ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নিলেন উপদেষ্টারা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলো অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন উপদেষ্টারা। এদিনই দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেন ড. ইউনূস। আইনশৃঙ্খলা ফেরানো প্রথম কাজ বলে জানিয়েছেন তিনি। এদিকে, আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখপ্রকাশ করে নতুন আইজিপি সব পুলিশ সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে নিজ কর্মস্থলে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। দিনের নানা আপডেট জানতে বিবিসি বাংলার লাইভ পাতা অনুসরণ করুন...

সার সংক্ষেপ

  • ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হলো অন্তর্বর্তী সরকার।
  • বঙ্গভবনে উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি।
  • আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে প্রথম কাজ, দেশে ফিরে ড. ইউনূস।
  • নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।
  • দেশের দুই কারাগার থেকে পালিয়েছে তিন শতাধিক বন্দি।
  • গাজীপুর জেলা কারাগারে সংঘাতে আহত ১৬।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা যা দেখা গেল

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করা হবে। বৃহস্পতিবার ঢাকায় সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে নৌ ও বিমান বাহিনী প্রধান, নবনিযুক্ত পুলিশের আইজিপি, র‍্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

    মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেলেও সেটি মাত্রাতিরিক্ত পর্যায়ে যাওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। অন্যদিকে, অপর উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তরুণরা রাষ্ট্রের হাল ধরার জন্য প্রস্তুত।

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পদত্যাগ করেছেন। এর আগে, বৃহস্পতিবার সকালেই উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সমন্বয়করা।

    দেশে ফিরেই ড. মুহাম্মদ ইউনূস বলেছেন আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে প্রথম কাজ। বিভিন্ন জায়গায় হামলা বা আক্রমণ ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, “আমাদের কাজ সবাইকে রক্ষা করা। প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন। তাদেরকে রক্ষা করা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের প্রথম কাজ।”

    বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আদেশে তার নিয়োগের কথা জানানো হয়। আইনজীবী মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

  2. ড. ইউনূসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদী

    নতুন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    সামাজিক মাধ্যম এক্সে ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরও লিখেছেন, "আমরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

  3. জনগণ মনে করলে তরুণরাই রাষ্ট্রের হাল ধরতে প্রস্তুত: নাহিদ ইসলাম

    মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেলেও সেটি মাত্রাতিরিক্ত পর্যায়ে যাওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। অন্যদিকে, অপর উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তরুণরা রাষ্ট্রের হাল ধরার জন্য প্রস্তুত।

    বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণের পর গণমাধ্যমে কথা বলেন এই দুই উপদেষ্টা।ড. নজরুল বলেন, “যে পশুশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই, তেমন হলে ছাত্রজনতা যে সুযোগ নিয়ে এসেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে সেটার অর্জন ও মাহাত্ম্য ম্লান হয়ে যাবে।”

    বিভিন্ন জায়গায় হামলার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, ক্রোধ সংবরণ করে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে।

    অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাহিদ ইসলাম বলেন, “জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে জনগণের সে আহবানে সাড়া দেয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে।”

    রাষ্ট্র ও সমাজে বৈষম্য দূর করে সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যের কথা উল্লেখ করেন তিনি।

    শপথ নেয়ার সময়ে উপদেষ্টাদের একাংশ
    ছবির ক্যাপশান, শপথ নেয়ার সময়ে উপদেষ্টাদের একাংশ
  4. চেয়েছিলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার, এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তারা

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা দু'জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

    জানা যাচ্ছে, মি. ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, মি. ভূঁইয়া ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে গণমাধ্যমের বেশ পরিচিতি পান এই দুই শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার প্রথম দফায় কারফিউ জারি করার পর এই দুজনকেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

    এরপর রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্য কয়েকজন সমন্বয়কের সাথে তাদেরও তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। পরে তাদের দিয়ে একটি ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়।

    কিন্তু সেখান থেকে ছাড়া পেয়ে তারা আবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং এর ধারাবাহিকতায় এক পর্যায়ে সরকার পতনের এক দফা ঘোষণা করেন।

    সহিংসতায় রূপ নেয়া এই আন্দোলনের চাপে পাঁচই অগাস্ট গণভবন ঘেরাও করতে যায় ছাত্র-জনতা। বিক্ষোভের মুখে সেদিনই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাহ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

    নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি ছাত্রসংগঠনের নেতা। নাহিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।

    মি. মাহমুদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন।

    গত বছর ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে কয়েকজন নেতাকর্মী ছাত্রশক্তি নামের এই সংগঠন গড়ে তোলে।

    রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক।
  5. বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত

    শপথ
    ছবির ক্যাপশান, শপথ গ্রহণ করছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
    ছবির ক্যাপশান, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
    শপথ গ্রহণ অনুষ্ঠানে
    ছবির ক্যাপশান, শপথ গ্রহণ অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
    শপথ গ্রহণ অনুষ্ঠানে
    ছবির ক্যাপশান, রাজনীতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে
    শপথ গ্রহণ অনুষ্ঠানে
    ছবির ক্যাপশান, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
    শপথ গ্রহণ অনুষ্ঠানে
    ছবির ক্যাপশান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
    শপথ গ্রহণ অনুষ্ঠানে
    ছবির ক্যাপশান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য নির্ধারিত আসন
  6. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    রাত ৯টা ২০ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে হিসেবে শপথ নিয়ে স্বাক্ষর করেন ড. মুহাম্মদ ইউনূস।

    এরপর ১৬ জন উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে আছেন-ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুকী আযম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    এই উপদেষ্টাদের মধ্যে বিধান রঞ্জন রায়, ফারুকী আজম ও সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় বাকি ১৩ জনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি।

  7. ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় সব থানার কার্যক্রম শুরু: আইএসপিআর

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করা হবে।

    বৃহস্পতিবার ঢাকায় সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে নৌ ও বিমান বাহিনী প্রধান, নবনিযুক্ত পুলিশের আইজিপি, র‍্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার এক বৈঠক করেছেন।

    বৈঠকে সারাদেশে অরাজকতা, অগ্নি সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

    সেখানে চলমান অরাজকতা, অগ্নি সংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানদের সিদ্ধান্তের কথা জানানো হয়।

    অন্যদিকে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শকের (আইজিপি) আহ্বানে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরছেন।

    তবে, পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, সদস্যদের কিছু অংশ কাজে ফিরলেও অনেকেই এখনও কাজে যোগ দেননি।

    এর আগে বুধবার পুলিশের অভ্যন্তরীণ ও প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে ১১ দফা দাবি তুলে ধরেন পুলিশ সদস্যরা।

    সেনাসদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে বৈঠক

    ছবির উৎস, ISPR

    ছবির ক্যাপশান, সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে বৈঠক
  8. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা থাকতে পারেন

    ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সরকারের সম্ভাব্য ১৬ উপদেষ্টার একটি তালিকা পাওয়া গেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ তালিকায় আছেন-

    ১. সালেহ উদ্দিন আহমেদ

    ২. ড. আসিফ নজরুল

    ৩. আদিলুর রহমান খান

    ৪. হাসান আরিফ

    ৫. তৌহিদ হোসেন

    ৬. সৈয়দা রেজওয়ানা হাসান

    ৭. শারমিন মুরশিদ

    ৮. ফারুকী আযম

    ৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

    ১০. সুপ্রদিপ চাকমা

    ১১. বিধান রঞ্জন রায়

    ১২. আ.ফ.ম খালিদ হাসান

    ১৩. ফরিদা আখতার

    ১৪. নুরজাহান বেগম

    ১৫. মো. নাহিদ ইসলাম

    ১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন হিসেবে রাষ্ট্রীয় ভবন যমুনা প্রস্তুত করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

    শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

    ছবির উৎস, SAFIQ RUSSEL

    ছবির ক্যাপশান, শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন
  9. আল্টিমেটামের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

    এর আগে, ৬ই অগাস্ট বিশ্ববিদ্যালয়টির ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেন বলে জানান স্থানীয় সাংবাদিক আনোয়ার আলী হিমু।

    বৃহস্পতিবার সকালেই উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সমন্বয়করা।

    এতে বলা হয়, “আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, দুই উপ-উপাচার্য, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ কর্মকর্তা, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ১৭ হলের প্রভোস্ট, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের মহান মুক্তির যুদ্ধে রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা তাদের ফ্যাসিবাদী "আম্মো''র মতো টেনেহিঁচড়ে বের করতে বাধ্য হবে। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যাক্তিগত কারণ দেখানো চলবে না।”

    এছাড়া, বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

    তার আগে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক আলমগীর কবির।

    একইদিন রাত ৯টার পর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ পদত্যাগ করেন।

    অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

    ছবির উৎস, ru.ac.bd

    ছবির ক্যাপশান, অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার
  10. ড. ইউনূস তো আমাদেরই: বিএনপি মহাসচিব

    ড. মুহাম্মদ ইউনূসকে নিজেদের মনোনীত বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ড ইউনূস তো আমাদেরই... ছাত্রদের, আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি যে এই ইন্টেরিম গভর্মেন্টের দায়িত্ব তিনি পালন করবেন।”

    বৃহস্পতিবার বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের ব্রিফ করেন।

    এই গোটা সমস্যার মূল হিসেবে ‘গণতন্ত্রের অভাব’কে উল্লেখ করে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা ড. মুহাম্মদ ইউনূসের প্রধান কাজ হিসেবে বর্ণনা করেন তিনি।

    “যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততো তিনি সাফল্য অর্জন করবেন... অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারে প্রত্যাবর্তন করতে হবে,” বলেন মি. আলমগীর।।

    এছাড়া আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগের কথাও বলেন তিনি।

    বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  11. আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে প্রথম কাজ, দেশে ফিরে ড. ইউনূস

    দেশে ফিরেই ড. মুহাম্মদ ইউনূস বলেছেন আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে প্রথম কাজ।

    বিভিন্ন জায়গায় হামলা বা আক্রমণ ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, “এগুলো আমাদের কিছু না…আমাদের কাজ সবাইকে রক্ষা করা। প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন। তাদেরকে রক্ষা করা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের প্রথম কাজ।”

    সংবাদ ব্রিফিং-এ তিনি বলেন, “আমার উপরে যদি ভরসা রাখেন, আশা করি দেশের কোথাও হামলা হবে না। আমার কথা যদি না শোনেন তাহলে, আমার এখানে কোনও প্রয়োজন নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে ব্যস্ত থাকি। আমাকে প্রয়োজন মনে করলে আপনাদের দেখাতে হবে আমার কথা আপনারা শোনেন।”

    সহিংসতাকারীদের প্রতিরোধে আইন নিজেদের হাতে না তুলে নেয়ার কথাও বলেন তিনি। বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করলে যেন দুটা টাকা দিয়ে ছেড়ে দিলো, এমনটা না হয়।

    এই আন্দোলনে তরুণদের ভূমিকার প্রশংসা করে তাদের দেশ পরিচালনার কথাও বলেন।

    এসময় আবু সাঈদের কথা বলতে গিতে আবেগাপ্লুত হয়ে পড়েন ড. ইউনূস।

    তিনি বলেন, “আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের। তার কথা প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। তারপর থেকে কোনো যুবক হার মানে নাই। তারা এগিয়ে গেছে।”

    “সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু আস্থা নাই” উল্লেখ করে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস বলেন, “সরকারের কথা শুনলে মনে হয় ভয়ের একটা জিনিস। তাকে সামাল দিয়ে চলতে হবে। কিন্তু এটা হবার কথা না। সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। সরকারি লোক দেখলে বলবে আমার লোক।”

  12. দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস

    দেশে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

    তিন বাহিনীর প্রধান ড. ইউনূসকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধিকেও সেখানে দেখা গেছে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আলিঙ্গন করেন তিনি। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ব্রিফিং করেন।

    বিমানবন্দরে ড. ইউনূস।
    ছবির ক্যাপশান, বিমানবন্দরে ড. ইউনূস।
  13. নতুন অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান

    বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান।

    বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আদেশে তার নিয়োগের কথা জানানো হয়।

    বৃহস্পতিবারই অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগ দেবেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন এই আইনজীবী।

    আদেশে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মি. আসাদুজ্জামানকে অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ দেন।

    অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

    আইনজীবী মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।

    অতীতে বিভিন্ন সময় বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে যেসব মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরা হতো, সেখানে তাকে ভূমিকা রাখতে দেখা গেছে।

    সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব মোঃ আসাদুজ্জামান

    ছবির উৎস, Facebook

    ছবির ক্যাপশান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব মোঃ আসাদুজ্জামান
  14. গাজীপুর জেলা কারাগারে সংঘাতে আহত ১৬

    গাজীপুর জেলা কারাগারে কয়েদীদের সাথে কারারক্ষীদের সংঘাতে তিন কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন।

    বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা কারাগারের আশেপাশের মানুষ ব্যাপক গোলাগুলির শব্দ পায়।

    এ ব্যাপারে কারাগার হাসপাতালের চিকিৎসক মাকসুদা জানিয়েছেন, সরকার পতনের খবর পেয়ে সকাল থেকে বন্দিরা তাদের মুক্তির জন্য বিক্ষোভ করতে থাকে।

    এক পর্যায়ে তারা জেল গেটে জড়ো হয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে কারারক্ষীরা তাদের নিবৃত্ত করতে রাবার বুলেট ছোড়ে।

    এতে ঘটনাস্থলে ১৩ জন বন্দি আহত হন। এছাড়া বন্দিদের সাথে সংঘাতে তিন কারারক্ষীও আহত হন।

    চিকিৎসক মাকসুদা জানান, “বন্দিরা বিদ্রোহ শুরু করলে তাদের দিকে রাবার বুলেট ছোড়া হয়। তারা অজ্ঞান হয়ে যায়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সবার জ্ঞান ফিরেছে। তাদের পুরো শরীরে রাবার বুলেটের আঘাত ছিল। কারো চোখে, কারো মাথায়, কারো পায়ে আঘাত। অনেকের ক্ষতস্থান সেলাই করা লেগেছে।”

    আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কাছেই শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এদিকে কারাগারের নিরাপত্তা জোরদারে মূল ফটক ও এর আশেপাশে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

    গাজীপুর জেলা কারাগারের বেশিরভাগ মাদক ও হত্যা মামলার আসামি বলে জানা গিয়েছে।

    গাজীপুর জেলা কারাগার

    ছবির উৎস, Razibul Hasan

    ছবির ক্যাপশান, গাজীপুর জেলা কারাগার
  15. গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পুলিশ সদর দপ্তরের

    পুলিশ সদস্যদের নিরাপদে কর্মস্থলে যোগদানে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

    বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়।

    বার্তায় বলা হয়, পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য যে আহ্বান জানানো হয়েছিল সেটির প্রেক্ষিতে তারা কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

    তাদেরকে আসার পথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং আপামর জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

    একইসঙ্গে কর্মস্থলে আসার পথে পুলিশ সদস্যরা বাধার সম্মুখীন হচ্ছেন বলে প্রচারিত সংবাদের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

  16. চুয়েটে সব ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে।

    বুধবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    সেখানে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।

    এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

    চুয়েটের অফিসাদেশ
    ছবির ক্যাপশান, চুয়েটের অফিসাদেশ
  17. মিরপুর, পল্লবী এবং ভাটারা থানা ঘুরে যা দেখলেন বিবিসি সংবাদদাতা

    বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টার মধ্যে মিরপুর, পল্লবী এবং ভাটারা থানায় কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।

    একইসঙ্গে আগুনে ভস্মীভূত হওয়া থানাগুলোর ভেতরে ছিল না কোনো আসবাবও। বিশেষ করে মিরপুর ও ভাটারা থানা সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়েছে।

    বিবিসি বাংলার সংবাদদাতা আকবর হোসেন ঢাকার এ তিনটি থানা ঘুরে এমন দৃশ্যই দেখেছেন আজ।

    তবে পুলিশ না থাকলেও ওই থানাগুলোতে কয়েকজন আনসার সদস্যকে দেখা গেছে।

    এসময় মিরপুর এবং ভাটারা থানায় আটজন করে এবং পল্লবী থানায় ১২জন আনসার সদস্য ছিলেন।

    এ সময় পল্লবী থানার ভেতরে সাদা পোশাকে দুইজন পুলিশ কর্মকর্তাকে দেখা গেছে।

    তাদের একজনের সঙ্গে কথা বলে জানা যায়, থানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা করছেন তারা।

    মিরপুর অঞ্চলের থানাগুলোর ক্ষতি নিরূপণ করে তাদের একটি রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে সদর দফতর থেকে।

    থানার বাইরে বেরিয়ে দেখা যায়, বিভিন্ন সময়ে যে গাড়িগুলো আটক করে থানায় রাখা হয়েছিল, থানার সাথে সাথে সেগুলোতেও আগুন দেয়া হয়েছে।

    বিকেল নাগাদ ভাটারা থানায় কয়েকজন পুলিশ সদস্য আসতে পারে বলে জানিয়েছেন উপস্থিত আনসার সদস্যরা।

    এছাড়া থানার বাইরে কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দেখা গেছে।

    থানার সামনে থাকা ধ্বংসযোগ্য পরিষ্কার করতে এসেছেন বলে বিবিসিকে জানিয়েছেন তারা।

    আগুনে ভস্মীভূত মিরপুর থানা
    ছবির ক্যাপশান, আগুনে ভস্মীভূত মিরপুর থানা
    বাকি নেই থানার ভেতরে থাকা কোনো আসবাব
    ছবির ক্যাপশান, বাকি নেই থানার ভেতরে থাকা কোনো আসবাব
  18. আজ ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি তোলা যাবে না

    নিরাপত্তা ইস্যুতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিবিসিকে বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন ব্যাংকে টাকা বহনের মতো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ব্যাংকগুলোয় তারল্য সংকট দেখা দিয়েছে।

    "এজন্য সাময়িক পরিস্থিতি সামাল দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।"

    রোববার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে সব আবার আগের রূপে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    বিবিসি বাংলাকে তিনি বলেন, "পুলিশ না থাকায় আমরা ক্যাশ রেমিট্যান্স বহন করতে পারছি না। অনেক ব্যাংকের শাখায় পর্যাপ্ত ক্যাশ নেই, অনেক এটিএম-এ ক্যাশ নেই।"

    "এক্ষেত্রে গ্রাহকরা চেকের মাধ্যমে এক লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এ সীমা এজন্য বেধে দেয়া, যেন আমরা বেশি গ্রাহককে সেবা দিতে পারি।"

    বুধবার রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের জরুরি বার্তায় টাকা উত্তোলনের এই সীমা আরোপ করা হয়।

    তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

    বাংলাদেশ ব্যাংক।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ ব্যাংক।
  19. শেখ হাসিনার কন্যা পুতুলের টুইট ঘিরে প্রশ্ন

    বৃহস্পতিবার সকালে বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এক্স হ্যান্ডলে করা একটি পোস্ট বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

    সামাজিক মাধ্যম সাবেক টুইটার, বর্তমানে এক্স-এ সায়মা ওয়াজেদ লিখেছেন, “এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না ... আমার হৃদয় ভেঙে যাচ্ছে।“

    বিবিসি জানতে পেরেছে, সায়মা ওয়াজেদ মঙ্গলবারই দিল্লি এসে পৌঁছেছেন।

    সে ক্ষেত্রে দিল্লি আসার পরেও কেন তিনি তার মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি – না কি তাকে ভারতীয় কতৃ‍র্পক্ষ দেখা করার অনুমতি দেয়নি – তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    সোমবার পাঁচই অগাস্ট যখন নাটকীয় ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয়, তখন সায়মা ওয়াজেদ থাইল্যান্ডে ছিলেন।

    কিন্তু শেখ হাসিনা দিল্লির কাছে হিন্ডনে অবতরণ করার ঘন্টাকয়েক পরেই, সায়মা ওয়াজেদও দিল্লির উদ্দেশে রওনা দেন বলে বিবিসি জানতে পেরেছে।

    সায়মা ওয়াজেদের টুইট

    ছবির উৎস, এক্স

  20. বাংলাদেশ ব্যাংকে অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তাদের আজ বৈঠক

    বৃহস্পতিবার দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স বিভাগের প্রধানদের বৈঠক ডেকেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ।

    বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তবে এটি ‘নিয়মিত মিটিংয়ের’ অংশ বলেই জানান এই কর্মকর্তা।

    বুধবার সকালে স্বেচ্ছাচারিতা এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের তোপের মুখে পদত্যাগ করেন বিএফআইইউয়ের প্রধান মো. মাসুদ বিশ্বাস এবং কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর।