর্হিভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা। সেই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপসনালয় ও সম্পত্তি দখলের জন্য বিচার ও শাস্তি নিশ্চিত করা।
    • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচারবিভাগের ওপর সরকারি হস্তক্ষেপ দূর করে স্বাধীনতা নিশ্চিত করা।

    এর আগে নয়টি বিভাগীয় শহরে সমাবেশের সময় জানানো হয়েছিল, ঢাকার এই সমাবেশ থেকেই তাদের আন্দোলনের পরবর্তী কর্মপন্থা ঘোষণা করা হবে।

    তারা বলেছিলেন,এই সমাবেশে দফার ‘চার্টার্ড অব ডিমান্ড’ ঘোষণা করা হবে, যার লক্ষ্য হবে ‘সরকারের পতন ঘটানো’।

    এই সমাবেশের মাধ্যমে বিএনপি গত আড়াইমাস ধরে দেশ জুড়ে যে সমাবেশ কর্মসূচী পালন করে আসছিল, তা শেষ হলো।

  2. গোলাপবাগ এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের দাবি বিএনপির

    বিএনপির ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে বলা হয়েছে, গোলাপবাগ মাঠ ও আশেপাশের এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে

    ছবির উৎস, BNP/Facebook

    ছবির ক্যাপশান, বিএনপির ভেরিফায়েড ইউটিউব ও ফেসবুক চ্যানেলে বলা হয়েছে, গোলাপবাগ মাঠ ও আশেপাশের এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। সেখানে আর্কাইভ ফুটেজ দেখানো হচ্ছে।

    ঢাকার গোলাপবাগ এলাকায় বিএনপির সমাবেশ ফেসবুক ও ইউটিউবে লাইভ সম্প্রচার করা হলেও সেখানে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে জানিয়েছে বিএনপি।

    বিএনপির ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে বলা হয়েছে, গোলাপবাগ মাঠ ও আশেপাশের এলাকায় বিটিআরসি থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। বিকল্প ব্যবস্থা করে আবার সম্প্রচার শুরু করার চেষ্টা করা হচ্ছে।

    সকাল থেকে এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় সমাবেশের সরাসরি সম্প্রচার করা হলেও তা এখন বন্ধ হয়ে গেছে।

  3. ঢাকা শহরে হরতাল পালিত হচ্ছে: আমির খসরু মাহমুদ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, '' আজকে দুইদিন ধরে সকাল থেকে না খেয়ে (নেতাকর্মীরা) ঢাকা শহরে উপস্থিত হয়েছে। এরা সবাই জীবন দিয়ে দেশকে রক্ষা করতে ঢাকায় এসেছে। জীবন দিয়ে হলেও বাংলাদেশকে তারা মুক্ত করবে।

    ‘’আজকেঢাকা শহরে হরতাল পালিত হচ্ছে। কে ডেকেছে হরতাল? সরকার। সরকার হরতাল ডেকেছে। গাড়ি ঘোড়া নাই, বন্ধ, আওয়ামী সন্ত্রাসীরা পিকেটিং করছে। ঢাকা শহরে প্রবেশপথে পিকেটিং করছে হাতে মাল (অস্ত্র) নিয়ে। এরা পিকেটিংয়ের চেয়ে আরও বেশি কিছু করেছে।‘’

    ‘’নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যাতিত বাংলাদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। পরিষ্কার।‘’

    আমির খসরু মাহমুদ চৌধুরী
    ছবির ক্যাপশান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
  4. বাংলাদেশের সহিংস ঘটনার পূর্ণ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

    রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ ঘিরে বাংলাদেশে সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ওপর সহিংসতার যেসব অভিযোগ উঠেছে, তার পূর্ণ তদন্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার জন্যও দেশটি অনুরোধ জানিয়েছে।

    মার্কিন প্রচারমাধ্যমে ভয়েস অব আমেরিকার খবরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার বিএনপির সমাবেশ সামনে রেখে কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, তারা এসব ঘটনায় উদ্বিগ্ন এবং বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

    ভয়, হয়রানি এবং সহিংসতাহীন শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য বাংলাদেশি নাগরিকদের অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র সবসময়েই সমর্থন জানিয়ে আসছে বলে জন কিরবি মন্তব্য করেছেন।

    ‘’আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে এবং সহিংসতা থেকে বিরত থাকতে আমরা সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি। আমরা চাই, তারা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকবে। কোন দল বা প্রার্থীকে হুমকি, অন্য কোন দলের প্রতি সহিংস আচরণ বা উস্কানিমূলক আচরণ যাতে করা না হয়, তা নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।‘’

    জন কিরবি বলেছেন, ‘সহিংসতার ঘটনাগুলোর স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য সরকারি কতৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন।‘’

    যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি
    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি
  5. জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা বিএনপির সংসদ সদস্যদের

    বিএনপি

    ঢাকার গোলাপবাগের বিভাগীয় মহাসমাবেশ থেকে বিএনপির সংসদ সদস্যরা ঘোষণা দিয়েছে, তারা সংসদ থেকে পদত্যাগ করেছেন।

    বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিনা ফারহানা ঘোষণা দিয়েছেন, দলের সাত সংসদ সদস্য পদত্যাগ করেছেন। এর মধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দেয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।

    রুমিন ফারহানা বলেছেন, ''দলের সিদ্ধান্তে আমরা সংসদে জয়েন করি। কিন্তু এই সংসদে থাকা আর না থাকার মধ্যে পার্থক্য নেই। এই কারণে দলের সিদ্ধান্ত অনুযায়ী, এই ফ্যাসিবাদ, স্বৈরাচারী এবং একনায়নতান্ত্রিক- যে সরকার কোন ভোটে ক্ষমতায় আসে নাই, বিরোধী দলের ওপর নির্যাতন, গুম খুন, বিচার বর্হিভূত হত্যা, বিভৎস লুটপাটের প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি। পদত্যাগপত্র অলরেডি ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আগামীকাল আমাদের সই করা পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌছিয়ে দেবো।''

    বিএনপির সাত সংসদ সদস্য হলেন:

    • চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম
    • চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ
    • ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান
    • বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন
    • বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ,
    • ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা
    • সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা।
  6. গাবতলীতে বাস বন্ধ এবং যাত্রীও নাই

    বেলা একটায় গাবতলী...বাস বন্ধ এবং যাত্রীও নাই

    গাবতলীর প্রধান সড়কে বাস চলতে দেখা যায়নি।
    ছবির ক্যাপশান, গাবতলীর প্রধান সড়কে বাস চলতে দেখা যায়নি।
    গাবতলীর কাউন্টারগুলো বন্ধ, যাত্রীও দেখা যায়নি
    ছবির ক্যাপশান, গাবতলীর কাউন্টারগুলো বন্ধ, যাত্রীও দেখা যায়নি
  7. বিএনপির সমাবেশের দিনে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান

    ভিডিওর ক্যাপশান, বিএনপির সমাবেশের দিনে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা
  8. বিএনপির মহাসমাবেশের আরও কিছু ছবি

    ঢাকার গোলাপবাগে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু হওয়ার পরের ছবি

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP/Facebook

    ছবির ক্যাপশান, ঢাকার গোলাপবাগে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু হওয়ার পরের ছবি
    বিএনপির সমাবেশের একটি মুহূর্ত

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP/Facebook

    ছবির ক্যাপশান, বিএনপির সমাবেশের একটি মুহূর্ত
    বিভিন্ন জেলা বা অঙ্গসংগঠন থেকে আসা নেতা-কর্মীরা অনেকটা একই রঙের পোশাকে অংশ নিয়েছেন।

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP/Facebook

    ছবির ক্যাপশান, বিভিন্ন জেলা বা অঙ্গসংগঠন থেকে আসা নেতা-কর্মীরা অনেকটা একই রঙের পোশাকে অংশ নিয়েছেন।
    রাতে যারা সমাবেশস্থলে এসেছিলেন, তারা নিজেরাই নিজেদের খাবারের ব্যবস্থা করে নিয়েছেন

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP/Facebook

    ছবির ক্যাপশান, সারা রাত সমাবেশস্থলে থাকার প্রস্তুতি হিসাবে এই নেতা-কর্মীরা খাবার হিসাবে কলা-পাউরুটি নিয়ে এসেছেন।
    ঢাকার গোলাপবাগে শুক্রবার রাতে অবস্থান নেয়া বিএনপির নেতা-কর্মীদের একাংশ

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP/Facebook

    ছবির ক্যাপশান, ঢাকার গোলাপবাগে শুক্রবার রাতে অবস্থান নেয়া বিএনপির নেতা-কর্মীদের একাংশ
  9. বিএনপির গোলাপবাগে সমাবেশের কিছু আলোকচিত্র

    শনিবার সকালে ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু হয়েছে
    ছবির ক্যাপশান, শনিবার সকালে ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু হয়েছে
    বিএনপির সমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন
    ছবির ক্যাপশান, বিএনপির সমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন
    শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে গোলাপবাগ মাঠের চিত্র।

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে গোলাপবাগ মাঠের চিত্র।
  10. ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু

    ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

    ঢাকা ও বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী এই সমাবেশে অংশ নিয়েছেন। শুক্রবার বিকাল থেকেই মাঠে আসতে শুরু করেছিলেন নেতা-কর্মীরা। তারা রাতেও মাঠেই থেকেছেন।

    বিএনপি নেতা আমানউল্লাহ আমান বিবিসি বাংলাকে বলেছেন, তিনমাস আগেই আমরা ঘোষণা দিয়েছিলাম, পল্টনে সমাবেশ করবো। অন্য বিভাগীয় সমাবেশগুলোয় যে জনসমাগম হয়েছে, তাতে সরকার নার্ভাস হয়ে পড়েছ। তাই নয়াপল্টনে তাদের সমাবেশ করতে দেয়নি।

    গোলাপবাগ মাঠ থেকে বিবিসির সংবাদদাতা আকবর হোসেন জানাচ্ছেন, সকাল ১০টা ২০ মিনিটে কোরআন পাঠের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতারা এখন বক্তব্য দিচ্ছেন। কেন্দ্রীয় নেতারাও সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

    শুক্রবার রাতে সেখানে যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। যার একটিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, অন্যটিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেমপ্লেট রয়েছে।

  11. বাংলাদেশে বিরোধীদের দমন অভিযানে উদ্বেগ হিউম্যান রাইটস ওয়াচের

    হিউম্যান রাইটস ওয়াচ

    ছবির উৎস, Human Rights Watch

    বাংলাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের দমনপীড়নের অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

    সংস্থাটির কর্মকর্তা মীনাক্ষী গাঙ্গুলী স্বাক্ষরিত একটি বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ঢাকায় বিএনপি একটি মহাসমাবেশ করার পরিকল্পনা করার পর থেকেই আওয়ামী লীগ ও নিরাপত্তা সহিংসভাবে বিরোধীদের ওপর হামলা করেছে।

    হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মুক্ত ও স্বধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে যাতে কোন বাধা দেয়া না হয়, সেজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বের অন্যান্য দেশের প্রকাশ্যে আহ্বান জানানো উচিত।

  12. শনিবার সকালে ঢাকার বিভিন্ন এলাকার কিছু ছবি

    শনিবার সকালে ঢাকার গুলিস্তান এলাকা
    ছবির ক্যাপশান, শনিবার সকালে ঢাকার গুলিস্তান এলাকা
    অন্যদিনের তুলনায় ঢাকায় যানবাহন এবং লোক চলাচল অনেক কম দেখা যাচ্ছে
    ছবির ক্যাপশান, অন্যদিনের তুলনায় ঢাকায় যানবাহন এবং লোক চলাচল অনেক কম দেখা যাচ্ছে
    ঢাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো
    ছবির ক্যাপশান, ঢাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো
    ছোট ছোট দলে বিএনপির সমাবেশের দিকে যাচ্ছেন নেতা-কর্মীরা
    ছবির ক্যাপশান, ছোট ছোট দলে বিএনপির সমাবেশের দিকে যাচ্ছেন নেতা-কর্মীরা
  13. সাভারে আওয়ামী লীগের জনসভা, যাচ্ছেন ওবায়দুল কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    ছবির ক্যাপশান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

    ঢাকার গোলাপবাগে যখন বিএনপির বিভাগীয় সমাবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন সাভারে আওয়ামী লীগের একটি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে অংশ নেবেন।

    শুক্রবার তিনি ঢাকার মহানগর নাট্যমঞ্চে একটি সভায় বলেছেন, ‘’তারা থাকবে গোলাপবাগে, মানুষ কেন আতঙ্কিত হবে? জনগণকে বলব, আতঙ্কের কিছু নাই। আমরা চলে যাচ্ছি সাভারে। ঢাকায় আমরা নাই।‘’

    এই জনসভায় আওয়ামী লীগের আরও অনেক কেন্দ্রীয় নেতা অংশ নেবেন যাদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক , অ্যাডভোকেট কামরুল ইসলাম ও জাহাঙ্গীর কবির নানক; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, শিক্ষামন্ত্রী দীপু মনি, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান রয়েছেন।

    এই জনসভায় পাঁচ লাখ লোকের সমাবেশ হবে বলে আশাবাদ জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ।

  14. মোড়ে মোড়ে পুলিশের অবস্থান, ঢাকায় চলাচল অনেক কম

    পুলিশের প্রহরা

    ছবির উৎস, MONIRUL ALAM/EPA-EFE/REX/Shutterstock

    বিএনপির সমাবেশকে ঘিরে গত কয়েকদিন ধরেই ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা গেছে।

    শনিবার সকাল থেকে সেই তল্লাশি আরও বেড়েছে। ঢাকার বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। মোটরসাইকেল ও সিএনজি থামিয়ে কাগজপত্র এবং গন্তব্য জানতে চেয়েছে পুলিশ।

    অন্যান্য দিনের তুলনায় শনিবার ঢাকায় যানবাহনের সংখ্যাও অনেক কম। সহিংসতার আশঙ্কায় অনেক বাস মালিক বাস চালানো বন্ধ রেখেছেন। পথেঘাটে পথচারীর সংখ্যাও স্বাভাবিকের তুলনায় আজ অনেক কম দেখা গেছে।

    নয়াপল্টনে গত দুদিনের মতো আজও পুলিশের কড়া প্রহরা রয়েছে। বিজয়নগরের নাইটিংগেল মোড় ও ফকিরাপুল মোড়ে পরিচয়পত্র ছাড়া কাউকে যাতায়াত করতে দেয়া হচ্ছে না।

    পুলিশের উপস্থিতি দেখা গেছে গোলাপবাগের আশেপাশের এলাকাতেও।

  15. গোলাপবাগ মাঠে সারারাত বিএনপি নেতাকর্মীদের অবস্থান

    সন্ধ্যার আগ মূহুর্তে গোলাপবাগ মাঠের চিত্র।

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, সন্ধ্যার আগ মুহূর্তে গোলাপবাগ মাঠের চিত্র।

    সমাবেশের অনুমতি পাওয়ার পর থেকেই শুক্রবার বিকাল থেকে ঢাকার গোলাপবাগে সমবেত হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা রাতে অনেকে সেখানেই অবস্থান করেছেন।

    শ্লোগান দিয়ে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিকাল থেকে মাঠে প্রবেশ করতে শুরু করেছেন। এদের অনেকেই এসেছেন ঢাকার বাইরে থেকে।

    রাতেই গোলাপবাগ মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে যায়। আজ বেলা ১১টায় এই মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

    মাঠে উপস্থিত অনেক বিএনপি নেতা-কর্মীকে সেখানকার পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভ করতেও দেখা গেছে।

  16. বিএনপি সমাবেশ নিয়ে বিবিসি বাংলার লাইভ পেজ

    ঢাকার গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের সর্বশেষ সব খবর জানাতে বিবিসি বাংলার সরাসরি এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি।

    আমাদের সংবাদদাতারা গোলাপবাগ মাঠ ছাড়াও ঢাকার বিভিন্ন এলাকা থেকে দিনভর এ সংক্রান্ত সর্বশেষ সব তথ্য জানাবেন।

    আমাদের সঙ্গেই থাকুন।