গুমের শিকার হলে অভিযোগ জানাতে হবে সেপ্টেম্বরের মধ্যে, রাজনৈতিক প্রতিহিংসার মামলা প্রত্যাহারে কমিটি গঠন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী দিসানায়েক। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে হবে প্রতি বছর। রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, তিন জেলায় অবরোধ চলছে। ইসরায়েল-হেজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

সরাসরি কভারেজ

  1. ২২শে সেপ্টেম্বর যা যা ঘটেছে:

    • বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দু'টি কমিটি গঠন করা হয়েছে। এজন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনপত্র দাখিল করতে হবে।
    • অপরদিকে গুমের শিকার হলে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে অভিযোগ দাখিল করতে হবে গুম সংক্রান্ত এনকোয়ারি কমিশন কার্যালয়ে।
    • প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে নোটিশ জারি করা হয়েছে।
    • পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের সাতজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
    • সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। অন্যদিকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
    • ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি পেয়েছেন।
    • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা দায়ের হয়েছে।
    • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করে দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
    • বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
    • ভারতে এ মৌসুমে ইলিশ রপ্তানি হবে না - অন্তর্বর্তীকালীন সরকার আগে এমন বক্তব্য দিলেও তা থেকে পিছিয়ে এসেছে। শনিবার ২১শে সেপ্টেম্বর বাংলাদেশের সরকার ভারতে দূর্গাপূজার সময়ে তিন হাজার টন ইলিশ পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।
    • অক্টোবরের ১৩ তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ এই ২২ দিন নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ইলিশের প্রজনন নিশ্চিত করতে এসময়ে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন বা মজুদ করা নিষিদ্ধ থাকবে।
    • বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবারের মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
    • পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চার জন নিহত এবং অগ্নিসংযোগের প্রতিবাদে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ৭২ ঘণ্টার অবরোধ চলছে। আগামীকাল পর্যন্ত সে অবরোধ থাকবে। রাঙামাটি থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
  2. ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান, শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা

    ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অব্যাহতি পেয়েছেন।

    সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় ২০২১ ফেব্রুয়ারি মাসে মামলাটি করা হয়েছিল।

    আদেশের জন্য শুনানির কথা থাকলেও রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম মামলার অভিযোগ আমলে না নিয়ে তাকে অব্যাহতি দেন বলে জানাচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ রোববার আরও দুটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও জানা যাচ্ছে।

    চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা দুই মামলাতেই আসামীর তালিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, BNP

  3. শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী রাজনীতিবিদ দিসানায়েক

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিসানায়েক।

    কোন প্রার্থী প্রথম রাউন্ডে মোট ভোটের ৫০ শতাংশের বেশি জিততে পারেননি, এ কারণে ঐতিহাসিক দ্বিতীয় দফায় ভোট গণনা। হয়। ঐতিহাসিক এ কারণে যে এর আগে কখনও নির্বাচনে ৫০% ভোট নিশ্চিত না হওয়ার মতো ঘটনা ঘটেনি এবং ভোট গণনার দ্বিতীয় রাউন্ডে যেতে হয়নি।

    জয়ী দিসানায়েক পেয়েছেন ৪২.৪১ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিরোধী নেতা সজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২.৭৬ শতাংশ। বর্তমান রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

    দিসানায়েকের রাজনৈতিক দল মার্কসবাদী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) ৭০ ও ৮০ র দশকে শ্রীলঙ্কা রাজ্যের বিরুদ্ধে দুটি সশস্ত্র বিদ্রোহ করেছিল। এবারের জয় থেকে বোঝা যাচ্ছে আগেকার ভীতিকর ইতিহাস থেকে বের হয়ে আসতে পেরেছেন তিনি।

    অনুরা কুমারা দিসানায়েক

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, জয়ী অনুরা কুমারা দিসানায়েক
  4. ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, আক্রান্ত ৯২৬ জন

    দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৯২৬ জন।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩১ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।

    আক্রান্ত এবং মৃত্যু দুই দিকেই সংখ্যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায়। ঢাকার বাইরে শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগ।

    ডেঙ্গু মশা

    ছবির উৎস, EPA-EFE

  5. রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন

    বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে সুপারিশ করার লক্ষ্যে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দু'টি কমিটি গঠন করেছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

    রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনপত্র দাখিল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

    পাবলিক প্রসিকিউটরের মতামত সংগ্রহ করে জেলা ম্যাজিস্ট্রেট ৭ কার্যদিবসের মধ্যে জেলা কমিটির সভায় আবেদন উপস্থাপন করবেন।

    জেলা কমিটির কাছ থেকে সুপারিশ পাওয়ার পর মন্ত্রণালয় পর্যায়ের কমিটি সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে এবং প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে তালিকা প্রস্তুত করবে। এরপর মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করা হবে।

    মন্ত্রণালয় পর্যায়ের কমিটিতে সভাপতি হচ্ছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    বাকি সদস্যরা হলেনস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা), যুগ্ম-সচিব (আইন), আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি (যিনি যুগ্ম-সচিব পর্যায়ের নিচে নয়), উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব।

    জেলা পর্যায়ের কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট, সদস্য পুলিশ সুপার (মহানগর এলাকার জন্য পুলিশের একজন ডেপুটি কমিশনার) ও পাবলিক প্রসিকিউটর (মহানগর এলাকার মামলাসমূহের জন্য মহানগর পাবলিক প্রসিকিউটর) এবং সদস্য-সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

  6. ১৩ই অক্টোবর থেকে ২২দিন ইলিশ ধরা নিষিদ্ধ

    ইলিশের প্রজনন নিশ্চিত করতে ১৩ই অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত ২২দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

    এই সময়ে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় করা, পরিবহন বা মজুদ করা নিষিদ্ধ থাকবে।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এই নির্দেশ দিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার।

  7. সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার

    সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

    র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান রোববার সন্ধ্যায় বারিধারায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেশ কিছু হত্যা মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে (ডিটেকটিভ ব্রাঞ্চ) হস্তান্তর করা হবে।

    বরিশাল-৫ আসন থেকে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন জাহিদ ফারুক। দুইবারই তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

    সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম

    ছবির উৎস, BSS

  8. গুমের শিকার হলে অভিযোগ দাখিল করতে হবে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে

    ২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই অগাস্ট পর্যন্ত সময়ে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তি বা তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন অথবা প্রত্যক্ষদর্শী অভিযোগ দাখিল করতে পারবেন বলে জানানো হচ্ছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিটিভিতে।

    আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত লিখিতভাবে অভিযোগ দাখিল করা যাবে বলে উল্লেখ করা হচ্ছে।

    গুম সংক্রান্ত এনকোয়ারি কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে, বা ডাকযোগে, অথবা ইমেইলে অভিযোগ জমা দিতে হবে। এজন্য হটলাইন নাম্বার ও ইমেইল এড্রেস দেয়া হয়েছে।

    দুটি বিশেষ হটলাইন নম্বর ০১৭০১৬৬২১২০ ও ০২৫৮৮১২১২১, এবং ইমেইল [email protected]

    অভিযোগ দাখিলের জন্য হটলাইনের মাধ্যমে আগেই সময় নেওয়ার (অ্যাপয়েন্টমেন্ট) অনুরোধ জানানো হয়েছিল আগেই।

    ঘটনা তদন্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বিশেষ কমিশন অব এনকোয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৫ই সেপ্টেম্বর।

  9. প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

    দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

    প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন এবং সাক্ষাৎ করার জন্য সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, ISPR

  10. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে হবে প্রতি বছর

    প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলন করে এবং পরবর্তীতে সেটি নিয়ে নোটিশ জারি করা হয়েছে।

    নোটিশে বলা হয় সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে পহেলা সেপ্টেম্বরে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

    বিদ্যমান নিয়ম অনুয়ায়ী সরকারি চাকরিতে প্রবেশের সময় সম্পদের বিবরণী দাখিল করতে হয় এবং পাঁচ বছর পর পর হ্রাস-বৃদ্ধির বিবরণ নিয়োগকারীর মাধ্যমে সরকারের কাছে দাখিল করতে হয়। তবে এখন সেটা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে।

    সচিবালয়ে ব্রিফিংয়ে সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, প্রতি বছর ৩১শে ডিসেম্বর হলেও চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়

    ছবির উৎস, জনপ্রশাসন মন্ত্রণালয়

  11. পুলিশের সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের সাতজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

    এতে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার তিনজন, পুলিশ সুপার পদমর্যাদার একজন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তিনজন কর্মকর্তা রয়েছেন।

    জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেয়ার কথা উল্লেখ করা হয়।

    জননিরাপত্তা বিভাগ

    ছবির উৎস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  12. রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, তিন জেলায় অবরোধ চলছে

    রাঙ্গামাটিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

    ২২শে সেপ্টেম্বর রোববার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এ কথা জানিয়েছেন।

    ক্ষয়ক্ষতি নিরূপণে একটি কমিটি করা হয়েছে, নিরূপণ হলে সেটা মন্ত্রণালয়ে পাঠিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

    বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান পার্বত্য চট্টগ্রাম থেকে জানাচ্ছেন ১৪৪ ধারা বেলা ১১ টা পর্যন্ত ছিল যেটা আর বাড়ানো হয়নি। তবে তিন পার্বত্য জেলায় অবরোধ অব্যাহত রয়েছে যেটা আগামীকাল সকাল পর্যন্ত থাকার কথা।

    ২০ তারিখের সহিংসতার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।

  13. ইরানে খনিতে বিস্ফোরণে ৫১ জন নিহত

    ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে গ্যাস লিক থেকে বিস্ফোরণে অন্তত ৫১ জন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম (আইআরএনএ) জানিয়েছে। দক্ষিণ খোরাসান প্রদেশে ঘটা এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও ২০ জনেরও বেশি ।

    রাজধানী তেহরান থেকে দক্ষিণ-পূর্বে ৫৪০ কিলোমিটার দূরে তাবাসে খনির দুটি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণের কারণে এটি ঘটেছে বলে জানা গেছে।

    শনিবার স্থানীয় সময় রাত ৯টায় এ বিস্ফোরণটি ঘটে বলে জানানো হচ্ছে।

    দক্ষিণ খোরাসানের গভর্নর জাভেদ ঘেনাতজাদেহ বলেছেন, বিস্ফোরণের সময় ব্লকে ৬৯ জন শ্রমিক ছিলেন।

    খনির ভেতরে কতজন জীবিত ও আটকে আছে তা এখনও স্পষ্ট নয়।

    স্থানীয় প্রসিকিউটর আলী নেসাইকে রাষ্ট্রীয় গণমাধ্যম উদ্ধৃত করে বলেছেন যে "খনিতে গ্যাস জমে" অনুসন্ধান অভিযানকে কঠিন করে তুলেছে।

    তাবাস খনি ৩০ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং এটিকে "ইরানের সবচেয়ে ধনী এবং বৃহত্তম কয়লা এলাকা হিসাবে বিবেচনা করা হয়," জানাচ্ছে আইআরএনএ।

    দক্ষিণ খোরাসান প্রদেশে খনিতে বিস্ফোরণের ঘটনায় জরুরীসেবা কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, দক্ষিণ খোরাসান প্রদেশে খনিতে বিস্ফোরণের ঘটনায় জরুরীসেবা কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে
  14. ইসরায়েলের গভীরে বড় হামলা হেজবুল্লাহর

    ইসরায়েল-হেজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দুই পক্ষই বড় পরিসরে আন্তঃসীমান্ত হামলা চালিয়ে যাচ্ছে।

    সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে লেবানন-ভিত্তিক হেজবুল্লাহ ইসরায়েলে শত শত রকেট ছুড়েছে। আগে যত হামলা করা হয়েছে সে তুলনায় এবার ইসরায়েলের অনেকটাই ভেতরে সেসব রকেট আঘাত করতে সক্ষম হয়েছে। এতে ঘরবাড়ির ক্ষতি এবং আহত হওয়ার খবর জানা যাচ্ছে।

    অপরদিকে ইসরাইল দক্ষিণ লেবাননের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এবং বলেছে যে তারা হিজবুল্লাহর হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংস করেছে।

    ইসরায়েল দেশের উত্তরাঞ্চলের সব স্কুল সোমবার সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের হাসপাতালগুলি শুধুমাত্র নিরাপদ এলাকায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র সৈকতও জনসাধারণের জন্য বন্ধ থাকবে।

    গত সপ্তাহে লেবাননে বড় পরিসরে পেজার এবং ওয়াকি টকি বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়। লেবাননের দক্ষিণাঞ্চল তো ছিলই, রাজধানী বৈরুতের কাছেও হামলা করা হয় ইসরায়েলের তরফ থেকে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে তারা হেজবুল্লাহর ১২ জন জ্যেষ্ঠ কমান্ডার সহ ১৬ জন হেজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

    অনেক বিশ্লেষক মনে করছেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হেজবুল্লাহকে উস্কানি দিতে এমনটা করেছে এবং গাজা যুদ্ধ থেকে এখন তারা লেবাননের দিকে নজর দিচ্ছে।

    জাতিসংঘ সতর্ক করেছে যে এই অঞ্চলটি "আসন্ন বিপর্যয়ের দ্বারপ্রান্তে" যখন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে।

    উত্তর ইসরায়েলের কিরিয়াত বিয়ালিকের একটি আবাসিক এলাকা লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, উত্তর ইসরায়েলের কিরিয়াত বিয়ালিকের একটি আবাসিক এলাকা লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে
  15. বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি ছাত্রলীগের

    বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

    ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার এ দাবি জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

    নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।

    সম্প্রতি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

    ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তি

    ছবির উৎস, Channel i

  16. ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়ে যা বললেন ফরিদা আখতার

    মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
    ছবির ক্যাপশান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

    ভারতে ইলিশ রপ্তানির সরকারি সিদ্ধান্তের পর বাংলাদেশের সামাজিক মাধ্যমে যে ব্যাপক আলোচনা চলছে, সে প্রেক্ষাপটে এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

    তিনি বলেছেন, "ভারতে দূর্গাপুজা উপলক্ষ্যে (ইলিশ পাঠানোর) বিশেষ অনুরোধ ছিল। তার প্রেক্ষিতে ব্যবসায়ীদের অনুরোধে এই অনুমোদন দেয়া হয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই।"

    তিনি বলেছেন, ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নয়।

    রোববার তিনি সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন।

    ফরিদা আখতার বলেন, “আমাদের প্রতিশ্রুতি আগের মতোই আছে যে, আমরা যেন বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। আগে দেশের মানুষ ইলিশ খাবে, পরে রপ্তানি হবে।”

    এর আগে ভারতে এ মৌসুমে ইলিশ রপ্তানি হবে না - অন্তর্বর্তীকালীন সরকার এমন বক্তব্য দেয়ার মাস খানেকের মধ্যেই সে সিদ্ধান্ত থেকে সরে আসে।

    শনিবার ২১শে সেপ্টেম্বর বাংলাদেশের সরকার ভারতে দূর্গাপূজার সময়ে তিন হাজার টন ইলিশ পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।

    সরকারি সিদ্ধান্তের পর কোথাও কোথাও বাজারে ইলিশের দাম বেড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যার সমালোচনা করেছেন ফরিদা আখতার।

    তিনি বলেছেন, "ভারতে এখনও ইলিশ যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে, এখনো কাগজে আছে। এর ফলে বাজারে যদি ইলিশের দাম বাড়ে, সেটা উচিত হবে না।"

    "রপ্তানির সিদ্ধান্তের পর ইলিশের দাম বেড়ে গেলে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়।"

    তিনি জানিয়েছেন, চলতি বছর দেশে ইলিশ উৎপাদন হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার মেট্রিক টন।

    "রপ্তানির সিদ্ধান্ত হয়েছে তিন হাজার টন। এরমধ্যে আসলেই কতটুকু যাবে সেটা এখনও বলা যাচ্ছে না," বলেন তিনি।

    এদিকে, অক্টোবরের ১৩ তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ এই ২২ দিন নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে বলে তিনি জানান।

  17. অলআউট বাংলাদেশ, ভারতের বড় জয়

    চেন্নাই টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনেই ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না চেন্নাই টেস্ট।

    বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে টেস্ট সিরিজে এক-শূন্যতে এগিয়ে গেল রোহিত শর্মার দল।

    আগের দিন ভারতের ৫১৫ রানের জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে চার উইকেটে ১৫৮ রান করে দিন শেষ করেছিল।

    শেষ পর্যন্ত বাংলাদেশ ২৩৪ রানই করতে পারে। এতে ভারতের ২৮০ রানের বিশাল জয় পায়।

    মূলতঃ রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে সেঞ্চুরি করে দলকে এগিয়ে নেন এবং দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান।

  18. গরম আর বৃষ্টির যে খবর জানালো আবহাওয়া অফিস

    বাংলাদেশ

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবারের মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।

    আর এর প্রভাবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

    রোববার ২২শে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

    এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

    এ পরিস্থিতিতে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

    পাশাপাশি, এ সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    তবে, সামনের দুইদিন মানে সোমবার ও মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

  19. সাবেক রেলমন্ত্রী পাঁচ দিনের রিমান্ডে

    সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    রফিকুল ইসলাম নামে এক যুবককে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় করা মামলায় তাকে এই রিমান্ড দেয়া হয়।

    রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই আদেশ দেন।

    আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে এই রিমান্ডের আদেশ দেন।

    গত ১৬ই সেপ্টেম্বর ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নূরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

  20. জাবিতে গণপিটুনিতে হত্যার ঘটনায় আরেক শিক্ষার্থী গ্রেফতার

    জাবি

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে গণপিটুনি দিয়ে হত্যা মামলায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতার ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

    আশুলিয়া থানার ভারপ্রাপ্ত ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

    রোববার ভোরে গাজীপুরের হোতাপাড়ায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

    গ্রেফতারকৃত শিক্ষার্থী মামলার তিন নম্বর আসামি বলে জানা গিয়েছ।

    এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে গণপিটুনির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে।