রাশিয়া-ইউক্রেন যুদ্ধের লাইভ রিপোর্টিং আজকের মত শেষ করছি আমি শাকিল আনোয়ার। সাথে থাকার জন্য ধন্যবাদ
ইউক্রেন জুড়ে ব্যাপক হামলার মধ্যে বৃহস্পতিবার শান্তি বৈঠকের তোড়জোড় মস্কোর
রাশিয়া বলছে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে বৃহস্পতিবার নতুন দফা শান্তি বৈঠকে যোগ দিতে ইউক্রেনিয়ান প্রতিনিধিদল কিয়েভ থেকে রওয়ানা হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট হিসাবে মেনে নেয়ার ইঙ্গিত দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।
সরাসরি কভারেজ
আকবর হোসেন and শাকিল আনোয়ার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ :
-রাশিয়ার কর্মকর্তারা বলছেন বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে ইউক্রেনের প্রতিনিধিরা পোল্যান্ড-বেলারুশ সীমান্তে রওয়ানা হয়েছেন।
-রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এখন পর্যন্ত ৪৯৮ জন রুশ সেনা মারা গেছে, আহত হয়েছে ১৫৯৭ জন।
-চীন বলছে তারা অন্য দেশগুলোর মত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং রাশিয়ার সাথে স্বাভাবিক বাণিজ্য চালিয়ে যাবে।
-ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ন বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয়ার যে দাবি বুধবার রাশিয়া করেছে তা অস্বীকার করেছে ইউক্রেন।
-ইউক্রেনে নেটোর ‘নো-ফ্লাই জোন’ নাকচ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস
ব্রেকিং, রুশ-ইউক্রেন দ্বিতীয় বৈঠক বৃহস্পতিবার সকালে
রাশিয়ার কর্মকর্তারা বলছেন বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে ইউক্রেনের প্রতিনিধিরা পোল্যান্ড-বেলারুশ সীমান্তে রওয়ানা হয়েছেন।
রাশিয়ার পক্ষে প্রধান মীমাংসাকারী ভ্লাদিমির মেদনিস্কি রুশ মিডিয়াকে বলেছেন ইউক্রেনের কর্মকর্তারা কিয়েভ থেকে রওয়ানা হয়েছেন এবং রুশ সৈন্যরা তাদের জন্য একটি নিরাপত্তা করিডোর নিশ্চিত করছে।
ইউক্রেনের পক্ষ থেকে এখনও কিছু শোনা যায়নি।
প্রেসিডেন্ট জেলেনস্কিকে মেনে নেওয়ার ইঙ্গিত
এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন ইউক্রেনের নিরস্ত্রীকরণে রাশিয়া প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি বলেন বিভিন্ন মারণাস্ত্রের একটি তালিকা করা হয়েছে যেগুলো কখনই ইউক্রেনে মোতায়েন করা যাবেনা।
মি লাভরভ বলেন পুতিনের সরকার ইউক্রেনের জনগণের নেতৃত্ব নির্বাচনের অধিকার স্বীকার করে এবং ভলোদোমির জেলেনস্কিকে বৈধ প্রেসিডেন্ট হিসাবে মেনে নিতে রাশিয়ার কোনো অসুবিধা নেই।
ব্রেকিং, প্রায় ৫০০ রুশ সেনা মারা গেছে- মস্কো
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রথম ইউক্রেনের সাথে যুদ্ধে তাদের পক্ষের হতাহতের একটি পরিসংখ্যান দিয়েছে।
রাশিয়ার মিডিয়ায় প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে এখন পর্যন্ত ৪৯৮ জন রুশ সেনা মারা গেছে, আহত হয়েছে ১৫৯৭ জন।
ইউক্রেন রুশ সৈন্য হতাহতের যে সংখ্যা বলেছে রাশিয়ার দেওয়া সংখ্যা তার চেয়ে কয়েকগুণ কম। কিয়েভ দাবি করেছে ইউক্রেনের সৈন্যরা ৫৮৪০ জন রুশ সৈন্যকে হত্যা করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে লড়াইতে তারা ইউক্রেনের ২৮৩০ জনেরও বেশি সৈন্যকে হত্যা করেছে। আহত হয়েছে ৩৭০০।
দুই পক্ষের দেওয়া হতাহতের এই সংখ্যা বিবিসি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।
‘এমন ভয় জীবনে পাইনি’- খেরসানে অবরুদ্ধ এক পাকিস্তানি

ছবির উৎস, @m1Hussain
ছবির ক্যাপশান, খেরসনের রাস্তায় রুশ ট্যাংক রাশিয়া বলছে ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর খেরসান এখন তাদের দখলে, যদিও শহরের মেয়র এই দাবি মানেননি।
বুধবার সকালের দিকে শহরের বাসিন্দা হুসেনই, যিনি তার স্ত্রী ও তিন বছরের মেয়েকে নিয়ে একটি আ্যাপার্টমেন্টে থাকেন, ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেন যাতে দেখা যায় তাদের ভবনের সাথে লাগানো রাস্তায় রুশ ট্যাংক দাঁড়িয়ে রয়েছে, এবং রাস্তায় রুশ সৈন্যরা টহল দিচ্ছে।
হুসেইন, যিনি একজন পাকিস্তানী নাগরিক, বিবিসিকে বলেন, জানলা দিয়ে তিনি দেখেছেন রুশ সৈন্যরা লোকজনকে সতর্ক করতে ফাঁকা গুলি ছুড়ছে এবং মানুষজন ছুটে পালাচ্ছে।
তিনি বলেন, দৃশ্যটি ছিল 'চরম ভীতিকর' এবং জীবনে এমন ভয় তিনি পাননি।
হুসেইন বলেন শহরে দোকানপাট বন্ধ এবং তার খাবারদাবার শেষ হওয়ার পথে। ঘরে কিছু চাল, বিনস, কিছু আলু ও টমাটো অবশিষ্ট রয়েছে।
তিনি বলেন, মেয়ের খাবারে যেন টান না পড়ে সেজন্য তিনি এবং তার স্ত্রী খুবই কম খাচ্ছেন। “আমি জানিনা লড়াইতে কত মানুষ মরবে কিন্তু খিদেয় অনেকে নিশ্চিতভাবে মরবে।“

ছবির ক্যাপশান, হুসেইন, খেরসনের বাসিন্দা 
ছবির উৎস, ROBIN
ছবির ক্যাপশান, খারকিভের একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছে বহু ভারতীয় ছাত্র। এখনও কয়েক হাজার ভারতীয় সৈন্য ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরে অবরুদ্ধ রয়েছে। একজন ভারতীয় মেডিকেল ছাত্র মারা গেছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নাকচ করেছে চীন
চীন বলছে , তারা অন্য দেশগুলোর মত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং রাশিয়ার সাথে স্বাভাবিক বাণিজ্য চালিয়ে যাবে।
চীনের ব্যাংকিং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রধান গাও শুকিং বুধবার এ কথা বলেছেন।
বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে মি. গাও বলেন, চীন কখনো অন্য কোনো দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে বিশ্বাস করেনা "বিশেষ করে তা যদি এতকরফা হয়।“
তিনি বলেন ব ব্যাপারে চীনের নীতি অবিচল।
চীন রাশিয়ার বৃহত্তম বাণিজ্য সহযোগী দেশ। রাশিয়ার অস্ত্র, জ্বালানি তেল, গ্যাস, কয়লা এবং খাদ্যশস্যের বড় ক্রেতা চীন।

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, চীন এবং রাশিয়া বর্তমানে ঘনিষ্ঠ দুই মিত্র খেরসন দখলের দাবি অস্বীকার ইউক্রেনের, মারিওপোলে ব্যাপক হামলা
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ন বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয়ার যে দাবি বুধবার রাশিয়া করেছে তা অস্বীকার করেছে ইউক্রেন।
“শহরটির এখনও পতন হয়নি। আমরা এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছি,” প্রেসিডেন্ট জেলনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচকে উদ্ধৃত করে বলছে রয়টার্স বার্তা সংস্থা ।
তবে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে খেরসনের রাস্তায় রুশ সৈন্যরা টহল দিচ্ছে।
দক্ষিণের আরো একটি গুরুত্বপূর্ন বন্দর শহর মারিওপোলে রুশ সৈন্যরা ঘিরে ফেলে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে।
মারিওপোলের মেয়র বলেছেন রাতভর রুশ গোলাবর্ষণে প্রচুর বেসামরিক লোকের মুত্যু হয়েছে। অবশ্য তিনি কোনো সংখ্যা বলতে পারেননি।
ওদিকে রাজধানী কিয়েভ থেকে বিবিসির একজন সংবাদদাতা বলেছেন শহরে সকাল থেকে একধরণের ভীতিকর নিস্তব্ধতা বিরাজ করছে।
কিয়েভের মেয়র বাসিন্দাদের সতর্ক করেছেন রুশ সৈন্যরা শহরের দিকে এগুচ্ছে। তিনি তাদের ঘরে থাকতে এবং প্রতিরোধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন।
“শত্রু ক্রমেই কাছে চলে আসছে,” বলেন মেয়র ভিতালি ক্লিচকো।
“আমরা প্রস্তুতি নিচ্ছি কীভাবে কিয়েভকে রক্ষা করবো। আমি কিয়েভের মানুষদের বলছি তারা যেন সাহস না হারান।“

ছবির উৎস, YouTube
ছবির ক্যাপশান, খেরসন শহরের কেন্দ্রে রুশ সেনা ‘পানি নেই বিদ্যুৎ নেই’ খেরসনের বাঙ্কারে অবরুদ্ধ বিদেশী শিক্ষার্থী

ছবির ক্যাপশান, খেরসন শহরের অন্ধকার বেজমেন্টে আশ্রয় নিয়েছেন অনেক আফ্রিকান শিক্ষার্থী ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর খেরসনে তীব্র রুশ হামলার মুখে বাঙ্কার এবং বেজমেন্টে আশ্রয় নেওয়া আফ্রিকার শিক্ষার্থীরা সাহায্যের জন্য আকুতি করছেন।
ক্যামেরুন থেকে আসা ২২ বছরের ক্রিস্টোফার তার অ্যাপার্টমেন্ট ভবনের বেজমেন্ট থেকে টেলিফোনে বিবিসিকে বলেন, “যখন বোমা শুরু হয়, আমরা এখানে এসে আশ্রয় নিই, জায়গাটি ছোটো একটি গুহার মতো।“
তিনি বলেন তাদের বিদ্যুৎ নেই, পানি ফুরিয়ে আসছে।
গিনি থেকে পড়তে আসা মামাদি ডোমবুয়া শহরের অন্য প্রান্তে একইরকম একটি শেল্টারে আটকে রয়েছেন গ্যাবন, সেনেগাল এবং ক্যামেরুন থেকে আসা বেশ কজন শিক্ষার্থীর সাথে।
মামাদি বলেন, “আমাদের পানি নেই, আলো নেই।“
“আমরা সরকারের সাহায্য চাইছি। আমরা খেরসনে আটকা পড়েছি। বেরুনোর কোনো উপায় নেই।“
ইউক্রেন থেকে পোল্যান্ডে যে লাখ রাখ মানুষ গত এক সপ্তাহে পালিয়ে গেছে তাদের মধ্যে প্রায় ৭০০০ আফ্রিকান রয়েছে।
সন্ধ্যায় দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু হচ্ছে – রুশ রিপোর্ট
যুদ্ধবিরতির লক্ষ্যে রুশ ও ইউক্রেনিয়ান কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা বুধবার সন্ধ্যায় শুরু হচ্ছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
এ দফার বৈঠক কোথায় হবে তা বলা হয়নি।
“আমাদের প্রতিনিধিদল কথা শুরু করতে প্রস্তুত,” বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
বেলারুশ সীমান্তে প্রথম দফার বৈঠকে কোনো বোঝাপড়া হয়নি।
পেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদনিস্কি এ দফাতেও রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন বলে খবরে বলা হয়েছে।
ইউক্রেনের পক্ষ থেকে আসন্ন বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করা হয়েছে।
ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারেস্টোভিচ সাসপ্লাইন টিভিকে বলেছেন, “আমার মনে হয়না কোনো কিছু বদলাবে, একই রকম থাকবে। আমরা আমাদের দাবিতে অনড় থাকবো। সেই একই মানুষজন থাকছে।“
ব্রেকিং,
যুদ্ধবিরতির লক্ষ্যে রুশ ও ইউক্রেনিয়ান কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা বুধবার সন্ধ্যায় শুরু হচ্ছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
ব্রেকিং, বেইজিং প্যারালিম্পিকে রুশদের নিরপেক্ষ হিসাবে খেলতে হবে
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ২০২২ শীতকালীন প্যারালিম্পিকে রাশিয়া এবং বেলারুশের প্রতিযোগীরা নিজেদের দেশের ব্যানারে খেলতে পারবেন না, তাদের নামতে হবে “নিরপেক্ষ” হিসাবে।
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির (আইপিসি) এক বিবৃতিতে বলা হয়েছে যেসব রুশ এবং বেলারুশিয়ান অ্যাথলেট বেইজিংয়ে পৌঁছেছেন, তাদেরকে প্যারালিম্পিক পতাকার আওতায় অংশ নিতে হবে।
পদক তালিকাতেও এই দুদেশের অ্যাথলেটরা থাকবেন না।
আইপিসি বলছে ইউক্রেনে হামলার কারণে এই দুই দেশের বিরুদ্ধে “সর্বোচ্চ যে ব্যবস্থা” নেওয়ার ক্ষমতা তাদের ছিল সেটাই প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার প্রতিযোগিতা শুরু হচ্ছে। জানা গেছে ২৯ জন ইউক্রেনিয়ান অ্যাথলেট প্যারালিম্পিকে অংশ নিতে আসছেন।
ধারণা করা হচ্ছে রুশ এবং বেলারুশের অ্যাথলেটদের সাথে প্রতিযোগিতা করার বদলে তারা হয়তো প্যারালিম্পিকই বর্জন করবে।
তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে তা হবে পারমানবিক যুদ্ধ: লাভরভ
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে, তাহলে তাতে পারমানবিক অস্ত্রের ব্যবহার হবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে।
রুশ বার্তা সংস্থা আরআইএ মি লাভরভকে উদ্ধৃত করে বলছে ইউক্রেনের হাতে যদি পারমানবিক অস্ত্র আসে তাহলে তা রাশিয়ার জন্য “সত্যিকারের হুমকি” তৈরি করবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এর আগেও আশঙ্কা প্রকাশ করেছেন যে পশ্চিমা শক্তির সমর্থন নিয়ে ইউক্রেন পরমাণু অস্ত্র হাত করার চেষ্টা করবে।
মঙ্গলবার জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে ভিডিওর মাধ্যমে দেয়া এক ভাষণে মি. লাভরভ একথা বলেন।
তবে এই অভিযোগের স্বপক্ষে রুশ পররাষ্ট্রমন্ত্রী কোন প্রমাণ দেখাতে পারেননি।

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেনে নেটোর ‘নো-ফ্লাই জোন’ নাকচ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইউক্রেনের আকাশ সীমায় ‘নো-ফ্লাই জোন’ঘোষণার জন্য ইউক্রেনের পক্ষ থেকে গত কদিন ধরে নেটো জোটের ওপর চাপ দেয়া হচ্ছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি নিজে একাধিকবার নেটোর প্রতি এই আহ্বান জানিয়েছেন।
কিন্তু ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস আজ (বুধবার) আবারো সেই সম্ভাবনা নাকচ করেছেন।
তিনি বলেন নেটো যদি তেমন ঘোষণা দেয় এবং রাশিয়া যদি তা ভাঙার চেষ্টা করে তবে পুরো ইউরোপ জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।
আমেরিকার পক্ষ থেকেও এর আগে ইউক্রেনে নো ফ্লাই জোনের সম্ভাবনা নাকচ করা হয়।
তবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন ইউক্রেনের সেনাবাহিনী এবং সাধারণ মানুষ যেভাবে হামলা প্রতিহত করছে তাতে বড় কোনা শহরের নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার জন্য দুরূহ হবে।
তিনি বলেন ইউক্রেনের মত বিশাল আয়তনের এবং প্রায় সাড়ে চার কোটি জনসংখ্যার মত একটি দেশ দখলে নেয়া রাশিয়ার জন্য “খুবই কঠিন” হবে।
“ব্যাপক শক্তি প্রয়োগ করে এক দেশে হামলা করা এক জিনিস আর ৪৪ মিলিয়ন মানুষ - যারা রাশিয়াকে চায়না – তাদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা আরেক জিনিস।“
মি ওয়ালেস বলেন, তেমন কাজ করতে গেলে বেসামরিক লোকের মৃত্যু সংখ্যা হুহু করে বাড়বে। উদাহরণ হিসাবে তিনি চেচনিয়া যুদ্ধ এবং পশ্চিমা শক্তির ইরাকে আক্রমণের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।

ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ইউক্রেনে রাশিয়ার হামলা ও প্রতিক্রিয়া নিয়ে সর্বশেষ খবর
- রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, ইউক্রেনের খারসন শহর তারা দখল করে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে রাশিয়ার সৈন্যরা পূর্ণ কর্তৃত্ব স্থাপন করতে পেরেছে কিনা সেটি এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। খারসন অঞ্চলের গভর্নর বলেছেন, রাশিয়ার সৈন্যরা সে এলাকা ঘিরে রেখেছে।
- ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২১জন নিহত হয়েছে।
- টানা তৃতীয় দিনের মতো মস্কো স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল। রাশিয়ার উপর পশ্চিমাদের নানা ধরণের নিষেধাজ্ঞার কারণে দেশটির মুদ্রা রুবলের ব্যাপক দরপতন হয়েছে। সে দরপতন ঠেকানোর জন্য স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখা হয়।
- জ্বালানী তেলের দাম এখন ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে ১১৩ ডলার হয়েছে। সাত বছরের মধ্যে এটি সর্বোচ্চ।
- রাশিয়ার ক্রেতারা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নাইকির পণ্য অর্ডার করতে পারছেন না। ইউক্রেনে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নাইকি রাশিয়াতে তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, আমেরিকার আকাশ রাশিয়ার বিমানের জন্য নিষিদ্ধ। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মি. বাইডেন বলেছেন, ইতিহাসে দেখা গেছে, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেয়, তাহলে তারা আরো বিশৃঙ্খলা তৈরি করবে।
- বেলারুশ তাদের সীমান্তে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। বেলারুশ সরকার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বেশ ঘনিষ্ঠ। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেন দখল করা রাশিয়ার জন্য ‘খুব কঠিন’ হবে।

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, রাশিয়ার মিসাইল হামলায় ক্রমেই ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে কিয়েভ শহর। 
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, কিয়েভ শহরের কেন্দ্রে একজন ইউক্রেনিয় সৈন্য। 
ছবির উৎস, STATE EMERGENCY SERVICE OF UKRAINE / HANDOUT
ছবির ক্যাপশান, রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের খারকিভ অঞ্চলে পুলিশ ভবনে আগুন ধরে যায়। 
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ইউক্রেনে হামলার প্রতিবাদে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। এ ছবিটি মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলো শহর থেকে তোলা। জ্বালানী তেলের দাম বেড়েই যাচ্ছে, সাত বছরের মধ্যে সর্বোচ্চ
জ্বালানী তেলের বাজার স্থিতিশীল রাখতে নানামুখী উদ্যোগের পরেও বিশ্ববাজারে মূল্য আরেক দফা বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য এখন ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে ১১৩ ডলার হয়েছে।
২০১৪ সালের পর থেকে এটি সর্বোচ্চ মূল্য।
রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর জ্বালানী তেলের মূল্য ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হয়েছিল।
এক সপ্তাহের মধ্যে আরো ১৩ ডলার বৃদ্ধি পেয়েছে।
আমেরিকা এবং আরো ৩০টি দেশের সংগঠন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তাদের জরুরি মজুত থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার পরেও দাম বৃদ্ধি হয়েছে।
আন্তর্জাতিক বাজারে রাশিয়া অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, জ্বালানী তেলের মূল্য স্থিতিশীল রাখতে সব ধরণের পদক্ষেপ নেয়া হবে।
তিনি বলেন রাশিয়ার উপর থেকে জ্বালানী নির্ভরতা কত দ্রুত কমানো যায় সেদিকে তারা নজর দিচ্ছেন।

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, জ্বালানী তেলের দাম বেড়েই চলেছে। 
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পৃথিবীর সব দেশে নেতিবাচক প্রভাব ফেলবে। ইউক্রেনের খারসন শহর রাশিয়ার নিয়ন্ত্রনে, খারকিভে রকেট হামলা
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় ঘোষণা করেছে যে তাদের সৈন্যরা ইউক্রেনের দক্ষিনাঞ্চলীয় শহর খারসন দখল নিয়ে পূর্ণ কর্তৃত্ব স্থাপন করেছে।
খারসন ইউক্রেনের অন্যতম বৃহত্তম শহর।
গতরাতে বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, শহরের রাস্তায় রাশিয়ার সৈন্যদের চলাচল দেখা যাচ্ছে।
খারসন শহরের মেয়র এরই মধ্যে জানিয়েছেন শহরের প্রধান ট্রেন স্টেশন এবং বন্দর দখল করা হয়েছে।
এদিকে ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর খারকিভ-এর পুলিশ বিভাগের একটি ভবনে রকেট হামলা করেছে রাশিয়া।
ইউক্রেন সরকারের একজন উপদেষ্টা টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে পুলিশ বিভাগের সে ভবনে আগুন জ্বলছে।
তবে বিবিসি সে ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, খারসন অঞ্চলে একজন ইউক্রেনিয় সৈন্য প্রশিক্ষনে । এ অঞ্চল ইউক্রেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ - পুরনো ছবি ভ্যাকুয়াম বোমা কী? রাশিয়া কি এই অস্ত্র ব্যবহার করেছে?
রাশিয়া ইউক্রেনে বিস্ফোরকের চেয়েও মারাত্মক বিধ্বংসী ভ্যাকুয়াম বোমা ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। যদিও নির্ভরযোগ্য সূত্র থেকে নিরপেক্ষভাবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
কিন্তু এই ভ্যাকুয়াম বোমা বা থার্মোবারিক বোমা কীভাবে কাজ করে?
কী ধরণের ধ্বংসযজ্ঞ চালায়?
কেন এটা মারাত্মক বিধ্বংসী?
এর আগে কোথায় এই বোমা ব্যবহারের নজির আছে?

সদ্য পতন হওয়া খারকিভ শহরে আটকে পড়া এক বাংলাদেশির অভিজ্ঞতা, ভিডিও
ভিডিওর ক্যাপশান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে খারকিভে আটকে পড়া বাংলাদেশি রোহানের অভিজ্ঞতা জ্বালানী তেলের দাম আবারো বেড়েছে, সাত বছরের মধ্যে সর্বোচ্চ
জ্বালানী তেলের বাজার স্থিতিশীল রাখতে নানামুখী উদ্যোগের পরেও বিশ্ববাজারে মূল্য আরেক দফা বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য এখন ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে ১১০ ডলার হয়েছে।
গত সাত বছরের মধ্যে এটি সর্বাধিক মূল্য।
রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর জ্বালানী তেলের মূল্য ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হয়েছিল।
এক সপ্তাহের মধ্যে আরো ১০ ডলার বৃদ্ধি পেয়েছে।
আমেরিকা এবং আরো ৩০টি দেশের সংগঠন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তাদের জরুরি মজুত থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার পরেও দাম বৃদ্ধি হয়েছে।
আন্তর্জাতিক বাজারে রাশিয়া অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, জ্বালানী তেলের মূল্য স্থিতিশীল রাখতে সব ধরণের পদক্ষেপ নেয়া হবে।
তিনি বলেন রাশিয়ার উপর থেকে জ্বালানী নির্ভরতা কত দ্রুত কমানো যায় সেদিকে তারা নজর দিচ্ছেন।

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পৃথিবীর সব দেশে নেতিবাচক প্রভাব ফেলবে।

