ছাত্রদের 'জাতীয় নাগরিক কমিটি' ঘোষণা, ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে: ড. ইউনূস

'জাতীয় নাগরিক কমিটি' নামে নতুন একটি প্লাটফর্ম গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন থেকে যেকোনও পরিমাণ অর্থ ব্যাংক থেকে নগদে তুলতে পারবেন গ্রাহকরা। সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।

সরাসরি কভারেজ

  1. সারাদিন যা যা ঘটেছে:

    • শেখ হাসিনা সরকার পতনের এক মাসের মাথায় 'জাতীয় নাগরিক কমিটি' নামে নতুন একটি প্লাটফর্ম গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রোববার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে নতুন প্লাটফর্মের ৫৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
    • দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
    • বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, 'গণহত্যার অভিযোগে' শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম।
    • বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুলে সমালোচিত হওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর বক্তব্যের সঙ্গে সংগঠনটির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
    • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে, ২০১৪ সালে তার পায়ের রগ কেটে দেয়া হয়েছিল। ওই হামলায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন।
    • বগুড়ায় আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি সবার কাছে 'হিরো আলম' নামে পরিচিত। এসময় তাকে কান ধরে উঠবসও করানো হয়। মি. আলম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিএনপিকর্মীরাই তার ওপর হামলা চালিয়েছে। তবে হিরো আলমকে মারধরকারীদের সঙ্গে দলের সম্পর্ক নেই বলে জানিয়েছে বগুড়া জেলা বিএনপি।
    • ভারতের সঙ্গে বাংলাদেশের সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশ গড়ার যে কাজ শুরু হয়েছে, সেটি শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
    • সংবিধান সংশোধনের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনের বিষয়েও সরকারের ভেতরে আলোচনা চলছে বলে তিনি জানিয়েছেন।
    • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কোন বৈঠক হবে কী-না সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
    • কয়েকদিনের টানা শ্রমিক বিক্ষোভের পর রোববার ঢাকার অদূরে আশুলিয়ার পোশাক কারখানাগুলো চালু হয়েছে। সকাল থেকে সাভার এবং আশুলিয়ায় পোশাক কারখানার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
    • বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে হওয়া নাইকো দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে ১২ই সেপ্টেম্বরের মধ্যে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত।
    • বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এতে উপকূলীয় এলাকায় ঝড় বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
  2. প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে কিছু রাজনৈতিক দল: তারেক রহমান

    রোববার সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চ্যুয়ালি যোগ দেন তারেক রহমান

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, রোববার সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চ্যুয়ালি যোগ দেন তারেক রহমান

    গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনও শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    রোববার সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি আয়োজিত সমাবেশে দেওয়া এক অনলাইন ভাষণে তিনি এ কথা বলেন।

    "এখন চেনা শত্রুর সাথে প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে দেশের কিছু রাজনৈতিক দল। তারা আপনাদের আশেপাশেই তারা আছে সতর্ক থাকুন, নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে তাদের মোকাবিলা করুন," বলেন মি. রহমান।

    শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "গত দেড় যুগ ধরে গুম খুন নির্যাতন, জমি বাড়ী দখল, ব্যবসা নষ্ট করা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা তারা করেনি। আজ শেখ হাসিনা ও তার দলবলকে কেমন অপমানজনক ভাবে পালাতে হয়েছে সেটাও আপনারা দেখেছেন।"

    মানুষের উন্নয়ন ও কল্যাণের রাজনীতিই বিএনপির রাজনৈতিক অনুপ্রেরণা হবে বলে নেতাকর্মীদের উদ্দেশে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

  3. আমান আযমী জামায়াতের প্রতিনিধিত্ব করেন না: সেক্রেটারি জেনারেল

    সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী

    ছবির উৎস, Jamaat Dhaka South

    ছবির ক্যাপশান, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী

    বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুলে সমালোচিত হওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর বক্তব্যের সঙ্গে সংগঠনটির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

    রোববার একটি বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন।

    "অতি সম্প্রতি আমান আযমীর বক্তব্য নিয়ে কিছু জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি জামায়াতের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, আমান আযমী জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন," বিবৃতিতে বলেছেন মি. পরওয়ার।

    জামায়াতে ইসলামীর সঙ্গে মি. আযমীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে।

    "তিনি জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করেন না। তিনি যে বক্তব্য রেখেছেন, তা তার একান্ত ব্যক্তিগত। সুতরাং তার তার বক্তব্যকে জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই," বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

    উল্লেখ্য যে, প্রায় আট বছর 'আয়নাঘরে' বন্দী থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

    বন্দী থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গত তেসরা সেপ্টেম্বর অনলাইনে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদের প্রকৃত সংখ্যা ও জাতীয় সংগীত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মি. আযমী।

    বাংলাদেশের জাতীয় সংগীত যেন নতুন করে লেখা হয়, সেই দাবিও করেছিলেন তিনি। ওই ঘটনার পর বিভিন্ন মহলে ব্যাপক সমালোচিত হতে দেখা গেছে মি. আযমীকে। তার বাবা জামায়াতের এক সময়ের বড় নেতা হওয়ায় দলটিও বেশ তোপের মুখে পড়ে।

    এমন পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো জামায়াতে ইসলামী।

  4. কোনো ব্যাংক দেউলিয়া হবে না: গভর্নর মনসুর

    বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর
    ছবির ক্যাপশান, বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর

    গত দেড় দশকে 'লুটপাটে'র শিকার ব্যাংকগুলো যেন পুরোপুরি দেউলিয়া হয়ে না যায়, সেলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর।

    ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে, সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

    রোববার কেন্দ্রীয় ব্যাংকে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মি. মনসুর।

    গ্রাহকের আমানত রক্ষার স্বার্থে ক্রমান্বয়ে সব ব্যাংকের আর্থিক সক্ষমতা পরীক্ষা করা হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক প্রধান।

    "এরপর প্রয়োজনে মার্জ করা হবে। তবুও গ্রাহকের আমানত ঝুঁকিতে ফেলা হবে না," বলেন মি. মনসুর।

    ব্যাংকখাত সংস্কারে টাস্কফোর্স গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে বলেও জানিয়েছেন তিনি।

    "আগামী ১০ দিনের মধ্যেই টাস্কফোর্স কাজ শুরু করতে পারবো। ব্যাংকগুলোর ফরেন্সিক প্রতিবেদন তৈরিতে সহায়তা করবে এডিবি। এর মধ্যে ব্যাংকগুলোর ‘স্বাস্থ্য যাচাই’ করে সে আলোকে কাজ করবে টাস্কাফোর্স। বর্তমানে ব্যাংকগুলোর লেনদেন দৈনিক ভিত্তিতে যাচাই করা হচ্ছে; রেগুলার ক্যাশফ্লো মনিটরিং করা হচ্ছে," বলেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর।

    তিনি আরও বলেন, প্রভাবশালীদের জন্য যেসব পলিসি করা হয়েছে, তা রিভিউ করা হবে। রিভিউ করার পর যদি দেখা যায় ১০ বা ২০ জন লোকের জন্য করা হয়েছে; তাহলে তা বাতিল করা হবে।

    এদিকে, ব্যাংক খাতে আমানত বীমা বৃদ্ধির কারণে ৯৫ শতাংশ আমানতকারী নিরাপত্তা পেয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    "আমানত বীমা দ্বিগুণ করার কারণে ব্যাংক খাতের মোট আমানতকারীর ৯৫ শতাংশ অ্যাকাউন্ট নিরাপদ আছে। আমানতের বিপরীতে যে বীমা রাখতে হয়, তা আগে ছিল এক লাখ, সেটা এখন থেকে দুই লাখ টাকা করা হয়েছে," সাংবাদিকদের বলেন গভর্নর মি. মনসুর।

  5. ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে: ড. ইউনূস

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, Chief advisor's press wing

    ছবির ক্যাপশান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    ভারতের সঙ্গে বাংলাদেশের সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলমের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'বাসস'।

    "ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যাতা এবং সমতার ভিত্তিতে," বলেছেন অধ্যাপক ইউনূস।

    এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবনের ওপরেও গুরুত্বারোপ করেছেন তিনি। এ বিষয়ে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

    অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে যে 'মব জাস্টিস' দেখা যাচ্ছে, সেটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম।

    "মব জাস্টিসের বিষয়ে সরকারের অবস্থান খুবই পরিষ্কার। এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। যারা এর সঙ্গে জড়িত এবং হামলা করছেন, তাদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে," ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন মি. আলম।

  6. শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ক্ষমতা হারানোর পর গত এক মাসে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে

    বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

    সেই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'বাসস'।

    কোটা আন্দোলন চলাকালে গত জুলাই মাসে ঢাকার রামপুরা এলাকায় গুলিহতে নিহত বাবুল হাওলাদারের স্ত্রী মনোয়ারা বেগম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি করেন।

    অভিযোগ গ্রহণের পর মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে।

    ক্ষমতা হারানোর পর গত এক মাসে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। হত্যা মামলায় বিচারের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও আলোচনা রয়েছে।

  7. আবার রিমান্ডে ইনু

    সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে তৃতীয় দফায় রিমান্ডে পাঠিয়েছে আদালত
    ছবির ক্যাপশান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে তৃতীয় দফায় রিমান্ডে পাঠিয়েছে আদালত

    জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে তৃতীয় দফায় রিমান্ডে পাঠিয়েছে আদালত।

    রোববার ঢাকার আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় মি. ইনুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মেহেরা মাহবুব।

    এদিন দুপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা করা মি. ইনুকে।

    এরপর কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

    অন্যদিকে, মি. ইনুর আইনজীবী মহিবুর রহমান মিহি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। পরবর্তীতে উভয়পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

    গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৬শে অগাস্ট ঢাকার উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী মি. ইনুকে আটক করে পুলিশ।

    পরে নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে সাত দিনের রিমান্ড দেয় আদালত।

    পরে ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় গত তেসরা সেপ্টেম্বর তাকে আরও পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়।

  8. জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, ৫৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা

    গণ-আন্দোলনে মুখে শেখ হাসিনার পতনের একমাস পর আত্মপ্রকাশ করলো 'জাতীয় নাগরিক কমিটি'
    ছবির ক্যাপশান, গণ-আন্দোলনে মুখে শেখ হাসিনার পতনের একমাস পর আত্মপ্রকাশ করলো 'জাতীয় নাগরিক কমিটি'

    শেখ হাসিনা সরকার পতনের এক মাসের মাথায় 'জাতীয় নাগরিক কমিটি' নামে নতুন একটি প্লাটফর্ম গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

    রোববার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে নতুন প্লাটফর্মের ৫৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

    সেখানে বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য নাসিরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের সাবেক নেতা আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।

    এছাড়া কমিটির মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে।

    আগামীতে এই কমিটির আকার আরও বাড়বে বলে জানানো হয়েছে।

    নতুন এই কমিটির সদস্যরা 'ছাত্র-জনতার অভ্যুত্থানের' শক্তিকে সংহত করে রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

    অচিরেই কমিটির সদস্যরা সারা দেশ ঘুরে ছাত্র-জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করবেন বলেও জানানো হয়েছে।

    নতুন কমিটি প্রাথমিকভাবে আটটি কাজ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো:

    ১. ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা।

    ২. ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ করা।

    ৩. রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা ও জবাবদিহিতার পরিসর তৈরি করা।

    ৪. বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা।

    ৫. দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা।

    ৬. জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা।

    ৭. রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষপে গ্রহণ করা।

    ৮. গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণআলোচনার আয়োজন করা।

  9. সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে কারাগারে পাঠানোর নির্দেশ

    সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
    ছবির ক্যাপশান, সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে কিশোর আব্দুল মোতালিব হত্যার মামলায় গ্রেফতার সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

    রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এই নির্দেশ দেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মি. খানকে গত বৃহস্পতিবার রাতে ঢাকার ধানমন্ডি থেকে আটক করে পুলিশ। এরপর গত চারই অগাস্ট গুলিতে নিহত কিশোর আব্দুল মোতালিব হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

    পরে আদালতে তোলা হলে শুক্রবার মি. খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়। এর দুই দিনের মাথায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

  10. শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হবে: তাজুল ইসলাম

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, রোববার দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম

    কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার অভিযোগে করা মামলার আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম।

    রোববার দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।

    ভারতের সঙ্গে থাকা বন্দী বিনিময় চুক্তি কাজে লাগিয়ে আওয়ামী লীগ সভাপতিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানানো হয়।

    "তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে।"

    "সুতরাং এই প্রক্রিয়া শুরু মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে (শেখ হাসিনাকে) বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবো," সাংবাদিকদের বলেন মি. ইসলাম।

    তিনি আরও বলেন, "“জুলাই মাসে যে গণহত্যা হয়েছে, তার প্রমাণ বিভিন্নভাবে ধ্বংস করা চেষ্টা করা হচ্ছে। এটিকে সংরক্ষণ করে আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে মামলাগুলো প্রমাণের যেই কাজ, সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।"

    অগ্রাধিকারভিত্তিতে সাম্প্রতিক 'গণহত্যা'র সকল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তথ্য-প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

    এর আগে, গতকাল শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে।

    একইসঙ্গে, মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ এবং আব্দুল্লাহ আল নোমান নামের চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়।

  11. স্বপ্ন পূরণের আগে দমে যেও না : ছাত্রদের উদ্দেশে ড. ইউনূস

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, Chief advisor's press wing

    ছবির ক্যাপশান, রোববার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    দেশ গড়ার যে কাজ শুরু হয়েছে, সেটি শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    এসময় গত দেড় দশকের 'লুটপাটে'র প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস বলেন, "এতদিন তারা চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে ছিলো এবং আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলো। এরা কি এখন চুপচুপ বসে থাকবে?"

    "না, তারা খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়ার। চেষ্টার কোন ত্রুটি রাখবে না। কাজেই যে কাজ শুরু করেছো, তা সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না।"

    দেশকে নতুন করে গড়ার যে সুযোগ এখন সামনে এসেছে, সেটি হাতছাড়া হলে বাংলাদেশের আর কোন ভবিষ্যৎ থাকবে না বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা।

    "বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আসেনি। তবে সুযোগ যেন হাতছাড়া না হয়"

    "এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোন ভবিষ্যত থাকবে না। রাষ্ট্র আর থাকবে না। কাজেই এটা শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে যেন প্রতিষ্ঠিত হয়, সেটা করতে হবে," শিক্ষার্থীদের উদ্দেশে বলেন অধ্যাপক ইউনূস।

  12. সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে: স্থানীয় সরকার উপদেষ্টা

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ

    সংবিধান সংশোধনের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

    " (সংবিধান সংশোধনের বিষয়ে) আলোচনা হচ্ছে। এই মুহূর্তে আমরা বলতে পারিনা, যেহেতু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি," বলেন মি. আরিফ।

    চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

    "সিদ্ধান্ত তো একদিনে নেওয়া যাবে না চট করে, এক মাসের মাথায়। যে সংবিধান তৈরি করতে আমাদের এতবছর লেগেছে, যে সংবিধান আজকে ৫২ বছর ধরে আছে, সেই সংবিধান সংশোধন করবো, আমি একটা মুখের কথায় বলে দিলাম, হয়ে যাবে? হবে না। অনেক চিন্তাভাবনার বিষয় আছে," সাংবাদিকদের বলেন স্থানীয় সরকার উপদেষ্টা।

    এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনের বিষয়েও সরকারের ভেতরে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

    তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে ছাত্র-জনতাসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা মি. আরিফ।

  13. সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

    নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ

    সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন প্রাণ হারিয়েছে।

    এছাড়া গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

    রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

    এসময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত তিনজনকে উদ্ধারের পর শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

    তাদের মধ্যে দু'জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

    ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছে বলেও জানিয়েছেন ওসি মি. করিম।

  14. নতুন পররাষ্ট্র সচিব হলেন জসীম উদ্দিন

    নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন মো. জসীম উদ্দিন

    ছবির উৎস, BD Ministry of Foreign Affairs,

    ছবির ক্যাপশান, নতুন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন

    পররাষ্ট্র সচিব পদ থেকে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের এক সপ্তাহের মাথায় নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন মো. জসীম উদ্দিন।

    রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওয়েবসাইটে নতুন সচিব হিসেবে তার প্রোফাইলসহ ছবি সংযুক্ত করা হয়েছে।

    প্রোফাইলের তথ্য অনুযায়ী, মি. উদ্দিন এর আগে চীন, কাতার এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    এছাড়া নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন তিনি।

    উল্লেখ্য যে, গত আটই অগাস্ট ক্ষমতা গ্রহণের পর আগের সরকারের সময়ের চুক্তিভিত্তিক সব নিয়োগ ধীরে ধীরে বাতিল করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।

    এরই ধারাবাহিকতায় গত দোসরা সেপ্টেম্বর বাতিল করা হয় শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ।

  15. বগুড়ায় আদালত প্রাঙ্গণে হিরো আলমের ওপর হামলা

    বগুড়ায় হামলার শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি সবার কাছে 'হিরো আলম' নামে পরিচিত। এসময় তাকে কান ধরে উঠবসও করানো হয়।

    রোববার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে।

    ঘটনার পর মি. আলম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিএনপিকর্মীরাই তার ওপর হামলা চালিয়েছে।

    "আজকে বিএনপির লোকেরা যে হামলা শুরু করলো, তাতে কী মনে করছেন, দেশ স্বাধীন হইছে?....বিএনপি ক্ষমতায় না আসতেই বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে," বলেন মি. আলম।

    বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটূক্তির করার অভিযোগ তুলে কিছু যুবক এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও মি. রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন মি. আলম।

    "আমি যদি কোনোদিন তারেক জিয়াকে নিয়ে কোনোকিছু বলে থাকি, যদি ফুটেজ বের করতে পারেন, আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেড়াবো," সাংবাদিকদের বলেন মি. আলম।

    তিনি আরও বলেন, "ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো।"

    হামলার সঙ্গে জড়িতের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হিরো আলম।

    তিনি বলেন, "যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে। শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে"

    এদিকে, হামলার ঘটনার আগে একটি মামলা করতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েছিলেন মি. আলম। সেখানে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় তাকে মারধর এবং ২০২৩ সালের পহেলা ফেব্রুয়ারি উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন তিনি।

    মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ বেশ কয়েক জনকে আসামি করা হয়েছে।

    "বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও ২০২৩ সালের উপ-নির্বাচনে আমার ওপরে হামলা হয়েছে। আমার ভোট কারচুপি কথা হয়েছে। এইসব অভিযোগে ৩৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছি," সাংবাদিকদের বলেন মি. আলম।

    অন্যদিকে, হিরো আলমকে মারধরকারীদের সঙ্গে দলের সম্পর্ক নেই বলে জানিয়েছে বগুড়া জেলা বিএনপি।

    "আজ হিরো আলমকে যারা মেরেছে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। ভিডিওতে দেখা গেছে সেখানে বিএনপির কোনো নেতাকর্মী ছিল না," বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

    তিনি আরও বলেন, "সব কিছুতে বিএনপিকে দোষারোপ করা একটা কালচারে পরিণত হয়েছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল। তাই একটি মহল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। আজকে যে ঘটনা ঘটেছে সেখানে বিএনপিকে অন্যায়ভাবে দোষারোপ করা হয়েছে।"

    বিএনপির নাম ব্যবহার করে কেউ কোন অপরাধ করলে তাকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে সতর্ক করেছেন মি. বাদশা।

  16. নাইকো মামলার সব সাক্ষীকে ১২ই সেপ্টেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে হওয়া নাইকো দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে ১২ই সেপ্টেম্বরের মধ্যে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত।

    ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

    দুদকের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন ফাতেমা খানম।

    তিনি বিবিসি বাংলাকে বলেন, “গত দুই- তিনটা তারিখে সাক্ষী না আসায় একটা গ্যাপ পড়ে গেছে। সাক্ষী না আসলে সবসময়ই আসামীপক্ষ মামলা ক্লোজ করতে বলতে পারেন। কিন্তু মামলার সাক্ষী না হওয়া পর্যন্ত, তদন্তকারী কর্মকর্তা সাক্ষী দেবে, সব ডকুমেন্টস প্রদর্শন করবে সব প্রসিডিং শেষ করবে। তখনই মামলা ক্লোজ হবে। তার আগে তো হবে না”।

    এ মামলার আরো ৫০ থেকে ৬০ জন সাক্ষী রয়েছে বলে জানান মিজ খানম।

    কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে প্রায় চৌদ্দ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগ এনে খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে ২০০৭ সালে নয়ই ডিসেম্বর মামলা করে দুদক।

    গত বছর এ মামলায় কানাডিয়ান পুলিশের দুই সদস্য বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়েছেন।

    ছবিটি ২০১৯ সালে খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে আনার সময় তোলা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ছবিটি ২০১৯ সালে খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে আনার সময় তোলা
  17. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

    মৃত্যু

    ছবির উৎস, Getty Images

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

    রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, “শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ বিনোদপুর বাজারে মাসুদের ওপর হামলা করে কতিপয় উশৃঙ্খল জনতা। পরে তাকে মতিহার থানায় নিয়ে মামলা নেয়ার কথা বলে। পরে সেখানে না নেয়াতে আমাদের থানার সামনে নিয়ে আসে।"

    তিনি বলেন, "অনেক আহত ছিল সেসময় সে। তখন আমরা আর্মি টিম ও আমাদের পুলিশ টিমের মাধ্যমে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করিয়ে দেই।”

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মাসুদ মারা যান বলে জানান মি. পারভেজ।

    পুলিশ কর্মকর্তা মি. মাসুদ জানান, বিষয়টি এখন মতিহার থানার অধীনে হওয়ায় তারা পোস্টমর্টেম, সুরতহালের কার্যক্রম দেখভাল করছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোন মামলা হয় নি বলে জানান মি. পারভেজ।

    আবদুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।

    বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে, আবদুল্লাহ আল মাসুদ ২০১৪ সালের ২৯শে এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন।

    সে সময় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয়। বাঁ পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

    কেটে দেয়া হয়েছিল তার পায়ের রগ। ওই হামলায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন।

    সর্বশেষ ২০২২ সালের ২০শে ডিসেম্বর থেকে আবদুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে চাকরি করছিলেন।

  18. সাগরে নিম্নচাপ, চট্টগ্রাম, কক্সবাজারসহ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা

    বিদ্যুৎ চমক

    ছবির উৎস, Getty Images

    বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এতে উপকূলীয় এলাকায় ঝড় বয়ে যেতে পারে।

    তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    রোববার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম - মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর -পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

    এটি সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

    নিম্নচাপটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এছাড়া, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

    তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে পূর্বাভাস দেয়া হয়েছে।

    এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  19. মোদি – ইউনূস বৈঠক নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

    মোদী ইউনূস

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কোন বৈঠক হবে কী-না সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

    রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    সেপ্টেম্বরের শেষে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী মি. মোদীর সঙ্গে অধ্যাপক ইউনূসের মধ্যে বৈঠকের ব্যাপারে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষাপটে ওই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

    ওইসব খবরে বলা হয়েছে, বৈঠকের জন্য বাংলাদেশ প্রস্তাব দিলেও নয়াদিল্লি এখনো তা নিশ্চিত করেনি।

    মি. হোসেন বলেন, “এটা আমি এখুনি কিছু বলতে চাই না। কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে (বৈঠক) হচ্ছে অথবা হচ্ছে না। বস্তুত মোদী যে যাচ্ছেন এটার একশো পারসেন্ট নিশ্চয়তা আমরা এখনো পর্যন্ত পাইনি। একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন।”

    বাংলাদেশ বৈঠকের জন্য উদ্যোগ নিয়েছিল কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটার একটা পদ্ধতি আছে। সে অনুযায়ী আমরা এগোবো। এটা এমন না যে একমাস আগে আমরা বলে রাখি, আমরা দেখা করতে চাই তোমাদের সাথে।"

    "এটা নরমাল যে সিস্টেম আছে সে অনুযায়ী আগাবে। বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই।”

    শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিতে পারে, এমন সম্ভাবনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, “স্বাভাবিকভাবে যে কোন দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখবো।”

    এদিকে, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মি. হোসেন বলেছেন, “আমরা খুব স্পষ্টভাবে বলেছি, আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না।

    কিন্তু কিছু ঢুকে যাচ্ছে, এটা আমরা জানি। সেটাকে যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছে। বিজিবি প্রতিদিনই পুশব্যাক করছে। একটা বড়সড় এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে।”

    “ইউএনএইচসিআর চায় আমরা আশ্রয় দেই। আমরা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, যতটুকু ভূমিকা পালন করার তার চেয়ে বেশি করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদের উপদেশ দিতে চায় বা আসে তারা বরং তাদেরকে নিয়ে যাক, এটা আমাদের বক্তব্য,” বলেন তিনি।

  20. ব্যাংক থেকে টাকা তোলার সীমা থাকছে না আজ থেকে

    ব্যাংক থেকে টাকা তোলার সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ব্যাংক থেকে টাকা তোলার সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক

    দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

    আজ আটই অগাস্ট থেকে ব্যাংক থেকে যে কোন অংকের অর্থ উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে বাংলাদেশ ব্যাংকের দেয়া নিষেধাজ্ঞা জারির একমাস পর তা তুলে নেয়া হলো।

    শেখ হাসিনার সরকারের পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়লে, গত সাতই অগাস্ট কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের দৈনিক নগট টাকা উত্তোলনের পরিমাণ সীমিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়।

    পরে ধাপে ধাপে টাকা তোলার সীমা বাড়ানো হয়েছে।

    গত সপ্তাহে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে প্রতি দিনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তুলতে পারতেন।

    এর আগের সপ্তাহে এই সীমা চার লাখ টাকা ছিল।