রোববার সারাদিন যা যা ঘটেছে:
- ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
- হামলার পর স্যাটালাইটে তোলা ছবিতে ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা এলাকায় ছয়টি নতুন গর্ত দেখা গেছে। ধারণা করা হচ্ছে মার্কিন বোমা হামলার পরই এই গর্তগুলো সৃষ্টি হয়েছে। তবে হামলার পর এখন পর্যন্ত কোনও তেজস্ক্রিয়তা সনাক্ত হয়নি বলেও জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
- ইরানের রেভল্যুশনারি গার্ডস বলেছে, তারা ওয়াশিংটনকে এমনভাবে পাল্টা জবাব দেবে যে, তারা অনুশোচনা করতে বাধ্য হবে। পাল্টা হামলা চালানো হলে ইরানকে "অপ্রতিরোধ্য শক্তির" মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মধ্যপ্রাচ্যে "দীর্ঘস্থায়ী সংঘাতে" জড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনও আগ্রহ নেই বলেও জানিয়েছেন তিনি।
- মার্কিন হামলার পর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের কর্মকর্তারা। হরমুজ প্রণালী বন্ধ না করার বিষয়ে ইরানকে রাজি করানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকে ইরানে হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, কংগ্রেসের সম্মতি ছাড়াই এ হামলা চালানো হয়েছে।
- যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করবেন তিনি।
- ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া প্রকাশ করেছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা। ইরানের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
- ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ।
- হামলা চালিয়ে ইরানের পারমাণবিক জ্ঞান 'ধ্বংস করা যাবে না' বলে মন্তব্য করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি।
- যুক্তরাষ্ট্রের পর রোববার ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে।
- ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।ইরানে আটকে পড়া বাংলাদেশিদের প্রথম দলকে আগামী সপ্তাহে দেশে ফেরানো হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। সোমবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।
ততক্ষণ বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূল পাতায় ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।














