জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে কংগ্রেস
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশন চলার সময় ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে। এখানে দেখুন সর্বশেষ আপডেট।
সরাসরি কভারেজ
শেষ হলো বিবিসি বাংলার লাইভ পেজ
এখানেই শেষ হচ্ছে বিবিসি বাংলার লাইভ
পেজ।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে হামলা ও পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নির্বাচন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবার খবর জানতে
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের ডাক দিচ্ছেন অনেক মার্কিন রাজনীতিবিদ
মার্কিন সেনেটে ডেমোক্র্যাটিক পার্টির
নেতা চাক শুমার কংগ্রেস
ভবনে বুধবার ট্রাম্প-সমর্থকদের আক্রমণের পর সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে অবিলম্বে
ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন।
বেশ কয়েকজন রিপাবলিকান নেতাও ২৫তম
সংশোধনী প্রয়োগ করে মি. ট্রাম্পকে
অপসারণের কথা বলেছেন। তাদের একজন
হলেন ইলিনয়ের কংগ্রেসম্যান এ্যাডাম
কিনজিঙ্গার।
সংবিধানের ২৫তম সংশোধনীতে প্রেসিডেন্ট
দায়িত্ব পালনের অযোগ্য বা অসমর্থ বলে বিবেচিত হলে ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা
হস্তান্তরের সুযোগ রয়েছে।
এক বিবৃতিতে চাক শুমার বলেন, ওই
ঘটনা প্রেসিডেন্টের উস্কানিতেই হয়েছে, তাই আর একদিনও তার এ পদে থাকা ঠিক নয়।
তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট মাইক
পেন্সের এখন উচিত ২৫তম সংশোধনী প্রয়োগ করা।
তিনি তা না করলের কংগ্রেসের তাকে
অভিশংসন করা উচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ
ঘোষণা করেছেন যেডোনাল্ড ট্রাম্প আর যে
কয়েকটি দিন প্রেসিডেন্ট আছেন – সেই পুরো
সময়টার জন্য তার ফেসবুক ও ইনস্টাগ্রাম এ্যাকাউন্ট সাসপেণ্ড করেরাখা হবে।
এক বিবৃতিতে তিনি বলেছেন,“আমরা মনে করছি প্রেসিডেন্টকে এ সময়টায় আমাদের
সেবা ব্যবহার করতে দেয়াটা খুব বেশি ঝুঁকিপূর্ণ হবে।
ছবির উৎস, টুইটার
ছবির ক্যাপশান, ফেসবুকের বার্তা
ক্যাপিটল ভবনে এক মহিলার গুলিবিদ্ধ হবার মুহূর্তটির বর্ণনা
ক্যাপিটল ভবনের ভেতরে ট্রাম্প সমর্থকদের
হামলার সময় নিহত হওয়া একজন মহিলার গুলিবিদ্ধ হবার মুহূর্তটি বর্ণনা করেছেন একজন রিপাবলিকান কংগ্রেস
সদস্য।
এবিসি নিউজকে ওকলাহোমা'র সেনেটর মার্কওয়েনমালিন বলেন,কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের অধিবেশন কক্ষে একদল লোক ঢোকার
চেষ্টা করছিল, এবং নিহত মহিলাটি তাদের মধ্যে ছিলেন।
তারা ঢুকতে পারলে ভেতরে থাকা আইনপ্রণেতা
ও কর্মচারীরা গুরুতর বিপদে পড়বেন এ আশংকা থেকেই একজন পুলিশ কর্মকর্তা তার অস্ত্র
দিয়ে ওই লোকদের ওপর গুলি করেন।
গুলিবিদ্ধ মহিলাটিকে হাসপাতালে
নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি মার্কিন বিমানবাহিনীর একজন সাবেকসদস্য এবং ট্রাম্প-সমর্থক এ্যাশলি ব্যাবিট বলে
জানা গেছে। তবে তাকে এখনো সরকারিভাবে সনাক্ত করা হয়নি।
মালিন বলেন, পুলিশ কর্মকর্তাটি গুলি
চালানোর পরই অধিবেশন কক্ষের দরজা থেকে ওই লোকেরা চলে যায়।
“হয়তো তার পদক্ষেপে লোকের জীবন
বেঁচেছে, কিন্তু একটি জীবন গিয়েছেও বটে।“
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ওকলাহোমার সেনেটর মার্কওয়েন মালিন
রিপাবলিকানদের ৪৫% কংগ্রেস ঘেরাও-এর সমর্থক
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, রিপাবলিকানদের ৪৫% কংগ্রেস ঘেরাও-এর সমর্থক
আমেরিকান ভোটারদের বড় অংশই
ক্যাপিটল ভবনে হামলাকে গণতন্ত্রের প্রতি একটি হুমকি হিসেবে দেখছেন, কিন্তু মার্কিন
জনমতে ‘পার্টি লাইনের’ ভিত্তিতে একটি বিভক্তি দেখা যাচ্ছে বলে ইউগভের একটি জরিপে আভাস
মিলছে।
১ হাজার ৩৯৭ জন রেজিস্টার্ড ভোটারের ওপর চালানো এক জরিপে দেখা গেছে - ৬২ ভাগই এই
দাঙ্গাকে গণতন্ত্রের প্রতি হুমকি বলে মনে করেন, কিন্তু এর মধ্যে ৯৩ ভাগই ডেমোক্র্যাট, ৫৫ ভাগ নির্দলীয় এবং মাত্র ২৭ ভাগ রিপাবলিকান।
রিপাবলিকানদের মধ্যে ৪৫ শতাংশই সক্রিয়ভাবে
ট্রাম্প সমর্থকদের কংগ্রেসের কার্যক্রমে বাধা সৃষ্টির কর্মকান্ডকে সমর্থন করেছেন, আর
৪৩ ভাগ এটা সমর্থন করেননি।
সাম্প্রতিক বেশ কিছু জরিপেই অবশ্য একই রকম প্রবণতা দেখা গেছে, আভাস পাওয়া গেছে যে মার্কিন জনমত 'পার্টির প্রতি আনুগত্যের ভিত্তিতে' দু ভাগ হয়ে গেছে ।
হোয়াইট হাউসের বেশ কিছু কর্মকর্তার পদত্যাগ
ওয়াশিংটনে ক্যাপিটল ভবনে বুধবারের সহিংসতার
পর হোয়াইট হাউসের বেশ কিছু কর্মকর্তা পদত্যাগ করেছেন।
সবশেষ খবরে বলা হয়, ডেপুটি জাতীয় নিরাপত্তা
উপদেষ্টা মিক মালভেনি পদত্যাগ করেছেন। তিনি ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের
সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন।
এর আগে পদত্যাগ করেন ডেপুটি প্রেস সচিব সারা ম্যাথুজ, ফার্স্ট লেডি মেলানিয়া
ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম, হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি রিকি নিচেটা, ও ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঙ্গার।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিক মালভেনি
কংগ্রেস ভবনের ভেতর থেকে ভাঙচুরের আরো কিছু ছবি
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, স্পিকার ন্যান্সি পেলোসির কক্ষে নানা জিনিস ভাঙচুর করা হয়
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, কংগ্রেস ভবনের ভেতর থেকে ভাঙচুরের আরো কিছু ছবি
ছবির উৎস, G
ছবির ক্যাপশান, একজন দাঙ্গাকারী স্পিকার ন্যান্সি পেলোসির কক্ষে পাওয়া একটি তার একটি চিঠি দেখাচ্ছে
কারা এই কিউ অ্যানন?
ডোনাল্ড ট্রাম্পের অন্ধ এই ভক্তকূলের বিশ্বাস শিশুদের ওপর যৌন নিপীড়নকারী এক দুষ্ট চক্রের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে আমেরিকায় অবতীর্ণ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভিডিওর ক্যাপশান, কিউআনোন: ডোনাল্ড ট্রাম্পের অন্ধ এই ভক্তকূলের জনপ্রিয়তা বেড়েছে করোনাভাইরাস মহমারির পর থেকে
বুধবার যেসব ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে
ঢুকে তাণ্ডব চালিয়েছে - তাদের মধ্যে ছিল কিউএ্যানন নামে একটি গ্রুপের লোকেরা।
কিউএ্যানন হচ্ছে একটি ভিত্তিহীন
ষড়যন্ত্র তত্ত্ব - যাতে দাবি করা হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সামরিক গোয়েন্দা অফিসারদের একটি গোপন দল এক যুদ্ধ পরিচালনা করছেন – এবং সে যুদ্ধটি ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে থাকা “শয়তানের
পূজারী শিশুকামী”দের বিরুদ্ধে
বিবিসি’র সংবাদদাতারা জানাচ্ছেন,
কংগ্রেস ভবনের ভেতরে বেশ কয়েকজন নেতৃস্থানীয় কিউএ্যানন গ্রুপের কর্মীকে দেখা গেছে।
তারা ওই আন্দোলনের সাথে সঙ্গতিপূর্ণ
বিভিন্ন ব্যানারও বহন করছিল।
এর সাথে আরো ছিল ট্রাম্প-কথিত নির্বাচন জালিয়াতি প্রতিরোধের জন্য
অনলাইনে গড়ে ওঠা বিভিন্ন গ্রুপের লোকজন।
কিউ এ্যানন ও ষড়যন্ত্র তাত্ত্বিকদের সম্পর্কে আরো জানতে হলে এখানে ক্লিক করুন।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, কংগ্রেস ভবনের ভেতরে বেশ কয়েকজন নেতৃস্থানীয় কিউএ্যানন গ্রুপের কর্মীকে দেখা গেছে।
ট্রাম্পকে সাসপেণ্ড করেছে টুইটার ও ফেসবুক
ডোনাল্ড ট্রাম্প তার ক্যাপিটল-আক্রমণকারী
সমর্থকদের উদ্দেশ্যে যেসব বার্তা দিয়েছেন সেগুলোর কারণেতাকে সাসপেণ্ড করেছে টুইটার ও ফেসবুক ।
সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় আক্রমণকারী
সমর্থকদের বাড়ি ফিরে যেতে বলার আগে তাদের উদ্দেশ্যে
মি. ট্রাম্প বলেন “আমি তোমাদের ভালোবাসি”। তা ছাড়া তিনি নির্বাচনে জালিয়াতি সম্পর্কিত মিথ্যে
দাবিগুলোরও পুনরাবৃত্তি করেন।
টুইটার বলছে, প্রেসিডেন্টের এ্যাকাউন্টটি
চিরতরে বন্ধ করে রাখা হবে, যদি না তিনি এসব টুইট মুছে দেন।
তারা আরো জানায় যে ভবিষ্যতে টুইটারের
নিয়মকানুন লংঘন করা হলে @রিয়েলডোনাল্ডট্রাম্প এ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে
দেয়া হবে।
ফেসবুক ও ইনস্টাগ্রামও ২৪ ঘন্টার
জন্য মি. ট্রাম্পকে নিষিদ্ধ করেছে। ইউটিউব তার সেই ভিডিও বার্তাটি মুছে দিয়েছে।
স্ন্যাপচ্যাটও মি. ট্রাম্পের নতুন
কোন পোস্ট দেয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে এই নিষেধাজ্ঞা কবে তুলে নেয়া হবে তা বলা হয়নি।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ট্রাম্পকে সাসপেণ্ড করেছে টুইটার ও ফেসবুক
'২০শে জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাতবদল হবে' - অঙ্গীকার করলেন ট্রাম্প, মুখপাত্রের টুইটার এ্যাকাউন্টে বিবৃতি প্রকাশ
প্রেসিডেন্ট ট্রাম্প কিছুক্ষণ আগে প্রকাশ
করা এক বিবৃতিতে অঙ্গীকার করেছেন যে আগামী ২০শে জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাতবদল হবে।
মি. ট্রাম্প তার মুখপাত্রের টুইটার
এ্যাকাউন্টে প্রকাশ করা এক বিবৃতিতে বলেন, যদিও তিনি এই “নির্বাচনের ফলাফলের সাথে পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করেন” এবং “ প্রকৃত ঘটনায় তার সঠিকত্ব বোঝা যায়” - তা সত্বেও “জানুয়ারির ২০ তারিখে সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তর হবে। “
প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব টুইটার
এ্যাকাউন্টটি টুইটার কর্তৃপক্ষ ব্লক করে
দিয়েছে, ফলে তিনি এখন তা ব্যবহার করতে পারছেন না।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প
ব্রেকিং, জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে কংগ্রেস
মার্কিন কংগ্রেস জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট
এবং কমালা হ্যারিসকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে।
সেনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভস পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা
রাজ্যে ভোটের আপত্তি খারিজ করে দিলে ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়।
বুধবার মি. ট্রাম্পের সমর্থকরা কংগ্রেসের অধিবেশন চলাকালীন
ক্যাপিটল ভবনে ঢুকে পড়লে কিছুক্ষণ অধিবেশন বন্ধ থাকে। তবে পরে আবার অধিবেশন শুরু
হয়।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে কংগ্রেস
ব্রেকিং, জো বাইডেনের বিজয় নিশ্চিত করেছে মার্কিন কংগ্রেস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে
নিশ্চিত করেছে কংগ্রেস।
ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার পদত্যাগ
বুধবার ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার
ঘটনার পর হোয়াইট হাউজের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া
যাচ্ছে।
ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস, ফার্স্ট লেডি
মেলানিয়া ট্রাম্পের প্রধান কর্মকর্তা স্টেফানি গ্রিশাম ও হোয়াইট হাউজের সোশ্যাল
সেক্রেটারি রিকি নিচেতা পদত্যাগ করেছেন।
ব্লুমবার্গ নিউজের এক খবরে প্রকাশিত হয় যে মি. ট্রাম্পের
ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঙ্গার পদত্যাগ করেছেন।
সূত্র উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে ‘ক্যাপিটলে হামলা এবং
বিক্ষোভকারীদের উস্কানি দেয়ায় হতাশ’ হয়ে তিনি পদত্যাগ করেছেন।
প্রত্যক্ষদর্শীর বয়ানে ক্যাপিটল ভবনের সংঘাত
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার সময়
সেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক কলাম লেখক জেমি স্টিয়েম।
কংগ্রেসের উচ্চকক্ষ বা ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভ’এর প্রেস
গ্যালারি থেকে তিনি হামলার ঘটনা দেখেছেন।
তিনি বলেন: “একটি গুলির শব্দ শুনতে পাই। আমাদের কক্ষের দরজায়
পাঁচজন বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল। আমাদের কক্ষের জানালার ভাঙ্গা কাঁচের মধ্যে
দিয়ে মানুষজন বারবার দেখছিলো এবং মনে হচ্ছিল, তারা যে কোনো সময় গুলি করতে পারে।”
“আমাদের এখানে উপস্থিত অনেকেই অভিজ্ঞ সাংবাদিক – আমরা অনেকেই
জীবনের কোনো না কোনো সময় সহিংসতা দেখেছি। কিন্তু এই ঘটনা একেবারেই অপ্রত্যাশিত
ছিল।”
“পুলিশকে দেখে মনে হচ্ছিল যে তারাও জানে না কী করতে হবে।
তারা কক্ষের দরজা বন্ধ করে রাখলেও আমাদের বলছিল যে আমাদের বের হয়ে যেতে হবে। এর
কারণে আমরা আতঙ্কিত হয়ে যাই।”
“পরিস্থিতি এমন ছিল যে, কেউই পরিস্থিতির নিয়ণ্ত্রণে নেই। মনে
হচ্ছিল ক্যাপিটল পুলিশ ভবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, যে কোনো কিছু ঘটতে পারে।”
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, হামলার এক পর্যায়ে পুলিশও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা
ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন বিক্ষোভের ছবি
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ক্যাপিটল ভবনের বাইরে জড়ো হয় ট্রাম্পের হাজার হাজার সমর্থক।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, সেনেটের মঞ্চে ছবি তোলার পোজ দেয় অনেক বিক্ষোভকারী
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ক্যাপিটল ভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়লে গ্যাস মাস্ক পরছেন আইনপ্রণেতা এবং ভবনের কর্মীরা।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বিক্ষোভকারীরা ক্যাপিটলে ঢুকে পড়লে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ
যেভাবে কংগ্রেস ভবনে ঢুকে পড়ে ট্রাম্প সমর্থকরা
ভিডিওর ক্যাপশান, আমেরিকার কংগ্রেস ভবনে নজিরবিহীন হামলা
ওয়াশিংটন ডিসি’তে ১৫ দিন জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মেয়র শহরে আরো ১৫ দিন
জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন।
মেয়র মুরিয়েল বাউজার বলেছেন, “অনেকেই অস্ত্রসহ এখানে এসেছেন
সহিংসতা ও ধ্বংসযজ্ঞে অংশ নিতে। তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক, ইট এবং বোতলও নিক্ষেপ
করেছেন।”
জরুরি অবস্থার ঘোষণার ফলে ওয়াশিংটন ডিসির নাগরিকদের সুরক্ষা
নিশ্চিতের জন্য কারফিউ দেয়া, জরুরি পণ্য সরবরাহের বিশেষ ব্যবস্থা নেয়া সহ বিভিন্ন
পদক্ষেপ নিত পারবে শহর কর্তৃপক্ষ।
২১শে জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত এই ঘোষণা বলবত থাকবে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা
পর্যন্ত শহরে কারফিউ জারি রয়েছে।
ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন যে তিনি
‘বিক্ষোভ ও সহিংসতার খবরে দু:খিত’ হয়েছেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন টুইট করে
মন্তব্য করেছেন যে গণতন্ত্র সুফল কখনোই উচ্ছৃঙ্খল জনতার মাধ্যমে নষ্ট করা উচিত নয়।
জার্মান পররাষ্ট্র মন্ত্রী হেইকো মাস ট্রাম্প সমর্থকদের ‘গণতন্ত্রকে
পদদলিত’ না করার আহ্বান জানিয়েছেন।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না