অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরো উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরো উপদেষ্টা, শুক্রবার তাদের শপথ হতে পারে। ১৫ই অগাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে সারাদিন ধানমন্ডিতে ছিল উত্তেজনাকর পরিস্থিতি। সাবেক ডেপুটি স্পিকার টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকতকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সার সংক্ষেপ

  • অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরো উপদেষ্টা, শুক্রবার শপথ
  • সাত দেশের রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ
  • সাবেক ডেপুটি স্পিকার টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত ১০ দিনের রিমান্ডে
  • রবিবার থেকে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি ১১ সেপ্টেম্বর থেকে
  • বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
  • রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে লাঠিসোঁটা হাতে পাহারা, মোবাইল তল্লাশি, কয়েকজনকে মারধর

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা হয়েছে

    • বৃহস্পতিবার ১৫ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। গত মঙ্গলবার এই দিনের সরকারি ছুটি বাতিল করা হয়েছিল। সকাল থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের জাদুঘরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় মানুষ। সেখানে কাউকে যেতে বাধা দেয়া হয়েছে, কয়েকজনকে ধাওয়া ও মারধরের ঘটনা ঘটেছে।
    • রাস্তায় জোরপূর্বক বিভিন্নজনের মোবাইল ফোন চেকও করা হয়। এ বিষয়ে অবশ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক রিফাত রশিদ বলেছেন, ফোন চেকসহ মানুষের প্রাইভেসি বিনষ্ট হয় এমন কোনোকিছু তারা সমর্থন করেন না।
    • কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হন। তার গাড়ি ভাংচুর করা হয়েছে বলে তিনি বিবিসিকে জানান। অবশ্য যাদের সাথে তার কথা হয়েছে “তারা কিন্তু সুন্দর আচরণ করেছে” এবং উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করছেন মি. সিদ্দিকী।
    • গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা পুষ্পস্তবক অর্পণ করেছেন। দেশের আরো কয়েকটি স্থানে কর্মসূচি পালন করা হয়েছে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের ভেতর শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে।
    • রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপানসহ সাতটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় নিযুক্ত তিন কূটনীতিক ও চুক্তিভিত্তিক নিয়োগে থাকা দুজন কাউন্সিলরকেও দেশে ফিরে আসতে বলা হয়েছে।
    • ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার আরও দুটি হত্যা মামলা হয়েছে। সিএমএম আদালতে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
    • আগামী রবিবার ১৮ই আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে।
  2. সাত দেশের রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ

    রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপানসহ সাতটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় নিযুক্ত তিন কূটনীতিক ও চুক্তিভিত্তিক নিয়োগে থাকা দুজন কাউন্সিলরকেও দেশে ফিরে আসতে বলা হয়েছে।

    বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব নির্দেশনা দেয়া হয়েছে।

    রাশিয়ার কামরুল আহসান, সৌদি আরব থেকে সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, জাপান থেকে সাবেক আমলা শাহাবুদ্দিন আহমদ, জার্মানি থেকে সাবেক আমলা মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, সংযুক্ত আরব আমিরাত থেকে মোঃ আবু জাফর, যুক্তরাষ্ট্র থেকে মোহাম্মাদ ইমরান, মালদ্বীপ থেকে হাইকমিশনার রিয়ার অ্যাডরিমাল এস এম আবুল কালাম আজাদকে দেশে ফেরত আসার নির্দেশ দেয়া হয়েছে।

    এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে চুক্তিভিত্তিক নিয়োগ ও পেশাদার কূটনীতিক হিসাবে থাকা পাঁচজনকে ৩১শে অগাস্টের মধ্যে দেশে ফিরে আসতে বলা হয়েছে।

    নিউইয়র্ক থেকে চুক্তিভিত্তিক তৃতীয় সচিব আসিব উদ্দিন আহমেদ, ওয়াশিংটন থেকে প্রথম সচিব অহিদুজ্জামান নুর, কাউন্সিলর আরিফা রহমান রুমাকে দেশে ফেরত আসতে বলা হয়েছে।

    কানাডা থেকে কাউন্সেলর মোবাশ্বিরা মিথিলা ফারজানা এবং অপর্ণা রানি পালকে ৩১ আগস্টের মধ্যে ঢাকা ফেরত আসতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই দায়িত্বভার ত্যাগ করে ৩১শে অগাস্টের মধ্যে ঢাকায় ফিরে আসার অনুরোধ করা হচ্ছে।

    বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ও সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন

    ছবির উৎস, MOFA

    ছবির ক্যাপশান, বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ও সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন
  3. অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে যাদের নাম জানা যাচ্ছে

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নতুন চারজনের নাম প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

    তারা হলেন:

    অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ

    সাবেক সচিব আলী ইমাম মজুমদার

    লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম

    সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান

    বঙ্গভবন সূত্র দিয়ে এই চারজনের আগামীকাল শপথ নেয়ার কথা বলা হচ্ছে।

    দৈনিক প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে, এদের মাঝে “প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদায়) সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে।'' বাকিরাও উপদেষ্টা হিসেবে নিয়োগ পাবেন।

    যদিও সরাসরি বঙ্গভবন থেকে এ তথ্য বিবিসি নিশ্চিত করতে পারেনি।

    আগামীকাল ঠিক কয়জন শপথ নেবেন সেটিও এখনও নিশ্চিত নয়। তবে সরকারি পরিবহন পুল থেকে জানা যাচ্ছে, তাদের পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

  4. ভারতের নীতিমালায় সংশোধন বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিতে প্রভাব ফেলবে না - আদানি পাওয়ার

    ভারতের আদানি পাওয়ারের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতের বিদ্যুৎ রফতানি নীতিমালায় সাম্প্রতিক সংশোধন বাংলাদেশের সাথে বিদ্যমান চুক্তিতে প্রভাব ফেলবে না এবং তারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

    সম্প্রতি আদানি পাওয়ারের একটি বিদ্যুৎকেন্দ্র যেটি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য নির্মিত হয়েছিল সেটি থেকে ভারতে বিদ্যুৎ বিক্রির সুযোগ রেখে ভারত সরকারের তরফ থেকে রপ্তানি বিধি সংশোধন করা হয়। এর প্রেক্ষাপটে বাংলাদেশে আদানির বিদ্যুৎ আমদানি নিয়ে একরকম অনিশ্চয়তা তৈরি হয়।

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে এই সংশোধন মূলত বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে কোনওভাবে ক্ষতির মুখে পড়লে যেন আদানির সেই কেন্দ্রকে সুরক্ষা দেয়া যায় সেজন্যই তাদেরকে ভারতের ভেতরে সেই কেন্দ্র থেকে বিদ্যুৎ বিক্রির সুযোগ করে দেয়া হয়েছে।

    ঝাড়খন্ড রাজ্যে আদানি পাওয়ারের ১,৬০০ মেগাওয়াট (এমডব্লিউ) গড্ডা প্ল্যান্টটি একমাত্র প্ল্যান্ট যেটি প্রতিবেশী দেশে ১০০% বিদ্যুৎ রপ্তানির চুক্তির অধীনে রয়েছে।

  5. "বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ" সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে - দুদক

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বানিজ্যের অভিযোগ এসেছে বলে জানাচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নেয়া হতো। এ জন্য সাবেক একজন অতিরিক্ত সচিবের যোগসাজশে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ তোলা হয়।

    অভিযোগের অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে কমিশন একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

    অভিযোগ সংক্রান্ত একটি লিখিত সারসংক্ষেপে বলা হয়েছে, সেই সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে হয় এবং ঝুঁকি এড়াতে টাকাগুলো দেশের বাইরে পাঠানো হয়েছে।

    পুলিশ নিয়োগ বিষয়ক অভিযোগও রয়েছে। “জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত” নেয়া এবং “সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন” না পাওয়ার কথা উল্লেখ করা হয়।

    এনজিও’র ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা ‘এনওসি’ দিতেও ৮০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঘুষের অভিযোগ রয়েছে।

    ২০২২ সালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একজন কমিশনার নিয়োগে ৫ কোটি টাকার লেনদেনের বিবরণ তুলে ধরে বলা হয় এসব “টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হতো আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায়।”

    ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে নিয়োগ মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো তালিকা অনুযায়ী করার কথাও বলা হচ্ছে।

    পুলিশের বদলি সংক্রান্ত বাণিজ্যে মিঃ কামালের পুত্রের নামও আসে সেখানে।

    এসব অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান খানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)
  6. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হতে পারে - পররাষ্ট্র উপদেষ্টা

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক আসতে থাকা অভিযোগ ও মামলার প্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা বলছেন তিনি।

    সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নই, যদি সেখান থেকে (স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়) কোনো অনুরোধ আসে, তবে আমাদের তার (বাংলাদেশে) প্রত্যাবর্তনের জন্য চাইতে হবে। যদি এমন কোনো দাবি ওঠে, তাহলে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। তাই আমি মনে করি ভারত সরকার এটি জানে এবং আমি নিশ্চিত তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।”

    এছাড়াও ভারত থেকে যে ধরনের বিবৃতি আসছে তা নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুবই অসন্তুষ্ট বলে উল্লেখ করেন মিঃ হোসেন। তিনি সেটা ভারতীয় হাই কমিশনারকে জানিয়েছেন বলেন তিনি।

    পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
  7. অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরো উপদেষ্টা

    অন্তর্বর্তীকালীন সরকারে আরো কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন বলে জানা যাচ্ছে।

    বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকাল ৪টায় উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

    কিন্তু কতজন উপদেষ্টা শপথ নেবেন, সেটা জানানো হয়নি।

    তবে প্রশাসনের সূত্র থেকে জানা যাচ্ছে, শুক্রবার আরো পাঁচজন উপদেষ্টার শপথ গ্রহণের ব্যাপারে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

  8. রবিবার থেকে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি ১১ সেপ্টেম্বর থেকে

    আগামী রবিবার ১৮ই আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে। এটিতে সাক্ষর করেছেন উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার।

    এছাড়া এইচএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের স্থগিত পরীক্ষা আগামী ১১ই সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

    শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে গত ১৭ই জুলাই থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। স্থগিত হয়ে যায় চলমান এইচএসসি পরীক্ষা।

    শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শিক্ষার্থীদের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও গ্রাফিতি আঁকার কাজে দেখা যায়।

    ছবির উৎস, MONIRUL ALAM/EPA

    ছবির ক্যাপশান, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শিক্ষার্থীদের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও গ্রাফিতি আঁকার কাজে দেখা যায়।
  9. সাবেক ডেপুটি স্পিকার টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত ১০ দিনের রিমান্ডে মঞ্জুর

    সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

    বুধবার ১৪ই অগাস্ট “গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা অবস্থায়” নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

    রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা যায়।

    বৃহস্পতিবার দুপুরে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ।

    পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তা মঞ্জুর করে আদালত।

  10. আরও দুই হত্যা মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার ১৫ই অগাস্ট আরও দুটি হত্যা মামলা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে।

    এর একটি শেরেবাংলা নগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে সাবেক, অপরটি মোহাম্মদপুরে শিশু জোবায়েদ হোসেন ইমনকে (১২) র‍্যাবের হেলিকপ্টার থেকে ম্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে।

    শেখ হাসিনা ছাড়াও আসামী তালিকায় রয়েছেন আওয়ামী লীগের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজজন সদস্য।

    শেখ হাসিনা ছাড়াও দুটি মামলাতেই অভিযুক্তের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অতিরিক্ত আইজিপি ও র‌্যাবের সাবে মহাপরিচালক হারুন-অর-রশীদসহ বিভিন্ন শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ।

    দুটি মামলার একটি রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকায় ৫ই অগাস্ট শাহাবুদ্দিন নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগে। অপরটি সাঁজোয়া হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে মোহাম্মদপুর থানার দারুননাজাত ইসলামিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায়।

    অটোরিকশা চালক হত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হক রয়েছেন। আর মাদ্রাসা ছাত্র জোবাইদ হোসেন হত্যার মামলায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রয়েছেন।

  11. ফোন চেকিংয়ের প্রতিবাদ জানালেন হাসনাত আব্দুল্লাহ

    ১৫ই অগাস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে পথচারীদের ফোন চেকিংয়ের ঘটনায় বিভিন্ন জনের তরফ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসার পর এটির নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, "ছাত্রলীগ ফোন চেক করলেও প্রাইভেসি লঙ্ঘন, আপনারা আজকে যেটা করলেন সেটাও প্রাইভেসি লঙ্ঘন। প্রাইভেসি লঙ্ঘন যেই করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।"

  12. প্রতিবিপ্লবের চেষ্টা করলে এরপরে আপনাদের আর অস্তিত্ব থাকবে না: সারজিস আলম

    ১৫ আগস্ট নিয়ে কোনো প্রতিবিপ্লবের চেষ্টা হলে ছাত্র–জনতা মিলে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

    তিনি বলেন, “যে ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ধরে এদেশের মানুষকে শোষণ করেছে, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে বিপ্লব ঘটিয়েছে। যেই জায়গায় কেউ যদি আবার প্রতিবিপ্লবের কথা ভুলেও মুখে নেয়, তার মানে পুরো ছাত্র জনতার বিপক্ষে একটি ঘোষণা দিচ্ছে।”

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এমন হুঁশিয়ারি দেন।

    মি. আলম বলেন, “ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করার চেষ্টা যদি করে, আমরা বলে দিচ্ছি, ৫ অগাস্ট যা দেখেছেন, এর পরে আপনাদের আর অস্তিত্ব থাকবে না। যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলার স্পর্ধা দেখাবেন না।”

    “ছাত্র-জনতা মিলে এ দেশকে যেদিকে যাওয়া প্রয়োজন, সেদিকে নিয়ে যাবে। এর জন্য যা করা প্রয়োজন, আমরা তা-ই করব,” যোগ করেন মি. আলম।

  13. আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল

    জুলাই মাসে এবং অগাস্টের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে হওয়া নৃশংসতার তদন্ত করতে আগামী সপ্তাহে জাতিসংঘ একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক বুধবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে ফোন করে এই পদক্ষেপের ঘোষণা দেন বলে জানানো হয়েছে।

    জাতিসংঘের কর্মকর্তার বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, প্রথমবারের মতো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেশের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে যাচ্ছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এপর্যন্ত এমন কোনও নজির নেই।

    অন্যদিকে, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আজ পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন। এরপর তিনি সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে তাদের টেকনিক্যাল টিম বাংলাদেশে আসবে।

  14. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভেতরে ম্যুরালটি অবস্থিত।

    ওই হলের গার্ড ফয়েজ আহমেদের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ক্যাম্পাস প্রতিনিধি মীর কাদির বিবিসি বাংলাকে জানান, "গতকাল বুধবার আনুমানিক রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। ২০-৩০ জন 'দুর্বৃত্ত' এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙে ফেলে।"

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর

    ছবির উৎস, Mir Qadir

    ছবির ক্যাপশান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর
  15. গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা

    বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

    এসময় তাদেরকে "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু", "আমরা সবাই মুজিব সেনা, নেত্রী মোদের শেখ হাসিনা"সহ আরও অনেক স্লোগান দিতে শোনা যায়।

    এসময় তাদের অনেককেই কালো কাপড় পরেছেন। কেউ কেউ মাথায়ও কালো কাপড় বেঁধে রাখেন।

    শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

    ছবির উৎস, Mozammel Hossain Munna

    ছবির ক্যাপশান, শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
    এদিন অনেকে কালো কাপড় পরেছেন

    ছবির উৎস, Mozammel Hossain Munna

    ছবির ক্যাপশান, অনেকে কালো কাপড় পরেছেন
    এদিনের জমায়েতে নারীদেরও অংশগ্রহণ ছিল

    ছবির উৎস, Mozammel Hossain Munna

    ছবির ক্যাপশান, জমায়েতে নারীদেরও অংশগ্রহণ ছিল
  16. ধানমন্ডি ৩২ এ কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুরের অভিযোগ, যা বললেন বিবিসি বাংলাকে, 'শেখ হাসিনা বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেননি'

    ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এসময় তার গাড়ি ভাঙচুর করা হয়। তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করছেন মি. সিদ্দিকী।

    বৃহস্পতিবার সকালে সেখানে শ্রদ্ধা জানাতে যান তিনি। পরে বিবিসি বাংলাকে বলেন, "সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম, ছাত্রদের দেখলাম। আমাকে বলেছে আপনি চলে যান, আমি চলে এসেছি। আমার গাড়ি ভাঙচুর হয়েছে। যাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে।"

    "যখন কোনো অন্যায় কাজ বেশি হয়, তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে। এখন আমাকে বঙ্গবন্ধুর বাড়িতে যেতে দেয়নি বলে আমি যদি ক্ষুব্ধ হয়ে যাই অথবা আমার গাড়ি ভাঙছে... তারা হয়তো আমাকে চিনেও না," বলছিলেন মি. সিদ্দিকী।

    দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

    সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে মি. সিদ্দিকী বলেন, "সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল, ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি। শুধু আওয়ামী লীগের বানিয়েছেন। বঙ্গবন্ধু কোনো দলের ,মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারেন না। তারা মারাত্মক ভুল করেছে।"

    "আমি এতবছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রু ভাবে তাহলে এটা তো আমার জন্যও দুর্ভাগ্যজনক। তারপরও বলবো, দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয়, জান, মাল, নিরাপত্তা নিশ্চিত হয় সেটিও আমার জন্য গৌরবের," যোগ করেন তিনি।

  17. প্রায় এক মাস পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

    কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রায় এক মাস বন্ধ থাকার পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।

    আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. নাহিদ হাসান খান বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে গত ১৩ই অগাস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চালু হয়েছে।

    আর, তার আগের দিন ১২ই অগাস্ট থেকে দেশব্যাপী মালবাহী ট্রেন চালু হয়েছিলো।

  18. ধানমন্ডি ৩২-এর সামনে মোবাইল তল্লাশি, মারধর

    রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের জাদুঘরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। বাড়িটির আশপাশে অনেক মানুষকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন। এই অবস্থানকারীদের মধ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। তাদেরকে রাস্তায় জোরপূর্বক বিভিন্নজনের মোবাইল ফোন চেক এবং কয়েকজনকে মারধরও করতে দেখা গেছে। কিছু মানুষকে আটকে রাখা হয়েছে যাদেরকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলছে অবস্থানকারীরা। এসময় সাংবাদিকদেরও ছবি তুলতে বাধা দেয়া হয়েছে।

    ৩২ নম্বরে যেতে দেয়া হচ্ছে না কাউকে
    ছবির ক্যাপশান, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে ব্যারিকেড
    ধানমন্ডি-৩২ এর সামনে রাস্তায় কয়েকজনকে মারধর করতে দেখা গেছে
    ছবির ক্যাপশান, ধানমন্ডি-৩২ এর সামনে রাস্তায় কয়েকজনকে মারধর করতে দেখা গেছে
    গাড়ি থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে অবস্থানকারীদের
    ছবির ক্যাপশান, গাড়ি থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে অবস্থানকারীদের
    ১৫ই অগাস্ট ঘিরে থমথমে ধানমন্ডি
    ছবির ক্যাপশান, ১৫ই অগাস্ট ঘিরে থমথমে ধানমন্ডি
    ৩২ নম্বরে যেতে দেয়া হচ্ছে না কাউকে
    ছবির ক্যাপশান, ৩২ নম্বরে যেতে দেয়া হচ্ছে না কাউকে
  19. বাংলাদেশ নিয়ে যা বললেন নরেন্দ্র মোদী

    স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ (১৫ই আগস্ট) দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছেন তাতে উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ।

    বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করেন তিনি বলেছেন, "প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশে যা হয়েছে তা নিয়ে উদ্বেগের বিষয়টা আমি বুঝি। আমি আশা করব দ্রুত সেখানে পরিস্থিতি স্বাভাবিক হবে।"

    বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মি. মোদী বলেছেন, "১৪০ কোটি দেশবাসী চাইছেন, সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক। ভারত বরাবর চেয়ে এসেছে সেখানে সুখ এবং শান্তি বজায় থাকুক। শান্তির বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।"

    "ভবিষ্যতেও বাংলাদেশের বিকাশের জন্য আমাদের শুভকামনাই থাকবে। কারণ আমরা মানবতার পক্ষে," যোগ করেন মি. মোদী।

  20. ওয়াসার এমডি পদ ছেড়েছেন তাকসিম এ খান

    ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি অসুস্থতাজনিত কারণে দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন।

    ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই এক দিনও নিজের দপ্তরে যাননি তিনি। তাকসিমকে অবিলম্বে পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও করেছেন ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।

    ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে।