আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর, নামিয়ে ফেলা হয়েছে জাতীয় পতাকা, ভারতের দুঃখ প্রকাশ

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর, নামিয়ে ফেলা হয়েছে জাতীয় পতাকা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সার্বক্ষণিক সব খবর পেতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়

সার সংক্ষেপ

  • আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর, নামিয়ে ফেলা হয়েছে জাতীয় পতাকা, ভারতের দুঃখ প্রকাশ
  • বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি অনুরোধ মমতা ব্যানার্জীর
  • মমতা ব্যানার্জীর বক্তব্য খুব সুষ্ঠু পদক্ষেপ না: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা
  • ১৫ই অগাস্ট শোক দিবস ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ
  • জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
  • আওয়ামী লীগ আমলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা ঘটলো

    • বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা ছিড়ে ফেলার ঘটনা ঘটেছে।
    • বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ‘গভীরভাবে দুঃখ প্রকাশ' করে বলে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে কোনও অবস্থাতেই কূটনৈতিক সম্পত্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়।
    • হামলা ও পতাকা অবমাননার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
    • বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। জবাবে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছেন তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ‘তার অবস্থানের জন্য সহায়ক হবে না’।
    • ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানিয়েছেন আগামীতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশনকে সহায়তা করতে চান তারা।
    • আগামী বছরের দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই তালিকা প্রকাশের পর আবারো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে বলে জানিয়েছে ইসি।
    • বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে পাশ্বর্বর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে।
    • জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
    • বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন ১৫ই অগাস্টকে জাতীয় শোক দিবস হিসাবে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা স্থগিত করেছে আপিল বিভাগ।

    আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৫৬ জনের মৃত্যু

    পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন'জেরেকোরে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    এই ঘটনায় দোষীদের খুঁজে বের করতে তদন্ত শুরু হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী মামাদু ওরি বাহ। একই সাথে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।

    হাসপাতালের এক চিকিৎসক বার্তা সংস্থা ‘এএফপি'কে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “হাসপাতালের যতদূর চোখ যায় সারিবদ্ধ লাশ। মর্গে লাশের স্তূপ হয়ে গেছে।”

    একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছে, রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। পরে সমর্থকরা গ্যালারি ছেড়ে মাঠে নেমে সংঘর্ষে লিপ্ত হন।

    সংঘর্ষ স্টেডিয়ামের বাইরে ছড়িয়ে পড়ে। পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

    সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, রাস্তায় অনেক লাশ পড়ে আছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

  3. অবাধ-সুষ্ঠু নির্বাচনে ইসিকে সহায়তা দিতে চায় জাতিসংঘ: গোয়েন লুইস

    ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানিয়েছেন আগামীতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশনকে সহায়তা করতে চান তারা।

    সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

    মিজ লুইস বলেন, “আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কী ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে এ বিষয়ে সিইসির সঙ্গে আমাদের কথা হয়েছে।”

    তিনি বলেন, “আনন্দের বিষয় এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে। এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো।”

    গণমাধ্যমকর্মীরা মিজ লুইসের কাছে এসময় জানতে চেয়েছিল আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলোচনা নতুন সিইসির সাথে হয়েছে কি না?

    এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জানান, “নির্বাচনের সময় সীমা নিয়ে কোনো আলাপ হয়নি৷ এই সিদ্ধান্তটি অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে গ্রহণ করবে।”

    পরে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেন, “কোন কোন ক্ষেত্রে কমিশনকে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আলোচনা হয়েছে জাতিসংঘের প্রতিনিধির সাথে।”

    ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস

    ছবির উৎস, MAHADI HASIB

    ছবির ক্যাপশান, ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস সাংবাদিকদের সাথে কথা বলেন
  4. আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা

    আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

    এতে বলা হয়েছে, সোমবার আগরতলার হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।

    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে নির্দেশ করে যে, বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে। এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। দুঃখের বিষয়, হাইকমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি।

    সহকারী হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, "বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি প্যাটার্নের সাথে মেলে, গত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১ লঙ্ঘন হয়েছে।"

    কূটনৈতিক মিশনগুলোতে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা সেই দেশের সরকারের দায়িত্ব উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকারকে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া এবং ঘটনার বিস্তৃত তদন্ত এবং ভারতে বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা ও অকূটনীতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং কূটনৈতিক মিশনে যেকোনো সহিংসতা প্রতিরোধ করতে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

  5. আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ

    ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ‘গভীরভাবে দুঃখজনক’ বলে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    কূটনৈতিক ও কনস্যুলার ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত না করার আহ্বান জানিয়েছে তারা।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভবনে আজকের অনুপ্রবেশের ঘটনা গভীরভাবে দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।’

    বাংলাদেশের হাইকমিশন ও তাদের ডেপুটি/সহকারী হাইকমিশনগুলোর জন্য ভারত সরকার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

    বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতে দুঃখ প্রকাশ।

    ছবির উৎস, FOREIGN MINISTRY INDIA

    ছবির ক্যাপশান, বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতে দুঃখ প্রকাশ।
  6. আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর, নামিয়ে ফেলা হয়েছে জাতীয় পতাকা

    আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশন কার্যালয়

    ছবির উৎস, BBC Bangla

    ছবির ক্যাপশান, বিক্ষোভের সময় আগরতলায় বাংলাদশ সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনাও ঘটে

    বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে।

    সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

    ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে তবে তা একই পতাকা কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।

    কলকাতা থেকে বিবিসি সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানান, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে।

    সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে।

    এসময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিড়ে ফেলে- ঘটনাস্থল থেকে এমন কিছু ভিডিওচিত্র পাওয়া গেছে।

    পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে তারা।

    এই বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতি কার্যকরী সদস্য বিকে রয় জানিয়েছেন, ডেপুটেশন দেওয়ার সময় বাইরে কী ঘটনা ঘটেছে তা তারা দেখেননি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরও কাউকে অফিসের ভিতরে দেখতে পাননি।

    ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসটি ঘুরে দেখেন এবং হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন।

    তবে এ বিষয়ে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেনি।

    এদিকে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, কোনও অবস্থাতেই কূটনৈতিক সম্পত্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়।

    এদিকে, বিক্ষোভ হয়েছে ভারতের কোচবিহারেও। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখায় সনাতনী হিন্দু মঞ্চ।

    সংগঠনটির সদস্যরা পার্শ্ববর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া চ্যাংড়াবান্ধায় বিক্ষোভ মিছিলও করে। এই কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা ছিল সীমান্ত এলাকায়।

    এদিকে বিক্ষোভ হয়েছে ভারতের পেট্টাপোল সীমান্তেও। সেখানে সমাবেশ হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে।

    সমাবেশ থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে। এটি বন্ধ না হলে ভবিষ্যতে সীমান্তে দীর্ঘমেয়াদি অবরোধ দেয়ার ঘোষণাও দেন তারা।

  7. মমতা ব্যানার্জীর বক্তব্য খুব সুষ্ঠু পদক্ষেপ না: পররাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্র করে শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছেন তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ‘তার অবস্থানের জন্য সহায়ক হবে না’ বলে মতপ্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    মমতা ব্যানার্জীর বক্তব্য নিয়ে সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ''মমতা ব্যানার্জীর বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জী ধরনের মন্তব্য হিসাবেই দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন, এটা আমি বুঝতে পারছি না। কলকাতায় আমি দীর্ঘদিন ছিলাম, তার সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা তার জন্য খুব সুষ্ঠু পদক্ষেপ না, রাজনৈতিকভাবে। রাজনৈতিক বিতর্ক সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না। এটা অবশ্য আমার মত।''

    ভারতের সাথে আগামী দিনগুলোতে সম্পর্ক তাহলে কেমন হতে যাচ্ছে, এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পাঁচ তারিখের পর থেকে আগের সম্পর্ক আর পরের সম্পর্ক এক না। সম্পর্কে যে সমস্যা আছে, সেটা আমরা স্বীকার করি। একটা সমস্যা স্বীকার করলে সেই সমস্যা সমাধানের চেষ্টা করা যায়। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে।''

    তিনি বলেন, ''আসলে পাঁচ তারিখের আগের আর পরের সরকারের সাথে কিছু তফাৎ আছে। সেটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ কিছু সময় নিতে পারে। কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে, বাস্তবতা মেনে নিয়েই সম্পর্ক এগিয়ে নিতে হবে।''

    সোমবার বিকেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িকভাবে খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে – এমন একটি ধারণা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা দেশের ভেতরে ও বাইরে থেকে রয়েছে। সেই প্রচেষ্টা যেন সফল না হয় সে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি বলে কূটনীতিকদের জানিয়েছি।”

    ‘প্রধানত ভারতের মিডিয়া’ এই ধরনের ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং আরো কিছু দেশের মিডিয়া ভারতের মিডিয়ার বক্তব্যের ওপর ভিত্তি করে একই ধরনের খবর প্রকাশ করছে বলে মন্তব্য করেন তিনি।

    চিন্ময় কৃষ্ণ দাসকে কোন পরিস্থিতিতে গ্রেফতার করা হয়েছে ও তার জামিন নামঞ্জুর করা হয়েছে, সেই বিষয়টিও কূটনীতিকদের বিস্তারিত জানিয়েছেন বলে জানান মি. হোসেন।

    ''আমার মনে হয়, আমাদের যে অবস্থান, সেটা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। এটা অবশ্যই তারা তাদের দেশে রিপোর্ট করবেন, যেটা নিয়ম,'' তিনি বলেন।

    কূটনীতিকদের কিছু কিছু বিষয়ে প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর দেয়া হয়েছে বলে তিনি জানান। এসব আলোচনায় তারা 'কনভিন্সড' বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা।

    বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলেও কূটনীতিকদের বার্তা দিয়েছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

    তিনি বলেন, ''আমরা এই বার্তা দিতে চাই যে, এই সরকার কোনো ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ বরদাস্ত করবে না। সেটা হিন্দু বা মুসলিম বলে কথা না, সবাইকে আমরা সমান চোখে দেখবো, সেই বার্তাই আমরা সবাইকে দিতে চেয়েছি। আইন তার নিজের মতো চলবে, সেখানে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে অবশ্যই শক্ত হাতে দমন করা হবে।''

    পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
    ছবির ক্যাপশান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
  8. আগামী বছর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে নতুন নির্বাচন কমিশন: ইসি

    আগামী বছরের দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই তালিকা প্রকাশের পর আবারো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে কমিশন।

    নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইসির এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

    নির্বাচন কমিশনার মি. সানাউল্লাহ বলেন, “আমাদের পরিসংখ্যান বলছে দেশের ৪৫ লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা। কিন্তু ২০২৪ সালের নিবন্ধনে মাত্র ১৭ লাখ নাগরিকের তথ্য সংগ্রহে রয়েছে।”

    “সে হিসেবে প্রায় ২৭ থেকে ২৮ লাখ নাগরিক নিবন্ধিত হননি, কিন্তু তারা ভোটার হওয়ার যোগ্য। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি সব ভোটারকে তালিকায় যুক্ত করতে আগামী বছরের দোসরা মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে চাই,” বলেন তিনি।

    মি. সানাউল্লাহ জানান, শুধু নতুন ভোটারদের যুক্ত করা নয়, যে সব ভোটাররা এরই মধ্যে মারা গেছে তাদেরকে তালিকা থেকে বাদ দেয়া হবে। এছাড়াও ভোটার তালিকায় কোনো অসঙ্গতি বা দ্বৈত ভোটার থাকলে তাদেরকে তালিকা থেকে বাদ দেয়া হবে হালনাগাদ ভোটার তালিকায়।

    নতুন কমিশনের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে আগামীতে যে কোনো নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার তালিকায় হালনাগাদ করেই নির্বাচনের আয়োজন করা হবে।

    নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার

    ছবির উৎস, ASHADUL HAQUE

    ছবির ক্যাপশান, নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার
  9. বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি অনুরোধ মমতা ব্যানার্জীর

    বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় দেয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, জাতিসংঘ যাতে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠায়, সেজন্য তাদের সাথে আলোচনা করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি তিনি অনুরোধ জানাচ্ছেন।

    তিনি বলেছেন, “রাষ্ট্রপুঞ্জের সঙ্গে এই বিষয়ে ভারত সরকার কথা বলুক যাতে সেখানে তারা শান্তি বাহিনী পাঠাতে পারে। আমাদের এই বিষয়ে অনুরোধ রইল।”

    সোমবার দুপরে বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, “বর্ডার সিকিউরিটি কেন্দ্রের আওতায়। আমাদের এক্তিয়ার বা দায়িত্বে নেই। আমরা হাউজের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি প্রধানমন্ত্রী যেন সংসদে বাংলাদেশের বিষয়ে কথা বলেন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনও ব্যাপারে তাহলে বিদেশমন্ত্রী যেন সংসদে বিবৃতি দিয়ে জানান যে কেন্দ্র এই বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে।”

    মুখ্যমন্ত্রী বলেছেন, “আমার দ্বিতীয় পরামর্শ যদি এ জাতীয় ঘটনা (সহিংসতার) ঘটতে থাকে তাহলে আমরা আমাদের লোকেদের ফিরিয়ে আনব। সরকার উদ্যোগ নেবে। তারা ফিরে আসলে থাকার, খাওয়ার কোনও সমস্যা হবে না। কোনও ভারতীয়ের উপর অত্যাচার হবে সেটা আমরা হতে দিতে পারি না।”

    'ভারতীয়দের উপর অত্যাচার' বলতে তিনি কাদের বুঝিয়েছেন, তা ওই বক্তব্যে পরিষ্কার করেননি।

    দুই দেশের মধ্যে বর্তমান টানাপোড়েনকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে যে উদ্বেগের আবহাওয়া রয়েছে, সেই আবহে সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে রাজ্য কী করতে পারে সে বিষয়ে কেন্দ্রের কাছ থেকে পরামর্শও চেয়েছেন তিনি।

    বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও সেদেশে সংখ্যালঘুদের ওপরে হামলার অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা এবং সীমান্তবর্তী অঞ্চল-সহ রাজ্যের একাধিক অংশে বিক্ষোভ প্রদর্শনও হয়েছে।

  10. পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে পাশ্বর্বর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে।

    রংপুরে এক সফরে গিয়ে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়ার সময় এই মন্তব্য করেন মি চৌধুরী।

    মি. চৌধুরী বলেন, “এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পাশ্বর্বর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে।”

    বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের ‘মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে’ বলে মন্তব্য করেন তিনি।

    এছাড়া জুলাই-অগাস্টে আন্দোলন ঘিরে হওয়া ঢালাও মামলার বিষয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    তিনি বলেন, “আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনের আওতায় আনবো। মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি পেতে না হয় তা নিশ্চিত করতে আমরা একটি কমিটিও তৈরি করছি।”

    স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী

    ছবির উৎস, Shahriar Meem

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী
  11. সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

    বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার ও ইসকনসহ সাম্প্রতিক ঘটনার বিষয়ে আজ বিদেশি কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবে সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।

    গত কয়েকদিনে বাংলাদেশ নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে সরকারের প্রতিনিধিরা যা বলেছেন তারই সারাংশ তুলে ধরা হবে ব্রিফিংয়ে।

    সাম্প্রতিক সময়ে ইসকনসহ সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যমে নানা রকম খবর ছাপা হচ্ছে। যার অনেকগুলোই অসত্য বলে দাবি করে পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের অনেকেই গত কয়েকদিনে বক্তব্য দিয়েছেন।

    সরকার তাদের দাবির পক্ষে কূটনৈতিক ব্রিফিংয়ে দালিলিক প্রমাণ হাজির করবে বলে ধারণা করা হচ্ছে।

  12. জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

    জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

    ২০১৭ সালে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করার রিট করেন হাইকোর্টে।

    পরে ২০২০ সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্ট। ২০২২ সালে জয় বাংলাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়ে পরিপত্র জারি করে শেখ হাসিনা সরকারের মন্ত্রিপরিষদ।

    জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ
    ছবির ক্যাপশান, জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ
  13. আওয়ামী লীগ আমলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ

    বিগত সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি আনুষ্ঠানিকভাবে শ্বেতপত্র প্রকাশ করেছে।

    শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুর্নীতি, অনিয়ম, লুটপাটসহ অর্থনীতির নানা বিষয়ে তাদের প্রাপ্ত তথ্য নিয়ে ৪০০ পৃষ্ঠার শ্বেতপত্র তৈরি করেছে।

    সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এই শ্বেতপত্র প্রকাশ করেন কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।

    রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের কাছে এই শ্বেতপত্র জমা দেয় কমিটির সদস্যরা।

    শ্বেতপত্র প্রকাশ অনুষ্ঠানে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য
    ছবির ক্যাপশান, শ্বেতপত্র প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য
  14. ১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস হিসাবে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ

    বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন ১৫ই অগাস্টকে জাতীয় শোক দিবস হিসাবে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা স্থগিত করেছে আপিল বিভাগ।

    এর আগে গত ১৩ই অগাস্ট রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টা পরিষদের সংলাপের পর ১৫ই অগাস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপণ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    এরপর অক্টোবরে ১৫ই অগাস্টের সাধারণ ছুটি বাতিল করে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

    ১৯৭৫ সালের ১৫ই অগাস্টে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনার স্মরণে ২০০৮ সালে ১৫ই অগাস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করার রায় দিয়েছিল হাইকোর্ট।

    শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরের ২১ বছর পর্যন্ত ১৫ই অগাস্ট আনুষ্ঠানিকভাবে শোক দিবস পালন করা হয়নি বাংলাদেশে। আওয়ামী লীগ দলীয়ভাবে শোক দিবস পালন করতো।

    এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৫ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা শুরু করে ও এই দিনকে সাধারণ ছুটি ঘোষণা করে।

    এরপর ২০০২ সালে বিএনপি ক্ষমতায় এলে ১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস পালন ও সাধারণ ছুটি বাতিল করা হয়।

    পরে ২০০৮ সালে হাইকোর্ট পুনরায় জাতীয় শোক দিবস পালনের রায় দেয়।

    শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি
  15. বিবিসি বাংলার লাইভে স্বাগতম

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগতম।

    সারাদিন ধরে দেশ-বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর থাকবে এই পাতায়।

    সার্বক্ষণিক সব খবর পেতে লাইভ পাতায় যুক্ত থাকুন।