পুশ-ইনের শিকার ভারতীয় সেই গর্ভবতী নারী সোনালি খাতুনের জামিন

বিএসএফ কর্তৃক পুশ-ইন হয়ে বাংলাদশে আসার পর কারা বন্দি গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনকে জামিন দিয়েছে বাংলাদেশের আদালত। প্লট বরাদ্দে অনিয়মের মামলায় বাংলাদেশের আদালত যে রায় দিয়েছে, সেটাকে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছেন টিউলিপ সিদ্দিক। খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলছে, এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানিয়েছে বিএনপি। সবশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা ঘটেছে:

    • বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান দাবি করেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গতরাত থেকেই ‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। অন্যদিকে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গত কয়েকদিনের মতোই নিবিড় পর্যবেক্ষণ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে 'বিভ্রান্ত না হওয়ার' আহ্বান জানিয়েছেন তিনি।
    • খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনই তথ্য জানাবেন বলে এক বার্তায় জানিয়েছে বিএনপি। তিনি ছাড়া এ বিষয়ে অন্য কারো দেওয়া তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমসহ সবার প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
    • ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর, শেখ রেহানার সাত বছর এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
    • প্লট বরাদ্দে অনিয়মের মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে রায় দিয়েছে, সেটাকে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছেন মিজ সিদ্দিক। এদিকে, মিজ সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া দুর্নীতির রায়কে স্বীকৃতি দিচ্ছে না তার দল লেবার পার্টিও। কারণ হিসেবে দলটি বলছে, বিচারকাজ চলাকালে টিউলিপ সিদ্দিককে ন্যায্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধার বিষয়ে তথ্য জানা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তবে যদি কোনো বাধা থেকেও থাকে, সেটি সমাধানের বিষয়ে অন্তর্বর্তী সরকার তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন। এছাড়া দেশে ফিরলে মি. রহমানের নিরাপত্তার ব্যাপারেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা।
    • বাংলাদেশে ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন এবং 'প্রশাসনিক ক্যু' করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার ভোটার তালিকায় নাম নিবন্ধন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তবে কমিশন অনুমতি দিলে নির্বাচনের আগে তিনি ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে পারবেন এবং নির্বাচনে প্রার্থীও হওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি।
    • সংস্কার ইস্যুতে নানান সমালোচনা মুখ পড়লেও অন্তর্বর্তী সরকার "অনেক বেশি" সংস্কার করে ফেলেছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। "এত সংস্কার" হজম করা পরবর্তী নির্বাচিত সরকারের পক্ষে কঠিন হতে পারে,'' বলে মন্তব্য করেছেন তিনি।
    • বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া। সোমবার বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।
    • বিএসএফ কর্তৃক পুশ-ইন হয়ে বাংলাদেশে আসার পর কারা বন্দি গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনকে জামিন দিয়েছে বাংলাদেশের আদালত। এদিকে, মিজ খাতুনসহ পুশ-ইনের শিকার ছয়জনকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য সোমবার আবারও কর্তৃপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
    • পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বিষয়ে কারা কর্তৃপক্ষ 'সত্য লুকাচ্ছে' বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
    • চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে নিহত ১৮ জন জাপানি সেনার দেহাবশেষ তুলে জাপানে পাঠানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
    • ইন্দোনেশিয়ায় চলমান বন্যায় মৃতের সংখ্যা পাঁচশ ছাড়িয়ে গেছে। এছাড়া আরও প্রায় ৫০০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
    • বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রাখায় বেশির ভাগ সরকারি প্রাথমিক স্কুলে সোমবার শুরু হয়নি বার্ষিক পরীক্ষা। এছাড়া মাধ্যমিক পর্যায়ে যেসব পরীক্ষা চলছিল, সেগুলোও স্থগিত হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার নতুন খবর নিয়ে আবারও লাইভ পাতা চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. ক্ষমতায় না গিয়েও অনেকে দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন: জামায়াত আমির

    খুলনায় জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশে বক্তব্য দিচ্ছেন শফিকুর রহমান

    ছবির উৎস, TV Screen Grab

    বাংলাদেশে ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন এবং 'প্রশাসনিক ক্যু' করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    সোমবার বিকেলে খুলনায় জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশের তিনি এই অভিযোগ করেন।

    "কোনো দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে পাঁচ তারিখের পর আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছিলেন, দায় ও দরদ নিয়ে তাদের সঙ্গে বসেছিলাম...বন্ধ করা হয়নি, চাঁদাবাজি অব্যাহত রয়েছে। দুর্নীতি অব্যাহত রয়েছে", বলেন মি. রহমান।

    "ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন," যোগ করেন তিনি।

  3. ইমরান খানের বিষয়ে 'সত্য লুকানো হচ্ছে', অভিযোগ পরিবারের

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান

    ছবির উৎস, Getty Images

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বিষয়ে কারা কর্তৃপক্ষ 'সত্য লুকাচ্ছে' বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

    তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলছেন, তিন সপ্তাহের বেশি সময় ধরে মি. খানের সঙ্গে তার স্বজন ও দলীয় কর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে, তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হচ্ছে। এমনকি তিনি মারা গেছেন, এমন গুজবও ছড়াতে দেখা গেছে।

    যদিও কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে, মি. খান সুস্থ আছেন। কিন্তু কয়েক সপ্তাহ কথা না হওয়ায় বাবার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মি. খানের ছেলেরা।

    "আপনার বাবা নিরাপদ, আহত, এমনকি বেঁচে আছেন কি-না তা না জানা এক ধরণের মানসিক নির্যাতন," রয়টার্সকে বলেন ইমরান খানের ছেলে কাসিম খান।

    "তার অবস্থা সম্পর্কে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। আমাদের সবচেয়ে বড় ভয় হলো, আমাদের কাছ থেকে এমন কিছু লুকানো হচ্ছে যা অপরিবর্তনীয়," বলেন কাসিম খান।

    তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা বারবার ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককে তার সঙ্গেে দেখা করতে দেওয়ার অনুমতি চেয়েছে, কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে তাকে অনুমতি দেওয়া হচ্ছে না।

    পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

    তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কারা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে, ইমরান খান সুস্থ আছেন এবং অন্য কোনো কারাগারে স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে তারা অবগত নন।

  4. অন্তর্বর্তী সরকার 'অনেক বেশি' সংস্কার করে ফেলেছে: পরিকল্পনা উপদেষ্টা

    পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

    সংস্কার ইস্যুতে নানান সমালোচনা মুখ পড়লেও অন্তর্বর্তী সরকার "অনেক বেশি" সংস্কার করে ফেলেছে বলে মন করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

    "এত সংস্কার" হজম করা পরবর্তী নির্বাচিত সরকারের পক্ষে কঠিন হতে পারে,'' বলে মন্তব্য করেছেন তিনি।

    সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে মি. মাহমুদ সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

    "আমার ধারণা, অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার করে ফেলেছে। অনেক উচ্চবিলাসী সংস্কার করেছে। নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা একটু কঠিন হতে পারে," বলেন পরিকল্পনা উপদেষ্টা মি. মাহমুদ।

    উদাহরণ তুলে ধরে তিনি বলেন, "যেমন বিচার বিভাগকে স্বাধীন করার একটা অধ্যাদেশ হলো। তাদের হাতে বেশি স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে কি-না তা নতুন সরকার এসে নিশ্চয়ই আবার দেখবে। তবে কিছু ক্ষেত্রে অস্বস্তিকর মনে হতে পারে।"

    তবে এই সরকারের বেশির ভাগ সংস্কার কিংবা সংস্কারের নির্যাস নতুন সরকার গ্রহণ করবে বলেই আশা রাখেন তিনি।

  5. দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের দেহাবশেষ তুলে দেশে ফেরত

    গত ২৮শে নভেম্বর দেহাবশেষ উত্তোলন করে জাপাত সরকারের কাছে হস্তান্তর করা হয়

    ছবির উৎস, ISPR

    ছবির ক্যাপশান, গত ২৮শে নভেম্বর দেহাবশেষ উত্তোলন করে জাপাত সরকারের কাছে হস্তান্তর করা হয়

    চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে নিহত ১৮ জন জাপানি সেনার দেহাবশেষ তুলে জাপানে পাঠানো হয়েছে।

    সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে আরও বলা হয়েছে, জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের বিশেষজ্ঞ একটি দল গত ১৭ই নভেম্বর থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত খননকাজ চালিয়ে ওইসব দেহাবশেষ উত্তোলন করেন।

    এরপর গার্ড অব অনার প্রদান শেষে দেহাবশেষ গুলো জাপান সরকারের কাছে হস্তান্তর করা হয়।

    খননকাজের সার্বিকভাবে তত্ত্বাবধানে ছিলেন খনন বিশেষজ্ঞ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির।

    এর আগে, জাপান সরকারের অনুরোধে ২০২৪ সালে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আরও ২৩ জন জাপানি সৈনিকের দেহাবশেষ তুলে জাপানে ফেরত পাঠানো হয়েছিল।

    দেহাবশেষ উত্তোলনের পর গার্ড অব অনার দেওয়া হয়

    ছবির উৎস, ISPR

    ছবির ক্যাপশান, দেহাবশেষ উত্তোলনের পর গার্ড অব অনার দেওয়া হয়
  6. ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়ালো

    বন্যায় ইন্দোনেশিয়ার ১৪ লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বন্যায় ইন্দোনেশিয়ার ১৪ লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার

    ইন্দোনেশিয়ায় চলমান বন্যায় মৃতের সংখ্যা পাঁচশ ছাড়িয়ে গেছে। এছাড়া আরও প্রায় ৫০০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

    ক্ষতিগ্রস্ত সব এলাকায় পৌঁছাতে না পারার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

    ইন্দোনেশিয়া সরকারের তথ্যমতে, ঘূর্ণিঝড় থেকে সৃষ্ট বন্যা তাদের তিনটি প্রদেশে আঘাত হেনেছে এবং প্রায় ১৪ লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এর মধ্যে আচেহ, উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ইন্দোনেশিয়ার বাইরে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাতেও বন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

  7. পুশ-ইনের শিকার ভারতীয় সেই গর্ভবতী নারী সোনালি খাতুনের জামিন

    চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার

    ছবির উৎস, Mohammad Asadullah

    বিএসএফ কর্তৃক পুশ-ইন হয়ে বাংলাদশে আসার পর কারাবন্দী গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনকে জামিন দিয়েছে বাংলাদেশের আদালত।

    সোমবার শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন।

    "বর্তমানে উনি জেল গেইটে উনার জামিনদারের অপেক্ষায় আছেন। জামিনদার এলেই আনুষ্ঠানিকভাবে কারাগার থেকে ছাড়া পাবেন," সন্ধ্যা ৬টার দিকে বিবিসি বাংলাকে বলেন মি. হোসেন।

    ফারুক হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি মিজ খাতুনের জামিনদার হয়েছেন। সম্পর্কে তিনি সোনালী খাতুনের আত্মীয় বলে জানান জেলার।

    সোনালী খাতুনের সঙ্গে পুশ-ইনের শিকার হয়ে কারাবন্দী অন্য পাঁচজনকেও জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

    তবে নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তারা এখনই ভারতে ফেরত যেতে পারবেন না বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাকারের জেলার মো. সাখাওয়াত হোসেন।

    এদিকে, 'পুশইন' করে বাংলাদেশে পাঠানো গর্ভবতী নারী সোনালী খাতুনসহ অন্য সবাইকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য সোমবার আবারও কর্তৃপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

    মিজ খাতুনসহ ছয়জনকে কোনো ধরনের চূড়ান্ত যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশে 'পুশইন' করা হয় বলে অভিযোগ রয়েছে।

  8. রায়কে "ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক" বললেন টিউলিপ

    টিউলিপ সিদ্দিক

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক

    প্লট বরাদ্দে অনিয়মের মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে রায় দিয়েছে, সেটাকে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছেন মিজ সিদ্দিক।

    রায় ঘোষণা হওয়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

    "এর (বিচারের) শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক ছাড়া আর কিছুই নয়," বলেন মিজ সিদ্দিক।

    তিনি আরও বলেন, "এই ক্যাঙ্গারু কোর্টের সম্পূর্ণ অযৌক্তিক রায়টি আগে থেকেই অনুমান করা যাচ্ছিল...আমার মনোযোগ সবসময় হ্যাম্পস্টেড এবং হাইগেটের আমার ভোটারদের ওপর এবং আমি বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিভ্রান্ত হতে রাজি নই।"

    এদিকে, মিজ সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া দুর্নীতির রায়কে স্বীকৃতি দিচ্ছে না তার দল লেবার পার্টিও।

    কারণ হিসেবে দলটি বলছে, বিচারকাজ চলাকালে টিউলিপ সিদ্দিককে ন্যায্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।

    এর আগে, গত সপ্তাহে শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের একটি দল বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বলেছিলেন যে, মিজ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে চলা বিচারকাজটি "সাজানো, কল্পিত এবং অন্যায্য"।

  9. তারেকের দেশে ফেরার ক্ষেত্রে আইনগত বাধা আছে বলে জানা নেই: আইন উপদেষ্টা

    আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধার বিষয়ে তথ্য জানা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    তবে যদি কোনো বাধা থেকেও থাকে, সেটি সমাধানের বিষয়ে অন্তর্বর্তী সরকার তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন।

    সেইসঙ্গে, দেশে ফিরলে মি. রহমানের নিরাপত্তার ব্যাপারেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা।

    সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অধ্যাপক নজরুল।

    "‘বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, সেটা অবশ্যই আমরা জানলে উনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো," বলেন আইন উপদেষ্টা অধ্যাপক নজরুল।

  10. তারেক রহমান এখনো ভোটার তালিকায় নাম নিবন্ধন করেননি: নির্বাচন কমিশন সচিব

    নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার ভোটার তালিকায় নাম নিবন্ধন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

    তবে কমিশন অনুমতি দিলে নির্বাচনের আগে তিনি ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে পারবেন এবং নির্বাচনে প্রার্থীও হওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি।

    সোমবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মি. আহমেদ।

    এছাড়া সাধারণ নাগরিকদের মধ্যে যারা গত ৩১শে অক্টোবরের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ এই সচিব।

  11. শিক্ষকদের আন্দোলনে সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত

    পরীক্ষা স্থগিত

    ছবির উৎস, Getty Images

    বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রাখায় বেশির ভাগ সরকারি প্রাথমিক স্কুলে সোমবার শুরু হয়নি বার্ষিক পরীক্ষা। এছাড়া মাধ্যমিক পর্যায়ে যেসব পরীক্ষা চলছিল, সেগুলোও স্থগিত হয়ে গেছে।

    এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

    এদিকে, নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠুভাবে বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

    "পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক বা কর্মকর্তার যে কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। চিঠিটি সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে," সোমবার অধিদপ্তরের পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে।

    চার দফা দাবিতে ‘বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির’ ব্যানারে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতি ও রোববার রাজধানীর ‘শিক্ষা ভবন’ চত্বরে অবস্থান কর্মসূচি পালনের পর সোমবার থেকে কর্মবিরতি শুরুর ঘোষণা দেন।

    এছাড়া ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ সোমবার শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা স্থগিত রেখে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।

  12. খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলছে, বিভ্রান্ত না হওয়ার আহবান রিজভীর

    হাসপাতালে নেওয়ার সময় তোলা ছবি

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, গত সপ্তাহ হাসপাতালে নেওয়ার সময় তোলা ছবি

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গত কয়েকদিনের মতোই নিবীড় পর্যবেক্ষণ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    এ বিষয়ে 'বিভ্রান্ত না হওয়ার' আহ্বান জানয়িছেন তিনি।

    এদিকে, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনই তথ্য জানাবেন বল এক বার্তায় জানিয়েছে বিএনপি।

    তিনি ছাড়া এ বিষয়ে অন্য কারে দেওয়া তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমসহ সবার প্রতি আহ্বান জানিয়ছে দলটি।

  13. বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

    বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া।

    সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

    এর আগে ২০১৮ সালে গণফোরোমের নেতা হিসাবে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে হবিগঞ্জ-১ আসনে নির্বাচন করেছিলেন রেজা কিবরিয়া, যদিও বিজয়ী হতে পারেননি।

    এবারো তিনি ওই আসন থেকে নির্বাচন করতে চান। বিএনপি কিছুদিন আগে যে প্রার্থিতা ঘোষণা করেছে, সেখানে ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে।

    পেশাগত জীবনে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, পেশাগত জীবন থেকে এসে ২০১৮ সালের নির্বাচনের আগে গণফোরামে যোগ রেজা কিবরিয়া। তবে তাকে দলের সাধারণ সম্পাদক করা নিয়ে গণফোরাম দুই ভাগে বিভক্ত হয়ে যায়।

    পরে তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সাথে গণঅধিকার পরিষদ গঠন করেন, যেখানে তিনি আহ্বায়কের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই দলও দুই ভাগে বিভক্ত হয়ে যায়।

  14. রাত থেকে খালেদা জিয়া ‘ক্রিটিক্যাল কন্ডিশনে’, বিএনপি নেতার দাবি

    খালেদা জিয়া

    ছবির উৎস, Getty Images

    বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান দাবি করেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গতরাত থেকেই ‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

    সোমবার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেছেন।

    যদিও বিএনপি থেকে বলা হয়েছে যে, মিসেস জিয়ার চিকিৎসা সম্পর্কে যে কোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।

    আহমদ আযম খান সাংবাদিকদের আরও বলেছেন, খালেদা জিয়া ফিরে আসার জন্য ‘ফাইট করছেন।

    “বলা যায় ওনি খুব ডিপ কন্ডিশনে আছেন। ডিপ কন্ডিশনের ব্যাখ্যা দিতে চাই না। এটুকু বলতে চাই ডিপ কন্ডিশনে আছেন। এটাকে ভেন্টিলেশন বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন।”

    "এ মুহুর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই,” বলছিলেন মি. খান।

    আরো পড়তে পারেন:

  15. রোববার সারাদিন যা যা ঘটেছে

    • বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে অবনতি হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
    • গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে 'ওয়ান টাইম পাস' দেবে সরকার।
    • বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত এবং মূল সমন্বয়কারী ফজলে নূর তাপস বলে প্রতিবেদন জমা দিয়েছে ওই ঘটনা তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
    • ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হবে সোমবার।
    • সুপ্রীম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হয়েছে।
    • দক্ষিণাঞ্চলীয় জেলা খুলনায় মামলায় হাজিরা দিতে গিয়ে মহানগর দায়রা জজ আদালতের গেইটের বাইরে দুর্বৃত্তের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
    • বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শাতে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে 'পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরবসহ সাত দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
    • বিপিএল নিলামে ক্রিকেটার নাঈম শেখকে সর্বোচ্চ এক কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এ বছর নভেম্বর মাসে সর্বোচ্চ ৯৯ জন মারা গেছেন। একইসাথে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেশি এই মাসে। সর্বোচ্চ ২৪ হাজার ৫৩০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। সোমবার নতুন খবর নিয়ে আবারও লাইভ পাতা চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: