সোমবার সারাদিন যা যা ঘটেছে:
- মিশরে শান্তি সম্মেলনে যোগ দিয়ে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য নেতারা। তবে সম্মেলনে যোগ দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
- ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। অন্যদিকে, জীবিত ২০ ইসরায়েলি জিম্মির সবাইকে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। সেইসঙ্গে, নিহত চার জিম্মির মরদেহও হস্তান্তর করা হয়েছে।
- ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় দেশটির কিছু সংসদ সদস্যের বাধার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরোধীদলীয় কিছু সদস্য হট্টগোল বাঁধিয়ে ট্রাম্পকে থামিয়ে দেন। এর মধ্যে আয়মান ওদেহ নামের এক সংসদ সদস্যের হাতে "ফিলিস্তিনকে স্বীকৃতি দিন" লেখা একটি কাগজও দেখা যায়।
- ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
- গ্রেফতারের পর আসামিরা কোথায় থাকবেন, সে ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেনাবাহিনীর হাতে গ্রেফতারের ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
- মঙ্গলবার বেলা ১২টার মধ্যে দাবি না মানলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা শিক্ষক-কর্মচারীদের।
- সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন হবে কি-না, সেই সিদ্ধান্ত নির্বাচিত সংসদে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- বাংলাদেশে আবারও বাড়ানো হলো সয়াবিন ও পাম তেলে দাম। এর মধ্যে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে, খোলা পাম তেলের দামও লিটারপ্রতি ১৩ টাকা বাড়ানো হয়েছে।
- এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জোয়েল মোকির, ফিলিপ অ্যাগিওন এবং পিটার হাউইট। উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার কারণে তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি নারী (৫৪ শতাংশ) জীবদ্দশায় স্বামীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। যৌন সহিংসতার শিকার নারীদের মধ্যে ৬০ শতাংশ গত এক বছরেই একাধিকবার সহিংসতার সম্মুখীন হয়েছেন।
- কক্সবাজার বিমানবন্দরকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
- ঢাকার সাত সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সরকারের তরফে দাবি মানার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক শিশুসহ তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়ালো।
- নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন স্বর্ণা আক্তার। সোমবার দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে মাত্র ৩৪ বলে ৫০ রান তুলে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম ফিফটি।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হলো। মঙ্গলবার নতুন খবর নিয়ে ফের লাইভ পাতা শুরু হবে।
ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।


























