হেলিকপ্টারে চড়ে উপদেষ্টা আসিফ মাহমুদের উত্তরবঙ্গ সফরের ব্যাখ্যা, সরকারকে ‘সুশীলগিরি' ছাড়তে বললেন হাসনাত

তিন দিনের মাঝে সচিবালয়ে আগুন নিয়ে প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সাথে 'বাড়ি মালিকের মতো আচরণ করতেন' বলে অভিযোগ জামায়াতে ইসলামীর আমিরের। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এক নজরে জানুন দিনের ঘটনাপ্রবাহ...

সার সংক্ষেপ

  • সচিবালয়ে আগুনের ঘটনাকে 'সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র' বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ
  • সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, তিন দিনের মাঝে প্রাথমিক রিপোর্ট দেয়া কথা জানালেন পরিবেশ উপদেষ্টা
  • 'সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব
  • তাবলীগ জামাতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কাকরাইল ও তার আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা মাওলানা জুবায়েরের অনুসারীদের
  • কুমিল্লায় হেনস্তার শিকার মুক্তিযোদ্ধা ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা যা হলো

    • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে 'সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র' বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ।
    • কুমিল্লার চৌদ্দগ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা এবং এলাকা ছাড়া করার ঘটনায় মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে বাদীর কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবিসহ ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।
    • বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সাথে 'বাড়ি মালিকের মতো আচরণ করতেন' বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
    • তাবলিগ জামাতের সাদপন্থিদের নিষিদ্ধের দাবিসহ ঢাকার কাকরাইলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জুবায়েরপন্থিরা।
    • ময়মনসিংহ জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের তারাকান্দা থানার গাছতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
    • সচিবালয়ে আগুন লাগার কারণ ও উৎস জানার উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি আগামী তিন দিনের মাঝে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা
    • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সরকারকে ‘সুশীলগিরি ছেড়ে জিরো টলারেন্স নীতিতে’ আসতে বলেছেন।

    আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. দেশের প্রধান তিন কারাগারে দশনার্থীদের কাছ থেকে গাঁজা উদ্ধার

    দেশের প্রধান তিনটি কারাগারে আগত দর্শনার্থীদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ইত্যাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

    বৃহস্পতিবার সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয় যে গত ১৫ই ডিসেম্বর থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে কারা কর্মকর্তা-কর্মচারী, দর্শনার্থী ও বন্দি চলাচলের স্থানসগুলোতে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    ডগ স্কোয়াডের তল্লাশির মাধ্যমে আগত দর্শনার্থীদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ইত্যাদি উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট দর্শনার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  3. সুপ্রিম কোর্ট, জাজেস কমপ্লেক্স, বার ভবনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

    সুপ্রিম কোর্ট এলাকা, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্ট বার ভবন, বিচারপতিগণের বাসভবনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

    বাংলাদেশ সংবাদ সংস্থা’র খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সুপ্রিম কোর্ট প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন।”

    “সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ সুপ্রিম কোর্টে বিচার কার্য পরিচালনা করে থাকেন। এছাড়া দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথিসহ কয়েক লাখ মামলার নথি অত্র কোর্টে রক্ষিত আছে।”

    “আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারিকসেবা প্রদান করা এবং বিভিন্ন মামলার নথি সংরক্ষণের নিশ্চয়তা প্রদানের নিমিত্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণের বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা অতীব জরুরি।”

    এতে আরও বলা হয়েছে, “এমতাবস্থায়, এ সমস্ত এলাকায় নিরাপত্তা জোরদার করণে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

    সুপ্রিম কোর্ট

    ছবির উৎস, বাসস

    ছবির ক্যাপশান, সুপ্রিম কোর্ট
  4. সরকারকে ‘সুশীলগিরি ছেড়ে জিরো টলারেন্স নীতিতে’ আসতে বললেন হাসনাত

    সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন “ছাত্ররা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছে প্রশাসনে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোসরদের অপসারণ করে প্রকৃত দেশপ্রেমিকদের দায়িত্ব দেয়ার জন্য। কিন্তু সুশীলগিরি দেখিয়ে সরকার সেটি না করার পরিণতি গতকাল রাতে আমরা পেলাম।”

    বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এও বলেছেন, “সরকারের কাছে অনুরোধ, সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন। স্বৈরাচারের দোসরদের সকল ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচান। দেশের জনগণকে বাঁচান।”

    অন্তর্বর্তীকালীন সরকারকে “দুই হাজার মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় বসা সরকার” উল্লেখ করে তিনি আরও বলেন, “এই সরকার সুশীলতার মধ্যে দিয়ে আসেনি, এসেছে দুই হাজার শহীদ এবং ৩০ হাজার আহত ভাই বোনের রক্তের উপর দিয়ে। সেই রক্তের সাথে আপোষ করার কোনও সুযোগ নেই।”

    “আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি একটা নতুন বাংলাদেশের জন্য, প্রশাসনলীগের হুমকি আর আগুন দেখার জন্য নয়। সরকারের কাছে অনুরোধ এদের হাত থেকে প্রশাসন মুক্ত করেন। যদি না করেন তবে গণভবন আর আদালতের মত সচিবালয় কেমন করে আওয়ামী মুক্ত করতে হয় সেটা ছাত্র জনতার খুব ভালো করেই জানা আছে,” তিনি যোগ করেন।

    এই ফেসবুক পোস্টে তিনি সময় টেলিভিশনে কর্মরত পাঁচ গণমাধ্যমকর্মীর একসঙ্গে চাকরি যাওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গেও কিছু কথা বলেন।

    “প্রথমে জুডিসিয়াল ক্যু’র চেষ্টা করা হলো। ছাত্ররা মাঠে নেমে সেটা রুখে দিলো। লীগ যখন আনসার হয়ে ফিরে আসছিলো, এই ছাত্ররাই তাদের বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছে। এনসিটিবিতে বই না ছাপিয়ে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র হলো, সেটাও ছাত্ররা প্রতিহত করলো। এখন যখন স্বৈরাচার হাসিনাকে সার্ভ করা দালাল মিডিয়া সময় টিভি’র ক্যু রুখে দেয়ার জন্য ছাত্ররা এগিয়ে আসলো, তখনই চারদিকে শুরু হলো সুশীলদের আহাজারি,” বলেন তিনি।

    মি. আব্দুল্লাহ বলছেন, “আমরা বারবার বলেছি যে আমরা কোন সাংবাদিকদের লিস্ট দেইনি। অথচ এরপরেও পুরোপুরি বানোয়াট অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে মিডিয়ার মাফিয়ারা ক্যু করলো।”

    সময় টিভি যুগের পর যুগ বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর “ক্যারেকটার এসাসিনেশন করেছে, শহীদ আলিফকে হিন্দু ট্যাগ দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে, জুলাই আন্দোলনকে টেরোরিস্টদের উত্থান বানিয়ে হাসিনার ছাত্র হত্যাকে নর্মালাইজ করেছে, ২১শে অগাস্টের গ্রেনেড হামলা নিয়ে তারেক জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ করে ইমেজ নষ্ট করেছে, বিএনপির প্রতিষ্ঠাকে ডিলেজিটিমাইজ করার অ্যাটেম্পট নিয়েছে” বলে দাবি করেন তিনি।

    সময় টিভি ইস্যুতে বিবিসি বাংলা'র প্রতিবেদন:

  5. তিন দিনের মাঝে সচিবালয়ে আগুন নিয়ে রিপোর্ট দিবে কমিটি

    সচিবালয়ে আগুন লাগার কারণ ও উৎস জানার উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি আগামী তিন দিনের মাঝে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিবে।

    আজ বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

    “আগুনটা আরও আগে নেভানো যেত কি না, আগুন নেভাতে বিলম্ব হয়েছে কি না, এগুলো কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আমরা উত্তর দিতে পারবো না। অনেক প্রশ্ন অনেকের মনে আছে। সব প্রশ্নের উত্তর আমরা আমাদের মতো দিতে থাকলে তাহলে তো তদন্ত কমিটি করে কোনও লাভ হচ্ছে না,” বলেন মিজ হাসান।

    সবাইকে তদন্ত কমিটিকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করে তিনি বলেন, “এই ঘটনার অবশ্যই সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত হতে হবে। এই ঘটনা আর যাতে না ঘটে, সেই ব্যবস্থাও গ্রহণ করতে হবে।”

    এসময় তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিতি ছিলেন।

    সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথির ডিজিটাল রেকর্ড থাকায় তা পুনরুদ্ধার করা সম্ভব। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রেকর্ড অ্যানালগ ছিল।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিসি ক্যামেরার ফুটেজ ইতোমধ্যে সংগ্রহ করা হয়ে গেছে।

  6. হেলিকপ্টারে চড়ে উপদেষ্টা আসিফ মাহমুদের উত্তরবঙ্গ সফর নিয়ে যে ব্যাখ্যা দেয়া হলো

    অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা দেখা যাচ্ছে।

    কেউ কেউ ফেসবুকে লিখছেন, তিনি গত ছয় দিনে ২৮ বার হেলিকপ্টারে চড়েছেন।

    যেমন, মেহেদী হাসান নামক একজন ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে এক পোস্টে লিখেছেন, “নয় কিলো রাস্তা, উনি চাইলে রকেটে চড়েও যেতে পারতো।”

    ওই ফেসবুক পোস্টটি এখন অনেকেই তাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার করছেন।

    চলমান এই বিতর্ক প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড পেইজ থেকে পোস্ট দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে দেয়া পোস্টে বলা হয়েছে, “প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে ছয় দিনে শুধুমাত্র ১০টি উপজেলায় সফর করা যাচ্ছিল।”

    এবারের সফরের উদ্দেশ্য ছিল 'উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ'- এমনটা উল্লেখ করে পোস্টে বলা হয়েছে, “উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন৷ ফলে ছয় দিনে ২২টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়।”

    এরপর পোস্টে আরও বলা হয়, “বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট ছয় বার হেলিকপ্টারে যাতায়াত করেন” তিনি।

    সচিবালয়ে আগুন লাগার কারণে উত্তরবঙ্গ সফর স্থগিত করে বৃহস্পতিবারই ঢাকায় চলে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট
    ছবির ক্যাপশান, উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট
  7. সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়: মির্জা ফখরুল

    ‘সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

    সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি, অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানান।

    মি. আলমগীর বলেন, “সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও ২-৩ জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।”

    “সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।”

  8. আসিফ, নাহিদ ও মাহফুজকে 'বিপ্লবী হওয়ার' আহ্বান সারজিস আলমের

    সচিবালয়ে আগুনের ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে 'বিপ্লবী' ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন।

    বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে সারজিস আলম লেখেন, “বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিলো তাদের মধ্যে অন্যতম স্টেকহোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ। এদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলো।”

    “যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিলো,” বলেন সারজিস আলম।

    তিনি বলেন, “রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নাই।”

    উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের উদ্দেশে মি. আলম বলেন, “বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হোন। পুরো বাংলাদেশে আপনাদের সাথে আছে।"

  9. সড়ক দুর্ঘটনায় চার জন নিহত

    ময়মনসিংহ জেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের তারাকান্দা থানার গাছতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বিবিসি বাংলাকে জানান, সকাল সোয়া সাতটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে অন্য একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয় একটি সিএনজিচালিত অটোরিকশার। পার্শ্ববর্তী জেলা নেত্রকোনার দিকে যাচ্ছিলো অটোরিকশাটি।

    মি. সুলতান জানান, দুর্ঘটনায় অটোরিকশার চার যাত্রী নিহত হন। তারা হলেন আব্দুর রাশিদ (৪৫), তার স্ত্রী বকুল আক্তার (৩৮), শ্যালক মো. বিদ‍্যা মিয়া (৪২) এবং বিদ‍্যা মিয়ার পুত্রবধূ লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা জেলার বাসিন্দা।

    এদের মধ্যে বিদ্যা মিয়া ও লাভলী আক্তার ঘটনাস্থলেই মারা যান। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান বকুল আক্তার ও আব্দুর রাশিদ।

    এই দুর্ঘটনায় শ্যামগঞ্জ হাইওয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান মি. সুলতান।

    নিহত (প্রতীকী ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নিহত (প্রতীকী ছবি)
  10. সাদপন্থিদের নিষিদ্ধসহ তিন দফা দাবি জুবায়েরপন্থিদের

    তাবলিগ জামাতের সাদপন্থিদের নিষিদ্ধের দাবিসহ ঢাকার কাকরাইলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জুবায়েরপন্থিরা। তারা নিজেদের 'শুরায়ে নেজামী' বলে পরিচয় দিয়ে থাকেন।

    বৃহস্পতিবার সকাল থেকে তারা এই কর্মসূচি পালনের ঘোষণা করেন।

    তাবলিগ জামাতের জুবায়েরপন্থি নেতা উত্তরা জামিয়াতুল মানহালের প্রিন্সিপাল কেফায়েতুল্লাহ আজহারী গত মঙ্গলবার দুপুরে কাকরাইল মসজিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

    গত ১৭ই ডিসেম্বর মধ্যরাতে টঙ্গী ইজতেমার মাঠে হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেন জুবায়েরপন্থিরা।

    ওই হামলার পেছনে সাদপন্থিদের অভিযুক্ত করেন তারা। সে সময় টঙ্গী মাঠের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও তারা প্রশ্ন করেন।

    এ সময় জুবায়েরপন্থিরা তিন দফা দাবি জানান,

    ১. বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাদপন্থিদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা।

    ২. ১৭ই ডিসেম্বর গভীর রাতের হত্যাযজ্ঞ এবং ২০১৮ সালের পহেলা ডিসেম্বরের হামলার সাথে জড়িত সব আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা।

    ৩. কাকরাইল মারকাজ ও টঙ্গী ইজতেমার মাঠসহ তাবলীগের সকল কার্যক্রম 'শুরায়ে নিজাম' এর অধীনে পরিচালিত করা।

    প্রতিবছর বিশ্ব ইজতেমায় লাখ-লাখ মুসল্লি অংশ নেন

    ছবির উৎস, Getty Images

  11. বাড়ির মালিক বাড়ি রেখে পালিয়ে যায় না: শেখ হাসিনাকে জামায়াত আমির

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সাথে 'বাড়ি মালিকের মত আচরণ করতেন' বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    বৃহস্পতিবার খুলনার পাইকগাছায় এক পথসভায় তিনি বলেন, "তারা এদেশে জনগণের শাসন কায়েম করেনি, একটি পরিবারকেই জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। এই পরিবারের হাবভাব ছিল 'আমরাই এই জাতির মালিক, বাকি ১৮ কোটি মানুষ সব ভাড়াটিয়া।"

    "বাড়ির যিনি মালিক, তিনি বাড়ি রেখে কোথাও পালিয়ে যান না। ঘর ছেড়ে কে যায়? ভাড়াটিয়া যায়," বলেন মি. রহমান।

    শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি আরো বলেন, “তারা বলতেন, আমরা এ দেশ ছেড়ে পালাবো না। আমরা অমুকের মেয়ে, অমুকের নাতি, অমুকের পুতি। কোথায় গেলেন, কেন পালালেন? আমরা তো বলি নাই পালাতে।

    আমরা তো বলেছিলাম থাকেন, এবং দেখেন কী কাজ করেছেন, তার পরিণতিটা ভোগ করেন,” বলেন জামায়াতে ইসলামীর আমির।

    মি. রহমান ভারতের সমালোচনা করে বলেন, “আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি। আপনারাও বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না।”

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami

    ছবির ক্যাপশান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
  12. কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আবার প্রতিবাদ

    বিচারের দাবিতে ধর্নায় বসেছেন নিহত চিকিৎসকের পরিবার এবং ডাক্তারদের একাংশ।

    ছবির উৎস, MILAN

    ছবির ক্যাপশান, বিচারের দাবিতে ধর্নায় বসেছেন নিহত চিকিৎসকের পরিবার এবং ডাক্তারদের একাংশ।

    আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে আরও একবার প্রতিবাদে সরব হচ্ছে কলকাতা।

    ঘটনার পর চার মাস কেটে গেলেও বিচারাধীন এই মামলার অগ্রগতি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় সন্তুষ্ট নন নিহত চিকিৎসকের পরিবার এবং চিকিৎসকদের একাংশ।

    এদিকে সিবিআই চার্জশিট দিতে না পারায় এই মামলায় গ্রেফতার হওয়া আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাবেক ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর হয়েছে, যা কেন্দ্র করে ক্ষোভ তৈরী হয়েছে।

    তাই এই প্রতিবাদ কর্মসূচি।

    এদিকে, ধর্নার অনুমতি চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আন্দোলনে সামিল চিকিৎসকদের সংগঠন।

    আদালতের নির্ধারিত নির্দেশ মেনেই প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসেছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস অ্যাসোসিয়েশন এবং নিহত চিকিৎসকের পরিবার।

    পাশাপাশি, সাধারণ মানুষওকেও যোগ দিতে দেখা গিয়েছে।

    ধর্নার সময়সীমা বাড়ানোর জন্য আবারও আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আন্দোলনে সামিল চিকিৎসকদের সংগঠন।

    গত নয়ই আগস্ট মাসে আরজি কর হাসপাতালে কর্মরত ওই পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ যার বিচার চেয়ে তীব্র প্রতিবাদ দেখা গিয়েছিল কলকাতাসহ এ রাজ্যে।

    ক্রমে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছিল দেশের সীমানা ছাড়িয়েও।

  13. সিরিয়ায় আসাদপন্থীদের হামলায় ১৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত

    সিরিয়ার নতুন বিদ্রোহী নেতৃত্বাধীন সরকারের সশস্ত্র যোদ্ধারা। ফাইল ছবি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সিরিয়ার নতুন বিদ্রোহী নেতৃত্বাধীন সরকারের সশস্ত্র যোদ্ধারা। ফাইল ছবি

    পশ্চিম সিরিয়ায় আসাদপন্থী বাহিনীর হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

    সিরিয়ার নতুন বিদ্রোহী-নেতৃত্বাধীন সরকার এ খবর নিশ্চিত করেছে। মঙ্গলবার ভূমধ্যসাগরীয় শহর তারতৌসের কাছাকাছি হামলার ঘটনা ঘটে।

    প্রতিবেদনে বলা হয়েছে যে, রাজধানী দামেস্কের কাছে কুখ্যাত সেদনায়া কারাগারে বিদ্রোহের সাথে যুক্ত থাকার অভিযোগে সাবেক কর্মকর্তাকে গ্রেফতারের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

    দুই সপ্তাহ আগে, বিদ্রোহী বাহিনী, যা ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন ক্ষমতার পতন ঘটায়।

    যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সংঘর্ষে তিনজন বিদ্রোহীও নিহত হন।

    নিরাপত্তা বাহিনী পরে আরও সেনা পাঠায়।

    একই দিনে, সিরিয়ার সরকার হোমস শহরে রাত্রীকালীন কারফিউ জারি করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

    সম্প্রতি আলাওয়িত মাজারে হামলার একটি ভিডিও ভাইরালের পরিপ্রেক্ষিতে এ হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

    তবে ভিডিওটি বেশ পুরানো।

    গত নভেম্বরের শেষে আলেপ্পোর বিদ্রোহী অভিযানের অংশ হিসেবে ওই হামলার ঘটনা ঘটে।

    এরপর, হোমস শহরে এক বিক্ষোভকারী নিহত এবং পাঁচজন আহত হন।

    তারতৌস এবং লাতাকিয়া শহরসহ আসাদের জন্মস্থান কারদাহতেও বিক্ষোভ হচ্ছে।

    এদিকে, সিরিয়ায় সংখ্যালঘু আলাওয়িত সম্প্রদায়ই আসাদ পরিবারের রাজনৈতিক ও সামরিক বাহিনীর মূল ভিত্তি হওয়ায়, সাম্প্রতিক সময়ে এই সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

  14. কুমিল্লায় হেনস্তার শিকার মুক্তিযোদ্ধার ১০০ কোটি টাকার মামলা

    বদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা

    ছবির উৎস, Screen Grab

    কুমিল্লার চৌদ্দগ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা এবং এলাকা ছাড়া করার ঘটনায় মানহানির মামলা দায়ের করা হয়েছে।

    বুধবার রাতে আবদুল হাই কানুর পাঠানো লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

    মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে বাদীর কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবিসহ ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।

    মামলায় ১০ জনের নাম উল্লেখ করে সেইসাথে আরো ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

    এর আগে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে পাঁচজনকে আটক করে পুলিশ।

    তাদের মধ্যে একজনকে আসামি করা হয়েছে। আর দুজনের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

    মামলার এজাহারে বলা হয়, গত ২২শে ডিসেম্বর নিজ গ্রাম বাতিসার লুদিয়ারায় গেলে আবুল হাশেমের নেতৃত্বে অন্য অভিযুক্তরা মুক্তিযোদ্ধা আবদুল হাইকে জোরপূর্বক ধরে নিয়ে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যান।

    সেখানে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করেন।

    এ সময় ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন অভিযুক্তরা।

    এতে সামাজিকভাবে তার মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  15. ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদের হুঁশিয়ারি

    আসিফ মাহমুদ।

    ছবির উৎস, Facebook

    সচিবালয়ে আগুনের ঘটনাকে 'সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র' বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ।

    বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। ”

    বাংলাদেশ সরকারের সচিবালয়ের বুধবার দিবাগত রাতে আগুন লাগে। ছয় ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর বৃহস্পতিবার সকাল আটটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

    আগুনে পোড়া সাত নম্বর ভবনেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অবস্থিত।

    মি. মাহমুদ ফেসবুকে লিখেছেন, "মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।”

    আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, “আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না” যোগ করেন এই উপদেষ্টা।

    তিনি বর্তমানে নীলফামারীতে অবস্থান করছেন জানিয়ে, যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরে আসার কথাও বলেন।

    মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

    আসিফ মাহমুদ

    ছবির উৎস, Asif Mahmud Facebook

  16. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ এবং বিশ্বের সব ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন সানজানা চৌধুরী।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে