শিবিরের কাউন্সিলকে 'পাতানো ও নাটকপূর্ণ' বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক, সবাইকে বই দিতে না পেরে শিক্ষা উপদেষ্টার 'দুঃখ প্রকাশ'

সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন ৪৩তম বিসিএসের গেজেট থেকে দুই দফায় বাদ পড়া চাকরিপ্রার্থীরা। বছরের প্রথম দিনে দেশের সব শিক্ষার্থীর একযোগে নতুন বই তুলে দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা দেশের তরুণদের জন্য উদ্যোক্তা হওয়ার এক দারুণ সুযোগ তৈরি করেছে।
  • বছরের প্রথম দিনে দেশের সব প্রান্তের সব শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
  • ছাত্রদলের ৪৬ তম, এবং জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
  • ঘন কুয়াশায় বিমান, নৌযান ও সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
  • জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেওয়ার সীমা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সরাসরি কভারেজ

  1. যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের ভিড়ে গাড়ি চাপায় ১০ জনকে হত্যা

    যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের দুর্ঘটনাস্থল

    ছবির উৎস, AP

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের দুর্ঘটনাস্থল

    যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় নববর্ষ উদযাপনে সমবেত মানুষের ভিড়ে গাড়ি চালিয়ে ১০ জনকে হত্যার ঘটনা ঘটেছে।

    মারা গেছেন গাড়ির চালকও। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

    লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।

    এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু'জন পুলিশ সদস্যও রয়েছেন। তারা অভিযুক্ত চালকের গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

    পুলিশের ধারণা, আহতদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা।

    নিউ অরলিন্স শহরের ঘটনাস্থল ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকাটি দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয়। সেখানকার বোরবন স্ট্রিটে বর্ষবরণে জড়ো হয়েছিলেন অনেকে।

    সেই ভিড়ের মধ্য দিয়ে বেপরোয়া গাড়ি চালিয়ে দেন অভিযুক্ত চালক। পরে তিনি অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

  2. বাধ্যতামূলক অবসরে তিন অ্যাডিশনাল আইজিপি

    বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শককে।

    এই তিন অতিরিক্ত মহাপরিদর্শক হলেন মল্লিক ফখরুল ইসলাম, সেলিম মো. জাহাঙ্গীর এবং ওয়াই এম বেলালুর রহমান।

    গত বছরের শেষ কর্মদিবস ৩১শে ডিসেম্বরে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক তিন প্রজ্ঞাপন বুধবার প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

    প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা অবসরজনিত সুবিধা পাবেন। আদেশগুলো অবিলম্বে কার্যকরের কথাও বলা হয় প্রজ্ঞাপনে।

    এই কর্মকর্তাদের মধ্যে মল্লিক ফখরুল ইসলাম পুলিশ স্টাফ কলেজ, সেলিম মো. জাহাঙ্গীর পুলিশ অধিদপ্তর এবং ওয়াই এম বেলালুর রহমান পুলিশ টেলিকমে কর্মরত ছিলেন।

  3. হাসিনাকে ফেরত আনা ছাড়াও অন্য ইস্যু নিয়ে দিল্লির সাথে এগোবে ঢাকা

    তৌহিদ হোসেন

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

    পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ইস্যু। এটি ছাড়াও দুই পক্ষেরই স্বার্থের আরো অনেক ইস্যু আছে। হাসিনা ইস্যুর পাশাপাশি সেগুলো নিয়ে দিল্লির সাথে সম্পর্ক এগিয়ে নেবে ঢাকা।"

    বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে প্রশ্নের জবাবে এসব কথা বলেন মি. হোসেন।

    নতুন বছরে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।

    বলেন, এই সম্পর্কগুলোর মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ জড়িয়ে আছে।

  4. খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামীকাল

    নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার।

    কমিশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    খসড়া ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে নির্বাচন কমিশন একটি সংবাদ সম্মেলন করবে বলেও জানানো হয়েছে।

    প্রতি বছরই দোসরা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে থাকে কমিশন।

    আগামী নির্বাচনকে সামনে রেখে এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার ঘোষণা দিয়েছে তারা।

    বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের সময়সীমা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা দেখা যাচ্ছে।

    সংস্কার নাকি নির্বাচন কোনটি অগ্রাধিকার পাওয়া উচিত তা নিয়েও বিভিন্ন বিতর্কও চলমান।

    ১৬ই ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

    গত ২৪শে ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 'ভোট ও ভাতের অধিকারের জন্য পাঁচই অগাস্টের মতো রাস্তায় নামতে হবে' বলে মন্তব্য করেন।

    এ নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন- বিএনপি কেন ভোটের জন্য রাস্তায় নামার কথা বলছে

    নির্বাচন কমিশন

    ছবির উৎস, SCREEN GRAB

  5. সচিবালয়ে আগুনের তদন্তে সন্তুষ্ট সরকার, জুলাই প্রোক্লেমেশনের ড্রাফটিংয়ে যাচ্ছে সরকার

    রিজওয়ানা হাসান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, সৈয়দা রিজওয়ানা হাসান

    সচিবালয়ের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে সরকার সন্তুষ্ট, তবে সব ধরনের সন্দেহের ঊর্ধ্বে উঠতে পরীক্ষার জন্য আলামত বিদেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    "আমাদের নিরাপত্তার স্বার্থেই নিশ্চিত হতে চাইছি," যোগ করেন তিনি।

    বুধবার সাংবাদিকদের তিনি আরো বলেন, নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রাধান্য হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংস্কার, নির্বাচনের রোডম্যাপ দাঁড় করানো।

    এর পাশাপাশি আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকেও প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানান এই উপদেষ্টা।

    মিজ হাসান বলেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পর প্রোক্লেমেশনের (ঘোষণাপত্র) প্রয়োজনীয়তা অনুভব করলেও প্রস্তুতি বা বাস্তবতা ছিল না।

    "সরকার সকলের সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আমরা ড্রাফটিং প্রক্রিয়ায় যাবো," বলেন পরিবেশ উপদেষ্টা।

  6. শিবিরের কাউন্সিল 'পাতানো ও নাটকপূর্ণ': ছাত্রদল সাধারণ সম্পাদক

    ছাত্রশিবিরের সম্মেলন
    ছবির ক্যাপশান, ছাত্রশিবিরের সম্মেলন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কাউন্সিল 'পাতানো এবং নাটকপূর্ণ' বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

    তিনি বলেন, কাউন্সিলে "কারা নেতৃত্বে যাবে সেটি পূর্বনির্ধারিত ছিল।"

    জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মি. নাছির।

    শিবিরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না। তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় হয় আপনারা দেখেছেন।"

    প্রায় ১৪ বছর পর মঙ্গলবার প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাহিদুল ইসলাম সভাপতি এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

    শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে ছাত্রদল এবং ছাত্রশিবিরকে। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

    এ নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন - বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির-ছাত্রদল মুখোমুখি?

    ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক

    ছবির উৎস, SCREEN GRAB

  7. জালিয়াতি করে সহায়তা নেয়ার চেষ্টা করেছে অনেকে- সারজিস আলম

    সারজিস আলম

    ছবির উৎস, Screen Grab

    আন্দোলনে সম্পৃক্ত নয় এমন অনেকে চিকিৎসার কাগজপত্র জালিয়াতি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সুযোগ সুবিধা নিতে চেষ্টা করেছিল বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

    এ ধরনের প্রতারণা ঠেকাতে সহায়তা পাওয়ার জন্য প্রমাণ হিসেবে চিকিৎসকের দ্বারা সত্যায়িত চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে আন্দোলনে আহতদের।

    বুধবার এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান মি. আলম।

    এ মাসে নিহতদের পরিবারগুলোকে আবারও বড় অংকের আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

    মি. আলম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা ৮২৬ জন। তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহীদের পরিবার।

  8. ৪৩ তম বিসিএসে বাদ পড়াদের সচিবালয়ের সামনে অবস্থান

    সচিবালয়ের সামনে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়াদের অবস্থান

    ছবির উৎস, RAYHAN KABIR

    সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন ৪৩তম বিসিএসের গেজেট থেকে দুই দফায় বাদ পড়া চাকরিপ্রার্থীরা।

    প্রজ্ঞাপনে আবারও অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তারা।

    অবস্থান নেয়া চাকরিপ্রার্থীরা বিবিসিকে জানিয়েছেন, বুধবার সকালে তারা সচিবালয়ের সামনে জড়ো হন।

    এর মধ্যে জনপ্রশাসন সচিব তাদের সাথে দেখা করার প্রতিশ্রুতি দেয়ছেন বলে তারা জানিয়েছেন।

    ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য প্রথম দফায় যাদের গেজেটভুক্ত করা হয়েছিলো, তাদের মধ্যে ১৬৮ জনের নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয় সোমবার।

    এই ১৬৮ জনের মধ্যে অন্তত ৭১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের, মানে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী বলে অভিযোগ উঠেছে।

    বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

    গত ১৫ই অক্টোবর যখন প্রথম দফার গেজেট প্রকাশ হয় সে সময়েই ৯৯ জনকে বাদ দিয়ে গেজেট করেছিলো জনপ্রশাসন মন্ত্রণালয়।

    তখন যাদের বাদ দেয়া হয়েছিলো তার মধ্যে ৪৫ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেয়নি। আর বাকি ৫৪ জন সরকারের ইচ্ছাতেই বাদ পড়েছিলো।

    আর প্রথম গেজেট থেকে কাটছাঁট করে আরও ১৬৮ জনকে বাদ দিয়ে ৩০শে ডিসেম্বর দ্বিতীয় গেজেট প্রকাশ করা হয়েছে।

    নতুন গেজেট প্রকাশের পর এখন এ বিসিএসে সব মিলে মোট ২২২ জন উত্তীর্ণ হয়েও বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগদান করতে পারছেন না।

    যারা বাদ পড়েছেন তাদের অনেকে বিবিসি বাংলার কাছে তাদের ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছেন।

  9. জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেওয়ার সীমা শিথিল

    কেন্দ্রীয় ব্যাংক।

    ছবির উৎস, Getty Images

    জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের বিদেশে চিকিৎসা করানোর জন্য অর্থ ছাড়ের সীমা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

    ২০১৮ সালের বিদেশি মুদ্রা লেনদেন গাইডলাইন অনুযায়ী, বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে একজন ভ্রমণকারীর জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার বা তার সমপরিমাণ বিদেশি মুদ্রা নিয়ে যাওয়ার সীমা বেঁধে দেয়া হয়েছে।

    তবে শুধু ছাত্র আন্দোলনে আহতদের জন্য এই সীমা শিথিল থাকবে।

    অর্থাৎ আহতের চিকিৎসার জন্য যে ডলার প্রয়োজন হবে সেই পরিমাণ ডলার তারা নিয়ে যেতে পারবেন।

    মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

    সেখানে বলা হয়েছে, জুলাই বিপ্লবে আহতরা বিদেশে ১০ হাজার ডলারের বেশি ব্যাংকিং চ্যানেল, কার্ডে এবং নগদ ডলারে চিকিৎসা ব্যয় মেটাতে পারবেন।

    তবে গাইডলাইনের নির্দেশনা অন্যদের জন্য অপরিবর্তিত থাকবে।

  10. ছাত্রদলের ৪৬ তম এবং জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    ছাত্রদলের ৪৬ তম এবং জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
    ছবির ক্যাপশান, ছাত্রদলের ৪৬ তম এবং জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম এবং জাতীয় পার্টির (জাপা) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

    ১৯৭৯ সালের পহেলা জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন।

    এরপর দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল।

    অন্যদিকে, ১৯৮৬ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।

    বুধবার সকালে ছাত্রদল জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। দুপুরে তাদের আলোচনাসভা করার কথা রয়েছে।

    সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেয়ার কথা রয়েছে।

    এদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জোট সহযোগী হওয়ায় বর্তমানে রাজনৈতিকভাবে কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে জাতীয় পার্টি।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও দলের অন্যান্য নেতারা।

  11. কুয়াশা আর শীতের যে পূর্বাভাস এলো বছরের প্রথম দিনে

    শীত কুয়াশা

    ছবির উৎস, Getty Images

    ঘন কুয়াশায় বিমান, নৌযান ও সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। নতুন বছরের প্রথমদিনে আবহাওয়ার পূর্বাভাসে তারা এই তথ্য জানিয়েছে।

    বুধবার সকালে আবহাওয়া বিভাগ জানায়, আগামী অন্তত তিন দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। মধ্যরাত বা ভোর থেকে দুপুর পর্যন্ত থাকতে পারে এই কুয়াশা।

    কুয়াশার কারণে সকালের দিকে শীতের অনুভূতি বাড়তে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে তাপমাত্রা সামান্য কমতে পারে।

    বুধ থেকে শুক্রবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে তাপমাত্রা হালকা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

    আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ বুধবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

  12. থার্টি ফার্স্ট উদযাপনে ঢাকার দুই স্থানে আগুন

    জ্বলন্ত ফানুস পড়ে দুটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে দাবি স্থানীয়দের।

    ছবির উৎস, Getty Images

    থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে ঢাকায় দুটি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। মিরপুর ১১ নম্বর ও ধানমন্ডি এলাকায় জ্বলন্ত ফানুস পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দাবি স্থানীয়দের।

    মিরপুরে ডাস্টবিনের ময়লায় ফানুস থেকে আগুন লাগে। অন্যদিকে রাত ১২টা ৫৩ মিনিটি দিকে ধানমন্ডিতে একটি সুপার শপের পরিত্যক্ত মালামালে জ্বলন্ত ফানুস পড়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

    অবশ্য ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিসের এই তথ্য নিশ্চিত করেছে।

    বেশকিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়লেও এতে মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে, তারা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল লাইনে আটকে থাকা পাঁচটি ফানুস উদ্ধার ও অপসারণ করেছে।

    থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রাখার স্বার্থে ১১ দফা নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সেখানে ফানুস ওড়ানো ও পটকা-আতশবাজি ফোটানোয় বিধিনিষেধ ছিল। তবে নির্দেশ অমান্য করে বিভিন্ন জায়গা থেকে আতশবাজি পোড়ানো ও ফানুশ ওড়ানো হয়েছে।

    এদিকে আগুন পুড়ে দুই শিশু বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, আট বছরের এক শিশুর ১৫ শতাংশ পুড়ে গিয়েছে। তাকে ভর্তি করা হয়েছে। সেইসঙ্গে আগুন লেগে আরেক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

    তবে থার্টি ফার্স্ট পালন করতে গিয়ে তারা দগ্ধ হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

  13. সবাইকে বই দিতে না পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ

    শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ

    ছবির উৎস, cgs-bd.com

    ছবির ক্যাপশান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ

    বছরের প্রথম দিনে দেশের সব প্রান্তের সব শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

    বুধবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

    সেইসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীন শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের বই এখন থেকে আর বিদেশে ছাপানো হবে না বলেও জানিয়েছেন তিনি।

    বই ছাপার ব্যবসাকে উন্মুক্ত ও সুশৃঙ্খল করা হবে জানিয়ে তিনি বলেন, “এখন থেকে আর বিদেশে বই ছাপানো হবে না। দেশেই ছাপা হচ্ছে। উন্নতমানের ছাপা, কাগজ ও মলাটের ব্যবস্থা করা হবে।”

    এনটিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ৪১ কোটি বইয়ের চাহিদা থাকলেও ছয় কোটি বই ছাপানো গিয়েছে। তবে জানুয়ারির মধ্যে সব বই ছাপানোর আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

    গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর পাঠ্যবই শুদ্ধ বা পরিমার্জন করা হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে যেন বইয়ে থাকে সেভাবেই পরিমার্জন করা হয়েছে।”

  14. বছরের প্রথম দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’

    বায়ুদূষণ

    ছবির উৎস, Getty Images

    ২০২৫ সালের প্রথম দিনে বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ চার নম্বরে উঠে এসেছে ঢাকা।

    র‍্যাংকিংয়ে কিছুটা পেছালেও বায়ুদূষণ সূচকে ঢাকার বাতাসের স্কোর ২৩৫। অর্থাৎ ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

    বুধবার বেলা ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।

    বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে জার্মানির শহর মিউনিখ। ২৬১ স্কোর নিয়ে শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

    তালিকার দুই নম্বরে আছে উগান্ডার কামপালা। শহরটির বাতাসের মানের স্কোর ২৪৫।

    তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরটির বাতাসের মান ২৪৪। শহরদুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

    স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

    ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

  15. আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করেছে: প্রধান উপদেষ্টা

    ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের পর্দা উঠছে। মেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, “মানুষ মাত্রই উদ্যোক্তা। শ্রমিক হওয়া মানুষের পথ না। এই মেলা আমাদেরকে উদ্যোক্তা হওয়ার সুযোগ দেয়। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি।”

    উদ্যোক্তাদের জন্য মেলার একটি অংশ বরাদ্দ রাখার কথা বলে তিনি বলেন, “তরুণরা অসংখ্য রকম কাজ করছে। ঘরে বসে শাড়ি বিক্রি করছে। বয়স্ক গৃহিনী ব্যবসা করছে, রান্না করে খাওয়াচ্ছে। কিন্তু কোন স্বীকৃতি নাই।

    যারা নিজেরা ব্যবসা সৃষ্টি করেছে - মেলায় তাদেরকে নিয়ে একাংশ থাকতে হবে। ছেলেদের একটা অংশ, মেয়েদের এক অংশ হবে। এভাবে সবারটা দেখে আরো বুদ্ধি বের হবে।”

    বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির যৌথ উদ‍্যোগে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এই মেলার আয়োজন করা হয়েছে।

    এবারের বাণিজ্য মেলায় বিশ্বের সাতটি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ থাকছে মোট ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন।

    এবারের মেলায় জুলাই-অগাস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর রাখা হয়েছে।

    সেইসাথে তরুণ সমাজকে রফতানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।

    এবারের মেলায় থাকছে ই-টিকিটের ব্যবস্থা।

    মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।

    ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস