আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত, 'আন্দোলনে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে'
স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কারে নতুন আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সর্বোচ্চ আদালতে বিএনপি। দেখে নিন দিনের ঘটনাপ্রবাহ...
সার সংক্ষেপ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
ভোজ্যতেল আমদানি, প্রক্রিয়াজাতকরণ ও কেনাবেচার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কমেছে, ডিম ও চিনিতে আমদানিতেও বড় শুল্ক ছাড়
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর দাফন সম্পন্ন, জানাজায় দেখা যায়নি শীর্ষ কোনো নেতাকে
শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল
স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কারে নতুন আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সরাসরি কভারেজ
বৃহস্পতিবার যা যা হলো
৪৩-তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সেইসঙ্গে, পরবর্তী তিনটি বিসিএস পরীক্ষার (৪৪, ৪৫ ও ৪৬তম) সব ধরনের কার্যক্রম বাতিল চেয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
দাম নিয়ন্ত্রণে ভোজ্য তেলের পর এবার ডিম ও চিনিতে আমদানিতেও বড় শুল্ক ছাড় দিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ দুই পণ্যে শুল্ক ছাড়ের প্রজ্ঞাপন জারি করেছে। ডিমের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে পাঁচ শতাংশ এবং পরিশোধিত চিনির ওপর বিদ্যমান আমদানি শুল্ক প্রতি টন ৬,০০০ থেকে কমিয়ে ৪,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তা শঙ্কায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে আসেননি সাকিব আল হাসান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেকমন্ত্রী মতিয়া চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। দুই দফা জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে মিজ চৌধুরীকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তার স্বামী বজলুর রহমানের কবরে সমাধিস্থ করা হয়েছে। তার জানাজায় দেখা যায়নি আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে বাংলাদেশে গত জুলাই ও অগাস্টে যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় ভারতে অবস্থান করা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কারে নতুন আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকালে ঢাকার বনানী ডিওএইচএসের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জুলাই-অগাস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি স্থগিত, বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন গ্রাহকরা
ছবির উৎস, Getty Images
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি রোববার পর্যন্ত স্থগিত করে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার রাতে আন্দোলনের সমন্বয়ক এজিএম আব্দুল হাকিম এই তথ্য জানিয়েছেন।
"প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের দাবি-দাওয়া বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন। মামলা প্রত্যাহার এবং আটকদের ছেড়ে দেয়াসহ কোনো প্রকার হয়রানি না করার আশ্বাস দিয়েছেন। তাই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি," সাংবাদিকদের বলেন মি. হাকিম।
উল্লেখ্য, ২০ জন কর্মকর্তাকে বরখাস্ত এবং ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
একইসঙ্গে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অপসারণসহ বেশকিছু দাবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে 'কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন তারা।
এমন অবস্থায় বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনকারীদের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে কর্মসূচি রোববার পর্যন্ত স্থগিত করেন।
৪৩-তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপির
ছবির উৎস, BSS
২০৬৪ জনকে নিয়োগের সুপারিশ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা ৪৩-তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
‘‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সম্প্রতি পদত্যাগকারী দলকানা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সম্পূর্ণ দলীয় বিবেচনায় বিসিএস ৪৩-তম ব্যাচের সুপারিশকৃত ২০৬৪ জন প্রার্থীকে বর্তমান অন্তর্বর্তী সরকার বিসিএসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে,” অভিযোগ করেন মি. আহমেদ।
‘‘আমরা মনে করি, যাচাই-বাছাই ছাড়াই ঢালাওভাবে সুপারিশকৃত শাসকদলীয় প্রার্থীদের রাষ্ট্রীয় প্রশাসনে নিয়োগ দান করা হলে তা হবে চরম আত্মঘাতী সিদ্ধান্ত,” যোগ করেন তিনি।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, “দেশের হাজার হাজার যোগ্য ও মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে দলীয় ভিত্তিতে বিবেচিত ও সুপারিশকৃত ৪৩-তম বিসিএস বাতিল করার জন্য আমরা দেশ ও জাতির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।”
সেইসঙ্গে, পরবর্তী তিনটি বিসিএস পরীক্ষার (৪৪, ৪৫ ও ৪৬তম) সব ধরনের কার্যক্রম বাতিল চেয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
‘‘আমরা নতুন করে পরীক্ষা নেয়ার কথা বলেছি, নতুন করে আবেদনকারীদের আবেদন করতে বলছি না,” বলেন মি. আহমেদ।
ডিম ও চিনি আমদানিতে বড় শুল্ক ছাড়
ছবির উৎস, Getty Images
দাম নিয়ন্ত্রণে ভোজ্য তেলের পর এবার ডিম ও চিনিতে আমদানিতেও বড় শুল্ক ছাড় দিয়েছে সরকার।
সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ দুই পণ্যে শুল্ক ছাড়ের প্রজ্ঞাপন জারি করেছে।
ডিমের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে পাঁচ শতাংশ এবং পরিশোধিত চিনির ওপর বিদ্যমান আমদানি শুল্ক প্রতি টন ৬,০০০ থেকে কমিয়ে ৪,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনবিআর বলছে, শুল্ক কমানোর ফলে আমদানি পর্যায়ে প্রতি ডজন ডিমের মূল্য ১৩ টাকা ৮০ পয়সা কমবে। অব্যাহতির এ সুবিধা আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
আমদানি শুল্ক কমানোর ফলে বাজারে ডিমের সরবরাহ বাড়বে এবং ভোক্তা পর্যায়ে ডিমের মূল্য কমে সাধারণ ক্রেতার জন্য সহজলভ্য হবে বলে মনে করছে রাজস্ব আদায়কারী সংস্থাটি।
এর আগে, গত আটই অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত চিনির ওপর বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছিল।
মতিয়ার দাফন সম্পন্ন, জানাজায় দেখা যায়নি শীর্ষ কোনো নেতাকে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেকমন্ত্রী মতিয়া চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
দুই দফা জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে মিজ চৌধুরীকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তার স্বামী বজলুর রহমানের কবরে সমাধিস্থ করা হয়েছে।
তবে দাফনের আগে মুক্তিযোদ্ধা হিসেবে মিজ চৌধুরীর প্রতি রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান জানানোর কোনো আয়োজন ছিল না বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বজনরা।
এছাড়া দাফনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল কম। দলটির শীর্ষ নেতাদের কাউকে জানাজায় দেখা যায়নি। দেখা যায়নি অন্য কোনো রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদেরও।
বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮৪ বছর বয়সী সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার সকালে তার মরদেহ রমনায় বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর দুপুরে জোহরের নামাজ শেষে ঢাকার গুলশানে আজাদ মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা শেষে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় মতিয়া চৌধুরীকে।
'বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে'
ছবির উৎস, Getty Images
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে বাংলাদেশে গত জুলাই ও অগাস্টে যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মি. আলম এই কথা জানান।
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এই অর্থ প্রদান করা হবে বলেও জানান তিনি।
এছাড়া আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছেন, তাদের পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
একই সংবাদ সম্মেলনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, "আহতের যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন হয় সেটি করা হচ্ছে। ইতোমধ্যে সাতজনের একটি তালিকা প্রস্তুত হয়েছে। যদি আরো বেশি প্রয়োজন হয় আমরা সেটি করবো"
"সরকারের তরফ থেকে আবারও স্পষ্ট করা হচ্ছে, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বরদাশত করা হবে না," বলেন মিজ হাসান।
ভোজ্যতেল আমদানি ও বিক্রিতে ভ্যাট কমলো
ভোজ্যতেল আমদানি, প্রক্রিয়াজাতকরণ ও কেনাবেচার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানের স্বাক্ষরে এ সংকান্ত দু'টি আলাদা প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে।
সেখানে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা কথা উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত আরেকটি প্রজ্ঞাপনে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানিয়েছে এনবিআর।
কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এনবিআর এই সিদ্ধান্ত নিলো।
শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবির উৎস, MEA
ছবির ক্যাপশান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।
"বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে আমি আগেও বলেছিলাম যে, তিনি স্বল্প সময়ের নোটিশে এখানে চলে এসেছিলেন এবং এখনও অবস্থান করছেন," বলেন মি. জয়সওয়াল।
তবে বৃহস্পতিবার গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, সে বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র।
১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টে ৫৪টি বেঞ্চ পুনর্গঠন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে হাইকোর্ট বিভাগের যে ১২ জন বিচারপতিকে আপাতত বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে বাদ দিয়ে ৫৪টি হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
অবকাশকালীন ছুটি শেষে আগামী ২০শে অক্টোবর থেকে বেঞ্চগুলো নিয়মিত বিচারকাজ পরিচালনা করবে বলে বাসসের খবরে বলা হয়েছে।
আর ২১ অক্টোবর থেকে আপিল বিভাগের দু'টি বেঞ্চেও বিচারিক কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ বিচারপতি রয়েছেন ছয় জন।
আর হাইকোর্ট বিভাগে রয়েছেন ১০১ জন বিচারপতি। তাদের মধ্য থেকে ৮৩ জন বিচারপতিকে দিয়ে ২৯টি দ্বৈত বেঞ্চ এবং ২৫টি একক হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়েছে।
এক্ষেত্রে কোন বিচারপতিদের কোন বেঞ্চ দেয়া হয়েছে, সেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
ছবির উৎস, BSS
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় ভারতে অবস্থান করা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এর কয়েক ঘণ্টা আগে, গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
আগামী ১৮ই নভেম্বরের মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে আওয়ামী লীগ সভাপতিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয় পররাষ্ট্র উপদেষ্টার কাছে।
"আমরা (পররাষ্ট্র মন্ত্রণালয়) এইমাত্র খবর পেয়েছি...আমরা অবশ্যই তাকে (শেখ হাসিনাকে) দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো," জবাবে বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, "আমাদের কাছে এক মাস সময় আছে, এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।"
এছাড়া আওয়ামী লীগের অন্য যেসব নেতারা গত পাঁচই অগাস্টের পর দেশ ছেড়েছেন, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মি. হোসেন।
চার দিন বেড়ে ২০২৫ সালে সরকারি ছুটি ২৬ দিন, অফিস বন্ধ থাকবে ১৭ দিন
ছবির উৎস, BSS
২০২৫ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সেখানে চলতি ২০২৪ সালের চেয়ে দুইদিন বেড়ে আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে সরকারি ছুটি দাঁড়িয়েছে ২৬ দিনে।
তবে এর মধ্যে নয় দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে, যার ভেতর পাঁচটি শুক্রবার ও চারটি শনিবার পড়েছে।
ফলে খাতা-কলমে ২৬ দিন সরকারি ছুটি থাকলেও কার্যত অফিস বন্ধ থাকবে ১৭ দিন।
বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ঘোষিত নতুন ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ১২ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অবশ্য ১২ দিন সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিনই সাপ্তাহিক ছুটি থাকবে। আর ১৪ দিন নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি থাকবে।
উল্লেখ্য যে, ২০২৪ সালে অনুমোদিত মোট সরকারি ছুটি ছিল ২২ দিন। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় কার্যত অফিস বন্ধ থাকছে ২০ দিন।
আরও চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার
স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কারে নতুন আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান।
নতুন কমিশনগুলোর মধ্যে স্বাস্থ্য কমিশনের প্রধান করা হয়েছে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানকে।
এছাড়া গণমাধ্যম কমিশনে সাংবাদিক কামাল আহমেদকে, নারী অধিকার বিষয়ক কমিশনে শিরিন হককে এবং শ্রমিক অধিকার বিষয়ক কমিশনে সুলতানউদ্দিন আহমেদকে প্রধান করা হয়েছে।
এর আগে, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারে ছয়টি কমিশন গঠন করা হয়।
চার দশক আগের ‘আসাম চুক্তি’ স্বীকৃতি পেল ভারতের সুপ্রিম কোর্টে, ১৯৭১-র ২৫শে মার্চের পরে ওই রাজ্যে যে 'বিদেশি'রা এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না
ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে সে দেশের নাগরিকত্ব আইন ১৯৫৫-র ধারা ৬(এ)-কে ‘সাংবিধানিকভাবে বৈধ’ ঘোষণা করেছে – আইনের যে ধারাটি ১৯৮৫তে ‘আসাম চুক্তি’ করার সময় যোগ করা হয়েছিল।
আইনের ওই ৬(এ) ধারায় বলা হয়েছিল, ভারতীয় বংশোদ্ভূত যে বিদেশি অভিবাসীরা ১৯৭১ সালের ২৫শে মার্চের মধ্যে (অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে) আসামে প্রবেশ করেছেন তারা ভারতের নাগরিকত্বর জন্য আবেদন করতে পারবেন।
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে মোট পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ এদিন ৪-১ ফলাফলে এই রায়টি অনুমোদন করেছে।
পাঁচজনের মধ্যে একমাত্র বিচারপতি জে বি পারডিওয়ালা সতীর্থদের মতের বিরুদ্ধে গিয়ে ‘ডিসেন্টিং জাজমেন্ট’ দিয়েছেন এবং ধারা ৬(এ) অসাংবিধানিক বলে জানিয়েছেন।
১৯৭৯ থেকে শুরু হওয়া আসাম আন্দোলনে সে রাজ্যে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়েছিল– যার অবসান ঘটাতে কেন্দ্রের রাজীব গান্ধী সরকার ১৯৮৫তে আন্দোলনকারীদের সাথে আসাম চুক্তি করে এবং তখনই এই নতুন ধারাটি নাগরিকত্ব আইনে যুক্ত করা হয়।
কিন্তু বিদেশি নাগরিকদের ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে আসামে ও বাকি ভারতে ‘কাট অফ ডেট’ আলাদা হবে কেন, এই যুক্তিতে ‘আসাম সম্মিলিত মহাসঙ্ঘ’ নামে একটি নাগরিক গোষ্ঠী ২০১২ সালে এই ধারাটির বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়।
কিন্তু আজ সুপ্রিম কোর্ট বেঞ্চের বেশিরভাগ বিচারপতি কার্যত মেনে নিয়েছেন, আসামকে এভাবে আলাদা করে দেখাটা যৌক্তিক – কারণ ভারতের অন্য সীমান্তবর্তী রাজ্যগুলোর তুলনায় আসামে অভিবাসী জনসংখ্যার শতকরা হার অনেক বেশি।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ভারতের সুপ্রিম কোর্ট ভবন
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সর্বোচ্চ আদালতে বিএনপি, 'সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে রায় পুনর্বিবেচনা প্রয়োজন"
ছবির উৎস, BSS
আওয়ামী লীগ শাসনামালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বাতিল করে দেওয়া রায় বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করেছে বিএনপি।
দলটির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই রিভিউ আবেদন করেছেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
গণতন্ত্রের স্বার্থেই দেশে পুনরায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
"গণতন্ত্র ও অবাধ সুষ্ঠু নির্বাচন যমজ সন্তানের মতো, একটি ছাড়া আরেকটি অর্থহীন। সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র গ্রহণযোগ্য বাহন। এই রায়ের মাধ্যমে সংবিধানের মৌলিক স্তম্ভ ধ্বংস করা হয়েছে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে," বলেন মি. আবেদীন।
তিনি আরও বলেন, "পরপর তিনটি জাতীয় নির্বাচন যথাক্রমে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীন অনুষ্ঠিত হয়। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। পরে ২০১১ সালের ১০ই জুন তৎকালীন আপিল বিভাগ চার-তিন কণ্ঠ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেন"
"ফলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন রাজনৈতিক সরকারের অধীন নজিরবিহীন কারচুপির মাধ্যমে অনুষ্ঠিত হয়। গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। জাতির কাঁধে ফ্যাসিবাদ জেঁকে বসে," বলেন মি. আবেদীন।
এ অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া রায় পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মনে করে বিএনপি।
"সুপ্রিম কোর্টের দায়িত্ব সংবিধানকে প্রাসঙ্গিকভাবে ব্যাখ্যা করা, যান্ত্রিকভাবে নয়। তাই উদ্ভূত পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এই রায় পুনর্বিবেচনা প্রয়োজন," বলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি।
সাবেক সেনা প্রধান আজিজ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবির উৎস, BSS
বাংলাদেশের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'বাসসে'র খবরে বলা হয়েছে।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে মি. আহমেদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।
বৃহস্পতিবার আদালতে আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
পরে শুনানি শেষে আদালত মি. আহমেদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।
উল্লেখ্য যে, সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, যা এখন তদন্ত করছে দুদক।
এ অবস্থায় মি. আহমেদ ও তার স্ত্রী যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্যই আবেদনটি করা হয়েছিল বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।
চট্টগ্রাম ও সিলেটে আগের সব আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ
চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন আদালতে আগের ৪৫৪ জন আইন কর্মকর্তার সবার নিয়োগ বাতিল করে সেখানে নতুন জনবল নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
এর মধ্যে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, বিভাগীয় বিশেষ জজ আদালতসহ অন্য আদালত ও ট্রাইব্যুনালে ৩৫১ জন আইন কর্মকর্তাকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে এ বিষয়ে দু'টি নিয়োগ আদেশে জারিও করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
যেসব পদে নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো হলো: সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বিশেষ প্রসিকিউটর এবং সহকারী পাবলিক প্রসিকিউটর।
বুধবার রাতে জারি হওয়া ওই দু'টি নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী আটক
তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে ঢাকার বনানী ডিওএইচএসের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সেখান থেকে মি. চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে, বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মি. চৌধুরীকে ফেরত পাঠানো হয়।
স্ত্রীর চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাচ্ছিলেন বলে পরে সাংবাদিকদের জানান মি. চৌধুরী।
উল্লেখ্য যে, মি. চৌধুরী এক সময় বিএনপি'র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ভাইস চেয়ারম্যান পদও পেয়েছিলেন।
কিন্তু ২০১৫ সালে সেখান থেকে পদত্যাগ করে তিনি। এরপর ২০১৮ সালে সদ্য প্রয়াত একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। যদিও সেখানেও বেশিদিন থাকেননি মি. চৌধুরী।
গত সাতই জানুয়ারি নির্বাচনের কয়েক মাস আগে বিএনপির সাবেক আরেক নেতা নাজমুল হুদা প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে দলটির চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি।
নিরাপত্তা শঙ্কায় এখনই দেশে ফিরছেন না সাকিব
ছবির উৎস, Ratan Gomez
নিরাপত্তা শঙ্কায় এখনই দেশে ফিরছেন না বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন মিরপুর টেস্টে তার খেলা না খেলা নিয়ে আবারও সংশয় তৈরি হয়েছে।
নানা আলোচনা-গুঞ্জনের পর বুধবার মি. হাসানকে রেখেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২১শে অক্টোবর শুরু হতে যাওয়া ওই টেস্টে অংশ নেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল সাকিব আল হাসানের।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রওনাও দেন মি. হাসান। কিন্তু দুবাইয়ে যাত্রবিরতির সময় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে তাকে আপাতত দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
“এখনই হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই,” স্থানীয় গণমাধ্যমকে বলেছেন মি. হাসান।
তবে নিরাপত্তা ইস্যুতে কে বা কারা তাকে এখন দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এ ব্যাপারে বিসিবির কাছ থেকেও এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা আসেনি। এছাড়া কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলতে চাননি।
তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে অংশ নিতে না পারলেও মি. হাসানকে পরবর্তী টেস্টের জন্য দেশে ফেরানো যায় কি না, সে বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র।
রিমান্ড শেষে কারাগারে আওয়ামী লীগ নেতা রাজ্জাক ও ফারুক
ছবির উৎস, BSS
রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী লীগ নেতা ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে।
বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার।
এর আগে, রিমান্ড শেষে সকালে আদালতে হাজির করা হলে আওয়ামী লীগের ওই দুই নেতার আইনজীবীরা জামিন আবেদন করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন।
পরে বাদী-বিবাদী উভয়পক্ষের শুনানি শেষে মি. রাজ্জাক ও মি. খানের জামিন আবেদন নামঞ্জুর করে দু'জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য যে, গত ১৪ই অক্টোবর রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার হন সাবেকমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।
একইদিনে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার হন দলটির আরেক নেতা ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান।
পরে আলাদা হত্যা মামলায় তাদেরকে দুই দিনের রিমান্ড দেয় আদালত।
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছবির উৎস, Getty Images
জুলাই-অগাস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দুইটি পৃথক আবেদনের প্রেক্ষাপটে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আগামী ১৮ নভেম্বরের মাঝে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারির আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া পৃথক আবেদনে সাবেক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অন্যতম।