দেশ ছেড়েছেন শেখ হাসিনা, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘিরে এক 'গণঅভ্যুত্থানে' পতন ঘটলো শেখ হাসিনা সরকারের। গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় সাধারণ মানুষের দখলে। অবশ্য তার আগেই ভারতের উদ্দেশে দেশ ছেড়ে গেছেন মিজ হাসিনা। বিকেলে জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। সারাদিনের সব আপডেট পেতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়…
সার সংক্ষেপ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন
গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ছাত্র-জনতার দখলে
জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান, সকলকে ধৈর্য ধরার আহ্বান অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা
২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বাংলাদেশে ১৭ দিন ধরে কারফিউ থাকার পর মঙ্গলবার ভোর থেকে তুলে নেয়া হচ্ছে, অফিস,আদালত খুলে দেয়া হচ্ছে
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, প্রধান বিচারপতির বাসভবনসহ নানা জায়গায় হামলা
সরাসরি কভারেজ
ঘটনাবহুল সোমবার সারাদিন যা যা ঘটেছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’
কর্মসূচি ঘিরে গণআন্দোলনের মুখে পদত্যাগ করে সপরিবারে দেশ ছেড়ে চলে গেছেন শেখ
হাসিনা। সর্বশেষ তিনি ভারতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
পদত্যাগের ঘোষণা আসার পরপর হাজার হাজার মানুষ
গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। সেখানে ভাঙ্গচুর
করার ও অনেক জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে।
জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে অন্তর্বর্তীকালীন
সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
সোমবার রাতে
জাতির উদ্দেশ্যে একটি ভাষণে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, অনতিবিলম্বে
একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং পার্লামেন্ট ভেঙ্গে দেয়া হবে।
অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের আয়োজন করবে।
খালেদা জিয়াকে
মুক্তি দেয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল
বন্দীদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি।
মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা
আগামী চব্বিশ ঘণ্টার একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবেন এবং
তাদের সমর্থিত বা প্রস্তাবিত ছাড়া কোন সরকার তারা সমর্থন করবেন না।
বাংলাদেশে ১৭
দিন ধরে কারফিউ থাকার পর মঙ্গলবার ভোর থেকে তুলে নেয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।
মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা খুলে দেয়া হচ্ছে।
শেখ হাসিনা
দিল্লির কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করার পর ভারতের জাতীয় নিরাপত্তা
উপদেষ্টা অজিত ডোভাল তার সঙ্গে দেখা করেছেন বলে ভারতের নিরাপত্তা সূত্রগুলো
জানাচ্ছে।
শেখ হাসিনা আর
রাজনীতিতে ফিরবেন না জানিয়ে তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, “আমার
মনে হয়, তার
এখানেই শেষ। আমার পরিবার এবং আমি - আমাদের যথেষ্ট হয়েছে।“
ঢাকায় আওয়ামী
লীগের একাধিক কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া
পুলিশ সদর দপ্তরসহ অনেক থানায় হামলা ও সংঘর্ষের ঘটনা জানা যাচ্ছে। বিভিন্ন জেলা ও উপজেলায়
আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘর, স্থাপনা ও গাড়িতে হামলার তথ্য পাওয়া যাচ্ছে।
চলমান সার্বিক
এই পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার এবং সংঘাত পরিহারের আহ্বান
জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবারও ঢাকা,
যশোর ও বরিশালসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ৪৪ জন
বাংলাদেশের
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে
বলে জানা গেছে।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে যা বললেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন
সোমবার রাতে জাতির উদ্দেশ্যে একটি ভাষণে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং পার্লামেন্ট ভেঙ্গে দেয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের আয়োজন করবে।
তিনি বলেন, ''রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনার পর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।''
''এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ''
''সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে।''
তিনি বলেন, ''বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে।''
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, ''বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৃতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার সকল সহায়তা দেওয়া হবে। ''
''সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়,'' বলে তিনি জানান।
রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, ''আমি দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে ও লুটতরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।''
তিনি জানান, ছাত্রনেতৃবৃন্দ এবং শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত,সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হবে।
দেশের সব অফিস-আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
''পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার উর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করছি,'' বলেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
ছবির ক্যাপশান, তিন বাহিনী প্রধান, রাজনৈতিক বিভিন্ন দলের নেতা ও সুশীল সমাজের সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন
সহিংসতায় ঢাকা ও যশোরে কমপক্ষে ৪১ জন নিহত, ঢাকায় মারা গেছেন অন্তত ৩৫ জন
সরকার পতনের আন্দোলনকে ঘিরে সহিংসতায় সোমবার ঢাকা ও যশোরে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন।
এর মধ্যে ঢাকায় অন্তত ৩৫ জন এবং যশোরে ছয়জনের মৃত্যু হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'মার্চ টু ঢাকা' কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে যাত্রাবাড়ি, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়।
এতে কমপক্ষে ৩৫ নিহত হয়েছেন, যাদের অনেকে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
নিহতদের অনেকের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর যশোরে দলটির নেতা শাহীন চাকলাদারের মালিকাধীন একটি হোটেলে ভাঙচুর ও আগুনের দেওয়ার ঘটনা ঘটেছে।
এতে অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ছয়জন মারা গেছেন, যাদের পাঁচজনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে রোববারের সহিংসতায় সারা দেশে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এই আন্দোলনে প্রায় সাড়ে তিনশো মানুষের মৃত্যু হয়েছে।
বরিশালে সাদিক আবদুল্লাহর বাড়িতে আগুন, তিন মৃতদেহ উদ্ধার
বরিশালে বিক্ষুব্ধ জনতা সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ'র কালীবাড়ি রোডস্থ বাস ভবনে অগ্নিসংযোগ করেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ভবনের দ্বিতীয় তলা থেকে পুড়ে যাওয়া ৩ টি মরদেহ উদ্ধার করেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
এর পাশাপাশি বরিশালে বিক্ষুব্ধ জনতা বরিশাল সিটি কর্পোরেশনের কার্যালয় এ্যানেক্স ভবন সহ অসংখ্য সরকারি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
মঙ্গলবার ভোরে শেষ হচ্ছে কারফিউ, খুলবে সব অফিস-আদালত
বাংলাদেশে ১৭ দিন ধরে কারফিউ থাকার পর মঙ্গলবার ভোর থেকে তুলে নেয়া হচ্ছে।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর ৬টা থেকে কারফিউ থাকবে। এরপর সব সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা খুলে যাবে বলে জানানো হয়েছে।
কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে গত ১৯শে জুলাই দিবাগত রাতে কারফিউ জারি করা হয়েছিল এবং সেনা মোতায়েন করা হয়।
পরবর্তীতে বিভিন্ন সময় কারফিউ শিথিল করা হয়েছিল। তবে কারফিউর মধ্যেই আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে গেছেন।
সরকারের রূপরেখা দিবো, অন্য কোন সরকার মানবো না- নাহিদ ইসলাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা আগামী চব্বিশ ঘণ্টার একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবেন এবং তাদের সমর্থিত বা প্রস্তাবিত ছাড়া কোন সরকার তারা সমর্থন করবেন না।
“আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবো। সেখানে অভ্যুত্থানকারীদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজসহ সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেই সরকারে কারা থাকবে তাদের নাম প্রকাশ করবো,” রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন।
একই সাথে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোন ধরনের সরকারকে সমর্থন না করার ঘোষণা দিয়ে তিনি বলেন, সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে কিংবা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত হতে পারে – ‘এ ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না’।
ঢাকায় ছয় টিভি চ্যানেলে হামলা, সময় ও একাত্তরের সম্প্রচার বন্ধ, গাড়িতে আগুন, বেশ কয়েকজন আহত
দেশের চলমান পরিস্থিতির মধ্যেই ঢাকার সংবাদভিত্তিক তিনটিসহ পাঁচটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে আছে সংবাদভিত্তিক সময় নিউজ, একাত্তর নিউজ, ইনডিপেনডেন্ট নিউজ ও এটিএন নিউজ। হামলার শিকার অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলো হলো এটিএন বাংলা ও বিজয় টিভি।
এ সময় কয়েকটি চ্যানেলের সম্প্রচার পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ওই সময় কার্যালয়ে ঢুকে তারা ভাঙচুর শুরু করে। এছাড়া সংবাদকর্মীদেরও মারধার করা হয়। এ সময় নিকটবর্তী যমুনা টেলিভিশনের বাংলামোটর কার্যালয় থেকে সংবাদকর্মীরা গিয়ে তাদের নিরাপদে বের করে আনার চেষ্টা করেন।
কার্যালয়ে হামলার পাশাপাশি সড়কে সময় নিউজের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
একই ঘটনা ঘটেছে একাত্তর নিউজের কার্যালয়ে। অফিসের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, ইনডিপেনডেন্ট নিউজের কার্যালয়ে ঢুকতে না পারলেও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তাদের আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
''আজ রাষ্ট্রপতির সাথে আলোচনা করে কয়েকটি মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রথমটি হচ্ছে, পার্লমেন্ট ভেঙ্গে দিয়ে অতিদ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।''
''সিদ্ধান্ত হয়েছে, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়া হবে। সেই সাথে মুক্তি দেয়া হবে সেই সমস্ত ছাত্র নেতা-কর্মী, ছাত্রনেতাদের, যাতে অন্যায়ভাবে পহেলা জুলাই থেকে বন্দী করে রাখা হয়েছে, যাদের রাজনৈতিক কারণে বন্দী করে রাখা হয়েছে।''
''আরো সিদ্ধান্ত হয়েছে, বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দল কাজ করবে, ছাত্র নেতারা কাজ করবে।''
তিনি সবাইকে আহ্বান জানান, ''আমি সমগ্র দেশবাসীকে আবেদন জানাতে চাই, আসুন, আমরা একটা বড় বিজয়, সাফল্য অর্জন করেছি। সেটা যেন আর অন্যদিকে প্রবাহিত না হয়। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী না হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি। কোন প্রতিষ্ঠানের ক্ষতি না করি। আমাদের যে সমস্ত বন্ধুরা, ভাইয়েরা- ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু, তাদের ওপর যেন কোন আক্রমণ না হয়। তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।''
''আমি আমাদের সকল নেতা-কর্মীদের প্রতি আবেদন জানাতে চাই, কাউকে সুযোগ নিতে দেবেন না, দুবৃত্তরা বা দুষ্কৃতিকারীরা অন্যের ওপর আঘাত যেন করতে না পারে।''
মির্জা ফখরুল ঘোষণা করেন, ''আমাদের নেতা তারেক রহমান এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে আমরা সবরকম ব্যবস্থা গ্রহণ করেছি, আপনারা ধৈর্য ধরুন।''
ভারতের বিমানঘাঁটিতে হাসিনার সঙ্গে দেখা করলেন অজিত ডোভাল
শেখ হাসিনা দিল্লির কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সঙ্গে দেখা করেছেন বলে ভারতের নিরাপত্তা সূত্রগুলো জানাচ্ছে।
দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অজিত ডোভাল নিজে উপস্থিত থেকে শেখ হাসিনাকে রিসিভ করেন বলেও জানা যাচ্ছে।
শেখ হাসিনাকে বহনকারী একটি সামরিক পরিবহন বিমান ভারতীয় সময় বিকেল পাঁচটা নাগাদ হিন্ডন বিমানঘাঁটিতে এসে নামে বলেও এখন নিশ্চিত হওয়া যাচ্ছে।
তবে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জোর দিয়ে বলছেন, ভারত তার অন্তিম গন্তব্য নয় – এটা শুধু একটা ‘স্টপওভার’ মাত্র। তিনি শেষ পর্যন্ত ব্রিটেন বা যুক্তরাজ্যের পথেই রওনা হয়ে যাবেন, এরকমই কথা আছে বলে তারা ইঙ্গিত দিচ্ছেন।
কিন্তু ভারতে তার ‘স্টপওভারে’র মেয়াদ কতটা হবে – দু’তিন ঘণ্টা না কি দু’তিন দিন কিংবা তারও বেশি – সেটা নিয়ে কেউই মুখ খুলছেন না।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদাভাবে দেখা করে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করেছেন বলেও জানা যাচ্ছে।
পুলিশ সদর দফতরে হামলা
বেশ কয়েকটি থানায় হামলার পর এবার পুলিশ সদর দফতরে হামলার ঘটনা ঘটেছে।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েকশ ব্যক্তি আকস্মিকভাবে পুলিশের প্রধান কার্যালয়ে হামলা চালায়।
এসময় লাঠি-সোটা হাতে প্রথমে তারা কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এরপর বিভিন্ন ভবনে ভাঙচুর শুরু করে।
পুলিশ কর্মকর্তাদের অনেকেই তখন ভবনের ভেতরে অবস্থান করছিলেন। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর তারা যে যার মতো করে বেরিয়ে গেছেন বলে জানা যাচ্ছে।
হামলায় পুলিশ সদর দফতরে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।
এছাড়া হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি।
এরআগে, বিকেলের পর ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, ভাটারা ছাড়াও চট্টগ্রাম, বগুড়া, সিলেটসহ অনেক জেলায় থানায় পুলিশের উপর হামলা হয়েছে। বেশ কিছু জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানা যাচ্ছে।
ছবির ক্যাপশান, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থানাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটনা ঘটছে
শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: সজীব ওয়াজেদ জয়
ছবির উৎস, EPA
ছবির ক্যাপশান, শেখ হাসিনা
শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না জানিয়ে তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, “আমার মনে হয়, তার এখানেই শেষ। আমার পরিবার এবং আমি - আমাদের যথেষ্ট হয়েছে।“
বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, “তার বয়স সত্তরের ঘরে, তার এত পরিশ্রমের পর একটি ছোট্ট অংশ তার বিরুদ্ধে এমন বিক্ষোভ করলো ...তিনি এতে ‘খুবই হতাশ’ হয়েছেন।“
সজীব ওয়াজেদ জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
সজীব ওয়াজেদ জয়, আজকের দিন পর্যন্ত সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বলেছেন, “রোববার থেকেই পদত্যাগের বিষয়টি বিবেচনা করছিলেন শেখ হাসিনা। এবং পরিবারের অনুরোধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশত্যাগ করেছেন।”
তার মায়ের ক্ষমতায় থাকার রেকর্ডের সমর্থনে তিনি বলেছেন, “তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি যখন ক্ষমতায় আসেন, তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র ছিল। একটা গরীব দেশ ছিল।আজকের দিন পর্যন্ত এটি এশিয়ার অন্যতম রাইজিং টাইগার হিসেবে বিবেচিত হয়। তিনি ভীষণই নিরাশ হয়েছেন।“
বিক্ষোভকারীদের শক্ত হাতে দমন করার অভিযোগ নাকচ করে দিয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন, “কেবল গতকালই ১৩জন পুলিশকে তারা পিটিয়ে মেরেছে। উচ্ছৃঙ্খল মানুষ যখন কাউকে পিটিয়ে মেরে ফেলে, তখন পুলিশের কাছে আপনি কী আশা করেন?”
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর গত কয়েকদিনে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।
শেখ হাসিনার পতন: একনজরে আজকের পুরো ঘটনা
ছবির ক্যাপশান, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দুপুরে শাহবাগে বিপুল সংখ্যক আন্দোলনকারীর অবস্থান
ছবির ক্যাপশান, গণরোষের মুখে পদত্যাগ করে দুপুরে দেশ ছেড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবির ক্যাপশান, শেখ হাসিনার পদত্যাগের খবরে প্রধানমন্ত্রী কার্যালয়ে উচ্ছ্বসিত আন্দোলনকারীরা
ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী কার্যালয়ে উচ্ছ্বসিত আন্দোলনকারীরা
ছবির ক্যাপশান, ঢাকার বিজয় সরণি মোড়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার চেষ্টা করেন অনেকে
ছবির ক্যাপশান, ঢাকায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার চেষ্টা
ছবির ক্যাপশান, গণভবনের পথে আন্দোলনকারীদের একাংশ
ছবির ক্যাপশান, শেখ হাসিনার পতনের পর গণভবন থেকে চেয়ার বের করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি
ছবির উৎস, Bb
ছবির ক্যাপশান, গণভবন ঢুকে যে যেভাবে পেরেছেন জিনিসপত্র নিয়ে চলে গেছেন
ছবির উৎস, bc
ছবির ক্যাপশান, শেখ হাসিনার পদত্যাগের খবরে ঢাকায় সেনা সদস্যদের সঙ্গে হাত মেলাচ্ছেন আন্দোলনকারীরা
জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার
চলমান সার্বিক এই পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।
জাতীয় সরকারের প্রস্তাব দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, তারা বাংলাদেশে
একটি জাতীয় সরকারের কথা ভাবছেন এবং এমন একটি সরকারের প্রস্তাবনা তারা জাতির কাছে
তুলে ধরবেন।
আটজন সমন্বয়ক একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাতকার দিচ্ছিলেন।
সেখানে সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম বলেন, যারা এ আন্দোলনে নেতৃত্ব ও অংশ নিয়েছেন, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্ব- সবার অংশগ্রহণে
একটি জাতীয় সরকারের কথা তারা ভাবছেন।
“তবে যারা ফ্যাসিবাদী সরকারে ছিলো বা তাদের সমর্থন
কিংবা সহযোগিতা করেছে তারা কেউ সে সরকারে থাকতে পারবে না,” বলছিলেন
মি. ইসলাম। তিনি বলেন তাদের এক দফা দাবি ছিলো স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন
এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ।
“শেখ হাসিনা পদত্যাগ করেছে কিন্তু ফ্যাসিবাদী যে
রাষ্ট্র কাঠামো সেটা কিন্তু বজায় রয়ে গেছে। এ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের
মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে”।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই যে
অভ্যুত্থান, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ও
আহবানে সারাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে গণঅভ্যুত্থানের সূচনা করেছে।
“আমরা যারা এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে অংশ নিয়েছে
সেসব প্রতিনিধি, নাগরিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃত্ব সবার অংশগ্রহণে
জাতীয় সরকারের কথা ভাবছি”।
ওই অনুষ্ঠানেই সমন্বয়করা জানান, রাতেই আটটায় সার্ক ফোয়ারা এলাকায়
সংবাদ সম্মেলন করে তাদের প্রস্তাবিত সরকারের একটি রূপরেখা ঘোষণা করবেন। ''আমরা যারা
এ আন্দোলনে নেতৃত্ব ও অংশ নিয়েছে সেসব প্রতিনিধি, নাগরিক
সমাজ ও রাজনৈতিক নেতৃত্ব- সবার সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের
প্রস্তাব আমরা উপস্থাপন করবো,'' বলেছেন নাহিদ ইসলাম।
রাত ৮টায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবেন ছাত্রনেতারা
সোমবার রাত ৮টায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তারা একথা জানিয়েছেন।
ব্রিফিং অনুষ্ঠানটি হবে ঢাকার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায়।
সেখানে জাতীয় সরকারের রূপরেখার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবেন বলে জানান আন্দোলনকারীদের সমন্বয়করা।
বঙ্গভবনে ঢুকেছেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা
শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার জন্য বঙ্গভবনে ঢুকেছেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও তার সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন মি. আলমগীর।
অন্যদের মধ্যে বৈঠকে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।
এর বাইরে আরও বেশ কয়েক বঙ্গভবনে ঢুুকেছেন বলে জানা যাচ্ছে।
এরআগে, দুপুরে তারা সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সেনাপ্রধান এক ব্রিফিংয়ে বলেন, "আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি।''
সোমবার রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও তিনি জানান সেনা প্রধান।
ছবির ক্যাপশান, বঙ্গভবনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক দলের নেতারা
হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে অস্পষ্টতা
শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার চূড়ান্ত গন্তব্য কোথায় বা কোন দেশে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষকে জানায়, প্রথমে ভারতে এলেও এখানে তিনি থাকছেন না।
এর আগে ভারতের একজন কর্মকর্তা স্থানীয় সময় বেলা তিনটে নাগাদ বিবিসির কাছে এই তথ্য নিশ্চিত করেন যে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দুজনেই ভারতে (বা ভারতের আকাশসীমায়) প্রবেশ করেছেন।
আন্তর্জাতিক বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডারে বেলা সাড়ে তিনটে নাগাদ দেখা যায় যে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি সিজে-৩০ পরিবহন এয়ারক্র্যাফট ভারতের ধানবাদ শহরের ওপর দিয়ে উড়ছে এবং উত্তর ভারতের দিকে এগোচ্ছে।
তবে সেই বিমানটি কোথা থেকে রওনা হয়েছে বা কোথায় যাচ্ছে, সে ব্যাপারে ফ্লাইটরাডারে কোনও তথ্য ছিল না।
বোঝাই যাচ্ছিল এটি একটি অনির্ধারিত ফ্লাইট। বিকেল পাঁচটা নাগাদ দিল্লির কাছে হিন্ডন সামরিক এয়ারবেসে আরও একটি সিজে-৩০ অবতরণ করে, তবে এই দুটি একই বিমান কি না তা স্পষ্ট নয়।
ওই বিমানটিতেই শেখ হাসিনা ছিলেন কি না, সেটাও পরিষ্কার নয়।
তবে তিনি প্রথমে কোথায় অবতরণ করেন, তারপরে কোন শহরের উদ্দেশে রওনা দেন – সে ব্যাপারে কিছুই জানা যায়নি বা সরকারি পর্যায়ে কোনও মন্তব্য করা হয়নি।
সাউথ ব্লকের একটি সূত্র শুধু জানায়, “ভারতে এই মুহূর্তে পার্লামেন্টের অধিবেশন চলছে। ফলে এ ব্যাপারে যা বলার, সবার আগে সরকার সভাতেই বলবে, কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেবে। আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।”
তবে ভারতীয় সময় সন্ধ্যা ছ’টাতেও পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে এ বিষয়ে কোনও বিবৃতি আসেনি।
দেশবাসীকে শান্ত থাকার আহ্বান বিএনপির
আওয়ামী লীগ সরকারের পতনের দাবি পূরণ হওয়ায় এখন দেশবাসীকে শান্ত থাকার আহ্বান বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠকের পর সোমবার বিকেলে গণমাধ্যমকে পাঠানো একটি বার্তায় তিনি এই আহ্বান জানান।
উল্লেখ্য যে, শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দফতরে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান। বিএনপির পক্ষে ওই বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এরআগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়েছিল বিএনপি।
চট্টগ্রাম ও বরিশালে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ
শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার সাথে সাথেই চট্টগ্রাম নগরীতে বিজয় মিছিল করে আন্দোলনকারী ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এক পর্যায়ে বহদ্দারহাটে সিটি মেয়রের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া বিকেল পাঁচটার দিকে দামপাড়া পুলিশ লাইন্সে ঢোকার চেষ্টা করে মিছিলের একটি অংশ।
এ সময় তাঁরা মুক্তিযুদ্ধ পুলিশ জাদুঘরে হামলা চালায়। পুলিশ সদস্যদের লক্ষ্য করে মিছিলকারীদের অনেকে ইট-পাটকেল ছুড়তে থাকে। দামপাড়া পুলিশ লাইন্সের মূল ফটক ঘিরে এবং মূল সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীদের অনেকে৷
এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, ছড়রা গুলি ও টিয়ারশেল ছুড়ে। এছাড়া লালদীঘিতে কারাগারেও হামলার চেষ্টা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
অন্যদিকে বরিশালে বিদায়ী সরকারের মন্ত্রী জাহিদ ফারুক শামীম, সাবেক সিটি মেয়র সাদেক আব্দুল্লাহর বাসা এবং নগর আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শহরজুড়ে মিছিল করেছে আন্দোলনকারীরা। এছাড়া সংসদ সদস্য শাজাহান ওমরের বাসভবনেও হামলার ঘটনা ঘটেছে।
ঢাকার ভাটারা থানায় হামলা
চলমান পরিস্থিতির মধ্যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের এলাকার ভাটারা থানায় হামলার ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন থানার একজন কর্মকর্তা।
তিনি জানান, সন্ধ্যা ছয়টার দিকে একদল ব্যক্তি লাঠি-সোটা হাতে থানার সামনে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর তারা থানায় হামলা করে ভাঙচুর চালায়।
এ অবস্থায় দায়িত্বরত পুলিশ সদস্যদের অনেকেই থানা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।