ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন, আহত সাড়ে চারশোর বেশি

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে চার শতাধিক। ঘটনাপ্রবাহ জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. শুক্রবার সারাদিন যা যা ঘটলো

    • ভূমিকম্পে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সাড়ে চারশোর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
    • ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা কিছুটা বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে বলেও মনে করেন তিনি।
    • বাংলাদেশে শুক্রবার সকালে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার কেন্দ্র ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকায়। আবহাওয়াবিদরা বলছেন, রিখটার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ছিল।
    • “বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প হয় এটি তার আগাম বার্তা,” এমনটা মনে করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী।
    • ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে শতাধিক ভবনে ও ঢাকায় ১৪টি ভবনে ফাটল তৈরি হওয়ার খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
    • রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সৌজন্য বিনিময় করেছেন।
    • সুপার ওভারে শূন্য রান করা ভারতকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের প্রাথমিক তালিকা থেকে যা জানা গেল

    রাস্তায় ইটের টুকরো পড়ে আছে

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, ভূমিকম্পে ঢাকার বাইরেও অনেক জেলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে

    ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের একটি তালিকা দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। যেখানে রাজধানীর ১৪টি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানানো হয়েছে।

    শুক্রবার রাতে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ এর স্বাক্ষর করা একটি বার্তায় ক্ষতিগ্রস্ত ভবনের প্রাথমিক তালিকা উল্লেখ করা হয়।

    জানানো হয়, রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া, আরমানিটোলা, সূত্রাপুর, বনানী ও কলাবাগানসহ মোট চৌদ্দটি এলাকার ১৪টি ভবন শুক্রবার সকালে সংগঠিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

  3. মৃতের সংখ্যা বেড়ে ১০ জন

    বাংলাদেশে শুক্রবারের ভূমিকম্পে মৃত্যের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

    ঢাকায় চারজন, ভূমিকম্পে কেন্দ্রস্থল নরসিংদীতে পাঁচ জন এবং নারায়ণগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    এ পর্যন্ত সাড়ে চারশয়েরও বেশি মানুষ আহত হওয়ার খবর পেয়েছেন বলে সন্ধ্যায় বিবিসি বাংলাকে জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার।

  4. ঢাকায় মৃতের সংখ্যা বেড়ে চার জন

    রাস্তায় বসে পা ছড়িয়ে কাঁদছেন দুই জন, তাদের একজন কানে মোবাইল ফোন ধরে আছেন। পেছনে কয়েকজন মানুষ তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, ভূমিকম্পে ঢাকায় চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে

    শুক্রবার সকালের ভূমিকম্পে ঢাকায় মৃতের সংখ্যা বেড়ে চার জন হয়েছে।

    ঢাকার জেলা প্রাশসক মো. রেজাউল করিমের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।

    মুগদা মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে ভবনের নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) নিহত হয়েছেন এবং নিহতের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলায়।

    এর আগে পুলিশ জানায়, ভূমিকম্পের সময় পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তরা নিচে খসে পড়ে।

    এসময় ভবনের নিচে থাকা একটি গরুর মাংসের দোকানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

  5. সুপার ওভারে ভারতের ‘শূন্য’, রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

    ভারতের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচে জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ 'এ' দল

    সুপার ওভারে শূন্য রান করা ভারতকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

    কাতারের দোহায় নানা নাটকীয়তায় ভরা এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলও একই স্কোর করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

    যেখানে প্রথমে ব্যাট করতে নামা ভারতের দুই উইকেট প্রথম দুই বলেই তুলে নেন পেসার রিপন মন্ডল। এক রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় বোলার সুয়াশ শর্মার করা প্রথম বলে উইকেট হারালেও পরের বলে দেওয়া ওয়াইডে ম্যাচ জিতে যায় বাংলাদেশ।

    অবশ্য ২০ ওভারের মূল খেলায় শুরুতেই জয়ের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ ‘এ’ দল। জয়ের জন্য ইনিংসের শেষ বলে ভারতের প্রয়োজন ছিল চার রান। দলটির ব্যাটসম্যানরা দুই রানের সুযোগ তৈরি করতে পারলেও শেষমেষ বাংলাদেশের ফিল্ডারদের ভুলে ম্যাচটি ড্র করতে সক্ষম হয় ভারত।

  6. ভূমিকম্পে আট জনের মৃত্যু, আহত সাড়ে চারশোর বেশি

    ভূমিকম্পে প্রাণহানির একটি ঘটনাস্থল ঘিরে রেখেছে মানুষ

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, ভূমিকম্পের সময়ে জখম হয়ে ঢাকায় তিনজনের মৃত্যু হয়েছে

    ভূমিকম্পে তিন জেলায় আট জনের মৃত্যুর খবর জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এছাড়া সাড়ে চারশোর বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে।

    শুক্রবার সন্ধ্যায় অধিদপ্তরের পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার বিবিসি বাংলাকে বলেন, ভূমিকম্পের ঘটনায় নরসিংদীতে চার জন, ঢাকায় তিনজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

    দেশের বিভিন্ন জেলা থেকে ৪৬১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলেও জানান তিনি।

    এর মধ্যে গাজীপুর জেলায় ২৫২ জন আহত হয়েছেন এবং একক জেলা বিবেচনায় এই সংখ্যা সব থেকে বেশি বলেও তিনি জানান।

    মি. সরকার বলেন, “এই মুহূর্তে হতাহত এবং ক্ষতিক্ষতি নিরূপন করাই আমাদের প্রধান কাজ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার বা ডেবরিস ম্যানেজমেন্টের চ্যালেঞ্জটা আমরা এখনো ওই মাত্রায় দেখছি না”।

  7. ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে

    ভূমিকম্পের ঘটনায় হতাহতদের অনেককেই নরসিংদী মেডিকেলে আনা হয়।

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ভূমিকম্পের ঘটনায় হতাহতদের অনেককেই নরসিংদী মেডিকেলে আনতে দেখা যায়

    ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত নরসিংদী জেলায় চার জনের মৃত্যু এবং শতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর জানা গেছে।

    শুক্রবার সন্ধ্যায় নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বার্তার বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।

    ওই বার্তায় বলা হয়েছে, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকায় নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে চারজন জন আহত হন।

    গুরুতর অবস্থায় দুই জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ ওমর নামে আট বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন। তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

    নরসিংদীর পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামে কাজেম আলী ভূইয়া নামে এক বৃদ্ধ মাটির ঘরের নিচে চাপা পড়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মারা গেছেন নাসিরউদ্দিন নামে একই উপজেলার নয়াপাড়া গ্রামের আরো এক বাসিন্দা।

    এছাড়া ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে নরসিংদীর শিবপুর উপজেলায় ফোরকান নামে এক ব্যক্তিরও মৃত্যুর খবর জানানো হয়েছে।

    জেলা প্রশাসন বলছে, ভূ-কম্পনের সময় ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লাগলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস।

    এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

  8. সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

    রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সৌজন্য বিনিময় করেছেন।

    শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

    সাক্ষাতের সময় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন প্রধান উপদেষ্টা এবং তার সুস্থতা কামনা করেন।

    একই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা।

  9. নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র?

    ভূমিকম্পের পর ফায়ার সার্ভিসের তৎপরতা

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, ভূমিকম্পের পর ফায়ার সার্ভিসের তৎপরতা

    বাংলাদেশে শুক্রবার সকালে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার কেন্দ্র ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকায়। আবহাওয়াবিদরা বলছেন, রিখটার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ছিল।

    এর আগে সিলেট, নোয়াখালী অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে এবার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার আরো কাছে নরসিংদীতে।

    ভূমিকম্প নিয়ে গবেষণা করেন এমন অনেকে বলছেন, এর আগে ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প উৎপত্তি হওয়ার ঘটনা ঘটেনি।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী বলছেন, “বাংলাদেশের মধ্যে টেকটোনিক প্লেটের যে পাঁচটি সোর্স আছে তার মধ্যে নোয়াখালী থেকে শুরু করে কক্সবাজার, নোয়াখালী থেকে সিলেট এবং আরেকটি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে”।

    নোয়াখালী থেকে সিলেট, এই অংশে যে বড় ফাটল রয়েছে তারই একটি ছোট অংশ নরসিংদী, এর ফলে নরসিংদী এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়া অস্বাভাবিক নয় বলেও মনে করেন মি. আনসারী।

  10. এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা: পরিবেশ উপদেষ্টা

    পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

    “গত পাঁচ বছরে যতবার ভূমিকম্প হয়েছে এত শক্তিশালীভাবে ভূমিকম্প আমরা এর আগে অনুভব করিনি,” বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এটি বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা বলেও মনে করেন তিনি।

    শুক্রবার রাজধানীর মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন ভবনে বিল্ডিং কোড মানা হলেও যে ভবনগুলো আগে তৈরি করা সেগুলোর বেশিরভাগই কোনো নিয়ম না মেনে গড়ে তোলা হয়েছে।

    “রাজউকের পরিসংখ্যানে ৯০ শতাংশ ভবন বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটিয়েছে বলে যে তথ্য দেয় সেগুলো নিয়ে কাজ করা প্রয়োজন,” বলেও মন্তব্য করেন মিজ হাসান।

    উপদেষ্টা বলেন, সড়ক বা ভবন তৈরি করতে গিয়ে পরিবেশের যেন ক্ষতি না হয়। জলাশয় এবং পাহাড়ে আর হাত না দেওয়ারও আহ্বান জানান তিনি।

  11. যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার তুলনায় ‘ইনজুরড’ বেশি: স্বাস্থ্য উপদেষ্টা

    স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

    ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা কিছুটা বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে বলেও মনে করেন তিনি।

    বলেন, ভূমিকম্পের ঘটনায় আহতদের বেশিরভাগেরই ‘প্যানিক অ্যাটাক’ হয়েছে।

    এই ঘটনায় হতাহতদের দেখতে শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা।

    এসময় তিনি জানান, ভূমিকম্পের সময় গুরুতর আহত কয়েকজনকে নরসিংদী থেকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে।

    এছাড়া ঢাকার মিটফোর্ড হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী এবং গাজীপুর থেকে আসা অন্তত পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

    এই ঘটনায় আহতদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় সে বিষয়ে সরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মিজ বেগম।

  12. ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা’ মত বিশেষজ্ঞের

    ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
    ছবির ক্যাপশান, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শুক্রবার রাজধানীর পুরানো ঢাকার একটি ছবি

    “বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প হয় এটি তার আগাম বার্তা,” এমনটা মনে করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী।

    মি. আনসারী বিবিসি বাংলাকে বলছেন, সাধারণত একশ থেকে দেড়শ বছর পরপর একটি অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা থাকে। বাংলাদেশ ও এর আশপাশের কাছাকাছি এলাকায় গত দেড়শ বছরে একটি বড় ও প্রায় পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে।

    বাংলাদেশের আশপাশে সবশেষ বড় ভূমিকম্প সংগঠিত হয়েছিল প্রায় একশ বছর আগে। তাই আরেকটি বড় ভূমিকম্প কাছাকাছি সময়ে হতে পারে এমন শঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    মি. আনসারী বলছেন, “বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করলে ক্ষয়ক্ষতি বেশি হবে এটিই স্বাভাবিক। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি।”

    বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে অপরিকল্পিতভাবে যে ভবনগুলো গড়ে তোলা হচ্ছে তাতে ক্ষয়ক্ষতির শঙ্কা বেড়েই চলেছে, বলেন তিনি।

  13. ভূমিকম্পের সময় আহত হয়ে নরসিংদীতে দুই জনের মৃত্যু

    ভূমিকম্পের সময় আহত অনেকে নরসিংদী হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করেন

    ছবির উৎস, SCREENGRAB

    ছবির ক্যাপশান, ভূমিকম্পের সময় আহত অনেকে নরসিংদী হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করেন

    নরসিংদীতে ভূমিকম্পের সময় আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে ৬৭ জন আহত ব্যক্তি এখন পর্যন্ত নরসিংদী মেডিকেলে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

    নরসিংদী মেডিকেলের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিক আইয়ুব খান সরকার।

    তিনি জানান, জেলার গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একই পরিবারের ছয়জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত দুই জনকে ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওমর মিয়া নামে একজনের মৃত্যু হয়।

    এছাড়া নরসিংদীর পলাশে ভূমিকম্পের সময় মাটির দেয়াল ধসে একজন বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের বরাতে জানান মি. সরকার।

  14. হল থেকে লাফ দিয়ে ও হুড়োহড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত

    ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহসীন হলের সামনের চিত্র
    ছবির ক্যাপশান, ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহসীন হলের সামনের চিত্র

    বাংলাদেশে ৫ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের সময় সারাদেশের মতো আতঙ্ক দেখা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়েও। বিভিন্ন হল থেকে লাফ দিয়ে ও হুড়োহুড়িতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একজন সংবাদকর্মী মুহাইমিনুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, "আহতদের মধ্যে চার জনের পা ভেঙে গেছে।"

    "ভূমিকম্পে সূর্যসেন হল, সুফিয়া কামাল হল ও শামসুন্নাহার হলে দেয়ালে ফাটল দেখা দেয়। হাজী মুহম্মদ মুহসীন হল থেকে একদল শিক্ষার্থী বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ২০ তলা বিশিষ্ট স্বাধীনতা টাওয়ার ভবনের সামনে গিয়ে নিরাপদ হলের দাবিতে স্লোগান দেন। উপাচার্য, প্রক্টর ও কোষাধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় তাদের মধ্যে বাদানুবাদের ঘটনা ঘটে," জানাচ্ছিলেন মি. ইসলাম।

  15. ভূমিকম্পে শিশুসহ অন্তত চারজনের মৃত্যু

    শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল।

    এ ঘটনায় ঢাকাসহ আশেপাশের এলাকায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

    নিহতদের মধ্যে তিনজন ঢাকার বংশালের কসাইটুলিতে এবং একজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারা যান।

    পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা তলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তরা নিচে খসে পড়ে। এসময় ভবনের নিচে থাকা একটি গরুর মাংসের দোকানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

    বংশাল থানার এএসআই জাকারিয়া হোসেন বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এছাড়া আরও ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিবিসি নিউজ বাংলাকে জানান, ভূমিকম্প শুরু হলে ১০ মাস বয়সী ফাতেমাকে কোলে নিয়ে তার মা বাসা থেকে বেরিয়ে আসার সময় তাদের ওপর দেয়াল ধসে পড়ে। এতে শিশু ফাতেমা ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা আহত হন।

    এছাড়াও খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পাশের দোতলা একটি বাসায় একটি ইট পড়ে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। বারিধারার একটি বাসায় এবংআগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গেছে। তবে আগুনটি ভূমিকম্পের জন্য ছিল কি না তা জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।