ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত, জাতীয় সংসদ বিলুপ্ত

রাষ্ট্রপতি ও তিন বাহিনী প্রধানদের সাথে সমন্বয়কদের কয়েক ঘণ্টার বৈঠকের পর ড, মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতির আদেশে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা ও খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মুক্তি দেয়া হয়েছে। এদিকে, গণআন্দোলনের মুখে পদত্যাগের পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।

সার সংক্ষেপ

  • ড.ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত
  • দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
  • দণ্ড মওকুফ করে খালেদা জিয়ার মুক্তি
  • কারাগার থেকে মুক্তি পেয়েছেন আন্দোলনকারীসহ বিএনপি ও জামায়াতের অনেক শীর্ষ নেতা
  • বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কিছু পদে রদবদল
  • ঢাকা বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক
  • শেখ হাসিনা দিল্লির গাজিয়াবাদে আধাসামরিক বাহিনীর একটি অতিথিশালায় রয়েছেন

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার যা যা ঘটেছে:

    • রাষ্ট্রপতির সাথে তিন ঘণ্টার বেশি সময় ধরে তিন বাহিনী প্রধান ও সমন্বয়কদের বৈঠকের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।
    • বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। এর ফলে গঠিত হওয়ার সাত মাসের মাথায় এই সংসদ বাতিল হয়ে গেল।
    • বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে তাকে মুক্ত বলে ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এতদিন শর্তসাপেক্ষে বাসায় থাকার অনুমতি থাকলেও পুরোপুরি মুক্ত ছিলেন না।
    • পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে গিয়ে শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে আধাসামরিক বাহিনীর একটি অতিথিশালায় রাখা হয়েছে। বাংলাদেশের বিষয়ে সেদেশের পার্লামেন্টে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
    • পহেলা জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন মামলায় গ্রেফতার আন্দোলনকারী, বিএনপি ও জামায়াতে ইসলামীর আগে আটক নেতা-কর্মী মিলিয়ে ২২০০র বেশি ব্যক্তিকে মঙ্গলবার জামিনে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে রাজনৈতিক অনেক কেন্দ্রীয় নেতাও রয়েছেন।
    • ঢাকা বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে।
    • সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পদমর্যাদার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া পুলিশের আইজিপি পদেও পরিবর্তন আনা হয়েছে।
    • পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সদস্যরা। ডিবি অফিসসহ পুলিশের অনেক কার্যালয় ও থানা, সড়কে কোন পুলিশ সদস্য দেখা যায়নি। তবে পুলিশের দাবি পূরণের আশ্বাস দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইজিপি।
    • বহু বছর নিখোঁজ থাকা জামায়াতে ইসলামীর সাবেক দুই শীর্ষ নেতার দুই ছেলের খোঁজ মিলেছে।
    • ট্রাফিক, বিমানবন্দরসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ না থাকায় তাদের দায়িত্ব পালনের স্থানগুলোর নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।
    • রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ও বস্ত্রকল তিন দিন বন্ধ থাকার পর বুধবার থেকে খুলছে।
    • সোমবার থেকে ভারতের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ করে রয়েছে। অন্যদিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    • সোমবার শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার আগে ও পরের সহিংসতায় ঢাকাসহ সারা দেশে প্রায় দেড়শো মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।
    • বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হওয়াটা গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার সাথে সামঞ্জস্যপূর্ণ ও মানবাধিকার দ্বারা পরিচালিত হতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
  2. পুলিশের আইজিপি পদে রদবদল

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আনা হয়েছে।

    পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোঃ ময়নুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে।

    তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসাবে দায়িত্বরত ছিলেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  3. ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

    অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।

    বৈঠক শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ''তিন বাহিনী প্রধানদের সাথে আমাদের দীর্ঘসময় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। ছাত্র-নাগরিকদের পক্ষ থেকে যে সরকার প্রস্তাব করা হয়েছে, সেই সরকারই চূড়ান্ত হবে বলে নিশ্চয়তা আমরা পেয়েছি।''

    ''আমরা প্রাথমিকভাবে সেই সরকারের প্রধান হিসাবে সর্বজন গ্রহণযোগ্য ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম। আজকে মহামান্য রাষ্ট্রপতি সম্মত হয়েছেন।''

    ''আমরা একটা তালিকা দিয়েছি। এই তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনা করে এটা চূড়ান্ত করা হবে এবং খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত করা হবে।''

    তালিকা যেহেতু চূড়ান্ত হয়নি, তাই এখনি সেটা প্রকাশ করা হবে না বলে সমন্বয়করা জানান। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত ঘোষণা পাওয়া যেতে পারে বলে জানান মি. ইসলাম।

    তিন বাহিনী প্রধান ও রাষ্ট্রপতির সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ''দেশে যে অরাজকতা ও সহিংসতা আমরা দেখছি, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদের অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ, সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে হবে। পুলিশ বাহিনীকে, আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে।''

    ''দেশে আইনশৃঙ্খলা বাহিনী ফিরে না আসা পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। কোন ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে,'' তিনি বলেন।

    ''যারা গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদের আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। আমরা প্রতিহিংসা রক্তপাত চাই না, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই'', বলেন নাহিদ ইসলাম।

    এর আগে রাষ্ট্রপতি কার্যালয় জানিয়েছে, ''বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।''

    বৈঠকে ১৩ সমন্বয়ক বৈঠকে অংশ নিয়েছিলেন। তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দিন খান রয়েছেন। বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।

    এর আগে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মো. ইউনূসের নাম প্রস্তাব করেছিল। এতে সম্মত হয়েছেন অধ্যাপক ইউনূসও।

    ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ বিবিসিকে জানিয়েছেন, মি. ইউনূস এখন প্যারিসে রয়েছেন। খুব শিগগিরই ঢাকায় ফিরে আসবেন।

  4. বিভিন্ন দলের নেতা-কর্মীসহ দুই হাজারের বেশি মানুষের জামিন

    কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার বিএনপি, জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং শিক্ষার্থীসহ দু্ই হাজার দুইশো মানুষকে মঙ্গলবার একদিনে জামিন দিয়েছে ঢাকার বিচারিক আদালত।

    তবে, এ দিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা পুলিশের পক্ষ থেকে কেউ অংশ নেন নি।

    জামিন পেয়েছেন এমন বিএনপি নেতারা হলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন টুকু, শহীদ উদ্দিন অ্যানি, শামসুর রহমান শিমুল, সাইফুল ইসলাম নীরবসহ প্রমুখ।

    এছাড়া দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন আল মামুনও।

    একইসাথে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, তারেক রহমানও জামিন পেয়েছেন। এছাড়া বনানীর সেতু ভবনে হামলা মামলায় জামিনে মুক্ত হয়েছেন আন্দালিব রহমান পার্থও।

    জামিন পেয়েছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবও।

    এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ডা. আব্দুল্লাহ মো. আবু তাহের, রাশেদুল ইসলামসহ আরো অনেকে জামিন পেয়েছেন।

  5. অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক এখনো চলছে

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তের সদস্যের একটি দলের আলোচনা চলছে বঙ্গভবনে।

    সন্ধ্যা ছয়টায় শিক্ষার্থীরা বঙ্গভবনে যান। তিন ঘন্টারও বেশি সময় ধরে চলছে এ বৈঠক।

    শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দিন খান রয়েছেন বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম হোয়াটস অ্যাপ বার্তায় জানিয়েছেন।

    এ বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত রয়েছেন। আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মি. ইসলাম।

    এর আগে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মো. ইউনূসের নাম প্রস্তাব করেছে। এতে সম্মত হয়েছেন অধ্যাপক ইউনূসও।

  6. হাই প্রোফাইল ব্যক্তিদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেয়া হচ্ছে

    বাংলাদেশ পুলিশের একটি বার্তায় জানানো হয়েছে, দেশের সব ইমিগ্রেশন পোস্টে তাদের কার্যক্রম চলমান রয়েছে।

    তবে ''প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন- সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেয়া হচ্ছে।''

    এর আগে গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে, বিমানবন্দরসহ অনেক স্থান থেকে ইমিগ্রেশনের পুলিশের কর্মকর্তারা চলে গেছেন।

    এর প্রেক্ষিতে এই বার্তা পাঠিয়েছে পুলিশ।

  7. বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বুধবার নয়াপল্টনের কার্যালয়ে এটি সমাবেশ করবে।

    দলটির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সদ্য কারামুক্ত নেতা-কর্মীরা অংশ নেবেন।

    মঙ্গলবারই কারাগার থেকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ কয়েকশো নেতাকর্মীকে জামিনে মুক্তি দেয়া হয়। আন্দোলন ঘিরে আটক মিলিয়ে মিলিয়ে এদিন কারাগার থেকে ২২০০ ব্যক্তিকে জামিনে মুক্তি দেয়া হয়েছে বলে জানা গেছে।

  8. পোশাক কারখানা খুলছে বুধবার

    রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ও বস্ত্রকল তিন দিন বন্ধ থাকার পর বুধবার থেকে খুলছে।

    সন্ধ্যায় এক বৈঠকের পর বিজিএমইএ এই সিদ্ধান্ত জানিয়েছে।

    এদিকে, শিল্প কারখানার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে দেখা করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদসহ তিন ব্যবসায়ী নেতা।

    মি. আজাদ সাংবাদিকদের বলেন, আগামীকাল থেকে কারখানা খুলে দেয়া হবে। তার আগে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবানে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার সকালে নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার–আশুলিয়ার অধিকাংশ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়। কিন্তু বিভিন্ন স্থানে সংঘর্ষ শুরু হলে কয়েক ঘণ্টার মধ্যে আবার কাজ বন্ধ হয়ে যায়।

    পরে সোমবার ও মঙ্গলবার দুই দিনও বন্ধ ছিল কারখানা।

  9. বিমানবন্দরে আটক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

    দেশ ছেড়ে যাওয়ার চেষ্টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

    মঙ্গলবার বিকেল তাকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় বলে বিমানবন্দর সুত্রে নিশ্চিত হয়েছে বিবিসি বাংলা।

    বিমানবন্দরে দায়িত্বরত বিমান বাংলাদেশ এয়ালাইন্সের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, দুপুরের দিকে দেশ ছাড়ার জন্য বিমানবন্দরের যান। সেখান থেকেই তাকে আটকে দেয়া হয়”।

    তিনি জানান, রাত সাড়ে আটটার দিকে মি. মাহমুদকে হস্তান্তর করা হয় সেনাবাহিনীর কাছে।

    এর আগে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও আটক হন বিমানবন্দর থেকে।

  10. বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দল

    রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়কের একটি দল।

    বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে আলোচনা করবে তের জনের এ দলটি।

    বঙ্গভবনে রাষ্ট্রপতি ছাড়াও এ বৈঠকে তিন বাহিনীর প্রধান উপস্থিত থাকবেন বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

    এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দীন এ বৈঠকে উপস্থিত থাকবেন বলে শিক্ষার্থীদের হোয়াটস অ্যাপ গ্রুপে জানানো হয়েছে।

    এর আগে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মো. ইউনূসের নাম প্রস্তাব করেছেন। এতে সম্মত হয়েছেন অধ্যাপক ইউনূসও।

  11. প্রধান উপদেষ্টা হতে রাজি ড. ইউনূস

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে। এ প্রস্তাবে রাজি হয়েছেন অধ্যাপক ইউনূস।

    বিবিসিকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

    মি. ইউনূস বলেছেন, “ যে ছাত্ররা এতো ত্যাগ স্বীকার করেছে, এই কঠিন সময়ে তারা যখন আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছে, আমি কিভাবে তাদের প্রত্যাখ্যান করতে পারি?”।

    ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক মিজ মোরশেদ জানান মি. ইউনূস এখন প্যারিসে রয়েছেন। খুব শিগগিরই ঢাকায় ফিরে আসবে।

    সোমবার শেষ রাতের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ইউনূসের নাম প্রস্তাব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যাদের আন্দোলনে বাংলাদেশে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের সরকারের পতন ঘটে।

    ইউনূস
    ছবির ক্যাপশান, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস
  12. ঢাকায় থানা, ট্রাফিক ও বিমানবন্দরের দায়িত্ব দেয়া হচ্ছে আনসারকে

    পুলিশের অনুপস্থিতিতে তাদের দায়িত্ব পালনের স্থানগুলোর নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।

    আনসার সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    মঙ্গলবার কার্যত রাজধানীর কোথাও পুলিশের কোনো তৎপরতা বা উপস্থিতি দেখা যায় নি। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, পুলিশ সদস্যেরে জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে।

    ফলে এখন কার্যত অরক্ষিত থানা ও সড়কগুলো। এমন বাস্তবতায় ট্রাফিক ব্যবস্থাপনা, থানা এমনকি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।

    বাংলাদেশ আনসারের গণসংযোগ কর্মকর্তা মো. রুবেল হোসাইন বিবিসি বাংলাকে বলেন, ইতোমধ্যেই ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত হয়েছে আনসার।

    বিমানবন্দরে মোতায়েনের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

  13. পুলিশ সদস্যদের দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে - আইজিপি

    বাংলাদেশ পুলিশের সদস্যদের উত্থাপিত বিভিন্ন দাবি ও সমস্যার যৌক্তিক সমাধানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

    আইজিপি এক ভিডিও বার্তায়, পুলিশের সকল সদস্যকে দৃঢ মনোবল নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

    পুলিশের সদস্য ও বাহিনীটির স্থাপনায় যেন আক্রমণ না করা হয় সেজন্য সকলকে আহ্বান জানাতে রাজনৈতিক ও ছাত্রনেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

    আইজিপি যোগ করেন, "পুলিশের স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছে।"

    "যে সকল সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় জীবন দিয়েছেন" তাদের প্রতি শ্রদ্ধাও জানান মি. মামুন ।

    তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে।

    দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন আইজিপি।

    এছাড়া দুপুরে ঢাকার রমনায় পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

    আইন-কানুন বিধি অনুযায়ী পুলিশ যাতে দ্রুত স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তারা।

    সেখানে অ্যাডিশনাল আইজি শহীদুর রহমান বলেন, “আমরা চাই পুলিশের যে আইন-কানুন বিধি আছে তার মধ্যে থেকে দ্রুত স্বাভাবিক কাজকর্মে ফিরে আসা ও মানুষের সেবা দেয়া। পুলিশের অনুপস্থিতি কতটা ব্যাপকভাবে জনজীবনে প্রভাব ফেলে সেটা সবার জানা।"

    এর আগে, কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ অ্যাসোসিয়েশন ঘোষণা দেয়, পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে।

    পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
  14. বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের পার্লামেন্টকে জয়শঙ্কর যা জানালেন :

    বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সংসদের উচ্চ-কক্ষ রাজ্যসভায় সরকার নিজের থেকেই এক বক্তব্য পেশ করেছে মঙ্গলবার দুপুরে। সেখানে একটি বক্তব্য তুলে ধরেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

    সেই বক্তব্যে তিনি বলেন, ''.........এই পুরো সময় জুড়ে আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম সংযম রাখার জন্য, আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার জন্য। আমাদের সঙ্গে যোগাযোগ ছিল এরকম সব রাজনৈতিক শক্তির কাছেই এই আর্জিগুলি রেখেছিলাম।

    সুপ্রিম কোর্টের ২১শে জুলাইয়ের রায়ের পরেও গণবিক্ষোভ থামে নি। সেইসময়ের বেশ কিছু সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও ঘোরালো করে তোলে।

    .........কারফিউ থাকা সত্ত্বেও পাঁচই অগাস্ট বিক্ষোভকারীরা ঢাকায় জড়ো হন। আমাদের জানা মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

    খুব কম সময়ের নোটিশে তিনি সাময়িকভাবে ভারতে আসার অনুমতি চান। একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে ‘ফ্লাইট ক্লিয়ারেন্সের’ জন্যও অনুরোধ আসে আমাদের কাছে।

    তিনি গতকাল সন্ধ্যায় দিল্লি পৌঁছিয়েছেন।''

    এই পুরো প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন:

  15. বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

    বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মেজর জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার।

    প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মেজর জেনারেল জিয়াউল আহসান'কে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

    এছাড়া, লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম এর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

    আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি হিসেবে পদায়ন করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোঃ মজিবুর রহমান'কে।

    সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী।

    লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম'কে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান'কে এনটিএমসি'র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

  16. বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের নেতা-কর্মীদের জামিন

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন মামলায় গ্রেফতার বিএনপি ও জামায়াতে ইসলামীর দুইশ’র বেশি নেতা-কর্মীকে জামিন দিয়েছে ঢাকার বিচারিক আদালত।

    তবে, এ দিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা পুলিশের পক্ষ থেকে কেউ অংশ নেয়নি।

    সিএমএম কোর্টের মো. হায়দার আলী, হাকিম নুরুল হুদাসহ তিন বিচারকের আদালতে বিকাল চারটা পর্যন্ত এসব জামিন দেয়া হয়। আইনজীবীরা জানিয়েছেন এ সংখ্যা আরো বাড়তে পারে।

    জামিন পেয়েছেন এমন বিএনপি নেতারা হলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন টুকু, শহীদ উদ্দিন এ্যানি, শামসুর রহমান শিমুল, সাইফুল ইসলাম নীরবসহ প্রমুখ।

    একইসাথে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দুইটি মামলায় জামিন পেয়েছেন। এছাড়া বনানীর সেতু ভবনে হামলা মামলা থেকে জামিনে মুক্ত হয়েছেন আন্দালিব রহমান পার্থও।

    এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ডা. আব্দুল্লাহ মো. আবু তাহের, রাশেদুল ইসলামসহ আরো অনেকে জামিন পেয়েছেন।

    আইনজীবী খাদেমুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “শুনানির সময় আদালতে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিল না। পুলিশ উপস্থিত থাকলেও বিরোধীতা করেনি। আবার অনেকের পক্ষে আইনজীবী ছিল না। তখন আমি অনেকের শুনানি করে দেই।”

    এ সময় আদালত বেশ কিছু মন্তব্য করেন বলে জানান মি. ইসলাম।

    তিনি বলেন আদালত এ সময় তাদের উদ্দেশে করে বলেন, “আপনারাতো অনেক কথা বলতে পারেন, আমরা তো সব কথা বলতে পারি না। সামনের দিনগুলোতে যাতে স্বাধীনভাবে কাজ করতে পারি দোয়া করবেন।”

  17. সাবেক প্রতিমন্ত্রী পলক বিমানবন্দর থেকে আটক

    বাংলাদেশের সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

    বিমানবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিবিসি বাংলাকে তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

    মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় মি. পলককে।

    গত কিছুদিন ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ ও খোলা রাখা নিয়ে বিভিন্ন সিদ্ধান্তের কারণে বিতর্কের মধ্যে পড়েন তিনি।

    বিমানবন্দরে জুনাইদ আহমেদ পলক
  18. কর্মবিরতির ঘোষণা পুলিশ সদস্যদের

    বাংলাদেশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে।

    'দেশ থেকে স্বৈচারার উৎখাত' করার জন্য তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'সকল সৈনিককে' অভিনন্দন জানিয়েছে। সেই সাথে নিহত ছাত্রদের রুহের মাগফেরাত কামনা করেছে।

    বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে এটি জানানো হয়।

    সেখানে বলা হয়েছে, ''আমরা প্রকৃতপক্ষে নিয়োগের শুরু থেকেই সার্জেন্ট/সাব-ইন্সপেক্টরসহ নিম্নপদস্থ কর্মকর্তা কর্মচারীরা সিনিয়র অফিসারদের অথবা রাজনৈতিক নেতাদের স্বার্থ হাসিলের বাহক হিসাবে কাজ করতে বাধ্য হই। আমাদের অফিসাররা বেশিরভাগ ক্ষেত্রেই দলীয় পরিচয়ে দুষ্ট।

    আমরা বর্তমান কোটা সংস্কার আন্দোলনসহ যেকোনো আন্দোলনে কোন সাধারণ মানুষকে সরাসরি গুলি করতে না চাইলেও সেটা বাধ্য হয়ে করতে হয় দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য।...আমরা কোটা সংস্কারের মতো পুলিশ বাহিনীর সংস্কার চাই।''

    সেখানে বলা হয়েছে,'' পুলিশ বাহিনী হিসেবে নিরীহ ছাত্রদের সাথে যে অন্যায় করেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী।''

    যেসব পুলিশ কর্মকর্তা অন্যায়ের সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।

    সোমবার পাঁচই অগাস্ট রাতে সারাদেশে ৪৫০টিরও বেশি থানায় হামলা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের ওই বিবৃতিতে।

  19. অধ্যাপক ইউনূসের বিষয়ে যা বললো জামায়াতে ইসলামী

    “ছাত্ররা ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। তারা করতেই পারে, তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সঙ্গে ধারণ করি। যদি জাতি একটা সুস্থ রাস্তায় ওঠে এটা হবে তাদের ত্যাগের ফসল,” এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    ১৩ বছর পর রাজধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন সংগঠনটির আমীর ডা. শফিকুর রহমান।

    মি. রহমান বলেন, “তাদের অধিকার আছে এ ধরনের কিছু বলার । রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন ছাত্রদেরও শোনেন। কথা দিয়েছেন, এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না।”

    জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে প্রশ্ন করলে মি. রহমান বলেন, “বিষয়টা আদালতের বিষয়। যখন দেশে একটা ডেডলক চলছিলো সেই সময় আমাদের সিনিয়র আইনজীবী সময় চেয়েছিলেন। এখানে আইনের সুযোগ আছে। এটা এখন আমাদের প্রসঙ্গ নয়। এখন জাতিকে কীভাবে শান্তিপূর্ণ করা যায় সেটা আমাদের বিষয়।”

    এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার সুযোগ নেই বলে মন্তব্য করেন মি. রহমান। তিনি বলেন, “অন্তর্বর্তী বলেন, কেয়ারটেকার বলেন এটা নিয়ে বেশি হোমওয়ার্ক করার দরকার পড়বে না। যদিও আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। আইন জনগণের জন্য। প্রয়োজনে আবার সংশোধন করা যাবে। কাজ করছি দুই একদিন সময় লাগবে।”

  20. পহেলা জুলাই থেকে আটককৃতদের মুক্তি দেয়া শুরু

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে পহেলা জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত আন্দোলন ও বিভিন্ন মামলায় যাদের আটক করা হয়েছে, আদালতের মাধ্যমে তাদের মুক্তি দেয়া শুরু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং।

    মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এর আগে রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার মুক্তি দেয়া হয় এবং দ্বাদশ সংসদ ভেঙ্গে দেয়া হয়।