স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর, এ বছর নির্বাচন আয়োজন কঠিন হবে-নাহিদ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনিত করলেও তা না নেওয়ার ঘোষণা দিয়েছেন লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর। এদিকে বর্তমানে আইনশৃঙ্খলা ও পুলিশের যে অবস্থা তার কারণে এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, এমন আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
    • বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • পাকিস্তান যদি তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) খালি করে দেয়, তবে কাশ্মীর ইস্যু পুরোপুরি সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
    • ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
    • নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সভা, সমাবেশ ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
    • জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা।
    • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি এ পর্যন্ত চার হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারে সুপারিশ করেছে।
    • জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও মর্যাদাপূর্ণ অবদানের জন্য এ বছর আট জনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য জানিয়েছে। তবে মনোনীতদের মধ্যে বদরুদ্দীন উমর এ পুরস্কার না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

  2. জুলাইয়ে নৃশংসতার বিষয়টি আইসিসিতে পাঠাবে কিনা বাংলাদেশ শিগগিরই সিদ্ধান্ত নেবে: প্রধান উপদেষ্টা

    ক্যাডম্যান ও প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই-অগাস্ট গণহত্যার বিষয়টি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপনের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।

    আজ বৃহস্পিতবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এমন সুপারিশ করেন ক্যাডম্যান।

    জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, "যেহেতু জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত মাসে জানিয়েছিল যে অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তাই বাংলাদেশ শিগগিরই সিদ্ধান্ত নেবে তারা জুলাইয়ের নৃশংসতার বিষয়টি আইসিসিতে পাঠাবে কিনা।"

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাৎকালে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতকে ঢাকা কীভাবে সম্পৃক্ত করবে সে বিষয়টিও সামনে আনা হয় এবং বিস্তারিত আলোচনা হয়।

    মি. ক্যাডম্যান এর আগে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার হওয়া জামায়াতে ইসলামীর নেতাদের পরামর্শক ছিলেন।

    এরপর গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গতবছর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়।

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সংঘটিত নৃশংসতা, বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানের সময় যেসব নৃশংসতা সংঘটিত হয়েছে সেসবের বিচার চলছে এই ট্রাইব্যুনালে।

  3. স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর

    বদরুদ্দীন উমর
    ছবির ক্যাপশান, বদরুদ্দীন উমর

    স্বাধীনতা পুরস্কার না নেওয়ার ঘোষণা দিয়েছেন লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর।

    গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন তিনি।

    বিবৃতিতে বলা হয়েছে, "১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরষ্কার দেয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি।"

    "এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেয়ার ঘোষণা করেছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু তাদের দেয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেস বিবৃতির মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি।"

    স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হয়।

  4. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে।

    রাজধানীর ঢাকা ক্লাবে আজ হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর তাকে ওই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নিউরো সায়েন্স ইউনিটে স্থানান্তর করা হয়।

    চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অবস্থা সংকটাপন্ন।

    ২০০৯ সালের ১৫ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ অধ্যাপক আরেফিন সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

    তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন।

  5. এক ইউপি চেয়ারম্যানের অ্যাকাউন্টে ১৪ হাজার কোটি টাকার বেশি লেনদেন

    নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাক মিয়ার ব্যাংক অ্যাকাউন্টে ১৪ হাজার কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

    আজ দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে দুদক।

    মি. হোসেন জানান চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তার ৪৯টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে।

    এছাড়া ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ৫৫ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৯৫১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

    মামলার এজাহারে বলা হয়েছে, লাক মিয়ার ৫৮ কোটি ৭০ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস মাত্র তিন কোটি ৪৬ লাখ টাকা।

    ব্যাংক লেনদেনে দেখা যায় সাত হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকা জমা আছে এবং সাত হাজার ১৮৭ কোটি ৩২ লাখ টাকা উত্তোলন করেছেন তিনি।

    ১৯৯০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এসব অবৈধ সম্পদ মি. মিয়া অর্জন করেছেন বলে জানিয়েছে দুদক।

    এছাড়া তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে সাড়ে ১৪ কোটি টাকার জ্ঞাত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

    মি. মিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালে মাহমুদা বেগমের ১৪টি ব্যাংক হিসাবে মোট ৪৬১ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যার মধ্যে ২৩০ কোটি ৬৯ লাখ টাকা জমা এবং ২৩০ কোটি ৪৮ লাখ টাকা উত্তোলন হয়েছে।

    ২০০৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এসব লেনদেন করা হয়েছে।

  6. এ বছর আট জনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও মর্যাদাপূর্ণ অবদানের জন্য এ বছর আট জনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য জানিয়েছে।

    শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে বলেও সূত্র জানিয়েছে।

    ২০২৫ সালে যারা স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন তারা হলেন–– মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর, স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

    আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনে ২০১৯ সালের অক্টোবরে নিহত হন তিনি।

  7. এ বছর নির্বাচন আয়োজন কঠিন হবে, রয়টার্সকে বলেছেন নাহিদ

    নাহিদ ইসলাম

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

    বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

    নাহিদ ইসলাম বলেছেন, “আমরা সবাই আশা করেছিলাম স্বল্পমেয়াদি সংস্কারের মাধ্যমে গত সাত মাসে পুলিশি ব্যবস্থা, আইন ও শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এটা একটা মাত্রায় ঘটলেও আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি।’

    “বর্তমানে আইনশৃঙ্খলা ও পুলিশের যে অবস্থা তাতে আমি মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।”

    তিনি আরও বলেছেন, নির্বাচনের আগে কথিত ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে মতৈক্যে পৌঁছানো জরুরি।

    “আমরা যদি এক মাসের মধ্যে মতৈক্যে পৌঁছাতে পারি তাহলে আমরা দ্রুত নির্বাচনের আহ্বান জানাতে পারব। কিন্তু এর জন্য যদি আরও সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হবে।”

  8. বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে: বিএনপি মহাসচিব

    ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বিভিন্ন দেশের কূটনীতিকদের জন্য রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।

    তিনি বলেন, "আমরা আশা করি যে আমাদের বিশ্বব্যাপী বন্ধু এবং অংশীদাররা আমাদের সম্মিলিত বিকাশের জন্য 'অ-হস্তক্ষেপ', 'সার্বভৌমত্ব' এবং 'বিরোধের শান্তিপূর্ণ সমাধান' এর বিশ্বব্যাপী নিয়মগুলিকে সম্মান করবে।"

    "বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন এবং রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত একটি ভবিষ্যতের যোগ্য। সামনের পথ স্পষ্ট একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন" বলেন মি. আলমগীর।

  9. আতিউর - বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

    আজ বৃহস্পতিবার ঢাকার একটি বিচারিক আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।

    নিষেধাজ্ঞাভুক্তদের মধ্যে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের বেশ কয়েকজন কমর্কর্তা রয়েছেন।

    মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ ওই ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

    আবেদনে বলা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। গোপন সূত্রে জানা গেছে, আসামীরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

    তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারভূক্ত ২৩ আসামীর বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন।

    এর আগে ২০শে ফেব্রুয়ারি দুদক মামলাটি দায়ের করে।

    মামলার এজাহারে বলা হয়, আসামীরা পরস্পর যোগসাজশে মিথ্যা রেকর্ডপত্র তৈরি করে জালিয়াতির মাধ্যমে ব্যাংকে বন্ধক দেওয়া জমিতে কোনো ভবন, কারখানা বা স্থাপনা না থাকা সত্ত্বেও তাতে স্থাপনা দেখিয়ে মূল্যায়ন করে স্থাপনাবিহীন তিন কোটি চার লাখ ৯৬ হাজার টাকার জমিকে অতি মূল্যায়িত করে ঋণ অনুমোদন ও বিতরণ করেন।

    এর মাধ্যমে আসামীরা জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাৎ করেন।

  10. ব্যবসায়ী নজরুল ইসলামের ছয়টি বাড়ি ও আটটি প্লট জব্দের আদেশ

    ব্যবসায়ী নেতা ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ছয়টি বাড়ি ও পূর্বাচলের আটটি প্লট জব্দ করার আদেশ দিয়েছে আদালত।

    একই সঙ্গে তার ৫৫ কোম্পানির ৫৬ কোটি ছয় লাখ ৫৮ হাজার শেয়ার ফ্রিজ করার (অবরুদ্ধ) আদেশ দেওয়া হয়েছে।

    আজ বৃহস্পতিবার ঢাকার বিচারিক আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।

    দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

    গত ১৬ই ফেব্রুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

    মামলায় নজরুল ইসলামের বিরুদ্ধে দুদক আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়।

  11. মব উসকানোর অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের এক সংগঠকের সদস্যপদ স্থগিত

    ভুল তথ্য ছড়িয়ে মব উসকে অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় এক নেতার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

    সংগঠনের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান এক জরুরি নোটিশে এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্গানোগ্রামের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    একইসাথে কাজী মাজহারুল ইসলামকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে তাকে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওই নোটিশে জানানো হয়েছে।

  12. আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো যায় না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা

    ছবির উৎস, HOME MINISTRY

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

    আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    দুপুরে ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তর পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, “যেখানে যাই ঘটুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো যায় না। যেকোনো ধরনের মব জাস্টিস নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। সরকার এগুলোকে প্রশ্রয় দেবে না।”

    পুলিশের ওপরও আক্রমণ হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    তিনি বলেন, “জনগণ এতো উচ্ছৃঙ্খল হলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় তৎপর আছে। যে জায়গায় অপরাধ হচ্ছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, এ জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।”

    এছাড়া ঈদের সময় চাঁদাবাজি, ছিনতাই যেন না হয়, সেজন্য সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা।

  13. পোশাক নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা আসিফ জামিনে মুক্ত

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোশাক নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা আসিফের জামিনে মুক্তি পেয়েছেন।

    আজ বৃহস্পতিবার ঢাকার একটি আদালত তার জামিন মঞ্জুর করে।

    তদন্ত কর্মকর্তা বরাবর আসামির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন করেন বাদী। এ সংক্রান্ত আবেদন আদালতে উপস্থাপন করে আসামীর জামিন চেয়ে আবেদন করা হয়। পরে শুনানি শেষে জামিন মঞ্জুর করা হয়।

    অভিযুক্ত মোস্তফা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার।

    বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই তাকে আটক করে পুলিশ। এরপর মধ্যরাতে অভিযুক্তকে ছাড়াতে শাহবাগ থানায় যান একদল লোক।

    ক্যাম্পাসে হেনস্তার শিকার হয়ে শাহবাগ থানায় মামলার প্রেক্ষিতে মোস্তফা আসিফকে শাহবাগ থানায় গ্রেপ্তার দেখানো হয়।

  14. হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ

    হিযবুত তাহরীর
    ছবির ক্যাপশান, হিযবুত তাহরীর

    নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সভা, সমাবেশ ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিযবুত তাহরীর বাংলাদেশের আইনানুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২শে অক্টোবর সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।

    সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

    তাই হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যে কোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

  15. এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে কর্মকর্তাদের অবস্থান

    এনআইডি বিভাগের কর্মকর্তাদের অবস্থান

    ছবির উৎস, BBC/COLLECTED

    ছবির ক্যাপশান, এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা আন্দোলনে যেতে পারেন

    জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে আন্দোলনে যেতে পারেন নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা।

    আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে এ দাবিতে জড়ো হয়ে অবস্থান নেন কর্মকর্তারা।

    এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নিতে যে পরিকল্পনা হচ্ছে, তা যাতে প্রত্যাহার করা হয়- সে দাবিতে এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা সিইসি'র দপ্তরের সামনে অবস্থান নেন।

    তারা জানিয়েছেন, এতে কাজ না হলে প্রয়োজনে কর্ম বিরতিতেও যাবেন তারা। অন্যথায় সারা দেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

    জানা যায়, জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ-জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠায় ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫’ নামে একটি অধ্যাদেশ করার উদ্যোগ নেয়া হচ্ছে।

    এ নিয়ে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ সংশ্লিষ্টদের মতামতও গ্রহণ করছে মন্ত্রি পরিষদ বিভাগ।

    ব্রিফিং

    ছবির উৎস, BBC/COLLECTED

    ছবির ক্যাপশান, এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবি কর্মকর্তাদের
  16. ৪৬১৫টি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের সুপারিশ

    রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি এ পর্যন্ত চার হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারে সুপারিশ করেছে।

    আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

    তিনি আজ জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি ছয়টি সভায় এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

  17. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অংশ হলেই সমস্যা সমাধান: এস. জয়শঙ্কর

    এস. জয়শঙ্কর

    ছবির উৎস, Getty Images

    পাকিস্তান যদি তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) খালি করে দেয়, তবে কাশ্মীর ইস্যু পুরোপুরি সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

    যুক্তরাজ্য সফরে গিয়ে বুধবার ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্কট্যাংক সংস্থা চ্যাথাম হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

    মূলত কাশ্মীর ইস্যুতে একজন দর্শকের প্রশ্নের জবাবে এ বক্তব্য দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী । প্রশ্নটি ছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ককে কাজে লাগিয়ে কাশ্মীর ইস্যু "সমাধান" করতে পারেন?

    জয়শঙ্কর বলেন, “এ ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি। প্রথম ধাপে আমরা (সংবিধানের) ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, এরপর কাশ্মীরে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ছিল দ্বিতীয় পদক্ষেপ, তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি এবং সেই নির্বাচনে প্রচুর ভোটার ভোট দিয়েছেন।”

    একপর্যায়ে তিনি বলেন, “আমরা অপেক্ষা করছি কাশ্মীরের চুরি হওয়া অংশটি ফিরিয়ে নিয়ে আসতে, যা পাকিস্তানের অবৈধ দখলে রয়েছে। যখন তা হবে, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, কাশ্মীর ইস্যু সমাধান হয়ে যাবে।"

  18. ঢামেক হাসপাতাল থেকে দালাল আটক অভিযান চলছে

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

    এ পর্যন্ত দালাল সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

    তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ দল হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করে সত্যতা যাচাই করা হচ্ছে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা নিতে গিয়ে বিশেষ করে রোগী ভর্তির ক্ষেত্রে দালালরা নানা ধরনের প্রতারণা ও হয়রানি করে থাকে।

    যাচাই বাছাই শেষে চিহ্নিত দালালদের সর্বোচ্চ তিন মাস কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করছেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

    এর আগে, গত বছরের নভেম্বরেও এমন অভিযানে ২১ জন দালালকে আটক করেছিল যৌথবাহিনী।

  19. ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচনের আভাস

    ড. মুহাম্মদ ইউনূস।

    বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, এমন আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ আভাস দেন।

    অধ্যাপক ইউনূস বলেন, " অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার যদি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়, তবে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবো। যদি সংস্কারে দীর্ঘ সময়ের লেগে যায়, তবে আরো কিছু মাস প্রয়োজন হতে পারে।"

    এছাড়া আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, "তাদেরকে (আওয়ামী লীগ) সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা, আমি তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারি না," বলেন অধ্যাপক ইউনূস ।

    তিনি আরও বলেন, "নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, কে নির্বাচনে অংশগ্রহণ করবে।"

    অন্তর্বতী সরকারের ক্ষমতা গ্রহনের সাত মাস পেরিয়ে গেলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেন এখনো স্বাভাবিক হয়নি- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন,

    "ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়, যদি আপনি গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করেন, তবে সব ঠিক আছে বলেই মনে হয়।"

    তিনি এ-ও বলেন "এখন যা ঘটছে, তা অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা কিছু নয়।"

    বাংলাদেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করে তিনি বলেন, "আমি চাই না এসব ঘটনা ঘটুক। আপনাকে বিবেচনা করতে হবে, আমরা কোনো আদর্শ দেশ বা আদর্শ শহর নই যে, হঠাৎ আমরা তৈরি করেছি। এটি একটি দেশের ধারাবাহিকতা, যা আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি, একটি দেশ যা বহু বছর ধরে চলমান।"

  20. হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    ছবির ক্যাপশান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ঢাকার একটি হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর আজ বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

    বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিবিসি বাংলাকে জানান, বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে বাসায় আসেন মির্জা ফখরুল।

    গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে মির্জা ফখরুল ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

    শায়রুল কবির খান বলেন, তাদের দলের মহাসচিব এখন সুস্থ হয়েছেন।

    এদিকে, আজ বৃহস্পতিবার ঢাকায় একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।