বলাৎকারকে ধর্ষণের আওতায় এনে নারী-শিশু নির্যাতন দমন আইনে যেসব সংশোধনী আনা হচ্ছে
ঢাকা মহানগর পুলিশ কমিশনার ধর্ষণকে নির্যাতন হিসেবে অভিহিত করায় তা নিয়ে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প। তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি বিজেপি সাংসদের। আমরা এখন যুদ্ধাবস্থায় আছি, ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা।
সরাসরি কভারেজ
সোমবার যা যা ঘটেছে:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আগামী মঙ্গলবার কথা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিন 'প্রচুর কাজ হয়েছে' উল্লেখ করে মি. ট্রাম্প বলেন, দেখা যাক মঙ্গলবার 'জানান দেয়ার মতো কিছু থাকে কি না'।
বিএনপি বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন পাবে এ বিষয়টি যত স্পষ্ট হচ্ছে, তত বেশি দলটিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের কিছু সংশোধনী প্রস্তাব সরকার নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এক্ষেত্রে ধর্ষণের সংজ্ঞাসহ শাস্তির বিধানে বেশকিছু সংশোধনী প্রস্তাব আনার কথা জানান আইন উপদেষ্টা।
জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে হামলায় জড়িত থাকার দায়ে ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভারতে বসবাসকারী নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন যাতে কলকাতায় ফিরতে পারেন, আজ সেদেশের পার্লামেন্টে সেই দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের একজন বিজেপি সাংসদ।
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের উর্ধ্বতন পর্যায়ের ১২৭ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেছেন, ''আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।'' নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্রও ততই তীব্র হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায় একটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বরগুনার আমতলী উপজেলার ইসমাইল শাহ মাজারে রোববার রাতে ওই হামলা চালানো হয় ।
লোডশেডিংয়ের সিডিউল ২৪ ঘণ্টা আগে কেন প্রকাশ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ বা রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে গ্রাম ও শহরে কেন সমানভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে না, সে ব্যাপারেও কারণ দর্শাতে বলা হয়েছে।
বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার লক্ষ্যে সিলেটে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার বেলা পৌনে ১১টায় সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার।
‘ধর্ষণ’ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ শব্দটি ব্যবহার করার আহ্বান জানানোর পর তা নিয়ে সমালোচনার মুখে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ঢাবির ১২৮ শিক্ষার্থী জুলাই আন্দোলনে হামলার দায়ে বরখাস্ত
জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে হামলায় জড়িত থাকার দায়ে ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ওই আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
তবে, বহিষ্কৃতদের মধ্যে সংগঠনটির শীর্ষস্থানীয় কেউ রয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ২০১৯ সালে জি টোয়েন্টি সম্মেলনে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আগামী মঙ্গলবার তার কথা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে যাত্রাপথে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
গত কয়েকদিন 'প্রচুর কাজ হয়েছে' উল্লেখ করে মি. ট্রাম্প বলেন, দেখা যাক মঙ্গলবার 'জানান দেয়ার মতো কিছু থাকে কি না'।
"দেখি যুদ্ধের ইতি টানা যায় কি না। হয়তো আমরা পারবো, হয়তো পারবো না। তবে, একটা ভালো সুযোগ রয়েছে বলে মনে করি," বলছিলেন প্রেসিডেন্ট।
ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সাথে কথোপকথনে ভূমি ও বিদ্যুৎকেন্দ্রের বিষয়গুলো সামনে আনতে চান তিনি।
সৌদি আরবে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধিদের বৈঠকের এক সপ্তাহের মাথায় তার কাছ থেকে কথোপকথনের বার্তাটি এল।
সেই বৈঠক থেকেই যুদ্ধ অবসানের প্রথম পদক্ষেপ হিসেবে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি ঘোষণা করা হয়েছিল। যদিও এখনো রাশিয়াকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে - তারেক রহমান
বিএনপি বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন পাবে এ বিষয়টি যত স্পষ্ট হচ্ছে, তত বেশি দলটিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার বিএনপি'র অনলাইন অ্যাক্টিভিস্টদের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
মি. রহমান বলেন, "ধীরে ধীরে বাংলাদেশের গণতন্ত্র ও বিএনপি'র বিরুদ্ধে একটি বিশাল ষড়যন্ত্র গড়ে উঠেছে।"
সেই 'ষড়যন্ত্র' মোকাবেলায় অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা এখন বেশি করে প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
যুক্তি-তর্ক দিয়ে নতুন ভোটারদের বিএনপি'র প্রতি অনুপ্রাণিত করতে আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ঈদ উপলক্ষ্যে ঢাকার যেসব সড়কে ডাইভারশন থাকবে
ঈদ উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণে ঢাকার কয়েকটি
ক্রসিংয়ে ডাইভারসন বা পথ ঘুরিয়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এক
গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
ঢাকার বিভিন্ন মার্কেটে এলাকায় যানবাহনের চলাচলের সুবিধার্থে এবং মহানগরের
অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য কয়েকটি স্পটে ডাইভারসন দেয়ার কথা জানায় পুলিশ।
আগামী ২১ ও ২২ মার্চ এবং এর পরে ২৬ মার্চ থেকে ঈদের আগের
দিন পর্যন্ত দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ডাইভারশনগুলো মোতায়েন থাকবে।
ক্রসিংগুলো হলো:
১. পান্থপথ এলাকা, নিউমার্কেট এলাকা, ধানমন্ডি, মোহাম্মদপুর, ঝিগাতলা এবং মিরপুর- এসব এলাকায় যাওয়ার জন্য যানবাহনকে সোনারগাঁও ক্রসিং থেকে
শাহবাগ ঘুরে আসতে হবে ।
২. পান্থপথ, গ্রীণ রোড ক্রসিং থেকে সোনারগাঁও
ক্রসিংগামী যানবাহনকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে , রাসেল
স্কয়ার বা ফার্মগেইটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
৩. মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আসা নিউমার্কেটগামী যানবাহনকে সাইন্সল্যাব ক্রসিং হতে বামে
মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য
ডাইভারসন দেওয়া হবে।
৪. নিউমার্কেটের সামনে
দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনকে (সিটি বাস ছাড়া) নিউমার্কেট ক্রসিং হতে
নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারসন
দেওয়া হবে ।
এছাড়া নিউমার্কেট ক্রসিং থেকে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে
রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে ৩টি রিকশা পাশাপাশি চলতে
পারবে) তৈরি করা হচ্ছে।
সকল রিকশা চালক ও যাত্রীদের ওই লেনে চলাচল করার
জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যারা কেনাকাটা করবেন না তাদেরকে ওই দিনগুলোয় মার্কেট
সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।
নারী-শিশু নির্যাতন দমন আইনে যেসব সংশোধনী আনা হচ্ছে
ছবির উৎস, CA Press Wing
নারী ও শিশু নির্যাতন দমন আইনের কিছু সংশোধনী প্রস্তাব সরকার নীতিগত
অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা
জানান।
এক্ষেত্রে ধর্ষণের সংজ্ঞাসহ শাস্তির বিধানে
বেশকিছু সংশোধনী প্রস্তাব আনার কথা জানান আইন উপদেষ্টা। যেমন: শিশু
ধর্ষণের মামলা আলাদাভাবে বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হচ্ছে।
মামলার জট এড়াতে বিয়ের
প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলক ধর্ষণ এবং সম্মতি
ব্যতিরেকে ধর্ষণের অপরাধ আলাদা করা হয়েছে।
এছাড়া ধর্ষণের
সংজ্ঞায় পরিবর্তন আনার কথাও জানান আইন উপদেষ্টা । তিনি বলেন, শুধুমাত্র পুরুষ
কর্তৃক নয় বরং যেকোন ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে।
সেইসাথে ধর্ষণের সংজ্ঞায় বলাৎকারকে
অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধুমাত্র পেনিট্রেশন না, যদি অন্যকোনো বস্তু ব্যবহার করা
হয় বা পায়ুপথে বা যেকোনভাবে ধর্ষণ করা হয়, সেটাও ধর্ষণ হিসেবে বিবেচনা করা হবে বলে আইন উপদেষ্টা উল্লেখ করেন।
সেইসাথে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করাসহ,
ধর্ষণের উদ্দেশ্যে কেউ যদি আঘাতপ্রাপ্ত হন, সেটার জন্যও কঠোর শাস্তির বিধান রাখার
কথা জানান তিনি।
খসড়া আইন অনুযায়ী, ধর্ষণের
মামলা তদন্তের সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন এবং মামলার বিচার কাজ শেষ হওয়ার
সময় ১৮০ দিন থেকে কমিয়ে ৯০ দিন করা হচ্ছে।
বিচারক যদি মনে করেন তবে ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে মামলার বিচারকাজ ও তদন্ত কাজ চালাতে পারবেন- এমন বিধান
রেখে আইন সংশোধন করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের বন, জলবায়ু
ও পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বিশেষ সভায় এ
সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে এই আইনের সংশোধনীর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এই আইনটি চূড়ান্তভাবে অনুমোদন পেতে পারে বলে তিনি আশা
প্রকাশ করেন।
কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান খান
বড় ছেলে আসিবুর রহমান খানের
সঙ্গে পাঁচ মাস দেখা নেই- কাঠগড়ায় দাঁড়িয়ে এ কথা বলতে গিয়ে কাঁদলেন সাবেক
মন্ত্রী শাজাহান খান।
কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শুধু আমার
বিরুদ্ধে না, আমার ছেলেকেও
আসামি করা হয়েছে। আমার ছেলের সঙ্গে পাঁচ মাস আমার দেখা নেই। ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দেওয়া হয়েছে”।
এসব কথা বলে তিনি
কাঠগড়ায় দাঁড়িয়ে দুই চোখ মুছতে থাকেন।
সোমবার সকালে ঢাকার
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে একটি মামলার শুনানি চলাকালে
এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
চলাকালে ঢাকার বাড্ডা থানায় রফিকুল হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য শাজাহান
খানসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
এ দিন মামলার তদন্তকারী
কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের
আইনজীবী।
দুই পক্ষের শুনানি শেষে আদালত শাজাহান খানের
চারদিনের রিমান্ড মঞ্জুর করে। একই মামলায় শাহজাহানের ছেলে আসিবুর রহমানকেও চার দিনের
রিমান্ড দেওয়া হয়।
তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি বিজেপি সাংসদের
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, তসলিমা নাসরিন
ভারতে বসবাসকারী নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন যাতে কলকাতায় ফিরতে পারেন, আজ সেদেশের পার্লামেন্টে সেই দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের একজন বিজেপি সাংসদ।
এর মাধ্যমে দীর্ঘ আঠারো বছর পর আবার ভারতের পার্লামেন্টে লেখিকাকে কলকাতায় ফেরানোর দাবি উঠল।
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তথা রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য এদিন সভায় বলেন, বাকস্বাধীনতার স্বার্থেই তসলিমা নাসরিনকে তার ‘প্রাণের শহর’ কলকাতায় ফিরতে দেওয়া উচিত – যাতে তিনি পশ্চিমবঙ্গে বসেই বাংলায় সাহিত্যচর্চা ও লেখালেখি করতে পারেন।
প্রসঙ্গত, এই সহস্রাব্দের গোড়ার দিকে কলকাতায় বসবাস শুরু করলেও ২০০৭ সালে তসলিমা নাসরিনের বিরুদ্ধে কয়েকটি সংগঠন বিক্ষোভ দেখালে রাজ্যের তদানীন্তন বামফ্রন্ট সরকার তাকে কলকাতা ছাড়ার নির্দেশ দেয়।
তারপর থেকে তসলিমা মূলত রাজধানী দিল্লিরই বাসিন্দা, যদিও মাঝে মাঝে তিনি লম্বা সময় পশ্চিমের বিভিন্ন দেশেও কাটান।
শমীক ভট্টাচার্য এদিন রাজ্যসভায় বলেন, ২০০৭ সালে তখনকার একজন কংগ্রেস নেতার কারসাজিতেই তসলিমা নাসরিনকে রাজ্যছাড়া হতে হয়েছিল। পরে সেই নেতাকে কংগ্রেস বহিষ্কার করলে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূল তাকে পার্লামেন্টেও পাঠায়।
সেই তৃণমূলই এখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় গত চোদ্দ বছর ধরে, কিন্তু কলকাতা তথা পশ্চিমবঙ্গের জন্য তসলিমা নাসরিনের দরজা এখনও বন্ধ।
পার্লামেন্টে শমীক ভট্টাচার্যের এই বক্তব্যের পর তাকে ধন্যবাদ জানিয়ে তসলিমা নাসরিন এদিন একটি ফেসবুক পোস্টও দিয়েছেন।
তসলিমা সেখানে লেখেন, “বাংলার টানে, প্রাণের টানে যে শহরে বসবাস শুরু করেছিলাম, সেই শহর থেকে কখনও যে বিতাড়িত হবে হবে, কল্পনাও করিনি। শ্রদ্ধেয় গুরুদাস দাশগুপ্ত প্রতিবাদ করেছিলেন। তিনি দাবি জানিয়েছিলেন আমাকে যেন পশ্চিমবঙ্গে ফিরতে দেওয়া হয়। তারপর দীর্ঘ বছর কোনও রাজনীতিক আমার কলকাতায় ফেরা নিয়ে কোনও কথা বলেননি।”
“জানিনা, কলকাতায় শেষ পর্যন্ত আমার ফেরা হবে কি না, তবে শমীক ভট্টাচার্য যে আমার কথা মনে করেছেন, মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত আমি, বাংলায় লেখালেখি চালিয়ে যেতে হলে পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য যে গুরুত্বপূর্ণ, তা তিনি উপলব্ধি করেছেন বলে তাঁকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।”
তবে তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা সম্ভব হবে কি না, সেটা মূলত নির্ভর করছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের ওপরেই – কারণ আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি রাজ্যেরই এখতিয়ারে।
আমরা এখন যুদ্ধাবস্থায় আছি, ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা
ছবির উৎস, CA Press Wing
পুলিশ আগে খারাপ মানুষের
পাল্লায় পড়েছিল, এখন সেখান থেকে বের হয়ে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে
মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
পুলিশের প্রতি মানুষের আস্থা
ফেরাতে তিনি বলেন, ওই অন্ধকার যুগে পুলিশ অ্যাকটিভ
পার্টিসিপেন্ট ছিল—নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে গিয়ে হয়েছে। কাজেই নতুন বাংলাদেশে পুলিশকে
দেখিয়ে দিতে হবে—আমরা মানুষ খারাপ না, খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম, সেখান থেকে বের হয়ে এসেছি।”
তিনি বলেন, “১৬ বছরের
কালিমা সারা গায়ে মাখা আছে, রাতারাতি সেটা পাল্টাতে পারবো না। পুলিশ সম্বন্ধে ইমেজ হলো, তারা খারাপটা আগে করে। কিন্তু আমরা ভালোটা আগে
দেখব, এখন সম্পূর্ণ নতুন ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে হবে।”
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্রও ততই
তীব্র হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, 'আমরা এখন
যুদ্ধাবস্থায় আছি। ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাই পুলিশকে
সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।'
দেশের আইনশৃঙ্খলা ফেরাতে সবাইকে একসাথে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, “দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, বরং সবাইকে নিয়ে এক একটি টিম হয়ে কাজ করতে
হবে এবং 'বাংলাদেশে যত টিম আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো
পুলিশ। সরকার যা কিছুই করতে চায়, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয়।”
বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, “পুলিশকে অবহেলা করে দেশ গড়তে পারব না। আইনশৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই
হোক, যত টাকাই থাকুক, কোনো কাজে আসবে না।”
বরগুনায় ওরস চলাকালে মাজারে হামলা-আগুন
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায় একটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
বরগুনার আমতলী উপজেলার ইসমাইল শাহ মাজারে রোববার রাতে ওই হামলা চালানো হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম।
এ সময় সেখানে বার্ষিক ওরস(ধর্মীয় অনুষ্ঠান) চলছিল।
ইউএনও জানান, মাজারে 'অসামাজিক কার্যকলাপ' হয়, এমন অভিযোগে আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন 'স্থানীয়রা'।
"মাদক সংক্রান্ত অভিযোগ ছিল, রমজানের মধ্যেও গভীর রাত পর্যন্ত গান-বাজনা করা নিয়েও স্থানীয়রা ক্ষুব্ধ ছিলেন। রোববার সেসব নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে," বলেন মি. আলম।
"আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দেখি টিনের চাল পুড়তেছে। সব পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করি," যোগ করেন তিনি।
ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইউএনও জানান, দুই থেকে তিনজন আহত হওয়ার কথা জেনেছেন তিনি।
তবে, মাজারের খাদেম মোস্তাফিজুর রহমান বাবুলের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে অন্তত ২০ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া, ঘটনার সঙ্গে একটি ধর্মভিত্তিক দলের স্থানীয় নেতাদের জড়িত থাকার অভিযোগও করা হচ্ছে।
লোডশেডিংয়ের সময় ২৪ ঘণ্টা আগে প্রকাশ করা নিয়ে হাইকোর্টের রুল
ছবির উৎস, Getty Images
লোডশেডিংয়ের সিডিউল ২৪ ঘণ্টা
আগে কেন প্রকাশ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ বা রুল জারি করেছে হাইকোর্ট।
একই সঙ্গে গ্রাম ও শহরে কেন সমানভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে না, সে ব্যাপারেও কারণ দর্শাতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত
হোসেনের দ্বৈত বেঞ্চ ৪ সপ্তাহের জন্য এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
জনস্বার্থে মুরাদ ভূঁইয়া নামের এক ব্যক্তির করা রিট আবেদনের
প্রেক্ষিতে এ নোটিশ জারি করা হয়। এতে বিবাদী করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে।
রিটকারী আদালতকে বলেন, গরমের সময় শহরের
তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং হয়। এর ফলে এসব এলাকায় থাকা
পোল্ট্রি খামারসহ নানা উৎপাদনমুখী শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে ফেব্রুয়ারি মাসে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ
সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছিলেন, আমরা নিরবচ্ছিন্ন
বিদ্যুৎ সরবরাহে গ্রাম ও শহরের মধ্যে কোনো বৈষম্য রাখবো না।
এজন্য দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে বলে জানান
তিনি। এছাড়া সেচ উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল
রাখার কথাও বলেন তিনি।
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা
বাংলাদেশের আইনশৃঙ্খলা
পরিস্থিতি নিয়ে পুলিশের উর্ধ্বতন পর্যায়ের ১২৭ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে
বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার বেলা
সোয়া ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ
বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের সব
জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, বিভিন্ন ইউনিট প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি,
সব অতিরিক্ত আইজিপি এবং
আইজিপি অংশ নিচ্ছেন।
বৈঠকে বর্তমান
নিরাপত্তা পরিস্থিতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হবে।
এর আগে রোববার
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে।
এই
পরিস্থিতিতে সোমবার সারাদেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন
প্রধান উপদেষ্টা।
এবার বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
ছবির উৎস, BMD
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে চলতি মাসে তাপপ্রবাহের পর এবার বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেইসঙ্গে এসব অঞ্চলের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে
সংস্থাটি।
সোমবার আবহাওয়া
অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪
ঘণ্টায় ঢাকা, রাজশাহী,ময়মনসিংহ, খুলনা এবং
সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি এবং বজ্রসহ
বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে
কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে
আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সংস্থাটি জানায়, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায়
অপরিবর্তিত থাকতে পারে।
সেইসঙ্গে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু
তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
প্রবাসীদের ভোট নিয়ে ওআইসিভুক্ত দেশের সহযোগিতা চেয়েছে ইসি
ছবির উৎস, Getty Images
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা
যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে
নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বেলা ১১টায় নির্বাচন
ভবনে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত
১০টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো.
সানাউল্লাহ। ্ ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের ভোটার
কার্যক্রম ও প্রবাসীদের অনলাইন ভোটিং নিয়েও সহায়তা চেয়েছে কমিশন।
এর আগে ১৯ দেশের মিশন
প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।
এর মধ্যে ১০ দেশের মিশন প্রধানরা এ
বৈঠকে অংশগ্রহণ করেন। নির্বাচন সুষ্ঠু করতে ওআইসি সব ধরনের সহযোগিতা করবে বলেও
জানান তারা।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
ইসির অগ্রগতি ও প্রস্তুতির বিষয়ে এ বৈঠক হয়। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয়
ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা
করেছেন।
আসছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা।
বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা
ছবির উৎস, Leicester City Football Club
বাংলাদেশের
জাতীয় ফুটবল দলে খেলার লক্ষ্যে সিলেটে পৌঁছেছেন
হামজা দেওয়ান চৌধুরী।
ইমিগ্রেশন সম্পন্ন করার
পরপরই হামজাকে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। এদিকে হামজার
আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে ব্যানার হাতে ভিড় জমিয়েছে অসংখ্য
সমর্থক।
বিমানবন্দর থেকে ছাদখোলা জিপে হামজা তার মায়ের গ্রামের বাড়ি
হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে যাওয়ার কথা রয়েছে। তার মা বাংলাদেশি, বাবা গ্রানাডিয়ান।
মঙ্গলবার তিনি ঢাকায় আসতে পারেন, যোগ
দেবেন জাতীয় দলের ক্যাম্পে।
আগামী ২৫শে মার্চ ভারতের
বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে হামজাকে
প্রথমবার দেখা যাবে।
হামজার বর্তমান
ক্লাব শেফিল্ড ইউনাইটেড। তার আগে
তিনি লেস্টার সিটির হয়ে খেলতেন।
ছবির উৎস, Hamza ChoudhuryInstagram
ধর্ষণ নিয়ে বক্তব্যের জন্য অবশেষে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ
ছবির উৎস, DMP News
‘ধর্ষণ’ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ শব্দটি ব্যবহার
করার আহ্বান জানানোর পর তা নিয়ে সমালোচনার মুখে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার
শেখ মো. সাজ্জাত আলী।
আজ সোমবার ডিএমপির
উপপুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে
ডিএমপি কমিশনার বলেন, “নারী ও শিশু
নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত
করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি”।
গত শনিবার এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি দুটি শব্দ খুব
অপছন্দ করি, এর মধ্যে একটি হলো
ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা নারী
নির্যাতন বা নিপীড়ন বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু
নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।’
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তার এমন বক্তব্যকে
ঘিরে সমালোচনার ঝড় ওঠে।
অন্তর্বর্তী সরকারের খোদ প্রধান উপদেষ্টার কার্যালয় ডিএমপি কমিশনারের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে।
গতকাল রোববার
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “ধর্ষণ শব্দটি পরিহার নিয়ে ডিএমপি কমিশনার শেখ মো.
সাজ্জাত আলীর করা মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়”।
বিবৃতিতে
উল্লেখ করা হয়, “আট বছর বয়সী বা ৮০ বছর বয়সী,
যার সঙ্গেই হোক না কেন—ধর্ষণ
ধর্ষণই। এমন জঘন্য অপরাধকে অবশ্যই যথাযথভাবে উল্লেখ করতে হবে”।
অন্তর্বর্তী
সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর
আগে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সেভ দ্য চিলড্রেন, আইন ও সালিশ
কেন্দ্র (আসক), মানুষের জন্য
ফাউন্ডেশন, ব্রেকিং দ্য
সাইলেন্সসহ নারী ও শিশু সুরক্ষা নিয়ে কাজ করা পাঁচটি এনজিও পুলিশ কমিশনারের মন্তব্যের নিন্দা
জানিয়েছে।
তাদের দাবি, “ধর্ষণকে ধর্ষণই বলতে হবে। সঠিক ভাষা প্রয়োগ না
করলে আইন প্রয়োগেও দুর্বলতা আসবে”।
মেট্রোরেল কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার
ছবির উৎস, Getty Images
কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর ঢাকায় মেট্রোরেলে কর্মবিরতি প্রত্যাহার
করেছেন মেট্রোরেলের কর্মীরা। সোমবার সকাল
৯টার দিকে তারা স্বাভাবিক কাজে ফিরেন।
কর্মবিরতি চলাকালীন প্রায় দেড় ঘণ্টা টিকিট ছাড়া ভ্রমণ করেছেন
যাত্রীরা। কর্মবিরতি
প্রত্যাহারের পর যাত্রীদের আগের মতো টিকেট কেটেই ট্রেনে ভ্রমণ করতে হচ্ছে।
গতকাল রোববার ঢাকা
ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মী এমআরটি পুলিশ সদস্যের হাতে মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার
ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন মেট্রোরেল
কর্মীরা।
এ নিয়ে রোববার ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি
লিমিটেড এর সব কর্মকর্তা ও কর্মচারীদের’ ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
ঘটনা তুলে ধরে ছয়টি দাবির কথা জানানো হয়।
পরে সোমবার ডিএমটিসিএলের
উর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের সাথে কথা বললে সবাই কর্মস্থলে ফিরে আসেন।
সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার কথা থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
এ সময় যাত্রীরা টিকেট ছাড়াই ভ্রমণ করেছেন।