বিদ্যুত ও জ্বালানির দাম বাড়াতে চায় না সরকার, ব্যাংক কমিশন গঠনের সিদ্ধান্ত

ব্যাংক কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন চেয়েছেন অধ্যাপক ইউনূস। প্রাণরক্ষায় ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেয়া হয়েছিল বলে জানিয়েছে আইএসপিআর। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরো দুটি মামলা হয়েছে। সার্বক্ষণিক সব খবর জানতে বিবিসি বাংলার লাইভ পাতায় যুক্ত থাকুন:

সার সংক্ষেপ

  • নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বিদেশি কূটনীতিকদের সমর্থন চাইলেন ড. ইউনূস
  • ব্যাংক খাতে টেকসই সংস্কারে কমিশন গঠনের সিদ্ধান্ত
  • সরকার পতনের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন
  • একমাসের বেশি সময় পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
  • হেফাজতের ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা
  • আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার ঘোষণা শিক্ষা উপদেষ্টার

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হল

    ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ও বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    সরকার বাধ্য না হলে নতুন করে বিদ্যুৎ, জ্বালানির মূল্য বাড়াবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সারাদেশে পুলিশের ৪৪ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

    ব্যাংক কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

    বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ।

    রোববার ২০১জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    ২০১৩ সালের পাঁচই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গুলি ও মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

    রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফটো সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহিরের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

    এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার থেকে খুলেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

    গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলের নেতা, বিচারক, সরকারি আমলা, পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৬২৬ জন ব্যক্তিকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

  2. 'নতুন করে বিদ্যুত ও জ্বালানির দাম বাড়াতে চায় না সরকার'

    সরকার নতুন করে বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়াতে চায় না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    রোববার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "গত ১৫ বছরে গ্যাস-বিদ্যুতের দাম ১৮ থেকে ১৯ বার বেড়েছে। গ্যাসের দাম ১০ থেকে ১২ বার বেড়েছে।"

    জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে নাগরিকেরা স্বস্তি পাবেন কী না - এমন প্রশ্নের জবাবে মি. খান বলেন, "আমরা বাধ্য না হলে (জ্বালানির) মূল্যবৃদ্ধি করবো না। যদি দাম বাড়ানোর প্রয়োজন হয় তখন গণশুনানির পর সব পক্ষের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নেয়া হবে।"

    গ্যাস সংকট সমাধানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গ্যাস সংকট সমাধানে টাইম লাইন বেধে দেয়া হয়েছে।

    জ্বালানি খাতের সংকট নিরসনে শিগগিরই এনার্জি সিকিউরিটি অ্যাক্ট হবে জানিয়ে মি. খান বলেছেন, “সচিবকে এনার্জি সিকিউরিটি প্ল্যান তৈরির পরামর্শ দিয়েছি। আমরা সেটা উপদেষ্টা পরিষদে নিয়ে যাবো।”

    নতুন করে বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নতুন করে বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার
  3. কোটা সংস্কার আন্দোলন ঘিরে ৪৪ পুলিশ নিহত: পুলিশ সদর দপ্তর

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সারাদেশে পুলিশের ৪৪ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

    রোববার নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

    নিহত ৪৪ জনের মধ্যে তিনজন পরিদর্শক, ১১ জন উপ-পরিদর্শক, সাত জন অতিরিক্ত উপ পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক, একজন নায়েক এবং ২১ জন কনস্টেবল।

    বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মোট ৬৫০ জন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন।

    ওই প্রতিবেদনে বলা হয়, গত ১৬ই জুলাই থেকে ১১ই অগাস্ট পর্যন্ত সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে কমপক্ষে ৬৫০ জনের মৃত্যুর তথ্য পেয়েছে সংস্থাটি।

    এর মধ্যে চৌঠা অগাস্ট পর্যন্ত চারশোর কাছাকাছি এবং বাকি প্রায় ২৫০ জন পরের দুইদিনে প্রাণ হারিয়েছেন বলে ওই রিপোর্টে বলা হয়।

    আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ
  4. ব্যাংক খাতে টেকসই সংস্কারে কমিশন গঠনের সিদ্ধান্ত

    ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

    প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ হিসেবে, আন্তঃ-ব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড এক শতাংশ হতে বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে।

    বৈঠকে চাহিদা ও যোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনা, মুদ্রানীতিকে সংকোচনমূলক অবস্থায় ধরে রাখা এবং সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটাতে পরিকল্পনা নেয়ার সিদ্ধান্তও হয়েছে।

    এছাড়াও আর্থিক খাতের সংস্কারে একটি রূপকল্প তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ১০০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

  5. ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

    বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তার স্ত্রীর শিরিন আক্তারের নামে থাকা ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ।

    বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ রোববার সব ব্যাংককে চিঠি দিয়ে তাদের হিসাব জব্দ করার নির্দেশনা দিয়েছে।

    এছাড়াও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করতে বলা হয়েছে ওই নির্দেশনায়।

    অন্যদিকে, মি. রশীদ ও তার পরিবারের সদস্যদের নামে কোনো লকার সেবা থাকলে তা ব্যবহারের ক্ষেত্রে ৩০ দিন রহিতকরণের জন্যও নির্দেশ দেয়া হয়েছে ওই চিঠিতে।

    এর ফলে এসব হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

    আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ
    ছবির ক্যাপশান, আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ
  6. যুগ্ম সচিব পদে পদন্নোতি পেয়েছেন ২০১জন কর্মকর্তা

    উপসচিব ও সমপদমর্যাদার সরকারের ২০১জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    রোবরাব মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

    পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ই-মেইলে যোগদানপত্র জমা দিতে পারবেন।

    আজকের দিন পর্যন্ত উপসচিব ও সমপর্যায়ের পদের দায়িত্বে থাকা এই কর্মকর্তাদের কনিষ্ঠ কর্মকর্তারা যে তারিখে তাদের ছাড়িয়ে যান, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।

    এছাড়াও এই তালিকাভুক্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশ বাতিল বা সংশোধন হতে পারে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

    এর আগে গত মঙ্গলবার সিনিয়ির সহকারী সচিব থেকে ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

  7. এবার পদত্যাগ করলেন বুয়েটের উপাচার্য

    ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

    রোববার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

    পদত্যাগপত্রে অধ্যাপক মজুমদার লিখেছেন, "শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নতি সাধনের জন্য তথা বুয়েটের সুনাম রক্ষার জন্য কাজ করেছি।

    বর্তমানে আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এর ভাইস-চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করলাম।”

    বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মজুমদার ২০২০ সালের ২৫শে জুন বুয়েটের উপাচার্যের দায়িত্ব পান।

    পরে চলতি বছরের তেসরা জুলাই দ্বিতীয় মেয়াদে তিনি নিয়োগ পেয়েছিলেন।

    গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ধারাবাহিকভাবে পদত্যাগ করছেন।

    বুয়েটের উপাচার্যের পদত্যাগপত্র
    ছবির ক্যাপশান, বুয়েটের উপাচার্যের পদত্যাগপত্র
  8. নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বিদেশি কূটনীতিকদের পূর্ণ সমর্থন চাইলেন অধ্যাপক ইউনূস, 'শেখ হাসিনার স্বৈরতন্ত্র দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে'

    অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ব্যাপক ‘সংস্কারের’ মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    এ যাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি।

    রোববার দুপুরে ঢাকায় বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানদের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন অধ্যাপক ইউনূস।

    “আমি এমন এক সময়ে একটা দেশের দায়িত্ব নিয়েছি, যা অনেক দিক থেকে পুরোপুরি বিশৃঙ্খল। ক্ষমতা ধরে রাখার জন্য শেখ হাসিনার স্বৈরতন্ত্র দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে," বলেন অধ্যাপক ইউনূস।

    তিনি আরও বলেন, "বিচার বিভাগ ধসে গেছে। দেড় দশক ধরে ভয়াবহ দমন-পীড়নের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করা হয়েছে। নির্লজ্জভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে।"

    "তরুণ প্রজন্ম ভোটাধিকার প্রয়োগ ছাড়াই বেড়ে উঠেছে, রাজনৈতিক মদদে বাংকগুলো ডাকাতি করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারে লুট করা হয়েছে।"

    “যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যমে মৌলিক সংস্কার এনে আমরা অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব। জাতীয় ঐক্যমত্য বৃদ্ধির জন্য আন্তরিক প্রচেষ্টা আমরা চালাবো,” বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

  9. ছয় বছর পর দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান

    যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক সাংবাদিক শফিক রেহমান
    ছবির ক্যাপশান, যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক সাংবাদিক শফিক রেহমান

    টানা ছয় বছর প্রবাসে জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক সাংবাদিক শফিক রেহমান।

    রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ত্রী তালেয়া রহমানকে নিয়ে অবতরণ করেন তিনি।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় ২০২৩ সালের অগাস্টে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

    ওই মামলায় গ্রেফতার হওয়ার পর ২০১৬ সালে পাঁচ মাস কারাগারেও থাকতে হয়েছিল মি. রেহমানকে।

    জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি।

  10. স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক

    স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অধ্যাপক ডা. রোবেদ আমীনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।

    রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমার সই করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক আলমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

    একই দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক আমিনকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়।

    অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

  11. এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা চলছে: সড়ক পরিবহন উপদেষ্টা

    কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতাকে ঘিরে গত ১৮ই জুলাই বিকেলে ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতাকে ঘিরে গত ১৮ই জুলাই বিকেলে ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়

    আগামী এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালু হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজল কবির খান।

    রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।

    কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতাকে ঘিরে গত ১৮ই জুলাই বিকেলে ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর এক মাস পেরিয়ে গেছে। বদলে গেছে সরকারও।

    নতুন সরকারের পক্ষ থেকে ১৭ই অগাস্ট মেট্রোরেল চালু করার কথা বলা হলেও পরবর্তীতে আরও সময় লাগবে বলে জানানো হয়।

    “এটার (মেট্রোরেল চালু করতে) দু'টো সমস্যা ছিল। একটা সমস্যা ছিল যে বোর্ডের সদস্য ছিল না। সেটা আমরা আজই করে ফেলেছি।"

    "ওই বোর্ডের একটা সভা হবে কাল (সোমবার)। সভার পরে লাইনগুলো চেক করতে দুই-চার দিন লাগবে। আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছেন, তিনি আমাদের সময় দিয়েছেন এটা আগামী সাত দিনের মধ্যে চালু করার চেষ্টা করবেন," বলেন মি. খান।

  12. পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সরকার সজাগ: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

    অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
    ছবির ক্যাপশান, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

    বাংলাদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার বিষয়ে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

    "আমদানির যে মূল্যস্ফীতি, সে বিষয়ে আমরা সজাগ আছি। যতটুকু সম্ভব, আমাদের অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করতে হবে, যেন বাজার, ভোক্তা ও সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না পড়ে। আর এখন যে চাপটা রয়েছে, সেটাও যেন কমে আসে, সে চেষ্টা থাকবে," রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন মি. আহমেদ।

    একইসঙ্গে, দেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

    "উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে, দ্রব্যমূল্য কমে আসবে। ফলে এ সম্পর্কিত যত বিষয় রয়েছে, সেগুলোয় যেন সহায়ক পরিবেশ থাকে, সেই চেষ্টা করা হবে"

    "প্রত্যেকে যেন একটা সুন্দর জীবনযাবন করতে পারেন, এজন্য আমি সেদিন চাল, ডাল ও ডিমসহ পাঁচ খাদ্য নিয়ে আলোচনা করেছি। এগুলো নিয়ে আমরা সজাগ; এগুলো আমরা করব। এটা যেন সমান হারে সরকারি-বেসরকারি সবাই পায়, সেটা নিশ্চিত করবো," বলেন মি. আহমেদ।

  13. এনবিআরকে দুর্নীতিমুক্ত করতে চান নতুন চেয়ারম্যান, কালো টাকা সাদা করার সুযোগ রাখাও পক্ষে নন

    দায়িত্ব বুঝে নেওয়ার প্রথম দিনেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান।

    বিষয়টি নিয়ে ইতোমধ্যেই কর্মকর্তাদের হুঁশিয়ার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    "তাদের (কর্মকর্তাদের) মেসেজ দেওয়া হয়েছে। নিজেদের পরিবর্তন করতে না পারলে বের করে দেওয়া হবে। বড় ছোট না, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুবৃত্ত যেন তৈরি না হয় সেটা দেখা হবে," রোববার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সাংবাদিকদের বলেন মি. খান।

    গত কোরবানির ঈদের আগে ছেলের ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কেনার ঘটনার জেরে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ আয়ের বিষয়টি সামনে আসে।

    মি. রহমানের মতো আর কোনো কর্মকর্তা যেন এনবিআরে তৈরি না হয়, সেলক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নতুন চেয়ারম্যান।

    এছাড়া চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, সেটির পক্ষে নন বলে জানিয়েছেন মি. খান।

    "এনবিআর চেয়ারম্যান হিসেবে নয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এগুলা অগ্রহণযোগ্য। এর ফলে সৎ করদাতা নিরুৎসাহিত হয়,"

    তবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদসহ বাকিদের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

    আওয়ামী লীগের গত দেড় দশকের শাসনামলে আর্থিক খাতে যারা লুটপাট ও অর্থপাচার করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মি. খান।

    "১৫ বছরের অপরাধীদের নিয়ে আমরা কাজ করবো। হয়ত একটু সময় লাগবে। প্রস্তুতি নিচ্ছি। সবকিছু স্থির হলে কাজ শুরু করবো"

    "অর্থ পাচার নিয়ে বিএফআইইউ কাজ করছে, এনবিআরের সিআইসিও কাজ করবে। যখনই কোনো ইঙ্গিত পাব, তা অনুসন্ধান করা হবে," বলেন মি. খান।

  14. সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর বিপদ দেখাতে বলা হয়েছে।

    রোববার আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে এই সতর্কতা জারি করা হয়।

    আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে বাংলাদেশ ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে।

    এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

  15. বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন নাকচ, আবেদনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রশ্নে রায় বদলানোর অভিযোগ আনা হয়েছিল

    প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সদ্য সাবেক চেয়ারম্যান খায়রুল হকের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন খারিজ হয়েছে।

    রোববার মামলার আবেদনের শুনানি নিয়ে তা খারিজ করে দেন ঢাকা মহানগর হাকিম দিলরুবা আফরোজ বিথি।

    বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঢাকার অন্য মহানগর হাকিমের এখতিয়ারাধীন হওয়ায় জবানবন্দি নিয়ে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় মামলার আবেদন খারিজ করা হয়েছে বলে জানা গেছে।

    ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয় বাংলাদেশে সুপ্রিম কোর্ট।

    মি. হক তখন প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন।

    মামলার আবেদনে অভিযোগ তোলা হয়েছিল যে, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলায় ঘোষিত রায়ে সুপ্রিম কোর্ট দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পথ খোলা রেখেছিল দাবি করে আবেদনে বলা হয়, “কিন্তু প্রধান বিচারপতি খায়রুল হক অবসরে গিয়ে রায় ঘোষণার ১৬ মাস ৩ দিন পর যে রায় প্রকাশ করলেন, সেখানে তিনি এ অংশটি রাখেননি।”

    আবেদনে আরও বলা হয়, “অসাধুভাবে প্রধান বিচারপতির পদ ব্যবহার করে প্রতারণামূলকভাবে বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির মাধ্যমে এ রায় প্রদান করেন।”

  16. হেফাজতের ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা

    হেফাজতে ইসলামের একটি বিক্ষোভের চিত্র

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হেফাজতে ইসলামের একটি বিক্ষোভের চিত্র

    ২০১৩ সালের পাঁচই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গুলি ও মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

    রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকি আল ফারাবীর আদালতে মামলাটি করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার।

    বাদীপক্ষের জবানবন্দি গ্রহণ শেষে আদালত মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি তদন্ত করার নির্দেশ দিয়েছে।

    এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ১১টি মামলা হলো। এর যার মধ্যে আটটি হত্যা, একটি অপহরণ এবং দু'টি 'মানবতাবিরোধী অপরাধ' ও 'গণহত্যা'র অভিযোগ রয়েছে।

    উল্লেখ্য যে, ২০১৩ সালের পাঁচই মে ঢাকায় মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের অবস্থান নিলে সেদিন রাতে অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    সরকারি হিসেবে, ওই অভিযানে ১৩ জন নিহত হয়েছিল বলে জানানো হয়।

  17. ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন কমিশনারদের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

    ২০১৪ ও ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নির্বাচন কমিশনের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

    রোববার সুপ্রিম কোর্টের দশজন আইনজীবী এই রিটটি করেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চে মামলাটি দায়ের করেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    রিটটিতে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে ৯ ধারায় প্রদত্ত দায়মুক্তি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সেটি জানতে চাওয়া হয়।

    রিটকারী আইনজীবী মি. মনির বিবিসি বাংলাকে বলেন, “আইন করে নির্বাচন কমিশনকে দায়মুক্তি দেয়া হয়েছে। এই দায়মুক্তির আইনে বলা হয়েছে, এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবেনা”।

    তিনি বলেন, “আমারা মনে করি,এটা আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে।আদালতে যদি এই দায়মুক্তির আইন অসাংবিধানিক বলে ঘোষিত হয় তাহলে দুটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে”।

  18. শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৭৮ জনের বিরুদ্ধে রংপুরে হত্যা মামলা

    রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফটো সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহিরের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

    আবু তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে রোববার সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। রংপুর জজ কোর্টের আইনজীবী এ এস এম মাহমুদুল হক সেলিম এই তথ্য নিশ্চিত করেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ শে জুলাই আব্দুল্লাহ আল তাহিরগুলিতে নিহত হন। তার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং সাবেক সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের দুই নম্বর আসামি করা হয়েছে।

    সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

    সেইসাথে রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, এডিসি ক্রাইম উৎপল কুমার রায়, এডিসি নুর ইসলাম পাটোয়ারী, কোতয়ালী থানার ইনচার্জ মোন্তাসির বিল্লাহ, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ারহোসেনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

    এদিকে ফল ব্যবসায়ী মেরাজুল হত্যা মামলায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২১ জনকে আসামি করে মামলা হয়েছে। মেরাজুলের মা আম্বিয়া বেগম মামলাটি দায়ের করেন।

    একইদিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলায় ১৭ জনকে আসামি করা হয়। ফলে তিনটি মামলায় মোট আসামির সংখ্যা ৭৮।

  19. এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

    শিক্ষার্থীদের আন্দোলন আর সরকার পতনের জের ধরে এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

    তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক সরকারি বিশ্ববিদ্যালয়েই এখনো ক্লাস বা প্রশাসনিক কার্যক্রম শুরু হয়নি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা দেখা যায়। কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই উপাচার্য সহ প্রশাসনিক কর্মকর্তাদের অনেকেই এর মধ্যে পদত্যাগ করায় ক্লাস শুরু হয়নি সেসব বিশ্ববিদ্যালয়ে।

    বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেকগুলোতে কার্যক্রম শুরু হলেও কিছু বিশ্ববিদ্যালয়ে এখনো ক্লাস শুরু হয়নি। আবার কিছু বিশ্ববিদ্যালয় এখনো বন্ধ রয়েছে।

    যেমন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আগামী সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস শুরু হবে এবং ক্যাম্পাস খুলবে ৩১শে অগাস্ট থেকে। অন্যদিকে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে আজ থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং আগামী রবিবার থেকে ক্যাম্পাস খুলবে বলে জানানো হয়েছে।

    বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া স্কুল ও কলেজের ক্লাস স্বাভাবিকভাবেই চলছে বলে জানা যায়।

  20. আবু সাঈদ হত্যা: সাবেক আইজিপিসহ ১৭ জনের নামে মামলা

    রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামানসহ ১৭জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

    রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। আন্দোলন চলাকালে গত ১৬ই জুলাই পুলিশের গুলিতে তিনি নিহত হন।

    ঘটনার প্রায় এক মাস পর রোববার রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি নেয়ার জন্য আবেদন করেছেন নিহতের বড় ভাই রমজান আলী।

    মামলাটি গ্রহণ করার জন্য তাজহাট থানাকে নির্দেশ দেন এই আদালতের বিচারক রাজু আহমেদ।

    রংপুর জজ কোর্টের আইনজীবী এ এস এম মাহমুদুল হক সেলিম বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    মামলার অন্য আসামিরা হলেন রংপুর মহানগর পুলিশের উপকমিশনার আল মারুফ হোসেন, সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, আল ইমরান হোসেন, তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভূতি ভূষণ রায়, সহকারী উপপরিদর্শক(এএসআই) আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

    আসামিদের মধ্যে আবদুল বাতেন ও মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। রবিউল ইসলাম, আমির আলী ও সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, সাংগঠনিকসম্পাদক ধনঞ্জয় কুমার রায়, দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০ থেকে ৩৫ জনকে।