সোমবার সারাদিন যা যা ঘটেছে:
- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান দাবি করেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গতরাত থেকেই ‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। অন্যদিকে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গত কয়েকদিনের মতোই নিবিড় পর্যবেক্ষণ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে 'বিভ্রান্ত না হওয়ার' আহ্বান জানিয়েছেন তিনি।
- খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনই তথ্য জানাবেন বলে এক বার্তায় জানিয়েছে বিএনপি। তিনি ছাড়া এ বিষয়ে অন্য কারো দেওয়া তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমসহ সবার প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
- ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর, শেখ রেহানার সাত বছর এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
- প্লট বরাদ্দে অনিয়মের মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে রায় দিয়েছে, সেটাকে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছেন মিজ সিদ্দিক। এদিকে, মিজ সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া দুর্নীতির রায়কে স্বীকৃতি দিচ্ছে না তার দল লেবার পার্টিও। কারণ হিসেবে দলটি বলছে, বিচারকাজ চলাকালে টিউলিপ সিদ্দিককে ন্যায্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধার বিষয়ে তথ্য জানা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তবে যদি কোনো বাধা থেকেও থাকে, সেটি সমাধানের বিষয়ে অন্তর্বর্তী সরকার তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন। এছাড়া দেশে ফিরলে মি. রহমানের নিরাপত্তার ব্যাপারেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা।
- বাংলাদেশে ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন এবং 'প্রশাসনিক ক্যু' করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার ভোটার তালিকায় নাম নিবন্ধন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তবে কমিশন অনুমতি দিলে নির্বাচনের আগে তিনি ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে পারবেন এবং নির্বাচনে প্রার্থীও হওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি।
- সংস্কার ইস্যুতে নানান সমালোচনা মুখ পড়লেও অন্তর্বর্তী সরকার "অনেক বেশি" সংস্কার করে ফেলেছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। "এত সংস্কার" হজম করা পরবর্তী নির্বাচিত সরকারের পক্ষে কঠিন হতে পারে,'' বলে মন্তব্য করেছেন তিনি।
- বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া। সোমবার বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।
- বিএসএফ কর্তৃক পুশ-ইন হয়ে বাংলাদেশে আসার পর কারা বন্দি গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনকে জামিন দিয়েছে বাংলাদেশের আদালত। এদিকে, মিজ খাতুনসহ পুশ-ইনের শিকার ছয়জনকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য সোমবার আবারও কর্তৃপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বিষয়ে কারা কর্তৃপক্ষ 'সত্য লুকাচ্ছে' বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
- চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে নিহত ১৮ জন জাপানি সেনার দেহাবশেষ তুলে জাপানে পাঠানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
- ইন্দোনেশিয়ায় চলমান বন্যায় মৃতের সংখ্যা পাঁচশ ছাড়িয়ে গেছে। এছাড়া আরও প্রায় ৫০০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
- বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রাখায় বেশির ভাগ সরকারি প্রাথমিক স্কুলে সোমবার শুরু হয়নি বার্ষিক পরীক্ষা। এছাড়া মাধ্যমিক পর্যায়ে যেসব পরীক্ষা চলছিল, সেগুলোও স্থগিত হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার নতুন খবর নিয়ে আবারও লাইভ পাতা চালু হবে।
ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।














