আম্পান: পশ্চিমবঙ্গে ব্যাপক ধ্বংসযজ্ঞ, অন্তত ১২ জনের মৃত্যু, বাংলাদেশে নিহত এ পর্যন্ত ৫ জন

সাইক্লোনের দাপটে প্রচন্ড ঝড়ো বাতাসে গাছপালা উপড়ে গেছে, অনেক বাড়ি-ঘর মাটিতে মিশে গেছে। পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্ষয়ক্ষতি ও মৃত্যুর পুরো খবর এখনও পাওয়া যাচ্ছে না । ঘূর্ণিঝড় সংক্রান্ত খবর পেতে নজর রাখুন বিবিসি বাংলার পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ, মোয়াজ্জেম হোসেন and মানসী বড়ুয়া

  1. পশ্চিবঙ্গে সাইক্লোন আম্পানের ভয়াবহ ধ্বংসলীলা, দুটি জেলা পুরোপুরি বিধ্বস্ত

    ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাইক্লোন আম্পানের ভয়াবহ ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন:

    ·এ পর্যন্ত তারা অন্তত দশ থেকে বারো জনের মৃত্যুর খবর পেয়েছেন।

    ·দক্ষিণ-চব্বিশ পরগণা এবং উত্তর-চব্বিশ পরগণা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

    ·দক্ষিণ-চব্বিশ পরগণার পাথরপ্রতিমা, নামখানা, বাসন্তি, কুলতলী এবং কলকাতা শহরের কাছে বারুইপুর এবং সোনারপুর এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে আম্পান।

    ·সুন্দরবন এবং সাগরদ্বীপেও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে।

    ·উত্তর-চব্বিশ পরগণার বারাসত, বশিরহাট এবং বনগাঁ পরিস্থিতিকেও ‌‘পুরো গেছে’ বলে বলা হচ্ছে।

    ·তবে পূর্ব মেদিনিপুর জেলা এবং দিঘার দিকে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

    ·কত বন্যা প্রতিরোধ বাঁধ ভেঙ্গেছে তার কোন হিসেব নেই।

    সাইক্লোনের ভয়াবহ ধ্বংসলীলার তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সাইক্লোনের ভয়াবহ ধ্বংসলীলার তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
  2. বাংলাদেশের দক্ষিণাঞ্চল এখনো তীব্র ঝড়ের কবলে, বিদ্যুৎ-টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন

    বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর প্রশাসন, স্থানীয় লোকজন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলে সেখানকার পরিস্থিতির এরকম একটা প্রাথমিকচিত্র দিচ্ছেন বিবিসির কাদির কল্লোল:

    ·সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালি, পিরোজপুর, বরিশালসহ পুরো অঞ্চল এখনো তীব্র ঝড়ের কবলে

    ·পুরো অঞ্চল জুড়ে লাখ লাখ মানুষের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। বিচ্ছিন্ন হয়ে গেছে টেলিফোন এবং ইন্টারনেট সংযোগও।

    ·দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মহসিন জানিয়েছেন, সাতক্ষীরার শ্যামনগরে ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে বাঁধ ভেঙ্গে গেছে। সাগরেরর পানি ঢুকেছে অনেক এলাকায়।

    ·পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মঠবাড়িয়ায় দেয়াল চাপা পড়ে একজন মারা গেছে।

    ·বলেশ্বরী নদীর মাঝখানে মাঝির চর সাগরের পানিতে প্লাবিত হয়েছে বাঁধ ভেঙ্গে যাওয়ার পর।

    বাংলাদেশের উপকূলে বাঁধ রক্ষায় কাজ করছে স্বেচ্ছাসেবকরা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের উপকূলে বাঁধ রক্ষায় কাজ করছে স্বেচ্ছাসেবকরা
  3. 'বাংলাদেশ অংশে সাইক্লোন আম্পান দুর্বল হয়ে পড়েছে‌'

    সাইক্লোন আম্পান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতেই মূলত তীব্রভাবে আঘাত হেনেছে। সাতক্ষীরার খবরাখবর জানতে বিবিসির কাদির কল্লোল কথা বলছিলেন সেখানকার কিছু মানুষের সঙ্গে:

    “সাতক্ষীরা পদ্মপুকুরে দুটি সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া দুজন লোক হাবিবুর রহমান এবং ফরিদা আক্তার। সন্ধ্যা ৭টা ২৫মিনিটে এদের সঙ্গে আমার কথা হয়। দুজনেই বলছেন, তারা সাইক্লোন শেল্টারেরভেতরে বসে আছেন। দরোজা-জানালা সব বন্ধ। বাইরে থেকে প্রচণ্ড ঝড়ের শব্দই তারা কেবল শুনতে পাচ্ছেন। সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল। সাইক্লোন শেল্টারের ভেতরে আতংকে আছে মানুষ। বাচ্চারা ভয়ে কাঁদছে। সবাই আল্লাহকে ডাকছে।”

    ঝড়ের সর্বশেষ অবস্থা নিয়ে কাদির কল্লোল কথা বলেন ঢাকায় আবহাওয়া বিভাগের কর্মকর্তার সঙ্গেও:

    “আবহাওয়া বিভাগের উপ-পরিচালক কাওসার পারভিন আমাকে জানিয়েছেন, সাইক্লোনের মূল কেন্দ্র আসলে পশ্চিমবঙ্গে, এটি এখন বাংলাদেশের সাতক্ষীরা-খুলনা অঞ্চল থেকে উত্তর দিকে যাচ্ছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৮০ হতো ১০০ কিলোমিটার। এটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে।”

    সাইক্লোন আঘাত হানার আগে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। খুলনার দাকোপ থেকে তোলা ছবি।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সাইক্লোন আঘাত হানার আগে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। খুলনার দাকোপ থেকে তোলা ছবি।
  4. নাসার আর্থ অবজারভেটরির ছবিতে সুপার সাইক্লোন আম্পান

    সাইক্লোন আম্পানের এই ছবিটি প্রকাশ করেছে নাসার আর্থ অবজারভেটরি। এই সুপার সাইক্লোন কতটা ভয়ংকর চেহারা নিয়েছিল ল্যান্ডফলের আগে তা স্পষ্ট ছবিতে। গতকাল যখন এটি তোলা হয় তখনো বাংলাদেশ এবং ভারতের উপকূল থেকে অনেক দূরে ছিল এটির কেন্দ্র।

    সুপার সাইক্লোন আম্পান

    ছবির উৎস, NASA Earth Observatory image by Lauren Dauphin

    ছবির ক্যাপশান, সুপার সাইক্লোন আম্পান
  5. আম্পানের দাপটে বিপর্যস্ত কলকাতা বিদ্যুৎহীন অন্ধকারে

    কলকাতায় সাইক্লোন আম্পানের দাপট শুরু হয়েছে বলে মনে হচ্ছে। বিবিসির অমিতাভ ভট্টশালী জানাচ্ছেন:

    "দুই ঘন্টা আগে থেকে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। প্রবল ঝড় বয়ে যাচ্ছে। বাতাসের গতি ১০০ কিলোমিটারেরও বেশি।একটু আগে বাড়ির ছাদে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু বাতাসের গতি এত বেশি যে ফিরে আসতে বাধ্য হই। কলকাতার বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। শুধু কলকাতা নয়, অন্যান্য জেলাতেও বন্ধ করে দেয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ। ল্যান্ডলাইন টেলিফোনও কাজ করছে না। তবে মোবাইল অবশ্য এখনো চলছে। গাছপালা, ট্রাফিক বাতির পোস্ট উপড়ে গেছে বলে খবর পাচ্ছি। এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পেয়েছি অসমর্থিত সূত্রে।"

    সাইক্লোনের প্রভাবে প্লাবিত দিঘার একটি সড়ক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সাইক্লোনের প্রভাবে প্লাবিত দিঘার একটি সড়ক
  6. শ্যামনগরে আশ্রয়কেন্দ্রে ওঠা বাসিন্দাদের নানা অভিযোগ

    সাতক্ষীরার শ্যামনগরের কিছু বাসিন্দা যারা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন বলেছেন তাদের নানা অভিযোগের কথা, রাস্তাঘাট ভেঙে যাওয়ায় দুর্দশার কথা।

    ভিডিওর ক্যাপশান, শ্যামনগরে আশ্রয়কেন্দ্রে ওঠা কিছু বাসিন্দা
  7. পূর্ব মেদিনীপুরের দীঘায় প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে।

    ভিডিওর ক্যাপশান, পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের দীঘা

    পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘায় সর্বশেষ পরিস্থিতির ভিডিও

  8. সাইক্লোন আম্পান : বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে

    সাইক্লোন আম্পান বাংলাদেশ এবং ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে শুরু করেছে। সাইক্লোনটি যে পথ ধরে অগ্রসর হচ্ছিল, সেখানে প্রচন্ড ঝড়ো বাতাসে গাছপালা উপড়ে গেছে, অনেক বাড়ি-ঘর মাটিতে মিশে গেছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

    এর আগে ভারতের আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে (ভারতীয় সময় দুপুর আড়াইটা) বলা হচ্ছিল, সাইক্লোন আম্পানের ল্যান্ডফল বা স্থলভাগে আঘাত হানার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘুর্ণিঝড়টি তখন পারাদ্বীপের ১৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছিল। আর দীঘা থেকে এটি ছিল ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তবে ল্যান্ডফলের পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগবে প্র্রায় চারঘন্টা।

    বালির বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানের চেষ্টা। খুলনার দাকোপ থেকে তোলা ছবি।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বালির বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানের চেষ্টা। খুলনার দাকোপ থেকে তোলা ছবি।
  9. সাতক্ষীরার শ্যামনগর থেকে সর্বশেষ

    ভিডিওর ক্যাপশান, সাতক্ষীরার শ্যামনগরে সর্বশেষ

    সুন্দরবন লাগোয়া সাতক্ষীরার শ্যামনগরে ঝোড়ো দমকা বাতাস বইছে। সাগর বিক্ষুব্ধ।

  10. পশ্চিমবঙ্গের দীঘার কাছে এক রাস্তার ওপর ঝড়ে ভেঙ্গে পড়া গাছের ডাল। সাইক্লোন আম্পান এখন দীঘার খুব কাছে এবং যে কোন সময় স্থলভাগে আঘাত হানবে বলে মনে করা হচ্ছে।

    সাইক্লোনের প্রভাবে প্রচণ্ড ঝড়ে দীঘায় ভেঙ্গে পড়েছে গাছের ডাল।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সাইক্লোনের প্রভাবে প্রচণ্ড ঝড়ে দীঘায় ভেঙ্গে পড়েছে গাছের ডাল।
  11. ব্রেকিং, বাংলাদেশে আম্পানে প্রথম মৃত্যু

    পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় একজন মারা গেছেন।

    তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি দলের সদস্য ছিলেন।

    একটি খালে যখন যাচ্ছিলেন তখন দমকা হাওয়া নৌকাটি নাড়িয়ে দেয়।

    তিনি পড়ে যাওয়ার পর গামবুট ও গায়ে ভারি পোশাক থাকার কারণে আর উঠতে পারেননি।

    দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে প্রায় ২৪ লাখ লোক আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

  12. ভোলা থেকে কিছু ছবি

    ভোলার একজন এনজিওকর্মী কাজী শামিম হাসান পাঠিয়েছেন একটি ছবি।

    ভোলা

    ছবির উৎস, কাজী শামিম হাসান

    ছবির ক্যাপশান, পানিতে প্লাবিত নিম্নাঞ্চল
    আম্পান

    ছবির উৎস, কাজী শামিম হাসান

  13. পশ্চিমবঙ্গের স্থলভাগে যে কোন মূহুর্তে আঘাত হানবে আম্পান

    ভারতের আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে (ভারতীয় সময় দুপুর আড়াইটা) বলা হচ্ছে, সাইক্লোন আম্পানের ল্যান্ডফল বা স্থলভাগে আঘাত হানার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘুর্ণিঝড়টি তখন পারাদ্বীপের ১৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছিল। আর দীঘা থেকে এটি ছিল ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের মেঘ এখন পশ্চিমবঙ্গের স্থলভাগের ওপর পৌঁছেছে। তবে ল্যান্ডফলের পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগবে প্র্রায় চারঘন্টা।

    ভারতের আবহাওয়া দফতরের ওয়েবসাইটে ঘূর্ণিঝড়ের অবস্থানের সর্বশেষ স্যাটেলাইট চিত্র।

    ছবির উৎস, Indian Meteorological Department

    ছবির ক্যাপশান, ভারতের আবহাওয়া দফতরের ওয়েবসাইটে ঘূর্ণিঝড়ের অবস্থানের সর্বশেষ স্যাটেলাইট চিত্র।
  14. বাংলাদেশে যে ১০টি জেলায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা

    সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও অদূরবর্তী দ্বীপ ও চরে জলোচ্ছ্বাসে প্লাবিত হবে পারে বলে আবহাওয়া অধিদপ্তর বলছে।

  15. আম্পানের গতিপথের সর্বশেষ চিত্র

    আম্পানের গতিপথের সর্বশেষ চিত্র

    ছবির উৎস, http://www.rsmcnewdelhi.imd.gov.in/

    ছবির ক্যাপশান, আম্পানের গতিপথের সর্বশেষ চিত্র
  16. বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে সাইক্লোন সতর্কতা

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  17. বাংলাদেশ ও ভারতের আরো কিছু ছবি

    ভারতের চেন্নাইয়ে সমুদ্র উত্তাল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের চেন্নাইয়ে সমুদ্র উত্তাল
    বাংলাদেশের খুলনায় আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে মাইকিং

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের খুলনায় আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে মাইকিং
    কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ
    খুলনায় নৌকায় নদী পার হচ্ছেন যাত্রীরা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, খুলনায় নৌকায় নদী পার হচ্ছেন যাত্রীরা
  18. বাংলাদেশের উপকূলে আম্পান আসার আগের কিছু চিত্র

  19. চেন্নাইয়ের একটি ছবি

    কোভিড-১৯

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের পূর্ব উপকূলে আঘাত হানছে আম্পান
  20. ব্রেকিং, সাড়ে ১৩ লাখ মানুষ, আড়াই লাখ গবাদিপশু আশ্রয়কেন্দ্রে

    বাংলাদেশে সকাল পর্যন্ত ১৩ লাখ ৬৪ হাজার মানুষ সরিয়ে নেয়া হয়েছে

    ২ লাখ ৫১ হাজার বেশি গবাদিপশু সরিয়ে নেয়া হয়েছে।

    উপকূলের ১৯টি জেলায় এই কার্যক্রম চালানো হয়েছে।