সংসদ নির্বাচন: যেভাবে হলো ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা

এবারের নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে বিএনপি সহ ঐক্যফ্রন্ট প্রার্থীরা পুনর্নিবাচনের দাবিতে ইসি'তে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সরাসরি কভারেজ

  1. ব্রেকিং, ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচী ঘোষণা

    বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের প্রার্থীরা সহ বিরোধী দলের সব প্রার্থীকে নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয়ার কর্মসূচী নেবে।

    ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের একথা জানিয়েছেন।

    তবে কর্মসূচী পালনের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।

  2. বিবিসি বাংলার বিশেষ রেডিও অনুষ্ঠান

    নির্বাচন উপলক্ষে বিবিসি বাংলার বিশেষ রেডিও অনুষ্ঠান চলছে এখন

  3. ব্রেকিং, বিবিসি বাংলার বিশেষ রেডিও অনুষ্ঠান

    নির্বাচন উপলক্ষে নিয়মিত আয়োজনের বাইরে বিবিসি বাংলার বিশেষ রেডিও অনুষ্ঠান সরাসরি শুনতে নিচের লিঙ্কে যেতে পারেন

    https://www.bbc.com/bengali/bbc_bangla_radio/liveradio

  4. নির্বাচনে জয়ের পর যা বললেন মাশরাফী

    নড়াইল-২ আসন থেকে নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর মাশরাফীর প্রতিক্রিয়া

    ভিডিওর ক্যাপশান, '২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কোনোভাবেই ক্রিকেটের সাথে সমঝোতা করবো না'
  5. নির্বাচনে আওয়ামী লীগ আর বিএনপি প্রার্থীদের প্রাপ্ত ভোটের পার্থক্য কি অস্বাভাবিক না এটিই প্রত্যাশিত ছিল?

    সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রধান দু’টি বড় দলের সমর্থকের সংখ্যা কাছাকাছি। কিন্তু দুই দলের প্রাপ্ত ভোটের মধ্যে এত বড় ব্যবধান কীভাবে হলো?

  6. নির্বাচনে জয়ের পর মাশরাফী ও তাঁর ভক্তদের প্রতিক্রিয়া

    নড়াইল-২ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যফ্রন্টের এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের চেয়ে প্রায় ২ লাখ ৬৩ হাজার ভোট বেশি পেয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নড়াইলে অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

  7. বৈঠক করেছে বিশ দলীয় জোট

    বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট আজ এক বৈঠকে নির্বাচনে তাদের ভরাডুবি এবং সার্বিক পরিস্থিতির বিষয়ে আলোচনা করেছে বলে জোটের একজন কেন্দ্রীয় নেতা বিবিসি'কে জানিয়েছেন।

    বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

  8. বিবিসি বাংলার ৩১শে ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০ মিনিটের রেডিও অনুষ্ঠান: প্রবাহ

    ফেসবুকে বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান প্রবাহ'র লাইভ স্ট্রিমিং

  9. নোয়াখালী-১ আসনের প্রার্থীর অভিযোগ

    ৩০শে ডিসেম্বর ভোট গ্রহণের দিনই পঞ্চাশ জনের বেশি প্রার্থী নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছিলেন।

    তবে নির্বাচন কমিশনের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন শুধু নোয়াখালী-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ও বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন।

    ভিডিওর ক্যাপশান, ইসি'তে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন মাহবুবউদ্দিন খোকন
  10. শেখ হাসিনাকে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

    নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

    ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং যুয়ো দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সময় এই শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা ‘বাসস’।

    ছবিটি বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক ফেসবুক পেইজ থেকে নেয়া।

  11. বিএনপি'র সংবাদ সম্মেলন

    বিএনপি'র গুলশান কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর আজ সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা।

    এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে তারা আইনগত ও রাজনৈতিক কর্মসূচী নিয়ে অগ্রসর হবে।

    ভোট

    ছবির উৎস, বিবিসি

  12. বিরোধী দল সম্পর্কে প্রধানমন্ত্রী

    এবারের নির্বাচনে বিজয়ের পর প্রথাগত সংঘাতের রাজনীতির অবসান ঘটানোর উদ্যোগ নিতে চান কি না, সে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “বিরোধী দলের সাথে আমাদের অতীত অভিজ্ঞতা তিক্ত।”

    বিএনপির সাথে জামাতে ইসলামীর সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করে তাদের সন্ত্রাসী দল বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

    তবে বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসের জন্য কেউ উন্নয়নের সুফলবঞ্চিত হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

    “নির্বাচনের আগে তাদের (বিএনপি'র) সাথে আলোচনা করেছি আমি, তাদের সব দাবি মেনে নেয়া হয়েছে যেন তারা নির্বাচনে অংশগ্রহণ করে।"

    "এখন তাদের কোনো রাজনৈতিক কার্যক্রমে বাধা দেয়া হবে না। আমাদের একমাত্র লক্ষ্য উন্নয়ন। আমাদের উন্নয়ন সবার জন্য, দেশের সব মানুষের জন্য।”

  13. নির্বাচনের ফলের বিপক্ষে আইনগত পদক্ষেপ নেবে বিএনপি

    গতকাল রাতেই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে জানিয়েছেন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে তারা আইনগত ও রাজনৈতিক কর্মসূচী নিয়ে অগ্রসর হবে।

    বিএনপি’র নীতির্নিধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকের পর তিনি এ কথা জানিয়ছেন।

  14. ব্রেকিং, বিবিসির ভিডিও সম্পর্কে যা বললেন শেখ হাসিনা

    ভোট শুরু আগে ব্যালট বাক্স ভরা ভিডিওর ব্যাপারে বিবিসি'র সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: "ওইটা এখনের নির্বাচনের ভিডিও না। ওইটা পুরনো নির্বাচনের সময় তোলা একটি ভিডিও। ওইটা হচ্ছে মেয়র নির্বাচনের সময় তোলা ছবি।"

    "কিন্তু এখানে আমি মনে করি না এমন কোন ঘটনা ঘটেছে।"

    তবে চট্টগ্রামে বিবিসি'র ক্যামেরায় তোলা নতুন ফুটেজ সম্পর্কে তিনি বলেন: "ওই একটা ভিডিও-ই সঠিক। কিন্তু বাকিটা ফ্যাব্রিকেটেড।"

    শেখ হাসিনা আরো বলেন, "কিন্তু এমন অভিযোগ আসলে, নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট বাতিল করে দেন। কোন অনিয়ম হলে স্থগিত করা হয়।... এমন কিছু আমরা সমর্থন করি না। কিন্তু যদি ঘটে যায়, আমরা একশন নেই।"

  15. 'নির্বাচনে জালিয়াতির অভিযোগ যাচাই করবে নির্বাচন কমিশন'

    রয়টার্সের একজন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, “গতকাল নির্বাচন কমিশনের মুখপাত্র বলেছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে ভোট কারচুপির অভিযোগ এসেছে। কমিশন সেসব অভিযোগ তদন্ত করতে চাইলে সরকারের ভূমিকা কী হবে?”

    প্রধানমন্ত্রী এই প্রশ্নের উত্তরে বলেন, “নির্বাচন সম্পর্কে যে কোনো ধরণের অভিযোগ সম্পর্কে তদন্ত করার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের। সরকার সেবিষয়ে নির্বাচন কমিশনকে পূর্ণ সমর্থন ও সহায়তা করবে।”

  16. নির্বাচন সম্পর্কে বিদেশী সাংবাদিক ও বিদেশী নির্বাচন পর্যবেক্ষকদের সাথে গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  17. নির্বাচন কমিশনের কাছে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ

    নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে দাবি করে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নোয়াখালী-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী এবং বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন।

    তিনি অভিযোগ করেছেন যে তার নির্বাচনী এলাকা (নোয়াখালী-১) এবং সারাদেশে ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে।

  18. গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি

    ভোট

    ছবির উৎস, বিবিসি

  19. বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে কথা বলবেন শেখ হাসিনা

    নির্বাচন সম্পর্কে কিছুক্ষণের মধ্যে বিদেশী সাংবাদিক ও বিদেশী নির্বাচন পর্যবেক্ষকদের সাথে গণভবনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  20. শেখ হাসিনাকে ভূটানের রাজার অভিনন্দন

    বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, নির্বাচনে জয়লাভ করায় ভূটানের রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগকে চিঠি পাঠিয়ে শুভকামনা জানিয়েছেন।

    বাংলাদেশ ও ভূটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন ভূটানের চতুর্থ রাজা।