খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের জেরে অগ্নিসংযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণপিটুনিতে দুইজনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের ঘটনাপ্রবাহ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত
  • খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ, জানিয়েছেন আইন উপদেষ্টা
  • গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, পাঁচজনকে গ্রেফতার
  • দুই দফায় গণপিটুনির পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা
  • ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণপিটুনিতে দুইজনের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিনে যা ঘটেছে

    • পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ থাকবে। সিন্ডিকেট বৈঠকের এ সিদ্ধান্ত ছাত্র-শিক্ষক-কর্মচারী সবার জন্যই প্রযোজ্য হবে।
    • খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাজারে পাহাড়িদের বেশকিছু দোকান ও বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে পাঁচ-ছয়জন আহত হয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক।
    • জুলাই-অগাস্টের আন্দোলনে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। ভারতের সাথে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
    • দেশের সব জায়গায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া বুদ্ধিমানের কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
    • এখন থেকে সপ্তাহের সাতদিনই মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া কাজীপাড়া স্টেশন পুনরায় চালু হচ্ছে।
  2. ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত, ছাত্র-শিক্ষক-কর্মচারী সবার জন্যই সিদ্ধান্তটি প্রযোজ্য

    পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ থাকবে।

    শুধু ছাত্ররা নয় শিক্ষক-কর্মচারীরাও দলীয় রাজনীতি করতে পারবেন না।

    বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান।

    পরবর্তীতে একটি কমিটি করে সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তার আগ পর্যন্ত দলীয় রাজনীতি বন্ধ থাকবে, বলে জানান অধ্যাপক আহসান।

    দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি থাকবে কি না এ প্রশ্নে জোর আলোচনা চলছিল।

  3. খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষ, অগ্নিসংযোগ, আহত কয়েকজন

    খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাজারে পাহাড়িদের বেশকিছু দোকানে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

    বৃহস্পতিবার উপজেলার লারমা স্কয়ার এলাকায় এই ঘটনা ঘটে।

    সংঘর্ষে পাঁচ-ছয়জন আহত হয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরূল হক।

    ঘটনার প্রেক্ষাপট জানতে চাইলে মি. হক বলেন, বুধবার জেলা সদরের নোয়াপাড়ায় পাড়ায় এক বাঙালি যুবক মারা যান।

    স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোর খবরে বলা হয়েছে, তাকে মোটর সাইকেল চুরির অভিযোগে গণপিটুনি দেয়া হয়েছিল।

    তার মৃত্যুর প্রতিবাদে আজ দীঘিনালা ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাঙালিরা।

    পুলিশ বলছে, তারা মিছিল নিয়ে এগোলে লারমা স্কয়ারে অবস্থান নেয় পাহাড়িরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে বেঁধে যায় সংঘর্ষ।

    সামাজিক মাধ্যম ফেসবুকে ওই সময়ের একটি লাইভে দেখা যায়, লারমা স্কয়ারের দুই দিকের রাস্তায় দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি চলছে। লাঠিসোটা নিয়ে ধাওয়া দেয়ার চেষ্টা করছে দু' পক্ষই।

    এরপর লারমা স্কয়ার ও দীঘিনালা কলেজের পাশের অনেকগুলো দোকানপাট ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়।

    শতাধিক বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক তরুণ ভট্টাচার্য।

    দোকানগুলো পাহাড়িদের বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক। আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে মি. হক।

    তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এখন সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

  4. ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

    জুলাই-অগাস্টের আন্দোলনে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। ভারতের সাথে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নামে যুবকের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক নজরুল বলেন, "কোনো রকম মব জাস্টিস, বিচারবহির্ভূত হত্যাকে কোনোভাবেই মেনে নেয়া হবে না। ঢাবির ঘটনায় মর্মাহত। মব জাস্টিস এড়াতে যত রকম পদক্ষেপ নেয়া দরকার, নেয়া হবে।"

    এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা।

    তিনি বলেন, এসব ক্ষেত্রে সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এবং আইনের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

    আসিফ নজরুল
  5. এখন থেকে প্রতিদিনই চলবে মেট্রো

    এখন থেকে সপ্তাহের সাতদিনই মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে ট্রেন চলাচলের নতুন সময়সূচি জানানো হয়েছে।

    ফেসবুক পোস্টে বলা হয়েছে, "আগামী ২ শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে শুক্রবারে মেট্রোরেল চলাচল শুরু হবে।"

    এতদিন শুক্রবার বন্ধ থাকতো মেট্রোরেল চলাচল।

    ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া কাজীপাড়া স্টেশন পুনরায় চালু হচ্ছে। তবে বন্ধ থাকবে মিরপুর-১০ স্টেশনটি।

    মেট্রোরেল

    ছবির উৎস, Getty Images

  6. একটি গণপিটুনি এবং 'দ্য লাস্ট সাপার অ্যাট ডিইউ', সাইয়েদা আক্তার, বিবিসি নিউজ বাংলা

    ‘দ্য লাস্ট সাপার অ্যাট ডিইউ’

    ছবির উৎস, Sultana Mehzabeen Chaity

    পরনে কেবল মাত্র একটি কালো শর্টস, খালি গা, লাল রঙয়ের একটি স্কার্ফ বা পট্টি দিয়ে পা বাঁধা অবস্থায় বাঁ কাত হয়ে মেঝেতে পড়ে আছেন একজন ব্যক্তি, হাত আর পিঠে রক্ত জমে কালো হয়ে গেছে – ফেসবুকে ঘুরে বেড়ানো একটি ছবি এটি।

    এই ছবিতেই একজনকে দেখা যাচ্ছে মোটা একটা লাঠি হাতে ঝুঁকে আছেন ওই ব্যক্তির দিকে।

    পরের ছবিতে প্রায় একই অবস্থায় হাঁটু ভাজ করা লোকটি চিৎ হয়ে পড়ে আছেন মেঝেতে, দুই পায়েই হাঁটু পর্যন্ত চামড়া ছড়ে যাওয়ার একাধিক গভীর ক্ষত।

    আরেকটি ছবিতে খালি গায়ে গলায় একাধিক তাবিজ আর মালা পড়া লোকটির সামনে থালা ভর্তি ভাত, সবজি, মাছ, মুরগি আর একটা বড় বোলে ডাল।

    লোকটির কবজির সামনে ডান হাতের পাতায় সাদা মত কিছু, মলমের মত দেখতে।

    এতক্ষণে বাংলাদেশের মানুষ জেনে গেছেন, মেঝেতে পড়ে থাকা লোকটির নাম তোফাজ্জল হোসেন।

    ফেসবুকে আজ বাংলাদেশের টপ ট্রেন্ড এই ব্যক্তি।

    গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের গেস্টরুমে তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে কয়েক ঘণ্টা আটকে রেখে দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে পুলিশ।

    সেই কয়েক ঘণ্টার ঘটনাক্রম এখন সবাই জানেন।

    সকাল থেকে ফেসবুকে এ নিয়ে নেটিজেনদের তীব্র ক্ষোভ, হতাশা, আক্ষেপ আর শ্লেষাত্মক প্রতিক্রিয়া দেখা গেছে দিনভরই।

    ফজলুল হক হলের ছাত্রদের এমন কাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান বহু শিক্ষার্থীকে নিন্দা এবং ক্ষোভ জানাতে দেখা গেছে।

    সাথে ছিল বিস্ময় আর প্রশ্নের বাণ – যে প্রশ্নের জবাব দেয়নি কেউ।

    সুলতানা মাহজাবীন চৈতী নামে একজন শিক্ষার্থী লিওনার্দো দ্য ভিঞ্চির ‘দ্য লাস্ট সাপার’ চিত্রকর্মের আদলে একটি চিত্রকর্ম পোষ্ট করেছেন – ‘দ্য লাস্ট সাপার অ্যাট ডিইউ’ নামে।

    ছয় ঘণ্টায় সেটি ৩০ হাজারের বেশিবার শেয়ার হয়েছে ফেসবুকে।

    চিত্রকর্মে তোফাজ্জল হোসেনকে টেবিলে বলে খেতে দেখা যাচ্ছে, পেছনের দেয়ালে লেখা ‘আগে চান্স পেয়ে দেখান’, যেখানে ‘চান্স পেয়ে’ শব্দ দুটি কেটে ওপরে লাল কালিতে ‘মানুষ হয়ে’ লেখা রয়েছে।

    কেউ কেউ ২০১৯ সালের অক্টোবরে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড, যাকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে মেরে ফেলেছিল, তার সঙ্গে এ ঘটনাটির সাদৃশ্য দেখছেন।

    এ ঘটনায় ‘দুঃখপ্রকাশ’ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    ঘটনার প্রায় ১৩ ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

    বিকেল নাগাদ ঘটনায় জড়িত তিনজন ছাত্রকে পুলিশে সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    এদিকে, আলোচনা আর প্রতিক্রিয়া যাই হোক - এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মানে তোফাজ্জলকে মৃত ঘোষণার পরের ১৭ ঘণ্টায় এখনো মর্গ থেকে তার লাশ নিতে আসেননি কোন স্বজন।

  7. প্রথম দিন শেষে স্কোরবোর্ডে ৩৩৯ রান জমা করলো ভারত

    বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে স্কোরবোর্ডে ছয় উইকেটে ৩৩৯ রান জমা করলো ভারতীয় ক্রিকেট দল।

    প্রথম সেশনে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়লেও শেষ সেশনটা বেশ নির্ভার গেছে ভারতের। এই সেশনের ৩২ ওভারে কোনো উইকেট ব্যয় না করেই তারা ১৬৩ রান তুলেছে।

    টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। মাত্র ৩৪ রানেই ভারতের তিন ব্যাটারকে ফেরত পাঠিয়ে সেই সিদ্ধান্তের সপক্ষেই কথা বলছিল হাসান মাহমুদের বোলিং।

    একে একে রোহিত শর্মা, শুভমান গিল ও ভিরাট কোহলির বিদায়ের ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন জয়সওয়াল ও পন্ত।

    কিন্তু ১৭৬ রানেই খরচের খাতায় ছয় ব্যাটসম্যান।

    চা-বিরতির পর রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনের ব্যাটে থিতু হয় ভারত।

    ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া অশ্বিন ১০২ এবং জাদেজা ৮৬ রানে অপরাজিত আছেন।

  8. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন শাখাওয়াত হোসেন নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক।

    এজাহারে থেকে জানা যাচ্ছে, গত ১১ই জুলাই আসামিরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে মারধর এবং ককটেল বিস্ফোরণ করে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    তবে, ব্যক্তিগত আক্রোশ থেকে এই মামলা করা হয়েছে বলে মনে করছেন কেউ কেউ।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয় ছিলেন বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলাম।

    মামলায় অভিযুক্ত সাবেক ভিসি ও প্রক্টর এবং শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, “আন্দোলনের সময় সরকারের বিরুদ্ধে তারা কিছু বলেনি এটা সত্য। কিন্তু আমরা যারা সেসময় শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনে করেছি তাদের কাউকে তারা হয়রানি করে নাই।”

    “যেটা করেনি সেটার নামে মামলা দিয়ে তাদের ফাঁসানো- একজন শিক্ষক হিসেবে আমি এটা মেনে নিতে পারছি না”, বলেন তিনি।

  9. পিটিয়ে হত্যার ঘটনায় তিন ছাত্রকে পুলিশে সোপর্দ করেছে ঢাবি কর্তৃপক্ষ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিবিসি বাংলাকে জানান, প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে গেছে।

    এদের মধ্যে জালাল আহমেদ ও মোহাম্মদ সুমনকে ফজলুল হক হল থেকেই আটক করা হয়। অপর ছাত্রকে আটক করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে। তাৎক্ষণিকভাবে তার নাম নিশ্চিত করতে পারেননি প্রক্টর।

    তিনি জানান, ভিডিও দেখে এই তিনজনকে শনাক্ত করে প্রক্টরিয়াল টিম।

    বুধবার মধ্যরাতে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে গণপিটুনি দেয়ার ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটা-নয়টার দিকে দিকে ফজলুল হক হলের শিক্ষার্থীরা তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করে গেস্টরুমে নিয়ে যায়।

    সেখানে তাকে ১০টা পর্যন্ত কয়েক দফা মারধর করা হয়।

    একপর্যায়ে ক্যান্টিনে বসিয়ে ভাত খাইয়ে ছবি ধারণ করা হয়।

    এরপর আবার তার ওপর চলে পাশবিক নির্যাতন।

    পরে রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিবিসি বাংলাকে বলেন, হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি মর্গে রাখা হয়েছে।

    ঘটনার ছবি ও তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ভিডিও দেখে পিটিয়ে হত্যায় সম্পৃক্ত কয়েকজনের পরিচয় উন্মোচন করতেও দেখা যায় অনেককে।

  10. নৌবাহিনীর অভিযানে মাটিতে পুঁতে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার

    নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে নৌবাহিনী।

    গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বুধবার রাতে হাতিয়ার বোয়ালিয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা একটি বন্দুক, তিনটি থ্রিকোয়ার্টার এলজি (লাইট গান) এবং দুইটি এলজি উদ্ধার করা হয়।

    এছাড়া, ১৭টি রকেট প্যারাশ্যুট ফ্লেয়ারও জব্দ করে তারা। সাধারণত, দুর্ঘটনার কবলে পড়া নৌযান থেকে সংকেত পাঠাতে আতশবাঁজি সদৃশ রকেট ফ্লেয়ারগুলো ব্যবহৃত হয়।

    উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তীতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে ওই বার্তায়।

  11. সেনাবাহিনীকে সর্বত্র ম্যাজিস্ট্রেসি দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ ফখরুলের

    দেশের সব জায়গায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া বুদ্ধিমানের কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় এবং হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি মহাসচিব।

    অনুষ্ঠানে মি. আলমগীর বলেন, সেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেসব এলাকাতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার।

    "কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা-কর্মীরাই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন; সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না," যোগ করেন তিনি।

    বিএনপি মহাসচিব বলেন, "আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে। কখনই এমন কোনো ব্যবস্থা নেবেন না যা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য বুমেরাং হবে।"

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  12. খালেদার ব্যক্তিগত নিরাপত্তা প্রধানকে গুমের অভিযোগে হাসিনার উপদেষ্টার নামে মামলা

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে গুম করে রাখা ও হত্যার পরিকল্পনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

    বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে তৌহিদুল ইসলাম চৌধুরী নিজেই এ মামলা দায়ের করেন। মামলায় মি. সিদ্দিকসহ ১০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

    অভিযোগটি নিউমার্কেট থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

    অভিযোগে বলা হয়েছে, মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে ২০১৮ সালের ২৭শে ডিসেম্বর এলিফ্যান্ট রোডের বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়।

    দুই দিন গুম করে রাখার পর ২৯শে ডিসেম্বর তাকে দুটি 'ভুয়া মামলা' দিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে জামিন পেয়ে তিনি এসব বিষয়ে অভিযোগ জানাতে থানায় গেলেও সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়নি।

  13. আরেক হত্যা মামলায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে

    ঢাকার ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।

    সকালে ধানমন্ডি থানার পুলিশ তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে৷ তবে, জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

    গত চৌঠা অগাস্ট ঢাকার ধানমন্ডিতে বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে মারা যান।

    এ ঘটনায় গত ২৬শে অগাস্ট তারা বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

    মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়।

    এছাড়া অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারের ২২ নম্বর আসামি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।

    গত ২৪শে অগাস্ট বিজিবির হাতে আটক হন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
    ছবির ক্যাপশান, গত ২৪শে অগাস্ট বিজিবির হাতে আটক হন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
  14. পিটিয়ে মারার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

    ফজলুল হক মুসলিম হলে

    ছবির উৎস, Dhaka University

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে শাহবাগ থানায় হত্যা মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বুধবার রাতে তাকে ওই হলের গেষ্ট রুমে পেটানোর ঘটনা ঘটে।

    শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বিবিসি বাংলাকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এজাহার দিয়েছে, সে অনুযায়ী হত্যা মামলা করা হয়েছে।

    আসামি অজ্ঞাতনামা।

    এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

    কমিটির আহ্বায়ক করা হয়েছে ফজলুল হক হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবিরকে।

    বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

    এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের কমিটির কাছে তথ্য দিয়ে সহায়তা করার নির্দেশ দেয়া হয়েছে।

    বিবিসি বাংলাকে সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মি. মনসুর।

    মি. মনসুর জানান, “ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে কিনা তদন্তের পরে বিষয়টি বোঝা যাবে। কারণ তখন তাকে নিয়ে হাসপাতালে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। মোবাইল চোর সন্দেহে তাকে মারধর করা হয়।”

    নিহত তোফাজ্জলের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

  15. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে রিট

    জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়ার নির্দেশনা চেয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামান রিট আবেদন করেছেন।

    সাবেক এই মন্ত্রীর আইনজীবী হিসেবে এ এম মাহবুব উদ্দিন খোকন মামলা পরিচালনা করছেন।

    মি. খোকন বিএনপির যুগ্ম মহাসচিব।

    রিটের শুনানি চলতি সপ্তাহে নয় বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।

    গত ১২ই অগাস্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুখমিলা জামানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

    এ আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন সাইফুজ্জামানের স্ত্রী। গত ১৮ই অগাস্ট থেকে কয়েক দফায় এটি শুনানির জন্য কার্যতালিকায় আসে।

    সবশেষ ১৭ই সেপ্টেম্বর আদালত এ সপ্তাহে শুনানি নয় বলে আদেশ দেয়।

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
    ছবির ক্যাপশান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
  16. ঢাবি ও জাবিতে গণপিটুনিতে হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী

    বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দু:খপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধী বা সন্দেহভাজনকে পুলিশে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা মি. চৌধুরী বলেন, “একজন অন্যায় করলে আইনের হাতে তাকে তুলে ধরেন। আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোন অধিকার নেই। আইনের হাতে সোপর্দ করতে হবে। ইনোসেন্ট লোক যেন কোন অবস্থায় হেনস্থা না হয় জনসচেতনতা তৈরি করতে হবে।”

    এছাড়া, শুধুমাত্র ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নাম মামলায় দেয়ার অনুরোধ করে মি. চৌধুরী বলেন, “আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদের নাম দেন। অন্যদের নাম দিয়েন না। অন্যদের নাম দিলে তদন্ত করতে সময় ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয় এদিকে খেয়াল রাখতে হবে।”

    “মিডিয়াতেও বলছি, পেপারে দিছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয়। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে এরেস্ট করা হবে না।"

    "ডিবিকে আজকেই ইন্সট্রাকশন দিয়ে দিছি, পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে ধরার কথা শুধু ক্রিমিনালদের। সাধারণ মানুষদেরকে তো ধরবে না” বলেন মি. চৌধুরী।

    পুলিশ যাতে জনবান্ধব হয় এটা নিয়ে পুলিশের সাথে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মি. চৌধুরী।

  17. বেক্সিমকো গ্রুপের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের লিখিত আদেশ

    সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছে হাইকোর্ট।

    বাংলাদেশ ব্যাংককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

    এর আগে গত পাঁচই সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে সেগুলো দেখাশোনার জন্য রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ কেন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট।

    সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহানের করা রিট আবেদনের শুনানি শেষে দেয়া ওই রুলে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ এই গ্রুপের সব প্রতিষ্ঠানের তথ্য দিতেও বলা হয়।

    এছাড়া, প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে, তার তথ্য দিতে এবং বিদেশ থেকে এই গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছিল রুলে।

  18. বৈদেশিক মুদ্রা আইনের মামলায় রিমান্ড সালমান এফ রহমান ও আনিসুল হকের

    সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান
    ছবির ক্যাপশান, আনিসুল হক এবং সালমান এফ রহমান

    বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

    এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. রাশিদুল হাসান।

    মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৩ই অগাস্ট সন্ধ্যায় নিউমার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামিদের সদরঘাট থেকে আটকের সময় আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫৯২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুর ডলার উদ্ধার করা হয়েছে।

    এছাড়া সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ ইউএস ডলার, ৬২০ ফ্রান্সের মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের সাড়ে ৮ হাজার মুদ্রা, ১১ হাজার ৬৫০ সোদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড এবং ১৩৩২ ইউরো এবং বাংলাদেশি ৫০ হাজার টাকা জব্দ করা হয় বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

    এতে বলা হয়েছে, আসামিরা জব্দকৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি।

    আসামিরা জ্ঞাতসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ব্যতিরেকে ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে ফরেন এক্সচেঞ্জ রেজ্যুলেশন আইনে অপরাধ করেছে।

  19. ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    ফজলুল হক মুসলিম হল

    ছবির উৎস, Dhaka University

    ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

    বুধবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।

    শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বিবিসি বাংলাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    মি. মনসুর জানান, “ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে কী-না, তা তদন্তের পরে বোঝা যাবে। কারণ, তখন তাকে নিয়ে হাসপাতালে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।”

    বিবিসিকে মি. মনসুর জানিয়েছেন, নিহত ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয়।

    তবে, এ ঘটনায় এখনো কোন মামলা হয় নি বলে জানান তিনি।

    নিহত তোফাজ্জলের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

  20. জাবিতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

    গণপিটুনিতে আহত হওয়ার পর বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গণপিটুনিতে আহত হওয়ার পর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা মারা গেছেন।

    আশুলিয়া থানার ওসি আবু বক্কর বিবিসি বাংলাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, গতকাল রাতে হাসপাতালে নেয়ার পথেই মারা যান শামীম। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকার একটি দোকানে ছিলেন শামীম। সেখানে বেশ কিছু শিক্ষার্থী তাকে মারধর করে।

    পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

    রাত সাড়ে আটটায় তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

    নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় থাকতেন।

    শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গত ১৫ই জুলাই রাতে উপাচার্যের বাসভবনে অবস্থানরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগতরা যে হামলা করেছিল, তাতে তিনি যুক্ত ছিলেন।