স্বজনদের কাছে ফিরেছে হামাসের কাছে থাকা জিম্মিরা, আটক ও বন্দি প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্ত

হামাসের কাছে জিম্মি থাকা ২০ জন ইসরায়েলি তাদের স্বজনদের কাছে ফিরে এসেছে। বিনিময়ে কারাগারে বন্দি ও ইসরায়েলি বাহিনীর হাতে আটক থাকা প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে মিশরে শীর্ষ নেতাদের বৈঠকে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বাংলাদেশে ক্যান্টনমেন্টের ভেতরে একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছে সরকার। দেশ-বিদেশের খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা ঘটেছে:

    • মিশরে শান্তি সম্মেলনে যোগ দিয়ে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য নেতারা। তবে সম্মেলনে যোগ দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    • ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। অন্যদিকে, জীবিত ২০ ইসরায়েলি জিম্মির সবাইকে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। সেইসঙ্গে, নিহত চার জিম্মির মরদেহও হস্তান্তর করা হয়েছে।
    • ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় দেশটির কিছু সংসদ সদস্যের বাধার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরোধীদলীয় কিছু সদস্য হট্টগোল বাঁধিয়ে ট্রাম্পকে থামিয়ে দেন। এর মধ্যে আয়মান ওদেহ নামের এক সংসদ সদস্যের হাতে "ফিলিস্তিনকে স্বীকৃতি দিন" লেখা একটি কাগজও দেখা যায়।
    • ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
    • গ্রেফতারের পর আসামিরা কোথায় থাকবেন, সে ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেনাবাহিনীর হাতে গ্রেফতারের ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
    • মঙ্গলবার বেলা ১২টার মধ্যে দাবি না মানলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা শিক্ষক-কর্মচারীদের।
    • সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন হবে কি-না, সেই সিদ্ধান্ত নির্বাচিত সংসদে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • বাংলাদেশে আবারও বাড়ানো হলো সয়াবিন ও পাম তেলে দাম। এর মধ্যে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে, খোলা পাম তেলের দামও লিটারপ্রতি ১৩ টাকা বাড়ানো হয়েছে।
    • এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জোয়েল মোকির, ফিলিপ অ্যাগিওন এবং পিটার হাউইট। উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার কারণে তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
    • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি নারী (৫৪ শতাংশ) জীবদ্দশায় স্বামীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। যৌন সহিংসতার শিকার নারীদের মধ্যে ৬০ শতাংশ গত এক বছরেই একাধিকবার সহিংসতার সম্মুখীন হয়েছেন।
    • কক্সবাজার বিমানবন্দরকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
    • ঢাকার সাত সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সরকারের তরফে দাবি মানার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক শিশুসহ তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়ালো।
    • নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন স্বর্ণা আক্তার। সোমবার দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে মাত্র ৩৪ বলে ৫০ রান তুলে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম ফিফটি।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হলো। মঙ্গলবার নতুন খবর নিয়ে ফের লাইভ পাতা শুরু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেন ট্রাম্প ও অন্য নেতারা

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA

    মিশরে শান্তি সম্মেলনে যোগ দিয়ে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য নেতারা।

    "আমরা কি দয়া করে কাগজপত্র পেতে পারি?," চুক্তি স্বাক্ষরের আগে বলেন ট্রাম্প।

    এরপর মার্কিন প্রেসিডেন্টের সামনে একটি সবুজ ফাইল এনে রাখা হয় এবং তিনি তাতে স্বাক্ষর করেন।

    "এই পর্যায়ে আসতে ৩০০০ বছর লেগে গেছে, বিশ্বাস করতে পারেন?" মন্তব্য করেন ট্রাম্প।

    তিনি আরও বলেন, "এটি (যুদ্ধবিরতি) কার্যকর থাকবে।"

    এরপর ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট সিসি, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে বিভিন্ন ফাইল আদান-প্রদান হয় এবং তারা প্রত্যেকে সেগুলোতে সই করেন।

    যুদ্ধবিরতি আলোচনার সমর্থনের উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প।

    "সবাই খুশি," মন্তব্য করে তিনি বলেন, "আগেও বড় বড় চুক্তি সই করেছি, কিন্তু এটি রকেটের মতো দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে"।

    এরই মধ্য দিয়ে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষ হয়।

    সম্মেলনে উপস্থিত বিশ্বনেতারা সবাই একসঙ্গে ছবি তোলেন।

    সম্মেলনে উপস্থিত বিশ্বনেতারা সবাই একসঙ্গে ছবি তোলেন

    ছবির উৎস, Reuters

  3. মঙ্গলবার দুপুরের মধ্যে দাবি না মানলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা শিক্ষকদের

    ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান

    ছবির উৎস, TV Screen Grab

    বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনকারী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবার দাবি মানার জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছেন।

    মঙ্গলবার বেলা ১২টার মধ্যে দাবি মানা না হলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

    সোমবার দ্বিতীয় দিনের মতো ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান চলাকালে তারা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

    একই সঙ্গে, দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলবে বলেও জানিয়েছেন তারা।

  4. কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা

    কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ের নকশা

    ছবির উৎস, COX'S BAZAR AIRPORT EXTENSION PROJECT

    ছবির ক্যাপশান, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ের নকশা

    কক্সবাজার বিমানবন্দরকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

    এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

    প্রজ্ঞাপনে বলা হয়এছে, "দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪ এর ক্ষমতাবলে সরকার এ ঘোষণা দেয়, যা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।"

    দেশে অন্য তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর হলো: ঢাকার শাহজালাল, সিলেটের ওসমানী এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর।

    এদিকে, সরকারের পক্ষ থেকে কক্সবাজার বিমানবন্দরকে 'আন্তর্জাতিক' ঘোষণা করা হলেও সেখানে আন্তর্জাতিক ফ্লাইট চালানোর বিষয়ে বেসরকারি এয়ারলাইন্সগুলো খুব একটা আগ্রহ দেখাচ্ছে না বলে জানা যাচ্ছে।

    এক্ষেত্রে তারা আগ্রহ না দেখালেও সরকারি এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি অক্টোবার মাস থেকেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতামুখী ফ্লাইট চালু করতে যাচ্ছে।

  5. পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সংসদে হবে: মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, TV Screen Grab

    সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন হবে কি-না, সেই সিদ্ধান্ত নির্বাচিত সংসদে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    "এই বিষয়টা আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে, এটা থেকে পিআরে যাবে, যাবে। জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, যাবে। কিন্তু এখন তো এটা সম্পর্কে কিছুই জানে না," সোমবার ঢাকায় এক মতবিনিময় সভায় বলেন মি. আলমগীর।

    একটি গোষ্ঠী বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

    "একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের সমাজের, রাষ্ট্রের, জাতির আত্মা বা সোল, এই আত্মা ১৯৭১ সালের আমরা যে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ নির্মাণ করার জন্য যুদ্ধ করেছি, আমাদের যে সোল আছে, এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না"

    "আজকে যেকোনো ভাবেই হোক, একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তাভাবনা করার, সেই ভিন্নভাবে চিন্তাভাবনা করার কোনো অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না। আমরা সবাই একটা জাতি, এটাকে আলাদা করার সুযোগ নেই," বলেন মি. আলমগীর।

  6. আবারও বাড়লো ভোজ্য তেলের দাম

    সয়াবিন তেলের ছবি

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশে আবারও বাড়ানো হলো সয়াবিন ও পাম তেলে দাম।

    এর মধ্যে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, যা এতদিন ১৮৯ টাকায় বিক্রি হতো।

    অন্যদিকে, খোলা পাম তেলের দামও লিটারপ্রতি ১৩ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৫০ টাকা থেকে বেড়ে ১৬৩ টাকায় দাঁড়িয়েছে।

    মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের "দাম সমন্বয়" করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

    এর আগে, গত এপ্রিল মাসে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছিল।

  7. শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    শান্তি সম্মেলনে যোগ দিতে সোমবার বিকেলে মিশরের শার্ম আল-শেখে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সংক্ষিপ্ত সফর শেষে বিকেলেই তিনি মিশরের উদ্দেশ্যে রওনা হন।

    এই সম্মেলনে ২০ জন বিশ্বনেতার অংশ নিচ্ছেন, যাদের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এবং তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানও রয়েছেন।

  8. আদালত যেখানে বলবেন, আসামি সেখানেই থাকবেন: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

    ছবির উৎস, BBC Bangla

    গ্রেফতারের পর আসামিরা কোথায় থাকবেন, সে ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

    সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    এসময় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণার বিষয়ে জানতে চাইলে মি. ইসলাম বলেন, কোন জায়গাকে কারাগার ঘোষণা করা হচ্ছে তা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের বিবেচ্য বিষয় নয়।

    "আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে, আইন অনুযায়ী কাজটা করতে হবে। আসামিকে গ্রেফতার যদি করা হয়, করা মাত্রই উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স (২৪ ঘণ্টার মধ্যে) তাকে আদালতে আনতে হবে। এটা হচ্ছে মোদ্দাকথা। সেটা সংবিধানে যেমন আছে, আইসিটির আইনে আছে, সিআরপিসিতে (ফৌজদারি কার্যবিধি) আছে," বলেন মি. ইসলাম।

    তবে সরকার চাইলে কোনো নির্দিষ্ট জায়গাকে কারাগার বা উপকারাগার ঘোষণা করতে পারেন বলে জানান তিনি।

    "যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে। কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, সেটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কোনো কনসার্ন হওয়ার কোনো বিষয় নয়।"

    "আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পর আদালত যদি ফারদার অর্ডার (পরবর্তী আদেশ) দিয়ে বলেন-কারাগারে পাঠান, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগারও হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, এমপি হোস্টেল হতে পারে বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন, সে জায়গায় পাঠানো যেতে পারে। কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে," বলেন মি. ইসলাম।

    সেনাবাহিনীর হাতে গ্রেফতারের ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

    মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সেনা সদস্যদের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে জানিয়ে মি. ইসলাম বলেন, "তারা কিন্তু গ্রেফতার করবে না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে, যখন পুলিশ এই গ্রেফতারি পরোয়ানা তামিল করতে যাবে, তারা অবহিত থাকলে এই পরোয়ানা তামিল করতে তাদের সাহায্য করবে। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার (গ্রেফতারের ক্ষমতা) কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারও নয়।"

    তাহলে সেনা হেফাজতে থাকার ব্যাখ্যা কী?- এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, "যখনই গ্রেফতার দেখানো হবে, গ্রেফতার করা হবে, তখন থেকে ২৪ ঘণ্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে আনতে হবে।"

  9. ট্রাম্পের ভাষণে বাধা দিয়ে স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি চাইলেন যে ইসরায়েলি সংসদ সদস্য

    আয়মান ওদেহ

    ছবির উৎস, X/Ayman Odeh

    সোমবার বিকেলে ইসরায়েলের পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে সেটি বাধাগ্রস্ত করে ইসরায়েলের যে সংসদ সদস্য স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি চেয়েছেন, তার নাম আয়মান ওদেহ।

    বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টও দিয়েছেন তিনি।

    "তারা আমাকে প্লেনাম থেকে সরিয়ে দিয়েছে, কারণ আমি সবচেয়ে সহজ দাবিটি উত্থাপন করেছি। এটি এমন একটি দাবি যার সঙ্গে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় একমত: ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া।"

    "এই সহজ বাস্তবতাটি স্বীকার করতে: এখানে দু'জন মানুষ রয়েছেন, কিন্তু তাদের কেউই কিছু করছেন না।"

  10. দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন স্বর্ণা, দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট

    তিন ছক্কা, তিন চারে ম্যাচ শেষে ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থেকে যান স্বর্ণা আক্তার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তিন ছক্কা, তিন চারে ম্যাচ শেষে ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থেকে যান স্বর্ণা আক্তার

    নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন স্বর্ণা আক্তার।

    সোমবার দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে মাত্র ৩৪ বলে ৫০ রান তুলে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম ফিফটি।

    তিন ছক্কা, তিন চারে ম্যাচ শেষে ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই ব্যাটার।

    ওয়ান ডে ম্যাচে স্বর্ণার এই তিন ছক্কাও দলের জন্য নতুন একটি রেকর্ড। এর আগে, মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ দু'টি ছক্কা মেরেছিলেন নিগার সুলতানা।

    স্বর্ণা ছাড়াও আজকের ম্যাচে ফিফটি পেয়েছেন বাংলাদেশের আরেক ব্যাটার শারমিন আক্তারও। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার নবম ফিফটি।

    ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৩২ রান।

    রেকর্ড ফিফটির পর স্বর্ণা আক্তারের উদযাপন

    ছবির উৎস, ICC via Getty Images

    ছবির ক্যাপশান, রেকর্ড ফিফটির পর স্বর্ণা আক্তারের উদযাপন
  11. মুক্তি পাওয়ার পর ফিলিস্তিনিদের গাজায় ফেরার কিছু ছবি

    সদ্য মুক্তি ফিলিস্তিনিদের বরণ করে নিতে গাজায় মানুষের ঢল

    ছবির উৎস, Reuters

    সদ্য মুক্তি ফিলিস্তিনিদের বরণ করে নিতে গাজায় মানুষের ঢল

    ছবির উৎস, Reuters

    সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা

    ছবির উৎস, Getty Images

    সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা

    ছবির উৎস, Getty Images

  12. মিশরে শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইসরায়েল ছেড়েছেন ট্রাম্প

    বেন গুরিয়ন বিমানবন্দরে ট্রাম্পকে বিদায় জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, Reuters

    গাজা শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে মিশরে শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংক্ষিপ্ত সফর শেষে ইতোমধ্যে তিনি ইসরায়েল ছেড়েছেন।

    ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে তাকে বিদায় জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প বিমানে ওঠার আগ মুহূর্তে তারা দু'জন কয়েক মিনিট আলাপ করেন।

  13. নিহত যে চার জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে, তাদের নাম প্রকাশ করলো হামাস

    জিম্মি থাকা অবস্থায় মৃত্যু হওয়া ইসরায়েলি যে চারজন নাগরিকের মরদেহ আজ হস্তান্তর করা হবে, তাদের নাম প্রকাশ করেছে হামাস।

    তাদের মধ্যে রয়েছেন:

    • গাই ইলুজ
    • ইয়োসি শারাবি
    • বেভিন জোশী
    • ড্যানিয়েল পেরেস
  14. ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল

    ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

    ছবির উৎস, Reuters

    ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যে বন্দিদের স্থানান্তরিতও করা হয়েছে বলে জানিয়েছে তারা।

    ফিলিস্তিনি বন্দিদের দু'টি দলে ভাগ করে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি দলকে ইসরায়েলের ওফের কারাগার থেকে বের করে অধিকৃত পশ্চিম তীরে স্থানান্তর করা হয়।

    আর দ্বিতীয় দলটিকে কেটজিওট কারাগার থেকে দক্ষিণ ইসরায়েলের কেরেম শালোমে স্থানান্তর করা হয়েছে, যেটি গাজার সীমান্ত ক্রসিংগুলির মধ্যে একটি।

    হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের এখন গাজার বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  15. ডেঙ্গুজ্বরে এক দিনে আরও তিনজনের মৃত্যু

    চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়ালো
    ছবির ক্যাপশান, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক শিশুসহ তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়ালো।

    এছাড়া একই সময়ে নতুন করে হাসপাতালে আরও ৮৫৭ জন ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৫৫ হাজার ৪১৬ জনে পৌঁছেছে।

  16. ইসরায়েলের পার্লামেন্টে ভাষণে যা বললেন ট্রাম্প

    সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আজ সোমবার বিকেলে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ঘণ্টাব্যাপী ওই ভাষণের বেশিরভাগ অংশই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুণগান গেয়ে ব্যয় করেছেন।

    গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রচেষ্টাকে মধ্যপ্রাচ্যের জন্য নতুন এক "ঐতিহাসিক ভোর" বলে মন্তব্য করেছেন।

    যুদ্ধ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ইসরায়েল "যতটা সম্ভব জিতেছে" এবং এখন "পুরো মধ্যপ্রাচ্যের জন্য" শান্তির সময়।

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প তাকে "অসাধারণ সাহসী মানুষ" বলে অভিহিত করেছেন।

    অস্ত্রই শেষমেশ শান্তি ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

    "বিবি (বেনিয়ামিন নেতানিয়াহুর ডাকনাম) আমাকে অনেকবার ফোন করে অস্ত্র চেয়েছিল। এতবার যে ইসরায়েল শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয়ে উঠেছে... এটাই শান্তির পথে পরিচালিত করেছে," বলেন ট্রাম্প।

    হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে সৈন্য প্রত্যাহার করার প্রসঙ্গও ভাষণে আনেন ট্রাম্প।

    এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির বিচার চলছে, সেটি "ক্ষমা" করার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন ট্রাম্প।

    ভাষণ শেষ করার আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি ইসরায়েলকে ভালোবাসি এবং সব সময় তোমাদের সঙ্গে আছি।"

  17. ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প

    "ফিলিস্তিনকে স্বীকৃতি দিন" লেখা একটি কাগজ হাতে ইসরায়েলের একজন সংসদ সদস্য

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, "ফিলিস্তিনকে স্বীকৃতি দিন" লেখা একটি কাগজ হাতে ইসরায়েলের একজন সংসদ সদস্য

    ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় দেশটির কিছু সংসদ সদস্যের বাধার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    শুরুতে তুমুল করতালির মধ্য দিয়ে ভাষণ শুরু করেন ট্রাম্প। কিন্তু ভাষণটি চলাকালে পার্লামেন্টের বিরোধীদলীয় কিছু সদস্য হট্টগোল বাঁধিয়ে ট্রাম্পকে থামিয়ে দেন।

    এর মধ্যে একজন সংসদ সদস্যের হাতে "ফিলিস্তিনকে স্বীকৃতি দিন" লেখা একটি কাগজও দেখা যায়।

    এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে পার্লামেন্ট কক্ষ থেকে বের করে নিয়ে যান।

  18. অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন যারা

    নোবেল পুরস্কার

    ছবির উৎস, Getty Images

    এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জোয়েল মোকির, ফিলিপ অ্যাগিওন এবং পিটার হাউইট।

    উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার কারণে তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছেন রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

    নেদারল্যান্ডসে জন্ম নেওয়া জোয়েল মোকির বর্তমানে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে এবং কানাডায় জন্মগ্রহণ করা পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে কর্মরত আছেন।

    অন্যদিকে ফরাসি নাগরিক ফিলিপ অ্যাগিওন কলেজ ডি ফ্রান্স এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে কর্মরত রয়েছেন।

    তাদের তিনজনের মধ্যে পুরস্কারের এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার অর্ধেক পাবেন জোয়েল মোকির।

    বাকি অর্ধেক টাকা ফিলিপ অ্যাগিওন এবং পিটার হাউইটের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

  19. বন্দি ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় আবেগঘন পরিবেশ

    বন্দী ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় এক আবেগঘন পরিবেশ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলের কাছে বন্দি ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় এক আবেগঘন পরিবেশ

    ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।

    দীর্ঘদিন পর আপনজনকে কাছে পেয়ে আনন্দ-উল্লাসের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার আর কান্নায় ভেঙে পড়েন সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বজনরা।

    এর আগে সোমবার দুপুরে ইসরায়েলের কাছ থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী দু'টি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছায়।

    বন্দী ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লাহে এক আবেগঘন পরিবেশ

    ছবির উৎস, Reuters

    বন্দী ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লাহে এক আবেগঘন পরিবেশ

    ছবির উৎস, Reuters

    বন্দী ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লাহে এক আবেগঘন পরিবেশ

    ছবির উৎস, Reuters

  20. মিশরে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, Getty Images

    গাজায় যুদ্ধবিরতির পর এবার দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির জন্য আজ মিশরে যে শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে যোগ দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

    বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মিসরে আয়োজিত সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ইসরায়েলিদের ধর্মীয় ছুটির শুরুর আগ মুহূর্তের সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাওয়ায় সেখানে অংশগ্রহণ নিতে পারছেন না নেতানিয়াহু।