সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বসবে সরকার

অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা ৬টি সংস্কার কমিশন কাজ শুরুর আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সাথে বসবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রশাসনের ১৭ জন উপসচিবকে শাস্তির সুপারিশ করেছে ডিসি নিয়োগ নিয়ে হট্টগোলের ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটি। এক নজরে দিনের উল্লেখযোগ্য সব ঘটনাপ্রবাহ...

সার সংক্ষেপ

  • ডিসি নিয়োগ নিয়ে হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ
  • সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদার গ্রেফতার
  • দেশে ফিরেই বিমানবন্দরে সুলতান মনসুর আটক
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১ হাজার ১৫২ জন
  • দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ড. ইউনূসের

সরাসরি কভারেজ

  1. সোমবার যা যা হলো

    অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা ৬টি সংস্কার কমিশন কাজ শুরুর আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সাথে বসবে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

    সচিবালয়ে হট্টগোলের ঘটনায় প্রশাসনের ১৭ জন উপসচিবকে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ তথ্য জানান।

    সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি এসব মামলায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তিও দেয়া হবে বলেও জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

    ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় বিক্ষোভের জেরে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে।

    সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে চাকরিপ্রার্থীরা। চাকরির যৌক্তিক বয়স নির্ধারনে একটি কমিটি গঠন করেছে সরকার।

    সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে র‌্যাবকে দায়িত্ব থেকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

  2. সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আবারো বসবে সরকার

    অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা ৬টি সংস্কার কমিশন কাজ শুরুর আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সাথে বসবে অন্তর্বর্তীকালীন সরকার।

    সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

    সরকার গঠিত ৬ কমিশন আগামীকাল মঙ্গলবার থেকে কাজ শুরু করার কথা ছিল। এ নিয়ে এক প্রশ্নের প্রেস সেক্রেটারি মি. আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে চাচ্ছেন।

    কমিশনের কাজ এরইমধ্যে কিছুটা হলেও শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো এখানে একটা স্টেকহোল্ডার। তাদের সঙ্গে আলাপ হবে। অনেক কিছুতে তাদের মতামত চাওয়া হবে। এ বৈঠক দ্রুতই হবে।

    তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরই কমিশনগুলো (চূড়ান্তভাবে) কাজ শুরু করবে। আওয়ামী লীগের সঙ্গে সংস্কার ইস্যুতে আলোচনা করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা ঠিক করবে উপদেষ্টা পরিষদ।

  3. ডিসি নিয়োগ নিয়ে হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

    প্রশাসনের ১৭ জন উপসচিবকে শাস্তির সুপারিশ করেছে ডিসি নিয়োগ নিয়ে হট্টগোলের ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটি।

    বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

    এই ১৭ জন উপসচিব সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা করায় কমিটি এই সুপারিশ করেছে।

    সিনিয়র সচিব মি. রহমান বলেন, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী গুরু এবং লঘুদণ্ড দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, “গত ১০ ডিসেম্বর আমাদের মন্ত্রণালয়ে একটি আনরেস্ট হয়েছিল। সেটার জন্য এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির রিপোর্ট পাওয়া গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও প্রতিবেদন পাওয়া গেছে।”

  4. সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার

    সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাব।

    সোমবার মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    র‍্যাব জানায়, গত ৪ অগাস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের মামলায় তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

    র‍্যাব জানিয়েছে, গত ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারা সিরাজগঞ্জ থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তারা মৌলভীবাজারে অবস্থান করেন।

    তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে র‍্যাব।

  5. ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১৫২ জন।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এ নিয়ে চলতি মাসের ৩০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮০ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে মোট রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৯৭ জন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৭ জন, খুলনা বিভাগে ৮৬ জন রয়েছেন।

    এছাড়া রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন ও রংপুর বিভাগে ৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩০ হাজার ৯৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৩ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

  6. জুনিয়র চিকিৎসকরা সমস্ত পরিষেবা দিচ্ছে কি না জানতে চাইল ভারতের সুপ্রিমকোর্ট, আরজি কর ইস্যুতে আন্দোলন করা এই চিকিৎসকরা কাজে ফিরেছেন

    আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত পশ্চিমবঙ্গের চিকিৎসকরা কাজে ফেরার পর হাসপাতালে সমস্ত পরিষেবা দিচ্ছেন কি না জানতে চাইল সুপ্রিম কোর্ট।

    সোমবার রাজ্যের পক্ষ থেকে জানানো হয় জুনিয়র চিকিৎসকরা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন কিন্তু অন্যান্য বিভাগের পরিষেবা দিচ্ছেন না।

    জুনিয়র চিকিৎসকদের পক্ষের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, “এই তথ্য ঠিক নয়। প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে।”

    প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানতে চান, কেন শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবার কথা বলা হচ্ছে। এর উত্তরে মিজ জয়সিং জানান, প্রয়োজনীয় পরিষেবা মধ্যে বহির্বিভাগ পড়ে না।

    প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে এটা ঠিক নয়। রোগীদের সমস্ত ধরনের পরিষেবা দেওয়া উচিৎ।

    প্রসঙ্গত জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি তুলে নেওয়ার পর জরুরি পরিষেবা দেওয়ার কাজে ফিরেছিলেন। হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, চিকিৎসকদের নিরাপত্তাসহ একাধিক দাবি দাওয়া আগেই জানিয়েছিলেন তারা।

    একইসঙ্গে জানিয়েছিলেন সে বিষয়ে রাজ্য তার প্রতিশ্রুতি পালন করে কি না দেখে তারা তাদের পরের পদক্ষেপ নির্ধারণ করবেন।

    সম্প্রতি কলকাতার সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের হেনস্থারও অভিযোগ উঠেছে, যার জেরে ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেন। তারই মাঝে সোমবার শীর্ষ আদালতে শুনানি ছিল আরজি কর মামলার।

    শুনানিতে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের কাজ কতটা এগিয়েছে সে বিষয়ে জানতে চায় সুপ্রিমকোর্ট। রাজ্যের তরফে কাজের অগ্রগতির রিপোর্ট শীর্ষ আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। এরপর হাসপাতালগুলোতে সিসিটিভি লাগানো এবং অন্যান্য কাজের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিমকোর্ট।

    সোমবার সুপ্রিমকোর্টে আরজি কর মামলার শুনানি ছিল।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সোমবার সুপ্রিমকোর্টে আরজি কর মামলার শুনানি ছিল।
  7. সরকারি চাকরিতে আবেদনের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন

    সরকারি চাকরিতে আবেদনের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    কমিটির প্রধান করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে। আর সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে।

    সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

    কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

    বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। আর অবসরে যাওয়ার বয়সসীমা ৫৯ বছর।

    গত কয়েক বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন চাকরি প্রত্যাশীরা।

    সোমবার এই দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিও পালন করে।

    সরকারি নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন একদল চাকরিপ্রত্যাশী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সরকারি নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন একদল চাকরিপ্রত্যাশী
  8. চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসার সামনে আন্দোলনকারীদের অবস্থান

    সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা।

    এর আগে সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা অংশ নেন।

    এসময় তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানান।

    দুপুর দেড়টার দিকে শাহবাগে সমাবেশ করে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছালে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।

    পরে সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দুপুর ২টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে।

    পরে বিকেল তিনটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

    চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান

    ছবির উৎস, MONIRUL ISLAM

    ছবির ক্যাপশান, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান
  9. আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত

    শ্রমিক বিক্ষোভ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ (ফাইল ফটো)

    ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় বিক্ষোভের সময় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে।

    সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালের কর্মকর্তা রাজিব হোসেন জানান, নিহত ওই ব্যক্তির নাম কাউছার হোসাইন খান। তিনি একটি কারখানার পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

    এ ঘটনায় আরো কয়েকজন গুলিবিদ্ধ ও অন্তত ৩০ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    স্থানীয় সাংবাদিক নাজমুল হোসেন বিবিসি বাংলাকে বলেন, বেলা ১২টার পর শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কয়েকটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে।

    এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়।

    এতে ৩০ জন শ্রমিক আহত ও একাধিক শ্রমিক গুলিবিদ্ধ হয়।

  10. মৌলবাদের সঙ্গে সরকারের আপস উদ্বেগজনক দৃষ্টান্ত: টিআইবি

    জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী ও অন্তর্বর্তীকালীন সরকারের আপসকামী আচরণের পরিচায়ক বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

    নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার, মৌলবাদী হুমকির সাথে আপস করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

    এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “আমরা আতঙ্কের সঙ্গে লক্ষ করছি, অসাম্প্রদায়িক চেতনা ও বহুত্বের বিরুদ্ধে কুৎসা, বিদ্বেষ, ঘৃণা ছড়িয়ে শঙ্কা ও হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা ক্রমেই উৎকট রূপ ধারণ করছে।টট

    ''এ ধরনের স্বার্থান্বেষী মহলের অপপ্রচার, হুমকির প্রতি নতি স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকার আপস করছে। যার উদ্বেগজনক উদাহরণ হলো পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের ঘটনা''।

    বিষয়টি একদিকে যেমন সরকারের মৌলবাদ ও সাম্প্রদায়িকতার সঙ্গে আপসের উদাহরণ, অন্যদিকে তেমনি “নতুন বাংলাদেশ” এর বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্খার প্রতি রীতিমতো প্রহসন বলে তিনি উল্লেখ করেন।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

    ছবির উৎস, TIB

    ছবির ক্যাপশান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
  11. সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, মুক্তি পাচ্ছেন গ্রেফতারকৃতরা

    সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি এসব মামলায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তিও দেয়া হবে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬; ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর অধীনে গত আগস্ট পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫ হাজার ৮১৮টি মামলা চলমান।

    এছাড়া বর্তমানে স্পিচ অফেন্স–সম্পর্কিত মোট ১ হাজার ৩৪০টি মামলা চলমান, যার মধ্যে ৪৬১টি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।

    সরকারের দেয়া তথ্য মতে, স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনে ২৭৫টি মামলা চলমান রয়েছে।

    সরকার স্পিচ অফেন্স-সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনি তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানানো হয়েছে সরকারি এই বিজ্ঞপ্তিতে।

  12. সাগর-রুনি হত্যা তদন্তে র‍্যাবকে সরিয়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ

    সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে র‌্যাবকে দায়িত্ব থেকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। মামলার তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে ছয় মাসের সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট।

    সাগর-রুনি হত্যা মামলার তদন্তভার র‍্যাবকে দেয়ার ব্যাপারে হাইকোর্টের আদেশ সংশোধন চেয়ে এক আবেদন করা হয়।

    সেই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

    আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

    ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার একটি ভাড়া বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। পরে মেহেরুন রুনির ভাই নওশের রোমান এক হত্যা মামলা দায়ের করেন।

    প্রথমে এই মামলা তদন্ত করছিল পুলিশ। কয়েকদিনের মাথায় তদন্তভার গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেয়া হয়।

    এরপর ২০১২ সালের ১৮ই এপ্রিল হাইকোর্ট র‍্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র‍্যাব।

    এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১১ বার পিছিয়েছে। মামলা তদন্তে র‍্যাবের ভূমিকা নিয়ে নানা প্রশ্নও দেখা দেয়।

    মামলাটি র‍্যাবের কাছে পাঠানোর ওই আদেশের সংশোধন চেয়ে রোববার স্বরাষ্ট্র সচিবের পক্ষে হাইকোর্টে আবেদনটি করা হয়।

  13. চট্টগ্রাম বন্দরের তেলবাহী ট্যাংকারে আগুন, নিখোঁজ ৩

    চট্টগ্রামের পতেঙ্গায় নোঙর করা একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় এক মার্শাল ক্যাডেটসহ তিন জন নিখোঁজ রয়েছেন।

    আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কাজী হুমায়ুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে এ ঘটনা ঘটে।

    এমটি বাংলার জ্যোতি নামে ট্যাংকারটি সাগরে নোঙর করে রাখা বড় জাহাজ থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়।

    সকালে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল বোঝাই করে জাহাজটি জেটিতে আসে।

    তেল খালাস করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

    বিস্ফোরণের পর পর মার্শাল ক্যাডেট সৌরভ (৩৫) এবং দুই কর্মী নুরুল আলম এবং হারুনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

    বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ।

    তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি।

  14. একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল তিন দিন

    ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে।

    নতুন নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী তেসরা অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। এর আগে রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত।

    শিক্ষার্থীদের তেসরা অক্টোবরের বিকেল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে।

    রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

    শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট এর College Login প্যানেলে রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে।

    শিক্ষার্থী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শিক্ষার্থী
  15. ব্রাহ্মণবাড়িয়ার ‘ছানামুখী’ পেয়েছে জিআই স্বীকৃতি

    ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। ছানামুখী হল দুধে তৈরি এক ধরনের মিষ্টান্ন যা ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের মধ্যে বেশ জনপ্রিয়।

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে এই মিষ্টান্ন জিআইয়ের স্বীকৃতি পেয়েছে।

    তবে এই স্বীকৃতি আরো কয়েকদিন আগে হলেও জেলা প্রশাসন বদলির কারণে তা রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

    শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। ডিপিডিটিতে এর জিআই নম্বর ৪১।

    জেলা তথ্য বাতায়নে পুরোনো ও ঐতিহ্যবাহী খাবার হিসাবে উল্লেখ আছে এই ছানামুখীর নাম।

    সাধারণত দেশি গরুর দুধ থেকে ছানা তৈরি করে তার উপর চিনির শিরার প্রলেপ দিয়ে শুকিয়ে ছানামুখী পরিবেশন করা হয়।

    ব্রাহ্মণবাড়িয়ার ‘ছানামুখী’

    ছবির উৎস, Masuk Hridoy

    ছবির ক্যাপশান, ব্রাহ্মণবাড়িয়ার ‘ছানামুখী’
  16. নেপালের ছাড়া জলের কারণে উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন মমতা

    বন্যা ও ধ্বসে বিধ্বস্ত নেপালের কোশী নদী থেকে জল ছাড়ায় এ রাজ্যের একাধিক জেলায় বন্যার আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তিনি জানিয়েছেন ফরাক্কা ব্যারাজে দুই দশক ড্রেজিং না হওয়ার ফলে কোশী নদীর জল বিহার হয়ে গঙ্গা দিয়ে বাংলায় প্রবেশ করতে থাকলে পরিস্থিতি গুরুতর হতে পারে।

    এমনিতেই ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক। মুখ্যমন্ত্রীর আশঙ্কা কোশী নদীর ছাড়া জলের কারণে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারসহ একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে।

    পরিস্থিতি খতিয়ে দেখতে রোববার উত্তরবঙ্গে পৌঁছন তিনি, প্রশাসনিক করতাদের সঙ্গে বৈঠকও করেছেন।

    মুখ্যমন্ত্রী বলেন , “দক্ষিণবঙ্গ ডিভিসি-র জলে যেমন ভেসেছে, উত্তরবঙ্গে নেপাল থেকে কোশী নদীর জল ছেড়েছে। ৫ লক্ষ কিউসেক টন জল ছেড়েছে। ওই জল বিহার হয়ে বাংলায় ঢুকছে।”

    “কেন্দ্র ফরাক্কা ব্যারাজে ড্রেজিং করে না। না হলে, ফরাক্কায় আরও জল জমা রাখতে পারত। যার জন্য বিহারও ডোবে, বাংলাও ডোবে।”

    এদিকে, ভারী বৃষ্টির জেরে বন্যা ও ধ্বসে বিধ্বস্ত নেপাল। সোমবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নেপালে এখনও পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে, ৪২ জন নিখোঁজ এবং ১১১ জনের বেশি মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে নেপাল থেকে জল ছাড়া হয়েছে যার প্রভাব ভারতে পড়ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

    এই অবস্থায় কোশী, মহানন্দা এবং গণ্ডক নদীতে জলস্ফীতির কারণে ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বিহারের একাধিক জেলার অবস্থা আশঙ্কাজনক প্লাবিত।

  17. সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‍্যাবকে সরাতে আবেদন

    সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার তদন্তের দায়িত্ব থেকে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-কে সরিয়ে দিতে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

    সোমবার ৩০শে সেপ্টেম্বর সকালে আদালতে এ আবেদন করা হয়।

    রোববার মামলার বাদি রুনির ভাই নওশের রোমান অভিযোগ করে বলেন, এ হত্যার ঘটনা ধামাচাপা দিতেই র‌্যাবকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। হত্যা রহস্য উদঘাটনে আইনজীবীও নিয়োগ করা হয়েছে।

    সাগর-রুনি হত্যার পর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও এ হত্যা রহস্যের কোনো কূলকিনারা করা যায়নি।

    পুলিশ, সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র‍্যারের কাছে গেলেও কোনো অগ্রগতি হয়নি। বরং এ পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১৩ বার পিছিয়েছে।

    ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাতে এই সাংবাদিক দম্পতি ঢাকায় তাদের ভাড়া বাসায় খুন হন।

    সে সময় তাদের পাঁচ বছর বয়সি ছেলে ওই বাড়িতে থাকলেও তার ওপর কোন হামলা হয়নি। পরে রুনির ভাই নওশের আলী রোমান এ ঘটনায় শেরেবাংলা থানায় মামলা দায়ের করেন।

    সাগর সরওয়ার ও মেহেরুন রুনি

    ছবির উৎস, Facebook

    ছবির ক্যাপশান, সাগর সরওয়ার ও মেহেরুন রুনি
  18. আদালতে আত্মসমর্পণ করলেন শফিক রেহমান

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আদালতে আত্মসমর্পণ করেছেন।

    সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি।

    রোববার শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে।

    যেহেতু শর্ত অনুযায়ী তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন সেক্ষেত্রে তাকে মাহমুদুর রহমানের মতো কারাগারে যেতে হবে না বলেও তার আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন।

    গত বছরের ১৭ আগস্ট এ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনকে ৭ বছর করে কারাদণ্ড দেয় আদালত।

    জানা যায়, ২০১৫ সালের ৩রা অগাস্ট পল্টন থানায় দায়ের করা মামলায় ২০১৬ সালের ১৬ই এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান। পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি।

    শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশে ফিরেছেন।

    শফিক রেহমান
    ছবির ক্যাপশান, শফিক রেহমান
  19. দেশে ফিরেই বিমানবন্দরে সুলতান মনসুর আটক

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে।

    সোমবার ভোরে কানাডা থেকে দেশের ফেরার সময় তাকে আটক করা হয়।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, ‘কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে আটক করা হয়েছে এমনটা বলা যাবে না। তার বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ আছে কিনা সেটাই যাচাই করা হবে।’

    ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই সুলতান মনসুর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন। তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলার বিষয়ে জানাতে পারেনি পুলিশ।

    উল্লেখ্য, ১৯৮৬ সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি।

    ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সুলতান মনসুর বিজয়ী হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন তিনি।

    সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ

    ছবির উৎস, Sultan Muhammed Mansur Ahmed/Facebook

    ছবির ক্যাপশান, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ
  20. বৃষ্টির কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর অবশেষে মাঠে গড়াল কানপুর টেস্ট

    চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে একেবারে নির্ধারিত সময়ে। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে মাঠে নেমেছেন দুই বাংলাদেশি ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।

    কানপুর টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হয়। বিরতির পর খেলা চালু হলেও আলো না থাকায় অল্প সময়ের মধ্যেই খেলা গুটিয়ে যায়।

    প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। ওই দিন ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ।

    দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায় পরে তৃতীয় দিনও ভেজা আউটফিল্ডের কারণে খেলা মাঠে গড়ায়নি।

    সে হিসেবে সোমবারে বৃষ্টির সম্ভাবনা অনেক কম মোটে ২৪ শতাংশ বলে জানা গিয়েছে।