২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন বলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এর আগে বিকালে তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন, যেখানে জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তোড়ে ভাঙলো ঘরবাড়ি, অন্তত চার জনের মৃত্যু।

সরাসরি কভারেজ

  1. আজ মঙ্গলবার যা যা হলো:

    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। তিনি মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন। ‘জুলাই গণঅভুত্থান দিবস’ উপলক্ষে তিনি এ ভাষণ দেন।
    • এর আগে বিকেলে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে বলেছেন ‘ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪’-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এ জুলাই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।
    • জুলাই গণঅভ্যুত্থানে যারা মারা গেছেন, তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে ঘোষণাপত্রে।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি বলেছে, তারা মনে করে, এ ঘোষণায় রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং নির্বাচন নিয়ে যাদের মধ্যে দোদুল্যমানতা ছিলো সেটি কেটে যাবে। তিনি একই সাথে প্রধান উপদেষ্টা যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন তাকেও স্বাগত জানিয়েছেন।
    • জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। যদিও নির্বাচনের সময়সীমার ব্যাপারে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেছেন, ''জুলাইপত্রে যেভাবে বিষয়গুলো আনা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই, আমরা হতাশ। কারণ আমাদের অনেক প্রস্তাব সেখানে রাখা হয়নি।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একাত্তরের দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ছবিগুলো সরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইসলামী ছাত্র শিবির টিএসসির মাঠে এসব ছবির প্রদর্শনী করছিলো। এতে যুদ্ধাপরাধের দায়ে শাস্তি পাওয়া কয়েকজনের থাকায় ক্ষোভ ও অসন্তোষ তৈরি হলে প্রশাসন ছবিগুলো সরিয়ে নেয়।
    • ভারতের উত্তরাখণ্ড রাজ্যে মেঘ ভাঙা বৃষ্টি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে স্থানীয় গ্রামবাসী বিবিসিকে জানিয়েছেন। উত্তরকাশীর প্রশাসন দাবি করেছে, এখন পর্যন্ত চার জনের মৃত্যু এবং কিছু সম্পত্তি ধ্বংস হয়েছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজকের মতো এখানেই শেষ হলো।

    নতুন খবর নিয়ে বুধবার আবার লাইভ পাতা চালু হবে।

    বিবিসি বাংলার আরো খবর রয়েছে আমাদের মুলপাতায়

  2. জুলাই ঘোষণাপত্র 'কাগুজে বাঘ' হয়ে থাকবে বলে মনে করে এনসিপি

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেছেন, তারা এই জুলাই ঘোষণাপত্র নিয়ে সন্তুষ্ট নন। কারণ এর আইনি ভিত্তি দেওয়ার বিষয়টি পরবর্তী সংসদের ওপরে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এটি একটি 'কাগুজে বাঘ' হিসাবে থাকবে বলে তারা মনে করে।

    তিনি বলেন, ''অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোসহ সবার প্রতিশ্রুতি ছিল, গণতান্ত্রিক ধারা ও নির্বাচনের দিকে এগোনোর জন্য সরকারের মূল ভিত্তি হবে সংস্কার করা ও বাস্তবায়ন করা। কিন্তু অন্য সব পদ্ধতি পাশ কাটিয়ে একপাক্ষিকভাবে বিএনপির মতামতের ভিত্তিতে নির্বাচনের দিকে এগোনো হচ্ছে। যেখানে বিভিন্ন দলের গণভোট করা, গণপরিষদ করার মতো দাবি ছিল। ''

    ''সংস্কারসহ সব বিষয় পরবর্তী সংসদের ওপরে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই কারণে এনসিপি- আমরা অসন্তুষ্ট,'' বলেন মি. আদিব।

  3. নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি

    প্রতিক্রিয়া জানাচ্ছেন সালাহউদ্দিন আহমেদ

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, প্রতিক্রিয়া জানাচ্ছেন সালাহউদ্দিন আহমেদ

    আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি বলেছে, তারা মনে করে, এ ঘোষণায় রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং নির্বাচন নিয়ে যাদের মধ্যে দোদুল্যমানতা ছিলো সেটি কেটে যাবে।

    “নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। কিন্তু প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে চিঠি দিবেন বলে যে ঘোষণা দিয়েছেন, তার জন্য সারা জাতি অপেক্ষা করছিল,” সাংবাদিকদের বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যাদের মনে দোদুল্যমানতা ছিলো সেটি আর থাকবে না এবং নির্বাচনের আবহ সৃষ্টি হবে।

    “আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হবে এবং এটি হবে সারা বিশ্বের মধ্যে প্রশংসিত হবে। এ ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আরও প্রতিষ্ঠিত হবে। ব্যবসা বাণিজ্য বিনিযোগে অচলতা থাকবে না। সব সচল হবে,” বলেছেন মি. আহমেদ।

    তিনি একই সাথে প্রধান উপদেষ্টা যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন তাকেও স্বাগত জানিয়েছেন।

    “আমরা দুটোকেই স্বাগত জানিয়েছি। জুলাই ঘোষণাপত্রের ঘোষণাকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধানে যথাযথ জায়গায় সেটি স্থাপন করা হবে। জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেয়া সমুচিত হয়েছে,” বলেছেন তিনি।

  4. জুলাই ঘোষণপত্র নিয়ে হতাশ জামায়াতে ইসলামী

    জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। যদিও নির্বাচনের সময়সীমার ব্যাপারে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে।

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেছেন, ''জুলাইপত্রে যেভাবে বিষয়গুলো আনা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই, আমরা হতাশ। কারণ আমাদের অনেক প্রস্তাব সেখানে রাখা হয়নি। যেমন বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আলেমদের ওপরের নির্যাতনের মতো অনেক মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, যেগুলো সেখানে রাখা হয়নি।''

    তিনি বলেন, ''এটা সংবিধানের মূল প্রস্তাবনায় যুক্ত করার জন্য আমরা বলেছিলাম। কিন্তু সেটা করা হয়নি। সংবিধানের চতুর্থ তপসিলে অন্তর্ভূক্ত করে কোনো লাভ হবে না। নির্বাচিত সরকারে এসে যে এটা বাস্তবায়ন করবে, তার কোনো নিশ্চয়তা নেই।''

    তবে ফেব্রুয়ারি রমজানের আগে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেই বিষয়ে তারা সন্তুষ্ট বলে জানান। কারণ রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তাদেরও ছিল বলে তিনি জানান।

  5. ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন, জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

    জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।

    তিনি মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন। ‘জুলাই গণঅভুত্থান দিবস’ উপলক্ষে তিনি এ ভাষণ দেন।

    “ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই ভোট দেবো। কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম,” ভাষণে বলেছেন মি. ইউনূস।

    তিনি বলেন, “ নির্বাচন আসছে। যদি আপনি আপনার নির্বাচনি এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনি এলাকা পরিদর্শন করুন। যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন”।

    প্রধান উপদেষ্টা তার ভাষণে দাবি করেছেন যে, জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে। তিনি বলেছেন, তারা এখন অন্তর্বর্তী সরকার থেকে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার দিকে অগ্রসর হচ্ছেন।

    প্রসঙ্গত, এর আগে গত বছর দায়িত্ব গ্রহণে চার মাসের মাথায় জাতির উদ্দেশ্যেই দেয়া ভাষণে তিনি ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। পরে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠকের পর বিএনপি ও সরকার যৌথভাবে জানায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে পারে। তার আজকের ভাষণে সেই বিষয়টিই আবার উঠে আসলো।

    প্রধান উপদেষ্টা বলেন, "তবে নির্বাচনের আগে আমাদের অত্যাবশ্যকীয় কয়েকটি কাজ সম্পন্ন করতে হবে। এর মধ্যে অন্যতম হলো জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ। আজ, জুলাই গণঅভ্যুত্থান দিবসে, সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছি"।

    "এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব," বলেছেন তিনি।

  6. নির্মাণাধীন ‘জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

    ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, “জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ‍্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহিদ এবং বিজয়ের দলিলরূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন”।

    পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

    নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, CA PRESS WING

    নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, CA PRESS WING

    নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, CA PRESS WING

  7. টিএসসি থেকে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে নিলো ঢাবি প্রশাসন

    দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ছবি এভাবেই টিএসসিতে প্রদর্শন করছিলো শিবির

    ছবির উৎস, Muhaiminul

    ছবির ক্যাপশান, দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ছবি এভাবেই টিএসসিতে প্রদর্শন করছিলো শিবির

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একাত্তরের দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ছবিগুলো সরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    ইসলামী ছাত্র শিবির টিএসসির মাঠে এসব ছবির প্রদর্শনী করছিলো।

    এতে যুদ্ধাপরাধের দায়ে শাস্তি পাওয়া দেলাওয়ার হোসেন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি ছিলো।

    পরে কয়েকটি সংগঠনের প্রতিবাদ ও সমালোচনার মুখে ছবিগুলো সরিয়ে নেয় প্রশাসন।

    ছবিগুলো সরিয়ে নেয়ার পরের দৃশ্য

    ছবির উৎস, Muhaiminul

    ছবির ক্যাপশান, ছবিগুলো সরিয়ে নেয়ার পরের দৃশ্য
  8. ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টি তোড়ে ভাঙলো ঘরবাড়ি, অন্তত চার জনের মৃত্যু

    ধরালী গ্রামে নেমে আসছে জল, পাথর আর মাটির স্রোত

    ছবির উৎস, X/Uttarkashi Police

    ছবির ক্যাপশান, ধরালী গ্রামে নেমে আসছে জল, পাথর আর মাটির স্রোত

    ভারতের উত্তরাখণ্ড রাজ্যে মেঘ ভাঙা বৃষ্টি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে স্থানীয় গ্রামবাসী বিবিসিকে জানিয়েছেন। উত্তরকাশীর প্রশাসন দাবি করেছে, এখন পর্যন্ত চার জনের মৃত্যু এবং কিছু সম্পত্তি ধ্বংস হয়েছে।

    বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দলের সদস্যরা তাদের খোঁজ চালাচ্ছেন।

    মেঘ ভাঙার ফলে ব্যাপক বৃষ্টিও হচ্ছে সেখানে।

    সেনাবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এই ঘটনা মঙ্গলবার দুপুরের।

    ভারতের গণমাধ্যম স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে জানাচ্ছে যে বিকেলে কাছাকাছি আরও একটি জায়গায় মেঘ ভেঙেছে, যার ফলে নতুন করে বিপর্যয় নেমে আসতে পারে।

    দুপুরের মেঘ ভাঙা বৃষ্টির ফলে রাজ্যের উত্তরকাশী জেলার একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে পাহাড়ের গভীর খাদ বেয়ে নেমে আসা জলস্রোত এবং মাটি ও পাথর আছড়িয়ে পড়ছে একটি গ্রামের ওপরে এবং একাধিক ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে।

    জানা যাচ্ছে যে ওই ভবনগুলির অনেকগুলোই আবাসিক হোটেল ছিল।

    হর্ষিল উপত্যকার ওই গ্রামটির নাম ধরালী। গঙ্গোত্রী যাওয়ার রাস্তায় পড়ে এই গ্রামটি।

    গ্রামের বাসিন্দা আস্থা পাওয়ার ওই ভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বিবিসি সংবাদদাতা বিকাশ ত্রিবেদীকে বলেছেন, “আমার বাড়ি রাস্তা থেকে একটু দূরে। এমনটা নয় যে একবারের জলস্রোতেই সব কিছু ভেসে গেছে। প্রথম যে স্রোতটা নেমে এসেছিল, সেটা প্রবল বেগে ধেয়ে এসেছিল, যথেষ্ট ভয়াবহ ছিল ওটা। ওই ভিডিওটাই সম্ভবত সবাই দেখছেন।"

    “তারপর প্রয় ১০-১৫ বা ২০ মিনিটও হতে পারে, একের পর এক পাথর আর মাটির স্রোত আসতে থাকে। সেগুলোতে হোটেল ভেঙে নিয়ে এগিয়ে যাচ্ছিল। একেকবারে একটা বা দুটো করে হোটেল ভেঙে পড়ছিল,” জানিয়েছেন মিজ. পাওয়ার।

    তাদের কোনো রকম সতর্কবার্তা দেওয়া হয়নি। মঙ্গলবার কাজের দিন, বাচ্চাদের স্কুলও ছুটি ছিল না। কারও কোনো ধারণাই ছিল না এত বড় ঘটনা হতে চলেছে।

    উল্লেখ্য, প্রচুর পরিমাণে উষ্ণ মৌসুমি বায়ু কনকনে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে ঘন মেঘের সৃষ্টি হয়। উষ্ণ বাতাস ওপরের দিকে উঠতে থাকলে মেঘে সঞ্চিত জলকণা বৃষ্টি হয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় ঝরে পড়তে বাধা পায়। ফলে মেঘের ঘনত্বও ক্রমশ বাড়তে থাকে।

    পরে বাতাসের আঘাতে মেঘ ফেটে জল বেরিয়ে আসে, তবে সেটা বৃষ্টির চেয়ে অনেকগুণ ভারী হয়।

    পাহাড় থেকে নেমে আসা জলস্রোতে ভেসে গেছে অনেক ভবন

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, পাহাড় থেকে নেমে আসা জলস্রোতে ভেসে গেছে অনেক ভবন
  9. জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা, সংবিধানে তফসিলে সন্নিবেশিত হবে

    জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪’-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এ জুলাই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।

    মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানমঞ্চ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে এ কথা বলেন তিনি।

    এসময় তার সাথে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

    জুলাই গণঅভ্যুত্থানে যারা মারা গেছেন, তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র-জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে ঘোষণাপত্রে বলা হয়েছে, “৫ আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো”।

    ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে।

    “বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে,” ঘোষণাপত্রে বলা হয়েছে।

  10. প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ মঞ্চে, মূল অনুষ্ঠান শুরু

    জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান

    ছবির উৎস, screen grab

    ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

    বিকেল পাঁচটার দিকে তিনি যখন মঞ্চের দিকে যাচ্ছিলেন তখন তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তার সাথে দেখা যায়।

    এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

    তারা মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

  11. মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত কয়েকজন

    ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ এর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

    দুপুর সোয়া দুইটার দিকে সেখানে এ ঘটনায় চরম বিশৃঙ্খলা দেখা দিলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

    আহতদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

    ওদিকে ঘটনাস্থলে যারা ছিলেন তারা বলছেন, মঞ্চের সামনে কিছু বেলুন রাখা হয়েছিলো ওড়ানোর জন্য। তারই একটিতে আগুন জ্বলে ওঠলে প্লাস্টিকের টুকরো ছড়িয়ে পড়ে।

    কেন, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

  12. 'জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম': এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারি

    বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এনসিপি’র কয়েকজন নেতা কক্সবাজার গেছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে, এটি ‘গুজব’ বলে দাবি করেছেন দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারি।

    তার দাবি, “কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে আসছি।”

    বিবিসি বাংলাকে তিনি বলেন, “হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি এর মধ্যেই এই নিউজ দেখতেছি।”

    তিনি বলেন, “এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন, এ ধরনের কোনো কিছুই না, মিডিয়া প্রোপাগন্ডা।”

    মি. পাটওয়ারী দাবি করেন, “এখানে আইসা শুনছি যে পিটার হাসের সাথে নাকি আমরা দেখা করতে আসছি। এরকম হলে তো আমরা ঢাকাই ই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো।”

    এছাড়া জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে যখন রাষ্ট্রীয় নানা কর্মসূচি চলছে তখন এনসিপি নেতাদের এই সফর নিয়েও নানা সমালোচনা শুরু হয়েছে।

    জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অংশ নেবেন কিনা এই প্রশ্নের জবাবে মি. পাটওয়ারী বলেন, “আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে। অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে।”

    তিনি বলেন, “যাদেরকে বলা হইছে প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।”

    মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়।

    বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজার গেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা এবং নাসিরুদ্দীন পাটওয়ারী।

  13. মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর অনুষ্ঠান চলছে

    অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ঢাকার মানিক মিয়া এভিনিউতে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠান শুরু হয়েছে।

    দুপুরে জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাইমুম শিল্পীগোষ্ঠীর গান পরিবেশনের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর জামায়াত ঘনিষ্ঠ আরেকটি সংগঠন ‘কলরব শিল্পীগোষ্ঠী’ গান পরিবেশন করে।

    সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

    এ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে সরকারি উদ্যোগে লোকজন আনা হয়েছে। এর মধ্যে সরকারি খরচে কয়েকটি রেলও ভাড়া করা হয়েছে বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

    মানিক মিয়া এভিনিউতে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান চলছে
    ছবির ক্যাপশান, মানিক মিয়া এভিনিউতে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান চলছে
    মানিক মিয়া এভিনিউতে লোকজন জমায়েত হচ্ছে

    ছবির উৎস, bbc

    ছবির ক্যাপশান, মানিক মিয়া এভিনিউতে লোকজন জমায়েত হচ্ছে
    অনেকে মিছিল নিয়ে এসেছেন
    ছবির ক্যাপশান, অনেকে মিছিল নিয়ে এসেছেন
  14. শেখ মুজিবুর রহমানের ছবিকে কেন্দ্র করে শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

    স্কুলের প্রধান শিক্ষিকার কক্ষে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি রাখাকে কেন্দ্র করে তিনি সম্প্রতি আলোচনায় এসেছিলেন।

    এমন প্রেক্ষাপটে তাকে সাময়িক বরখাস্তের পর তিনি আজ মঙ্গলবার সেই চিঠি গ্রহণ করেছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন।

    গত রোববার ওই এলাকায় ওই শিক্ষিকাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিলো।

    সরকারি নির্দেশনা না থাকায় তিনি শেখ মুজিবুর রহমানের ছবি নামাতে শিক্ষা অফিসের একজন কর্মকর্তার মৌখিক নির্দেশ পালনে অপারগতা প্রকাশ করেছিলেন।

    পরে তাকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা যে খবর পরিবেশন করেছে তাতে বলা হয়, তিনি বলেছেন “তার পিতা মইনউদ্দীন মাস্টার একজন মুক্তিযোদ্ধা এবং সেই যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। তাই আমার বিদ্যালয় থেকে এই ছবি সরাতে পারবো না”।

    যদিও পরে তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছে যে, “বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর কোনো সরকারি নির্দেশনা ছিল না বলে ছবি তিনি নামাননি”।

    বিতর্কের পর অবশ্য শেখ মুজিবুর রহমানের ছবি সেই অফিস কক্ষ থেকে সরিয়ে ফেলা হয়েছে।

  15. কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবো না- ভিডিও বার্তায় বলেছেন প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

    কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবো না- এই শপথ নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণরেখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ।”

    অতীত স্মরণ করতে নয় বরং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা।

    “আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসি নাই। আমরা একটি শপথ গ্রহণ করতে আসছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবো না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে” বলেন অধ্যাপক ইউনূস।

  16. রাজশাহীতে বিশেষ ট্রেন 'পছন্দ না হওয়ায়' রেললাইনে অবস্থান, এক ঘণ্টা পর ছাড়লো ট্রেন

    রেললাইনে অবস্থান আন্দোলনকারীদের

    ছবির উৎস, Mahfujur Rahman

    ছবির ক্যাপশান, রাজশাহীতে বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় রেললাইনে অবস্থান নিয়ে আন্দোলন

    ট্রেন পছন্দ না হওয়ায় আন্দোলনকারীরা রেললাইনের ওপরে বসে পড়ায় ঘণ্টাখানেক দেরিতে রাজশাহী রেলস্টেশন ছেড়ে গেছে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য বরাদ্দ বিশেষ ট্রেন ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন।

    আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় দাবি করে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন জুলাই যোদ্ধারা।

    রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনও এ সময় আটকে দেন তারা।

    বিশেষ ট্রেনটি রাজশাহী থেকে সকাল সাতটা ২০ মিনিটে রওনা হওয়ার কথা ছিল, তবে আন্দোলনের কারণে এটি ছেড়েছে এক ঘণ্টা পর সোয়া আটটায়।

    রাজশাহীর স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, সকালে রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছাড়ার কথা ছিল। তার স্টেশনে এ গিয়ে দেখেন যে ট্রেনটি দেওয়া হয়েছে সেটি যাত্রা উপযোগী নয়।

    এই ট্রেনে করে দ্রুত পৌঁছানো যাবে না বলে দাবি করেন আন্দোলনকারীরা। এ কারণে ভালো ট্রেন ও বগির জন্য রেললাইনের ওপর অবস্থান নেন তারা।

    দাবি আদায়ে আটকে দেন রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন।

    এক পর্যায়ে দাবি আদায় নিয়ে আন্দোলনকারীরা দু ভাগে ভাগ হয়ে পড়েন। উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পক্ষ রেলের বিশেষ ট্রেনে চড়ে এবং আরেক পক্ষ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা রওনা হন।

    পরে রেল বিভাগ সাংবাদিকদের জানিয়েছে, যে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট মানসম্মত। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল।

    উল্লেখ্য, সরকার যে বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে তাতে রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা রওনা হওয়ার কথা।

    হট্টগোল

    ছবির উৎস, Mahfujur Rahman

    ছবির ক্যাপশান, বিশেষ ট্রেনটি রাজশাহী থেকে সকাল সাতটা ২০ মিনিটে রওনা হওয়ার কথা ছিল আন্দোলনের কারণে ছেড়েছে এক ঘন্টা পর সোয়া আটটায়।
  17. আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

  18. ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মীকে গ্রেফতারের দাবি পুলিশের

    হ্যান্ডকাফ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে

    গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে গত দুইদিনে মোট ২২ জনকে গ্রেফতারের তথ্য জানানো হলো।

    আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক খুদে বার্তায় জানানো হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই ১১ জনকে গ্রেফতার করেছে।

    এর আগে গতকাল সোমবারও ডিবি পুলিশ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ১১ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছিল।

    গতকালই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ অভিযান চলবে।

  19. ৫ই অগাস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, BNP FACEBOOK PAGE

    ছবির ক্যাপশান, পাঁচ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ এবং আগামীর প্রতিটি ৫ই অগাস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন।

    আজ মঙ্গলবার সকালে দলটির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

    জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির এই দিনে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না।

    জনগণকে আইন নিজে হাতে তুলে না নেওয়ার অনুরোধ করে মব ভায়োলেন্সকে উৎসাহিত না করার আহ্বান জানিয়েছেন মি. রহমান।

    মি. রহমান বলেন, “আজ থেকে ঠিক এক বছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের। দিনটি বিজয়ের। রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে।”

    বাংলাদেশের জনগণ প্রতিবছর এই দিনটিকে "স্বাধীনভাবে সানন্দে" সরকারি ছুটির দিন হিসেবে উপভোগ করবে বলে মন্তব্য করেন তিনি।

    বিগত সরকারের আমলে বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সব সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, “স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না।”

    জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা প্রয়োগের মাধ্যমে জনগণকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান তিনি।

  20. আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এই ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে তার।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

    বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

    গতকাল সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আজকের কথা উল্লেখ করে বলা হয়, পাঁচই অগাস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

    এতে আরও বলা হয়, বিকাল পাঁচটায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    পাশাপাশি, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আহতদের ও নিহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    এই দিবস উদ্‌যাপনে দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ সকলকে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এ দিবস উপলক্ষে আজ সারা দেশের ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।